জনপ্রিয় অন্যান্য মডেলগুলোর মতো মার্কেটের নতুন আকর্ষণ ইনফিনিক্স । মডেলগুলোতে রয়েছে আকর্ষণীয় ফিচার এবং দারুণ পারফর্মেন্স । অন্যান্য কোম্পানির মডেল গুলোর মত মার্কেটপ্লেসে ইনফিনিক্স কোম্পানিটির ব্যাপক চাহিদা লক্ষ করা যায় । সাধারণ মানুষের কাছেও এই কোম্পানিটির চাহিদা ব্যাপক ভাবে দিন দিন বাড়ছে । পৃথিবীজুড়ে ইনফিনিক্স গ্রাহকদের সংখ্যা প্রচুর পরিমাণে দেখা যায় । এক কথায় বলা যায় মার্কেটপ্লেসের নতুন আকর্ষণ এখন এই কোম্পানিটি ।চোখ জুড়ানো ডিসপ্লে মডেলিং এবং ফাস্টেস্ট স্পিড পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের মার্কেটে চলে আসলো Infinix Note 10 pro । ৭ই জুন, 2021 দেশের মার্কেটগুলোতে রিলিজ করা হয় মডেলটিকে । মার্কেটে আসার পর থেকেই মানুষ মডেলটিকে ব্যবহার করে অনেকটাই সুবিধা পেয়েছে । মডেলটিতে আকর্ষণীয় কি রয়েছে ? মোবাইলটি ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যাবে ? এককথায় মোবাইলটির স্পেসিফিকেশন তুলে ধরা হলো রিভিউতে ।
মেমোরিতে 6/8 জিবি রেমের পাশাপাশি 128/256 জিবি রোম রয়েছে । বর্তমানে আমরা ঘরে বসেই মোবাইল ফোন দিয়ে অনেক কাজ করে থাকি । আমাদের প্রয়োজনীয় প্রায় সবকিছুই মোবাইলে সংগ্রহ করে রাখি।
কিন্তুু , আমাদের ব্যবহারকৃত মোবাইলটিতে যদি কম মেমোরি ব্যবহার করা হয় তাহলে আমরা প্রয়োজনীয় সকল তথ্য মোবাইলে রাখতে পারব না । তাছাড়া দেখা যাবে আমাদের মোবাইলটি অনেকটাই স্লো কাজ করবে । যার ফলশ্রুতিতে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে । Infinix Note 10 pro এই মডেলটিতে রোম 6/8 জিবি এবং রোম 128/256 জিবি ব্যবহার করায় আমরা মেমোরিতে প্রয়োজনীয় অনেক কিছুই সংগ্রহ করে রাখতে পারব । এমনকি আমরা ওটিজি ক্যাবল দিয়ে আমাদের প্রয়োজন মতো রেম এবং রোম বাড়িয়ে নিতে পারব । আমাদের মধ্যে যারা বেশি মেমোরি পারফরম্যান্সের আগ্রহী তাদের জন্য এই মডেলটি মার্কেটের সেরা হতে চলেছে ।
মোবাইলটির প্রাইমারি ক্যামেরায় 64+8+2+2 মেগা পিক্সেলের চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে । ওয়াইড ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল, আল্ট্রাওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল , ডেপ্ট এবং মনোক্রোম ক্যামেরায় 2 মেগাপিক্সেল করে মোট চারটি ক্যামেরা যুক্ত রাখা হয়েছে । যা দিয়ে জোম করে উজ্জ্বলময় ছবি তোলা যাবে । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় রাখা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা । কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট এর ব্যবস্থা রাখা হয়েছে । 1080 পিক্সেলে ফুল এইচডি ভিডিও দেখা যাবে । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা কালেকশন দেখে যে কারো চোখ জুড়িয়ে যাবে । মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ভালো হওয়ার কারণে প্রাইমারি এবং সেলফি ক্যামেরা দিয়ে এইচডি কোয়ালিটির ভিডিও ধারণ করা যাবে । ভিডিও প্লেব্যাক দেখার সময় ফুল এইচডি ভিডিও দেখতে ততোটা সমস্যায় পড়তে হবে না ।
মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটিতে 5000mAh পাওয়ারের মিডিয়াম কোয়ালিটির নন রিমুভাল ব্যাটারি টাইপ ব্যবহার করা হয়েছে । মোবাইলের ব্যাটারি 18W দ্রুত চার্জ হবে । আমরা যখন স্মার্টফোন করে থাকি তখন যেগুলো বিষয় দেখে নেই তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ । ব্যাটারি ব্যাকআপ ভালো না হলে আমরা কিন্তু সেই স্মার্টফোনগুলোতে ততটা দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারব না । এজন্য আমাদেরকে অনেকটাই ঝামেলা পোহাতে হতে পারে । কিন্তু এই মোবাইলটি ক্ষেত্রে আমাদের কিন্তু তেমন কোনো সমস্যায় পড়তে হবে না ব্যাটারির জন্য । দীর্ঘস্থায়ী অথবা লং লাইফ টাইম এর ব্যাটারি পারফরমেন্স রয়েছে মোবাইলের ভিতরে । মোবাইলটির ব্যাটারি চার্জিং সিস্টেমে তারবিহীন অথবা রিভার্স চার্জের পদক্ষেপ রাখা হয়নি । ফোনটির সাথে যে চার্জার বক্স পাওয়া যাবে সেটি দিয়ে চার্জ দিতে হবে ।
স্মার্টফোন অথবা মোবাইল ফোন ক্রয় করার পূর্বে আমরা সবাই দেখে নিতে চাই এখানে কি সিকিউরিটি পদক্ষেপ নেওয়া হয়েছে । সিকিউরিটি পদক্ষেপের বিষয়টি জেনে নেয়ার আগ্রহ সবার মধ্যেই দেখা যায় । এমন একটি ভিতরে সিকিউরিটি সিস্টেমের যে পদক্ষেপ গুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি সিস্টেম হল মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম । বেশি মূল্যের থেকে স্বল্পমূল্যের পর্যন্ত প্রতিটা স্মার্টফোনে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের উপস্থিতি দেখতে পেয়ে থাকি । ইনফিনিক্স কোম্পানির নতুন এই মডেলটিতে আমরা পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করার সুবিধা । স্মার্টফোনটির রেয়ার মাউন্টেডে সেট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেকটাই দ্রুত শনাক্ত করতে সক্ষম । সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি আরও রয়েছে প্রক্সিমিটি , এক্সিলারোমিটার , গায়রো এবং কম্পাস । যেগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে অনেকটাই সফল হয়ে থাকবে ।
স্মার্টফোনটির এলসিডি সাইজ 6.95 ইঞ্চি । স্কিন টু বডি রেটিও রেট 84.8 পার্সেন্ট ও পিপিআই ডেনসিটি 387 । ডিসপ্লের ভিডিও রেজুলেশন 1080×2460 পিক্সেল । মডেলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 দ্বারা চালিত । মডেলটিতে Mediatek Helio G95 চিপসেট, Octa-core (2×2.0 GHz cortex A75 & 6×1.8 GHz cortex-A55) সিপইউ এবং Mail-G52 MC2 জিপিইউ ব্যবহার করা হয়েছে । 90 হার্জের ডিসপ্লে টাচ স্ক্রিন এর পাশাপাশি রয়েছে multi-touch এর সুবিধা । এলসিডি প্যানেল এর ঘনত্ব 387 পিপিআই ডেনসিটি । ডিসপ্লেতে সাপোর্ট করবে 16 মিলি কালার । যারা ভিডিও প্লেব্যাক অথবা গেমস খেলার জন্য একটু বড় ধরনের ডিসপ্লে সাইজের আশাবাদী তাদের জন্য এই মডেলটি পারফেক্ট হতে পারে । অপারেটিং সিস্টেমকে গুগলের মাধ্যমে আপডেট করে লেটেস্ট ভার্সন উপভোগ করা যাবে । অপারেটিং সিস্টেমে গুগোল অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর XOS 7.6 ভার্সন ব্যবহার করা হয়েছে ।
এই স্মার্টফোনটির বডি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেক উন্নত । বডির ডিজাইন এর জন্য এই স্মার্টফোনটির বিশেষত্ব আলাদাভাবে অনেকটাই বেশি । 207 গ্রামের এই স্মার্টফোনটি হাতে নিয়ে ব্যবহার করতে অনেক সুবিধা হবে । স্মার্টফোনটিকে কালো কালার সহ আরো তিনটি ভিন্ন কালারের মার্কেটপ্লেসে পাওয়া যাবে । এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি সুরক্ষার জন্য কোন প্রটেকশন গ্লাস ব্যবহার করা হয়নি । যার কারণে আমাদের হাত থেকে পড়ে গিয়ে খুব সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে । স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে চার্জিং সিস্টেম এবং ইউএসবি ক্যাবল পোর্ট । বডির ডানপাশের রয়েছে ভলিউম এবং গুগল এডসেন্স বাটন । অপরদিকে বাম পাশে রয়েছে মেমোরি এবং সিম কার্ড স্লট । স্মার্টফোনটির বডি ডিজাইন এবং বডি গেট আপ পছন্দ হবে সকলের ।
মোবাইলটিতে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে । মোবাইলটিতে ন্যানো সিম কার্ডের সাথে ব্যবহার করা যাবে ডুয়েল সিম কার্ড । থ্রিজি নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে 850 এমবিবিএস এবং সর্বোচ্চ 2100 এমবিবিএস দ্রুতগতিতে উপভোগ করা যাবে । 4G ভার্সনগুলো হল 1,2,3,4,5,7,8,20,28,38,41 । 5.0 ভার্সনের ব্লুটুথ, 802.11 গতির ওয়াইফাই, জিপিএস ব্যবহার করার সুবিধা রয়েছে । ফোরজি নেটওয়ার্ক স্পিড কানেকশন রেখে সর্বোচ্চ 150mbps স্পীড উপভোগ করা যাবে । দেশের সমগ্র জায়গা জুড়ে নাম্বার ওয়ান নেটওয়ার্ক স্পিড ফোরজি ববহার করা যাবে । অনেক সময় আমরা নেটওয়ার্ক স্পিড এর জন্য মোবাইল ফোন ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করি না । কিন্তু এই মোবাইল দিয়ে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে খুব ভালোভাবেই । নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করার জন্য এবং দারুণ পারফর্মেন্স পাওয়ার জন্য এই মোবাইলটির ভূমিকা অনেক ।
মার্কেটপ্লেসগুলোতে অনেক ভালোই ডিভাইস রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা গেমিং পারফরমেন্স ভাল পেতে পারি । তবে মার্কেটপ্লেসের সবগুলো ডিভাইস কিন্তু গেম খেলার জন্য প্রযোজ্য নয় এবং ভাল ফিচার দিতে সক্ষম নয় । যদি আমরা গেম খেলার জন্য স্মার্টফোন চেয়ে থাকি তাহলে মার্কেটপ্লেস থেকে আমাদের সঠিক স্মার্টফোন গুলো বেছে নিতে হবে । তার মূল কারণ হলো প্রতিটাই স্মার্টফোন কিন্তু গেম খেলার জন্য ভালো পারফরর্মেন্স দিতে পারবে না । আমরা যারা গেম খেলার জন্য এই মোবাইল থেকে বেছে নিবো তারা অবশ্যই গেমিং পারফরম্যান্স ভালো পেয়ে থাকবেন বলে আমি আশাবাদী । তবে আপনি যদি প্রফেশনাল ভাবে এবং হাই কোয়ালিটির গ্রাফিক্স এর সাথে গেম খেলতে চান তাহলে এই মোবাইলটি কিন্তু আপনার জন্য একেবারে পারফেক্ট নয় ।
অনলাইন থেকে কেনাকাটা করার জন্য মানুষ এখন অনেকটাই প্রস্তুতি । কমবেশি প্রায় সবকিছুই তারা কেনাকাটা করার জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করে থাকে । এখন অনেকে আবার এই মোবাইলটিকে অনলাইন থেকে অর্ডার করার কথা ভাববে । আপনারা চাইলে এই স্মার্টফোনটিকে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন । অর্ডার করার জন্য অবশ্যই ইনফিনিক্স এর অফিসিয়াল পেইজটি ফলো করতে হবে তা না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে । অনলাইন থেকে অর্ডার করার জন্য আপনাকে একটু বেশি খরচ গুনতে হতে পারে । এর পাশাপাশি আলাদাভাবে খরচ করতে হবে ডেলিভারী ফী । পৃথিবীজুড়ে অনলাইন থেকে কেনাকাটা করার মাধ্যম অনেকটাই আকর্ষণীয় ।
দেশের মার্কেটপ্লেসগুলো ছাড়াও আপনি অনলাইন থেকে অর্ডার করে আকর্ষণীয় এই মডেলটি ক্রয় করতে পারবেন । দারুণ পারফর্মেন্সের এই মডেলটি আপনি পাচ্ছেন মাত্র ৳25,000 টাকায় ।
যারা কিনা মোটামুটি মানের একটি মোবাইল খুজতে ছিলেন তাদের জন্য এই মোবাইল ফোনটি হতে পারে এই বছরের সেরা আকর্ষণীয় মোবাইল ফোন । আপনি চাইলে মার্কেটপ্লেস থেকে এই মোবাইলটির অফিশিয়াল এবং আনঅফিসিয়াল পেইজটি বেছে নিতে পারবেন ।
Nice
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন