জনপ্রিয় ফিচারে মার্কেটের নতুন আকর্ষণ Infinix Hot 10S । মডেলটি মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকেই মানুষের দৃষ্টি আকর্ষন করতে সফল হয়েছে । বর্তমান মার্কেটগুলোর জনপ্রিয় সিরিজ গুলোর মধ্যে Infinix Hot 10S মডেলটি অন্যতম । ইতিমধ্যে অনেকেই এই মডেলটি ব্যবহার করে ভালো পারফরমেন্স পেয়েছে । মোবাইলটির পারফরমেন্সের বিষয়ে সম্পূর্ণ রিভিউতে আলোচনা করা হলো ।
ল্যাপটপ কেনার নতুন মার্কেটপ্লেস
ক্যামেরা হাইলাইটস
48 মেগাপিক্সেল যুক্ত করা হয়েছে প্রাইমারি ক্যামেরায়, ডেপ্ট ক্যামেরায় 2 মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরায় কত মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে তা অজানা । প্রাইমারি ক্যামেরা দিয়ে খুব সহজেই জুম করে স্পষ্ট ভাবে ছবি ক্যাপচার করা যাবে । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা । আলোর কথা মাথায় রেখে ক্যামেরার নিচে সংযুক্ত রাখা হয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট । যেকোন ভিডিও ফুল এইচডি মুডে 1080 পিক্সেলে দেখা যাবে ।
বডি ডিজাইন এবং এলসিডি
মোবাইলটির ডিসপ্লে এবং বডিতে মনোমালিন্য এক লুক দেওয়া হয়েছে । মোবাইলটির দৈর্ঘ্য 171.5 মিমি, প্রস্থ 77.5 মিমি এবং পুরুত্ব 9.2 মিমি । মডেলটি মার্কেটে কালো এবং সবুজ কালারে পাওয়া যাচ্ছে । মডেলটি এন্ড্রয়েড ভার্সন 11 দ্বারা চালিত । মোবাইলটির ডিসপ্লে সাইজ 6.82 ইঞ্চি । স্মার্টফোনটিতে আইপিএস এলসিডি ডিসপ্লে টাইপ টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে । যাতে সাপোর্ট করবে 16M কালার । পিপিআই ডেনসিটি রয়েছে 263 এবং ডিসপ্লে রেজুলেশন 720×164 পিক্সেল । Mediatek Heilo G85 (12nm) এর চিপসেট এবং সিপিইউ রয়েছে Octa-Core (2×2.0 GHz cortex-A75 & 6×1.8 GHz cortex-A55 ।
ব্যাটারি
মডেলটির ব্যাটারীতে হাই কোয়ালিটি এবং উন্নতমানের নন রিমুভাল লিথিয়াম - পলিমার ব্যাটারি টাইপ ব্যবহার করা হয়েছে যার ক্যাপাসিটিতে রয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি । ফুল চার্জে মোবাইলটি দিয়ে 32 ঘন্টা অনলাইনে থাকা যাবে । ফাস্ট চার্জিং সিস্টেম রাখা হয়নি ।
স্টোরেজ
মোবাইলটির মেমোরিতে রাখা হয়েছে ডেডিকেটেড স্লট ।
মডেলটি ইন্টার্নাল মেমোরিতে 4 এবং 6 জিবি রেম এবং 64 ও 128 জিবি রোম ব্যবহার করা হয়েছে । মোবাইলটির মেমোরিতে স্টোরেজ বেশি থাকায় আমরা খুব সহজেই ইংলিশ মুভি বা নাটক, প্রয়োজনীয় তথ্য, ইমেজ বা ভিডিও যত্ন সহকারে রেখে দিতে পারব ।
নেটওয়ার্ক
থ্রিজি নেটওয়ার্কের সাথে খুব সহজেই উপভোগ করা যাবে ফোরজি নেটওয়ার্ক । ফোরজি ভার্সনগুলে হল 1,3,5,8,38,40,41 । ফোরজি নেটওয়ার্কে সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 150 এমবিবিএস ফাস্টেস্ট নেটওয়ার্ক উপভোগ করা যাবে প্রতি সেকেন্ডে । 5.0 ভার্সনের ব্লুটুথ, ওয়াইফাই,হটস্পট, জিপিএস, রেডিও এর মতো ওয়্যারলেস নেটওয়ার্ক দ্রুত গতিতে চালানো যাবে ।
গেমিং পারফরম্যান্স এবং সিকিউরিটি অপশন
মোবাইলটি দিয়ে অনলাইন গেম গুলো মিডিয়াম লেভেলের গ্রাফিক্সের সাথে গেম প্লে করা যাবে । মোবাইলটিকে অন্যের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ফেস আনলকিং সিস্টেম এবং মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার করতে পারব । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অবস্থান রেয়ার মাউন্টেডে হওয়ায় এটি ব্যবহারে সুবিধা পাওয়া যাবে ।
মোবাইলটি মার্কেটে কবে নাগাদ এসেছে এবং প্রাইস কত?
মে 12, 2021 Infinix Hot 10S মডেলটিকে লঞ্চ করা হয় । 4/128 জিবি স্টোরেজের মডেলটি বাংলাদেশি অফিশিয়াল মূল্য ৳12,990 টাকা । আমরা যারা কম বাজেটে উন্নত মানের মোবাইল ফোন কিনতে চাচ্ছি তাদেরকে আমি এই মডেলটি ক্রয় করার জন্য সাজেস্ট করব ।
Nice
উত্তরমুছুনএখন এই মোবাইল কী ৬/১২৮ পওয়া যায়
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন