Ads

 পৃথিবীজুড়ে নোকিয়ার জনপ্রিয়তা রয়েছে কতটা তা আর বলার অপেক্ষা রাখে না । শুরু থেকেই নকিয়ার জনপ্রিয়তা মানুষের মধ্যে রয়েছে । পৃথিবী জুড়ে প্রায় প্রতিটা দেশেই রয়েছে নোকিয়ার গ্রাহক । নোকিয়ার মডেলগুলো মার্কেটে রিলিজ হওয়র পর থেকে সাধারণ মানুষ স্বল্প খরচে ভালো মানের স্মার্ট ফোন ব্যবহার করতে পারছে । আমাদের দেশেও অনেক লোকের প্রেমে রয়েছে যারা নিত্যনতুন নোকিয়ার মডেলগুলো মার্কেটে আসার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে । সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নোকিয়া ব্যবসা চালিয়ে যাচ্ছে । নোকিয়া ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন তাঁরা নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে যেটি একবার চার্জ দিলে টানা 3 দিন চলবে । নোকিয়ার নতুন স্মার্টফোন হাই কোয়ালিটির পাওয়ারফুল ব্যাটারি নিয়ে আসতে চলতেছে চলতি সপ্তাহেই নকিয়ার নতুন স্মার্টফোনটির মডেল হবে জি-টুয়েন্টি বলে জানিয়েছে নকিয়া কর্তৃপক্ষ । স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশন সহকারে আলোচনা করা হলো ।



নকিয়ার নতুন স্মার্টফোন ১ চার্জে ৩ দিন চলবে


এলসিডি প্যানেল


নোকিয়া জি 20 ডিসপ্লেটিতে দুই পাশের বেজেল লেস এর পরিমাণ অনেক মোটা । এছাড়াও এলসিডি প্যানেল টিতে রয়েছে আইপিএস ক্যাপাসিটিভ টাইপের 
এলসিডি । 6.52 ইঞ্চি সাইজের ডিসপ্লে রয়েছে । আমাদের মধ্য থেকে যারা ভিডিও প্লেব্যাক এবং গেমিং খেলার জন্য ভালো একটি স্মার্টফোন অথবা ডিসপ্লে খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এই মডেলটি অনেকটাই ভালো পারফরম্যান্স দিতে পারবে ডিসপ্লের ক্ষেত্রে । 269 পিপিআই ডেনসিটি ডিসপ্লে ঘনত্বের পাশাপাশি থাকছে 720×1600 পিক্সেল এর রেজুলেশন । ডিসপ্লে রেজুলেশন আর একটু বেশি হলে হয়তো ভালো হতো । ব্রাইটনেস এর পরিমাণ ঘরের ভেতর অনেকটাই ভালো পাওয়া যাবে কিন্তু বাইরে রোদে ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হবে । ডিসপ্লে পিকচার বাজার অন্যতম আকর্ষণীয় multi-touch । টার্চস্কিনে পাওয়া যাবে 60 হার্জের রিফ্রেশ রেট ।


ব্যাটারি পাওয়ার


একটি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি পারফরম্যান্স । তার কারণ হলো ব্যাটারি পারফরমেন্সে যদি খারাপ হয়ে থাকে তাহলে মোবাইলটি দীর্ঘক্ষন অথবা বেশিক্ষণ ব্যবহার করার সুযোগ থাকে না । এক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধার মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের । তবে এই সময়ে কিছু কিছুই স্মার্টফোনের ব্যাটারি বডির সাথে এডজাস্ট করা থাকে ‌‌। যার কারণে পরবর্তীতে স্মার্টফোনটি ব্যাটারীতে কোন সমস্যা দেখা দিলে ব্যাটারি পাল্টানোর জন্য অনেক টাকা খরচ করতে হয় এবং অনেকটা পরিশ্রমও খরচ করতে  হতে পারে । এজন্যই স্মার্টফোন কেনার পূর্বে ব্যাটারি পারফরমেন্সে আগে থেকেই জেনে নেওয়া ভালো । এই স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে 5,050 mAh শক্তিশালী পাওয়ার । নোকিয়ার স্মার্ট ফোন গুলো আসলেই অনেকটা ভালো হয়ে থাকে । স্মার্টফোনটিকে 10 ওয়াট দ্রুতগতিতে চার্জ দেওয়া যাবে । 


মেমোরি পারফরম্যান্স


একটি ডিভাইসের মেমোরি পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । মেমোরি পারফরমেন্সই বলে দিবে আপনার স্মার্টফোনটি ঠিক কতটা স্পিডে চালানো যাবে অথবা ব্যবহার করা যাবে । আমাদের মধ্যে এমন অনেকেই খুঁজে পাওয়া যাবে যারা ধীরগতির সম্পূর্ণ স্পীড এর কারণে অনেকেই মোবাইল ভেঙে ফেলেছে । এটি আসলে সম্পূর্ণই একটি ভুল কাজ । কিছু টাকা বেশি খরচ করে হলেও প্রথমেই আমাদেরকে বেশি নিতে হবে ভাল এবং বেশি পারফরমেন্সের মেমোরি ওয়ালা স্মার্টফোন । যে স্মার্ট ফোনের মেমোরি পারফরম্যান্স তুলনামূলকভাবে অনেকটা বেশি থাকে সে ডিভাইসগুলো ব্যবহার করে অনেকটাই ভালো ফিল হয়ে থাকে । নকিয়ার এই স্মার্টফোনটির ক্ষেত্রে আমরা রেম হিসেবে পেয়ে যাবো 4 জিবি এবং রোম হিসেবে পাওয়া যাবে 64 অথবা 128 জিবি । ওটিজি ক্যাবল ব্যবহার করে সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত মেমোরি স্টোরেজ ব্যবহার করা যাবে ।



বডি ডিজাইন


একটু ভালো এবং উন্নত মানের বডি ডিজাইনের স্মার্টফোন ব্যবহার করার আশা কমবেশি সবারই থাকে । যদি আপনি স্বল্পমূল্যের ভিতরে একটি ভালো বডি ডিজাইনের স্মার্ট ফোন ব্যবহার করতে চান তাহলে আমার পক্ষ থেকে নকিয়া জি 20 মডেলটি ক্রয় করার সাজেস্ট থাকলো । স্মার্টফোনের সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের ফ্রেম দ্বারা আবদ্ধ । এছাড়াও ফ্রন্টে থাকছে প্লাস্টিক এবং ব্যাক কভার হিসেবে পাওয়া যাবে প্লাস্টিক । বডি ডিজাইন এর জন্য স্মার্টফোনটি ব্যাপকভাবে স্বয়ংসম্পূর্ণ । তবে সব থেকে বেশি যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে এই স্মার্টফোনটি বডির প্রটেক্টর জন্য কোন প্রটেক্টর গ্লাস ব্যবহার করা হয়নি । যার কারনে স্বল্প আঘাতে এবং হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকছে । অন্যদিকে পানি এবং ধুলোবালি রোধকের কোন ব্যবস্থা নেই । নোকিয়ার এই স্মার্টফোনটির ওজন 197 গ্রাম যা আমাদের কাছে ব্যবহার করছে অনেকটা হালকা বলে মনে হবে । বর্তমান ‌ মার্কেটপ্লেসে মোবাইলটিকে সাদা এবং নিল কালারে পাওয়া যাবে ।


ক্যামেরা কালেকশন


এই ডিভাইসটির ক্যামেরা কালেকশন অনেক আকর্ষণীয় মডেলের । আন্ডার ডিসপ্লেতে গোলাকৃতি আকারে সেট করা হয়েছে ক্যামেরাগুলোকে । নোকিয়ার ক্যামেরা কালেকশন অন্যান্য মডেল গুলো থেকে অনেকটা ব্যতিক্রমী । স্মার্টফোনটিতে কোয়ার্ড ক্যামেরা কানেকশন দেওয়া হয়েছে ‌‌। এই প্রাইস এর মধ্যে কোয়াদ ক্যামেরা কালেকশন অনেকটা আকর্ষণীয় বলেই মনে হবে নোকিয়া গ্রাহকদের কাছে । 48+5+2+2 মেগা পিক্সেলের 4 টি ক্যামেরা রয়েছে । প্রাইমারি ক্যামেরায় থাকছে না স্টাবিলিজেশন । প্রাইমারি ক্যামেরাগুলোর ফিচারে রয়েছে এইচডিআর এবং পানোরামা মুড । 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সামনের ক্যামেরায় । যেকোন ভিডিও রেকর্ডিং এবং দেখা যাবে 1080 পিক্সেলে এক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে স্মার্টফোনটি । নাইট মোড এর মতো বিভিন্ন এবং জনপ্রিয় মুড রয়েছে যেগুলো দিয়ে ভালো মানের ছবি তোলা যেতে পারে । 



অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি


স্মার্টফোনটিকে এন্ড্রয়েড ভার্সন 11 দ্বারা রান করানো হয়েছে । অপারেটিং এবং গুগল ভার্সন এর লেটেস্ট ভার্সন পাওয়া যাবে অপারেটিং সিস্টেম এর ক্ষেত্রে । এদিকে অনেকটাই আপডেট করে রাখা হয়েছে মোবাইলটির ফিচারগুলোকে । অক্টাকোর এর মতো জনপ্রিয় প্রসেসর এবং চিপসেটের রয়েছে মিডিয়াটেক হেলিও জি ভার্শন । 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বডি বিল্ড করা হয়েছে যে বিষয়টি অনেককে চমকে দিতে পারে । স্মার্টফোনটিতে এছাড়াও ব্যবহার করা হয়েছে সিকিউরিটি সিস্টেম । সিকিউরিটি পদক্ষেপগুলো অনেক দ্রুত এবং অদ্বিতীয়ভবে সনাক্ত করতে সফল । সিকিউরিটি পদক্ষেপগুলোর মধ্যে পাওয়া যাবে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । এর পাশাপাশি রয়েছে ফেস আনলক , গায়ের স্কোপ , এক্সিলারোমিটার , প্রক্সিমিটি ইত্যাদি । সিকিউরিটি সিস্টেম গুলো অনেকটাই ফাস্ট এবং দ্রুত ভাবে শনাক্ত করতে পারবে বলে ধারণা করা যায় । মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি সেট করা হয়েছে বডির পিছনে ।



গেমিং পারফরম্যান্স


আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনলাইন ভিত্তিক গেমগুলো খেলার জন্য স্মার্টফোন বেছে নিয়ে থাকি । তাদের জন্য একটি খুবই আনন্দের বিষয় হচ্ছে নোকিয়ার নতুন স্মার্টফোন দিয়েও গেমগুলো খেলা 
যাবে । আবার অনেকের কাছে এটা অনেকটা অবিশ্বাস্য বলে মনে হতে পারে নকিয়ার স্মার্টফোনটিও আবার নাকি গেম খেলা যাবে । অবাক করা একটি তথ্য প্রদান করা হয়েছে নোকিয়ার তথ্য সংলাপে । গেমিং পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটি অনেকটাই প্রস্তুত । খুব ভালোভাবেই এবং অনলাইনের গেমগুলোকে দারুন মুভমেন্টের সাথে খেলা যাবে । মেমোরি পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাকআপ ভালো থাকার কারণে ভালো মুভমেন্টের সাথে দীর্ঘক্ষণ গেম খেলার সামর্থ্য রয়েছে স্মার্টফোনটিতে । গেম খেলার জন্য স্বল্পমূল্যের ভিতরে এই মোবাইলটি অনেকটা বেস্ট বলে মনে হয়েছে আমার কাছে । তবে যারা প্রফেশনালভাবে গেম খেলে থাকেন তাদের জন্য এই মোবাইলটি নেওয়া ঠিক হবে না । অনলাইন জগতের গেমগুলোকে মোটামুটি ইন্ডিয়া মুভমেন্ট এর সাথে ভালোভাবে খেলা যাবে এই স্মার্টফোনটি দিয়ে ।



অনলাইন থেকে অর্ডার করা যাবে ?


কেবলমাত্র স্মার্টফোন নয় আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল কিছুই এখন অনলাইন থেকে অর্ডার করতে পছন্দ করে থাকি । তাছাড়া অনলাইন থেকে অর্ডার করার জন্য ততটা খাটাখাটনির ও প্রয়োজন নেই । কেবলমাত্র একটি স্মার্টফোন বা ল্যাপটপ অপরদিকে প্রয়োজন ইন্টারনেট কানেকশনের । তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সর্বদাই ওয়েবসাইটগুলোর সত্যতা যাচাই করার পরে অর্ডার করা । আপনি যদি এই স্মার্টফোনটিকে অনলাইন থেকে অর্ডার করতে চান তাহলে আপনাকে নকিয়া অফিশিয়াল পেজ থেকে এই স্মার্টফোনটিকে সিলেক্ট করে অর্ডার করতে হবে তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা বেশি খরচ করতে হবে । খরচ করতে হলেও এই মাধ্যমটিকে আমি অনেকটা সাপোর্ট করে থাকি তার কারণ হলো ঝামেলা মুক্তভাবে করোনাকালীন মহামারীতে ঘরে বসেই আপনি আপনার প্রয়োজনীয় স্মার্টফোনটি হাতে পেয়ে যাবেন । এটা কিন্তু অনেকটাই আকর্ষণীয় একটি ব্যাপার । আতিক এর জন্যই বর্তমান মুহূর্তগুলোতে মানুষ মার্কেটপ্লেসে না গিয়েও অনলাইন থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে থাকে ।

ফোনটি কত টাকা প্রাইস এর মধ্যে পাওয়া যাবে ।


এখন পর্যন্ত নকিয়া কর্তৃপক্ষ জানাননি ফোনটি কত প্রাইজের ভিতরে বাংলাদেশের মানুষদের জন্য রাখা হয়েছে তবে যেহেতু তারা বলেছে চলতি সপ্তাহে বাজারে নিয়ে আসতাছে তখন হয়তোবা তারা জানিয়ে দেবে এটি প্রাইস কত হবে । পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এই মডেলটি এখন পর্যন্ত রিলিজ করলেও বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত এই মোবাইলটির রিলিজ করা হয়নি । মার্কেটে রিলিজ হওয়ার পরেই গ্রাহকেরা খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবে । তবে আমি আশা করি নোকিয়ার অন্যান্য মডেল গুলো থেকে এই মডেলটির চাহিদা একটু বেশি থাকবে । তবে অনেকের মতে এই স্মার্টফোনটিকে 10 থেকে 15 হাজারের মধ্যে রাখা হবে । তাহলে এখন আপনিই ভাবুন 10 থেকে 15 হাজারের মধ্যে যদি একটি ভাল মানের গেমিং সেট পাওয়া যায় তাহলে হাতছাড়া করার মতো খুব কম মানুষই থাকবে ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads