Ads

পথযাত্রায় প্রথম থেকেই নোকিয়া আমাদেরকে কিছু না কিছু দিয়ে যাচ্ছে । হাই কোয়ালিটির প্রাইস থেকে শুরু করে কোম্পানিটি মার্কেটে রিলিজ করে থাকে লো কোয়ালিটির মধ্যে ভালো মানের স্মার্টফোন । তাই সাধারণ মানুষের মধ্যে নোকায়া ব্রান্ডের উপর বিশেষ চাহিদা দেখা যায় । কোম্পানিটি তাদের কাস্টমারদের কথা মাথায় রেখে মার্কেটে রিলিজ করছে একের পর এক মডেল । সেই শুরু থেকেই তাদের জনপ্রিয়তা ব্যাপক । নিত্য নতুন আকর্ষণীয় মডেল উদ্ভাবন করে মিটিয়ে যাচ্ছে তাদের কাস্টমারদের চাহিদা । তাদের তৈরি মডেলগুলো জনসাধারণ খুব সহজেই আয়ত্ত্ব করতে পারে । 27 জুলাই,2021 কোম্পানিটি তাদের গ্রাহকদের উদ্দেশ্যে মার্কেটে লঞ্চ করেছে Nokia XR20 মডেল । স্মার্টফোনটিতে কি কি থাকছে ? কেন আমাদের ফোনটি কেনা উচিত ? বিস্তারিত আলোচনা করা হলো । এই স্মার্টফোনটি ব্যবহার করে আমাদের কি কি সুবিধা এবং অসুবিধা মুখোমুখি হতে হবে ।


Nokia XR20 5G Price in Bangladesh


 ডিসপ্লে বা এলসিডি কোয়ালিটি


স্মার্টফোনটিতে পাঞ্চ হোল বেজেল লেস টাইপ এলসিডির সাথে রয়েছে বড় আকৃতির ডিসপ্লে । যার সাইজ 6.67 ইঞ্চি । এই মডেলটিতে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রীন রয়েছে যাতে সাপোর্ট করবে 16M কালার । 1080×2400 পিক্সেলের রেজুলেশন রয়েছে মোবাইলটি ডিসপ্লেতে । পিক্সেল ডেন্সিটি রয়েছে 395 পিপিআই এবং  20.9 রেটের অ্যাসপেক্ট রেটিও রয়েছে ।
এছাড়াও ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে মাল্টিটাচ । স্ক্রিন এবং বডি রেটিও রেট 76.8% । অনেক সময় আমাদের ব্যবহার করা মোবাইলটি হাত থেকে পিছলে পড়ে গিয়ে ডিসপ্লেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে । আর সেই জন্য ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 6 । এই সুরক্ষাটি ব্যবহার করার ফলে আমাদের হাতে থাকা মোবাইলটি পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে । এই মোবাইলটির ব্রাইটনেসে রয়েছে -550 নিটস । 


অপারেটিং সিস্টেম এবং বডি সাইজ


মোবাইলটিকে এন্ড্রয়েড ভার্সন 11 এর আওতাভুক্ত রাখা হয়েছে । যা প্রসেসর টাইপ Octa-Core (2×2.0 GHz kryo 460 & 6×1.8 GHz kryo 460),চিপসেটের ধরন Qualcomm SM4350 Snapdragon 480 5G এবং জিপিইউ রয়েছে Adreno 619 । হ্যান্ডসেটটির দৈর্ঘ্য 6.76 ইঞ্চি, প্রস্থ 3.21 ইঞ্চি এবং পুরুত্ব 0.42 ইঞ্চি । এই মোবাইলটিকে মার্কেটপ্লেসগুলোতে নীল এবং ধূসর কালারে পাওয়া যাবে । 248 গ্রামের এই মোবাইল ফোনটি  পকেটে অথবা হাতে নিয়ে চলাচল করতে সুবিধা হবে । এই স্মার্টফোনটি কিন্তু সম্পূর্ণ ধুলোবালি এবং পানিরোধক । নোকিয়া কোম্পানির মডেল গুলোতেও ওয়াটারপ্রুফ সিস্টেম রাখা হয়েছে এ বিষয়টি অনেকের কাছে বিশ্বাস করতে অনেক কষ্ট হয়ে যাবে । স্মার্টফোনটির তুলনামূলক ওজনে একটু বেশি । তবে ব্যবহারের ক্ষেত্রে ততটা অসুবিধা হওয়ার প্রশ্ন আসে না ‌



কানেকটিভিটি 


মডেলটিতে 4জি ফাস্টেস্ট নেটওয়ার্ক এর সাথে ফাইভ-জি নেটওয়ার্ক এর অপশন রাখা হয়েছে । দেশের যে কোন জায়গা থেকেই ফুল স্পিড নেটওয়ার্ক  উপভোগ করা যাবে । মডেলটিতে কিছু 4জি ভার্সন রয়েছে আর সেগুলো হলো, 1,2,3,4,5,7,8,12,13,14,20,25,26,28,30,38,40,41,48,66,71 । ফোরজি স্পিডে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 42.2 এমবিবিএস নেটওয়ার্ক উপভোগ করা যাবে । ফোরজি ভার্সনের সাথে রয়েছে কিছু ফাইভ-জি ভার্সন যেমন, 2,5,25,38,41,48,66,77,78 । ন্যানো সিম এর সাথে ব্যবহার করা যাবে ডুয়েল সিম । এইচটিএমএল 5 ব্রাউজিং সিস্টেম রয়েছে । অনায়াসেই ফুল স্পিডে চালানো যাবে তারবিহীন নেটওয়ার্কগুলো । অনেকে হয়তো ভাবতে পারেন যে এই স্মার্টফোনটি দিয়ে ফুল স্পীডে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে না । এ বিষয়টি আসলে ভুল । স্মার্টফোনটি দিয়ে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যাবে ফুল স্পিডে । 



প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা 


মোবাইলটির প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেলের এর দুইটি আকর্ষণীয় ক্যামেরা রয়েছে । ওয়াইড ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল । যা দিয়ে স্পষ্ট ভাবে 6000×8000 পিক্সেলে ইমেজ তোলা যাবে । ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট এর সাথে ডায়নামিক রেঞ্জ মুড, ডিজিটাল জুম, অটো ফ্লাশ, ফেস ডিটেকশন ফিচারে সজ্জিত এই মডেলটি । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা । মোবাইলটি দিয়ে 1080 পিক্সেলে যেকোন ভিডিও রেকর্ডিং করা যাবে । ক্যামেরা গুলোর সাথে খুব ভালো মানের ছবি ক্যাপচার করা যাবে প্রাইমারি এবং সামনের ক্যামেরার মাধ্যমে । প্রাইমারি ক্যামেরাগুলো দিয়ে খুব ভালো মানের রেজুলেশনের সাথে ছবি এবং ভিডিও করা যাবে যেটা আমাদের সকলের পছন্দ হবে ইনশাল্লাহ ।



ব্যাটারি পারফরমেন্সে এবং সিকিউরিটি 


এই স্মার্টফোনটিতে নন রিমুভেবল ব্যাটারি টাইপ ব্যবহার করা হয়েছে । যার ক্যাপাসিটিতে রয়েছে 4630mAh  পাওয়ার । ব্যাটারিটি 18W গতিতে 2 ঘন্টা সময় নিবে সম্পূর্ণ চার্জ হতে । এই মোবাইলটিতে রাখা হয়েছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম । তারবিহীন চার্জিং সিস্টেমে 15W গতিতে চার্জ হবে । এছাড়াও মোবাইলটিতে সিকিউরিটি পদক্ষেপ রাখা হয়েছে । মোবাইলটির সাইড মাউন্টেডে সেট করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । প্রক্সিমিটি, একসিলোমিটার এবং কম্পাস এর মত আরো নানা ধরনের সিকিউরিটি পদক্ষেপ নেওয়া হয়েছে । সিকিউরিটি সিস্টেম গুলো কিন্তু অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে সফল হয়ে থাকবে । অন্যদিকে এর সাইট মাউন্টেডে কিন্তু আমরা পেয়ে যাব বর্তমান সময়ের জনপ্রিয় মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অনেকটাই দ্রুত কাজ করে থাকবে । ব্যাটারি এবং সিকিউরিটি সিস্টেম এক কথায় দারুন । একটু মিডিয়াম কোয়ালিটির ভিতরে থাকায় ব্যাটারি এবং সিকিউরিটি পারফরম্যান্স সকলের পছন্দ হবে 
ইনশাল্লাহ ।



স্টোরেজ বা মেমোরি


আমরা যারা নতুন মোবাইল কিনতে চাচ্ছি তাদেরকে স্টোরেজের উপর অবশ্যই নজর রাখা উচিত । কেননা কম স্টোরেজের মোবাইল ফোনগুলো ততটা ভালো সার্ভিস দিবে না । Nokia XR20 মোবাইলটির মেমোরিতে 6 জিবি রেমের সাথে রয়েছে 128 জিবি রোম। এই স্মার্টফোনটিতে বেশি স্টোরেজ ব্যবহার করার কারণে ভালো পারফরম্যান্স দিবে বলে আশা করা যায় । নোকিয়া কোম্পানির অন্যান্য মডেলগুলোতে আমরা মেমোরি পারফরম্যান্স খুব ততটা ভালো দেখতে পাইনা কিন্তু এই স্মার্টফোনটিতে মেমোরি এবং স্টোরেজ  পারফরম্যান্স খুবই ভালো ব্যবহার করা হয়েছে । মেমোরি পারফর্মেন্স ভালো থাকার কারণে ফোনটিকে ফাস্টেস্ট স্পিডে ব্যবহার করা যাবে এবং প্লে স্টোর থেকে যে কোন অ্যাপস এবং সফটওয়্যার রান করানো যাবে খুব সহজ এ ক্ষেত্রে কোন হেং অথবা ল্যাক করবে না ।



মোবাইল ফোনটি কি অনলাইন থেকে কিনা যাবে?


করোনা মহামারীতে আপনি চাইলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই মোবাইলটিকে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন । তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে ওয়েবসাইট থেকে আপনি মোবাইলটি অর্ডার করতে যাচ্ছেন সে ওয়েবসাইটটি কতটা শর্তসাপেক্ষে কাজ করে । ই-কমার্স সাইটের উন্নতির ফলে আমরা কিন্তু ঘরে বসে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করতে পারি । আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনলাইন থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে । বিশ্বের প্রতিটি দেশেই ই-কমার্সের চাহিদা এখন প্রচুর । আমরা যারা অনলাইন থেকে এই মডেলটিকে অর্ডার করতে চাচ্ছি তাদের জন্য নোকিয়ার অফিশিয়াল পেইজ রয়েছে যেখান থেকে আপনি চাইলে নকিয়ার এই মডেলদের ছাড়াও অন্যান্য মডেল গুলো পেয়ে যাবেন । এই মডেলটিকে অনলাইন থেকে ক্রয় করতে চাইলে আপনাকে হয়তো কিছু টাকা বেশি খরচ করতে হবে ।



বাংলাদেশে মোবাইলটির মূল্য কত? 


মোবাইলটিকে বাংলাদেশের নোকিয়া শোরুম ছাড়াও মার্কেটপ্লেসগুলোতে রিলিজ করা হয়েছে । আকর্ষণীয় স্মার্টফোনটি আপনি পাচ্ছেন মাত্র ৳48,000 টাকায় । স্মার্টফোনটিকে মার্কেটগুলোতে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই ভাবেই পাওয়া যাবে । আমরা অনেকেই ভাবতে পারিনি যে নোকিয়া স্মার্টফোন গুলোতে স্বল্পমূল্যের প্রাইস নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু এই ফোনটিতে মিডিয়াম প্রাইস নির্ধারণ করা হয়েছে 
কেন । প্রায় প্রতিটা কোম্পানি হাই কোয়ালিটির পাশাপাশি কিছু লো কোয়ালিটির স্মার্টফোন মার্কেটে রিলিজ করে থাকে । তবে তাদের মধ্যে নোকিয়া কোম্পানিটি অন্যতম । হাই কোয়ালিটির পাশাপাশি লো কোয়ালিটির ভিতরে অনেক মডেল রয়েছে যেগুলো সাধারণ মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারে । দামের পাশাপাশি পারফরম্যান্স খুবই ভালো এই মোবাইলটির ।



গেমিং পারফরম্যান্স


অনেকে হয়তো ভাবতে পারেন যে এই স্মার্টফোনটি মিডিয়াম কোয়ালিটি প্রাইস এর মধ্যে থাকায় সবাই হয়তো ভাবতে পারেন যে এটি দিয়ে গেম খেলা যাবে এবং গেমিং পারফরম্যান্স ভালো দিয়ে থাকবে । কিন্তু গেমিং পারফরম্যান্সের জন্য প্রয়োজন হয়ে থাকে গেমিং ডিভাইস যার আওতায় এই ডিভাইসটিকে রাখা হয়নি বা নেই । তবে অফলাইন জগতের প্রায় প্রত্যেকটি গেম খেলতে পারবেন ভাল স্পীড এর সাথে । কিন্তু অনলাইন জগতের হাই কোয়ালিটির গেম গুলো যেমন পাবজি অথবা ফ্রী ফায়ার খেলার জন্য এই মোবাইলটি কতটা সক্ষম ? অনলাইন জগতের গেমগুলো খেলার জন্য প্রয়োজন হয়ে থাকে ডিভাইসগুলোতে গেমিং প্রসেসর । যেখানে এই মোবাইলটিতে গেমিং প্রসেসর নেই বললেই চলে । তবে টুকটাক স্পিডে গেম খেলা গেলেও পাওয়া যাবেনা হাই কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন ।



পারফরম্যান্স কেমন পাওয়া যাবে ?


স্মার্ট ফোনের প্রাইস প্রত্যক্ষ করলে আমরা দেখতে পাব এই মডেলটিকে মিডিয়াম কোয়ালিটি এর আওতায় রাখা হয়েছে । এখন অনেকের ভাবনা জাগতে পারে যেহেতু এই মোবাইলটি মিডিয়াম প্রাইস এর মধ্যে রয়েছে সেহেতু এই মোবাইলটির দিয়ে মনে হয় ভাল মানের পারফরম্যান্স এবং উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে না । এটি একটি ভুল ধারণা । পারফরমেন্সের দিক দিয়ে মডেলটি অন্যান্য মডেলগুলো থেকে কিন্তু পিছিয়ে নেই । খুব ভালো মানের বডি ডেকারেশন , ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে কোয়ালিটি থাকার কারণে এই মডেলটি সবার কাছে পছন্দ হবে বলে আমি আশাবাদী ।  



1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads