Ads

হুয়াওয়ে কোম্পানিটি রীতিমতো মার্কেটে রিলিজ করে যাচ্ছে তাদের নতুন মডেল  । তাদের উদ্ভাবিত মডেলগুলো হাই প্রাইস থেকে শুরু করে লো প্রাইজের মধ্যে থাকায় প্রায় সকল ধরনের মানুষ তাদের শখ  মিটাতে পারে । বর্তমান সময়ে মার্কেটপ্লেসগুলোতে হুয়াওয়ের মডেলগুলোর ব্যাপক চাহিদা লক্ষ করা যায় । স্মার্টফোনগুলো মানে ভালোো এবং দামে স্বল্প হওয়ার কারণে সাধারণ মানুষ খুব সহজেই স্মার্টফোনটিকে হাতের মুঠোয় নিয়ে নিতে পারে । মার্কেটে নতুন করে রিলিজ করলো হুয়াওয়ে নোভা 8 আই । স্মার্টফোনটিকে মিডিয়াম প্রাইস এর আওতায় রাখায় প্রায় অনেকেই খুব সহজে তাদের শখ পূরণ করতে পারবে আশা করা যায় । কোম্পানির দেওয়া তথ্য থেকে বলা যায় হুয়াওয়ের অন্যান্য মডেল গুলো থেকে এই মডেলটিতে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে । চলুন আজকে দেখা যাক হুয়াওয়ে নোভা 8 আই মডেলটিতে কি কি সুবিধা এবং অসুবিধা থাকছে ।


Huawei Nova 8i price in Bangladesh-সাধ্যের সবটুকু কি রয়েছে ?


 ক্যামেরা সেটআপ


 মিডিয়াম প্রইজের মধ্যে থাকা এই মোবাইলটির ক্যামেরা পারফরম্যান্স মোটামুটি ভালই বলা চলে । প্রাইমারি ক্যামেরা সেটআপে কোয়াড ক্যামেরা লুক দেওয়া হয়েছে । ওয়াইড ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল এর মত পিডিএফ পারফরম্যান্স , 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে 8 মেগাপিক্সেলে, স্পষ্টভাবে ছবি তোলার সুবিধায় ম্যাক্রো ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেল, ডেপ্ট ক্যামেরায় 2 মেগাপিক্সেল এর উপস্থিতি লক্ষণীয় । এইচডিয়ার পানোরামা এলইডি ফ্ল্যাশ লাইট যুক্ত করা হয়েছে ব্যাক ডিসপ্লেতে । ফুল এইচডি ভিডিও দেখার সুবিধা থাকছে 1080 পিক্সেলে । ক্যামেরা গুলোকে আন্ডার ডিসপ্লেতে খুব ভালোভাবে সেট করা হয়েছে যার কারোর ক্যামেরা পারফরম্যান্স সকলেরই পছন্দ হবে বলে মনে হয়েছে । ক্যামেরা গুলোর সাথে যে এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে স্বল্প আলোতে তা অনেকটাই হেল্প ফুল । 


নেটওয়ার্কিং সিস্টেম


মোবাইলটি দিয়ে দেশের যেকোন জায়গা থেকে ফোরজি ইন্টারনেট সংযোগ চালানো যাবে । 4 জি এর পাশাপাশি থ্রিজি এবং 2 জি এর মত ইন্টারনেট সংযোগ চালানোর সুবিধা তো থাকছেই । থ্রিজি নেটওয়ার্ক দিয়ে আমরা প্রতি সেকেন্ডে সর্বনিম্ন 800 এমবিপিএস এবং সর্বোচ্চ 2100 এমবিপিএস গতিতে নেটওয়ার্ক স্পিড উপভোগ করতে পারব । এর পাশাপাশি ফোরজি নেটওয়ার্ক কানেকশনে থাকছে সর্বনিম্ন 5.76 এমবিপিএস এবং সর্বোচ্চ 42.2 এমবিপিএস উপভোগ করার সুবিধা । তারবিহীন নেটওয়ার্ক গুলোর মধ্যে ব্যবহার করা যাবে ব্লুটুথ , জিপিএস , ওয়াইফাই হটস্পট , wifi-direct তবে ওয়ারলেস নেটওয়ার্ক গুলোর মধ্যে পাওয়া যাচ্ছেনা এনএফসি এবং এফএম রেডিওর সুবিধা । দেশের সমস্ত স্থান জুড়ে কিন্তু ফাস্টেস্ট নেটওয়ার্ক স্পিড এর সংযোগ রাখা যাবে মোবাইলটিকে । মোবাইলটির নেটওয়ার্ক সিস্টেম এককথায় ওয়াও ।


ইন্টার্নাল/এক্সটার্নাল মেমোরি


স্টোরেজের কথা বলতে গেলে সেখানে 6 এবং 8 জিবি রেম এর পাশাপাশি রয়েছে 128 জিবি রোম । দামের সাথে সামঞ্জস্য রেখেই মোবাইলটিতে স্টোরেজের ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে । সেটটিতে ওটিজি ক্যাবল ব্যবহার করা হয়নি বলে আপনি চাইলেই রেম এবং রোম কে আপনার খুশি মতো বাড়াতে পারবেন না । বেশি স্টোরেজ ব্যবহার করার কারনে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় সকল কিছুই সংগ্রহ করে রাখার সুবিধাটুকু পাবেন । একটি স্মার্ট ফোন ব্যবহার করে কি পরিমান ফাস্ট স্পিড পাওয়া যাবে এবং মোবাইল ফোনটি কতটা স্পীড আমাদেরকে দিয়ে থাকবে সেটি সম্পূর্ণ নির্ভর করে স্টোরেজের উপর । যে স্মার্টফোনগুলোতে কম স্টোরেজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো একপর্যায়ে আমাদেরকে ফাস্টেস্ট পারফর্ম দিতে ব্যর্থ হয় । কিন্তু এই মোবাইলটি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কখনো স্লো স্পিডের মখোমুখি হতে হবে না । খুবই ভালো মানের মেমরি স্টোরেজ ব্যবহার করা হয়েছে এই মোবাইলটি । স্মার্টফোনটি মেমোরি পারফরম্যান্সের জন্য অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে সাধারণ মানুষের কাছে ।


ডিসপ্লে কোয়ালিফিকেশন


আকর্ষণীয় ফিচার এর সাথে বাজেট বরাদ্দ ভাবে ডিসপ্লে ডিজাইন করা হয়েছে । আইপিএস কোয়ালিটির সাথে থাকছে 6.67 ইঞ্চি ডিসপ্লে সাইজ । ডিসপ্লের স্ক্রীন বডির রেটিও রেট 89.4 পার্সেন্ট । 1080×2376 রেজুলেশনের সাথে ডিসপ্লের ঘনত্ব থাকছে 391 পিপিআই । ডিসপ্লেতে মাল্টিটাচ এর সুবিধা রাখা হয়েছে । স্মার্টফোনটির ডিসপ্লেতে কোন প্রটেকশন ব্যবহার করা হয়নি যার কারণে হাত থেকে পড়ে গিয়ে ফোনটি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি । ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি হওয়ার কারণে যে কোন ভিডিও দেখার ক্ষেত্রে পাওয়া যাবে আলাদা সুবিধা । ব্রাইটনেস এর পরিমাণ খুব ভালো থাকার কারনে স্বল্প আলোর পাশাপাশি রোদেও অনেকটা ভালো পারফরম্যান্স দিয়ে থাকবে আশা করি । আমরা যারা গেম খেলার জন্য এবং ভিডিও প্লেব্যাক দেখার জন্য একটু বড় ধরনের ডিসপ্লে চয়েজ করে থাকে তাদের জন্য এই মডেলটি অনেকটাই ভালো ফিচার দিবে ।


প্রসেসর এবং অপারেটিং সিস্টেম


ফোনটি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমে এন্ড্রয়েড ভার্সন 11 ইএমইউআই এর আওতায় । আরো দেওয়া হয়েছে Qualcomm SM6115 Snapdragon 662 মডেলের চিপসেট । প্রসেসরে রয়েছে Octa-Core (4×2.0 GHz kryo 260 Gold & 4×1.8 GHZ kryo 260 Silver) । গ্রাফিক্সের জন্য রয়েছে Adreno 610 । অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য এই মোবাইলে টিকে গুগল অথবা প্লে স্টোরের উপর নির্ভর করতে হয় না তার কারণ আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না । তার কারণ হচ্ছে অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য তাদের নিজস্ব অ্যাপ গ্যালারি এবং অপারেটিং সিস্টেম রয়েছে যার কারণে তাদেরকে গুগলের উপর নির্ভর করতে হয় না তারা তাদের নিজের সিস্টেম গুলো ব্যবহার করে মার্কেটে স্মার্টফোনগুলো রিলিজ করতে পারে । এর জন্য আমাদেরকে ততটা অসুবিধার সম্মুখীন হতে হবে না কারণ তাদের দেওয়া এক অ্যাপ গ্যালারি থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো নামিয়ে নিতে পারবো ।

ব্যাটারি পারফরমেন্স


হুয়াওয়ে নোভা 8 আই ফোনটিতে non-removable টাইপের ব্যাটারি রয়েছে যার ক্যাপাসিটিতে রয়েছে 4300mah পাওয়ার । ব্যাটারি পাওয়ার দেখে বুঝা যাচ্ছে তুলনামূলকভাবে ভালো পারফর্মেন্স না করলেও ততটা খারাপ পারফর্মেন্স দিবেনা । ব্যাটারি ফুল চার্জ হতে 38 মিনিট সময় নিবে । এদিক লক্ষ্য করলে দেখা যায় মোবাইলটিতে দ্রুত চার্জ হবে । রিপোর্টে দেখা যাচ্ছে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা রাখা হয়নি ফোনটিতে । হুয়াওয়ের প্রায় প্রতিটি স্মার্টফোনে একটু মোটামুটি ভালো মানের ব্যাটারি পারফরমেন্স দেওয়া হয়ে থাকে । এই মোবাইলটির ক্ষেত্রেও আমরা দেখতে পারি এখানে মোটামুটি ভালো মানের ব্যাটারি পারফরমেন্স দেওয়া হয়েছে যেটি দিয়ে মোটামুটি স্মার্টফোনটি দুই দিন ব্যবহার করা যাবে । তবে এই স্মার্টফোনটির চার্জিং সিস্টেমে তারবিহীন চার্জিং ব্যবস্থা রাখলে অনেকটা ভালো হতো । তবে যা দেওয়া হয়েছে মোটামুটি মানিয়ে নেওয়া যায় ।


সিকিউরিটি সুরক্ষা


 সিকিউরিটি ফিচারে দেখা যায় একসিলোমিটার, প্রক্সিমিটি ,গায়েরো এবং মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট এর মত জনপ্রিয় পদক্ষেপ । ফিঙ্গারপ্রিন্ট এর অবস্থান সাইড মাউন্টেডে রাখা হয়েছে । বর্তমানে ডিজিটাল সময়ে কমবেশি প্রায় প্রতিটি স্মার্টফোনে সিকিউরিটি সুরক্ষা দেওয়া হয়ে থাকে । সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের উপস্থিতি লক্ষ করা যায় । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির কার্যকরী ক্ষমতা অনেক দ্রুত এবং ফাস্ট । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আরো অন্যান্য সেন্সর রয়েছে যেগুলো‌ দিয়ে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যাবে । স্মার্টফোনগুলো পার্সোনাল ভাবে ব্যবহার করার কারণ এখানে প্রাইভেসির একটা ব্যাপার রয়েছে । যার কারণে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সিকিউরিটি 
সিস্টেম । স্মার্টফোনটি সিকিউরিটি সিস্টেম আমার কাছে অনেকটা ভালো লেগেছে কেননা এখানে জনপ্রিয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং সকল ইউনিক পদ্ধতি রাখা হয়েছে । 


গেমিং পারফরম্যান্স কেমন করবে?


হুয়াওয়ে নোভা 8 আই এ স্মার্টফোনটিতে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে । ফোনটি দিয়ে ফ্রী ফায়ার এবং পাবজির মতো অনলাইন গেম গুলো উন্নত মানের গ্রাফিক্স এর সাথেই খেলা যাবে । যারা গেম খেলার জন্য মোবাইল খুঁজছেন তাদের জন্য এই মোবাইলটি ভরসা নিয়ে চলে আসলো । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা স্মার্ট ফোন দিয়ে গেম প্লে করতে পছন্দ করে । স্মার্ট ফোন দিয়ে গেমপ্লে করার জন্য অনেকেই এই মোবাইলটিকে পছন্দ করে থাকে । গেম খেলার জন্য এই মোবাইলটি অনেকটা সক্ষম । ফ্রী ফায়ার এবং পাবজির মতো অনলাইন গেম গুলো খুব ভালো মানের গ্রাফিক্সের সাথে খেলা যাবে । তবে ব্যাটারি পারফরম্যান্স ততটা বেশি না হওয়ার কারণে দীর্ঘক্ষন গেমপ্লে করার সুযোগ নেই । যারা গেম খেলার জন্য এই মোবাইলটিকে চয়েজ করেছেন তাদের জন্য মোবাইলটি খুব ভালো গেমিং পারফরম্যান্স দিতে পারবে ।



বডি ডিজাইন


পাঞ্চ ফুল বডি স্টাইল এর সাথে এর দৈর্ঘ্য রয়েছে 6.37 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 2.94 ইঞ্চি এবং পুরুত্ব রয়েছে 0.34 ইঞ্চি । মোবাইলটি অনেকটা স্লিম এবং ওজনে 190 গ্রাম । কালো, নীল এবং সিলভার কালারে মোবাইলটি মার্কেটে পাওয়া যাচ্ছে । স্মার্টফোনটির বডি ডিজাইন অন্যান্য মডেল গুলো থেকে অনেকটাই ভাল এবং
 উন্নত । স্মার্টফোনটি এর ডানপাশে গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং বাম পাশে রয়েছে মেমোরি এবং সিম কার্ড স্লট । মোবাইলটির বডির নিচের দিকে রয়েছে হেডফোন জ্যাক এবং লাউড স্পিকার তবে লাউড স্পিকার এর অবস্থান নিচে হওয়ার কারণ নেই সাউন্ড সিস্টেমে অনেকটাই ভালো করবে । স্মার্টফোনের বডি ডিজাইন আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটাই ভালো লেগেছে এবং যে কারো এক নজরে বডি ডিজাইন পছন্দ হয়ে যাবে । 

 

রিলিজ ডেট এবং প্রাইস


দুর্দান্ত ফিচার নিয়ে 22 জুলাই ,2021 দেশের মার্কেটগুলোতে মোবাইলটিকে রিলিজ করা হয় । দেশের মার্কেটগুলোতে এই মোবাইলটিকে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । যার বাজার মূল্য ৳30,000 টাকা । পারফরম্যান্স হিসেবে মোবাইলটির দাম তততা নির্ধারণ করা হয়নি এক কথায় বলা চলে ‌‌। এই স্মার্টফোনটিকে আপনারা চাইলে মার্কেটপ্লেসগুলো ছাড়াও ঘরে বসে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন । তবে মনে রাখবেন অনলাইন থেকে অর্ডার করার জন্য খরচটা একটু বাড়তে পারে । শুধুমাত্র অফিশিয়াল নয় এই মোবাইলটিকে মার্কেটে আনঅফিসিয়াল ভাবেও পাওয়া যাবে । আনঅফিসিয়াল স্মার্টফোনের মূল্য বাজারে নির্ধারণ করা হয়েছে ৳ 26,000 টাকা ।
  

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads