আমাদের মাঝে অনেকেই আছি শখ অনেকটা সেম কোয়ালিটির হলেও সাধ্যের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা । কারো ইনকাম লাখের উপরে আবার কিছু কিছু লোক আছে যারা মাসে 10000 টাকা কামাতে পারেন না । তারা কিভাবে 50 হাজার টাকা দিয়ে একটি ভালো মানের স্মার্টফোন ক্রয় করবে? কিন্তু প্রত্যেক মানুষের ভিতরে রয়েছে আলাদা আলাদা শখ । স্বল্পমূল্যের ভিতরে একটি ভালো মানের স্মার্ট ফোন ব্যবহার করা যাদের প্রত্যাশা এই ফোনটি তাদের জন্য মার্কেট গুলোর মধ্যে অন্যতম । কেউ অল্পতে তার শখ মিটাতে পারে আবার কেউ স্বল্প বাজেটের কারণে নিজের শখ মিটাতে পারেনা । যারা লো প্রাইজের ভিতরে ফোন কিনার জন্য আগ্রহী তাদের কথা মাথায় রেখে নোকিয়া মার্কেটে নিয়ে এসেছে লো প্রাইজের ভিতরে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট । নতুন Nokia C01 plus মডেলটিতে কি ধরনের সুবিধা গুলো থাকছে আসুন জানা যাক ।
নেটওয়ার্ক কানেকশন
লো প্রাইজের স্মার্টফোনটি দিয়ে ফোরজি নেটওয়ার্ক চালানো যাবে । এতে সবার খুশি হবার কথা, কারণ এই প্রাইজে ফোরজি নেটওয়ার্ক উপভোগ করা অনেক কঠিন । তবে ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় স্মার্টফোনটিকে রাখা হয়নি । মোবাইলটি দিয়ে 4G নেটওয়ার্কে প্রতিসেকেন্ডে সর্বোচ্চ 150 এমবিবিএস এবং সর্বনিম্ন 50 এমবিবিএস গতিতে চলবে । 4G নেটওয়ার্কের ভার্সনগুলো হল 1,3,5,7,8,20,28,38,40,41 । 3G নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 2100 এমবিবিএস এবং সর্বনিম্ন 850 এমবিবিএস গতিতে চলবে । তারবিহীন নেটওয়ার্ক গুলো যেমন ব্লুটুথ, হটস্পট, ওয়াইফাই ফুল স্পিডে চালানো যাবে । উন্নতমানের নেটওয়ার্কের পাশাপাশি তারবিহীন নেটওয়ার্কগুলো ফুল স্পিডে উপভোগ করা যাবে । দেশের সমস্ত স্থান জুড়েই কিন্তু উন্নত মানের নেটওয়ার্ক পাওয়া যাবে এই মোবাইলটি দিয়ে । নেটওয়ার্ক কানেকশন এর দিক দিয়ে এই মোবাইলটি সবার কাছেই ভালো লাগতে পারে বলে আমি আশাবাদী ।
এলসিডি এবং বডি
এলসিডি টাইপ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন এর সাথে রয়েছে ছোট আকৃতির ডিসপ্লে । যার সাইজ 5.45 ইঞ্চি । ডিসপ্লে সুরক্ষার জন্য কোন প্রটেকশন রাখা হয়নি । ডিসপ্লেতে সাপোর্ট করবে 16 মিলি কালার । স্মার্টফোনটি স্কিনের রেটিও রেট 72.1 পারসেন্ট । 720×1440 ডিসপ্লে পিক্সেল এর সাথে ব্যবহার করা হয়েছে 295 পিপিআই ডেনসিটি । মোবাইলটির বডি পর্যালোচনা করলে দেখা যায় 5.3 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ 3 ইঞ্চি ও পুরুত্ব রয়েছে 0.37 ইঞ্চি । 157 গ্রাম হওয়ায় মোবাইলটিকে হাতে নিয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করা যাবে । প্লাস্টিক ব্যাকের সাথে আবদ্ধ করে রাখা হয়েছে প্লাস্টিক ফ্রেমে । স্মার্ট ফোনের ডিসপ্লে সাইজ অন্যান্য মডেল গুলো থেকে তুলনামূলকভাবে কিছুটা কম । তবে হাতে নিয়ে ব্যবহার করতে ততটা অসুবিধা মনে হবে না । ডিসপ্লে প্যানেলটির রেজুলেশন এইচডি ব্যবহার করা হলেও এখানে কিন্তু আমরা একটি ভিডিও সম্পূর্ণ কিলিয়ার ভাবে দেখতে পারবোনা । ব্রাইটনেস এর পরিমাণ ভালো ছিল তবে রোদে কিছুটা ঘাটতি দিতে পারে । বাকি সবগুলো বিষয় ঠিকঠাক রয়েছে । মোবাইলটিকে সুরক্ষার জন্য কোন শক্তপোক্ত গ্লাস অথবা কর্নিং গরিল্লা গ্লাস ব্যবহার করা হয়নি । যার কারণে আমাদের হাত থেকে পড়ে গিয়ে ফোনটি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
অপারেটিং সিস্টেম
হ্যান্ডসেটটি এন্ড্রয়েড ভার্সন 11 দ্বারা পরিচালিত । লক্ষ করলে দেখা যায় মোবাইলটির প্রসেসরে রয়েছে অক্টাকোর 4×1.6 গিগাহার্জ কর্টেক্স এ-55 & 4×1.2 গিগাহার্জ কর্টেক্স এ-55 , জিপিইউতে রয়েছে মেইল জি ফিফটি টু । চিপসেটে রয়েছে ইউনিসক এসসি9863এ । অপারেটিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে গুগোল এর সর্বশেষ অর্থাৎ লেটেস্ট ভার্সন যে বিষয়টি অনেকটাই চমকপ্রদ । প্রসেসরে অক্টা কোর এর উপস্থিতি দেখে অনেকেই খুশি হয়েছে তবে ফোনটিতে ব্যবহৃত সিপিইউ অনেকটা পুরনো
ক্যামেরা
মডেলটির ব্যাক ক্যামেরায় 5 মেগাপিক্সেল এর একটি এবং সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা রয়েছে । ক্যামেরার সাথে যুক্ত রয়েছে একটি এলইডি এইচডিআর ফ্লাশ লাইট । স্মার্টফোনটি দিয়ে 720 পিক্সেলে যেকোন ভিডিও দেখা যাবে । তবে 1080 পিক্সেলে ফুল এইচডি মুডে ভিডিও দেখা যাবে না । ক্যামেরা পারফরমেন্সের জন্য এই মোবাইলটি ততটা ভালো ফিচার দেখাতে পারবে না । তার কারণ হলো মোবাইলটির প্রাইমারি ক্যামেরায় কেবল মাত্র 5 মেগাপিক্সেল রয়েছে যেটি দিয়ে আপনি ভালো মানের ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন না । এখানে ডিএসএলআর মুড এবং নাইট মোডের মত জনপ্রিয় ছবি তোলার সিস্টেম গুলো নেই । তবে ক্যামেরাগুলো দিয়ে 1080 পিক্সেলে যেকোন ভিডিও দেখা এবং রেকর্ডিং করা যাবে । ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুব ভালো মানের ছবি এবং ভিডিও ক্লিক করা যাবে না বললেই চলে । তবে এই বাজেটের মধ্যে এর থেকে বেশি কিছু গ্রাহকদের কাছেও অনাকাঙ্ক্ষিত ।
রেম এবং রোম
মোবাইলটির মেমোরিতে 1 জিবি রেম এর সাথে রয়েছে 16 জিবি রোম । প্রাইস অনুযায়ী রেম এবং রোম যা রয়েছে সেটা দেওয়ার ক্ষেত্রে যুক্তি রয়েছে । নাটক এবং সিনেমা বেশি করে রাখতে চাওয়াটা বোকামি হবে কেননা মোবাইলটিতে বেশি স্টোরেজ ব্যবহার করা হয়নি । আপনি চাইলে এক্সটার্নাল মেমোরি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্যাদি রাখতে পারবেন । মেমোরি পারফরমেন্সের দিক দিয়ে মোবাইলটি কিন্তু অনেকটা লো কোয়ালিটির ভিতরেই পড়ে যায় । কম স্টোরেজ থাকার কারণে আপনি কিন্তু প্লে স্টোর থেকে এভেলেবেল পাবে হাই কোয়ালিটির অ্যাপস এবং সফটওয়্যারগুলোকে এ ফোনটি মাধ্যমে রান করাতে পারবেন না । ব্যবহার করার জন্য বেশি অ্যাপস পাওয়া যাবে না কারন তাহলে এই ফোনটি হ্যাং করার সম্ভাবনা থাকবে ।
ব্যাটারি ব্যাকআপ
ফোনটির ব্যাটারিতে নন রিমুভেবল লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি ব্যবহার করা হয়েছে । ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে 3000 এমএএইচ পাওয়ার । তারবিহীন চার্জিং সিস্টেম রাখা হয়নি । ব্যাটারি পারফরম্যান্সের জন্য এই মোবাইলটি মিডিয়াম ফিচার দিতে পারবে বলে আমি মনে করি । দ্রুতগতিতে চার্জ দেওয়ার পাশাপাশি থাকছে না ওয়্যারলেস চার্জিং সিস্টেম । মোবাইলটিতে দ্রুতগতির চার্জিং সিস্টেম ব্যবহার না করার মূল কারণ হচ্ছে কিন্তু বাজেট । বাজেট পরিকল্পনা রেখে মোবাইলটির ব্যাটারি পারফরমেন্স দেওয়া হয়েছে এক কথায় বলা যায় । তবে ফোনটির সাথে যে চার্জার দেওয়া হয়েছে সেটি দিয়ে চার্জ দেওয়া সম্ভব । সম্পূর্ণ চাইছে এই মোবাইলটিকে অনলাইন ব্যবহারে একদিন চালানো যাবে । তবে আপনি যদি হাই কোয়ালিটির অ্যাপস অথবা সফটওয়্যার গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু সম্পূর্ণ একদিন পারফরম্যান্স পাওয়া যাবে না কারণ মোবাইলটিতে ব্যবহৃত ব্যাটারি ব্যাকআপ ততটা ভালো নয় ।
সিকিউরিটি সিস্টেম
ইতিমধ্যে আমরা অনেকেই ধারণা করে ফেলেছি যে মোবাইলটি যেহেতু স্বল্পমুল্যের তাহলে হয়তো এখানে খুব ভালো মানের অর্থাৎ জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম গুলোর সুবিধা পাওয়া যাবে না । এ ধারণাটা আসলেই ভুল । সিকিউরিটি সিস্টেম গুলোর মধ্যে এখানে রয়েছে অ্যাক্সেলেরোমিটার , প্রক্সিমিটি , প্যাটার্ন এবং আরো অন্যান্য সিস্টেম । তবে আপনি কিন্তু এই মোবাইলটিতে হাই কোয়ালিটি অর্থাৎ প্রথম স্থানে যেই সিকিউরিটি সিস্টেম গুলো রয়েছে সেগুলোর দেখা এখানে পাবেন না । তার কারণ হয়তো আপনি বুঝতে পেরেছেন । এদের মধ্যে অনেকেই রয়েছে যারা ব্যাপারটি বুঝতে পারবে না তার কারণ হল স্বল্পমূল্যের মোবাইলগুলোতে হাই কোয়ালিটির সিকিউরিটি সিস্টেম আমরা অন্যান্য মডেলগুলোতে সচরাচর দেখি না । তার পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য মদেলগুলোর মত এই মডেলটিতে ও সিকিউরিটি সিস্টেমের দেখা পাব না তার মূল কারণ হচ্ছে বাজেট । যদি বাজেট আরেকটু বেশি হতো তাহলে হয়তো আমরা সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর উপস্থিতি দেখতে পেতাম ।
রিলিজ ডেট এবং বাংলাদেশি মূল্য কত?
28 জুন, 2021 ফোনটিকে দেশের মার্কেটে রিলিজ করা হয় । প্রথমদিকে দেশের মার্কেটগুলোতে ফোনটি 6000 টাকায় বিক্রি হলেও এখন বেশী চাহিদার কারণে দাম একটু বেশি দিয়ে কিনতে হতে পারে। স্বল্পমূলের ভেতরে থাকার কারণে সাধারণ মানুষ খুব সহজেই মোবাইলটিকে ব্যবহার করতে পারবে । স্মার্টফোনটির পারফরম্যান্স অনুযায়ী দাম কিন্তু ততটা বেশী নয় । মার্কেটপ্লেসগুলোতে আপনি চাইলে এই মোবাইলটিকে অফিশিয়াল ভাবে করতে পারবেন ।
গেমিং পারফরম্যান্স
গেমিং পারফরম্যান্সের কথা শুনেই আপনারা নিজেরাই কিন্তু বলে দিতে পারবেন আসলে গেম খেলার জন্য এই মোবাইলটি কেমন ফিচার দিয়ে থাকবে । শত মূলের এই মোবাইলটি আসলে গেমিং পারফরম্যান্সের জন্য তৈরি করা হয়নি । তাছাড়া এখানে পাওয়া যাবে না ভালো মানের গেমিং প্রসেসর । অনলাইন জগতের প্রথম সারির গেমগুলোকে অনলাইন থেকে ইন্সটল করতে পারা গেলেও গেম খেলার সময় হয়তো আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন । অনলাইন জগতের গেম গুলো খেলতে না পারা গেলেও অফলাইন মোড এর কিছু গেম রয়েছে যেগুলো আপনি এই মোবাইলটি দিয়ে খেলতে পারবেন খুব সহজেই । কিন্তু আপনি যদি অনলাইন জগতের গেমগুলোকে খেলতে চান প্রফেশনাল ভাবে এই মোবাইলটি ততটা ভাল পারফর্ম করবে না কখনোই । গেম খেলার জন্য যায় মোবাইল থেকে টার্গেট করে থাকবেন তাদের জন্য কিন্তু এই মোবাইলটি পারফেক্ট নয় ।
মোবাইলটি সম্পর্কে মতামত
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা ধারণা করে নিতে পারে যে মোবাইলটিকে যেহেতু স্বল্পমূল্যের ভিতরে রাখা হয়েছে তাহলে হয়তো এই মোবাইলটি দিয়ে কোন কিছুতেই ভালো পারফরর্মেন্স পাওয়া যাবে না । আসলে যারা এই ধরনের ধারণাটি পোষণ করেছে আমি তাদের সাথে একমত নই । স্বল্পমূল্যের হলেও এই মোবাইলটি কিন্তু পারফরম্যান্সের দিক দিয়ে পিছিয়ে নেই । এই স্মার্টফোনটিকে মূলত সাধারণ জনগণকে উদ্দেশ্য করে মার্কেটে রিলিজ করা হয়েছে । এই মোবাইলটির মাধ্যমে সাধারণ জনগণ কিন্তু ঠিকই উপকৃত হয়ে যাচ্ছে । ইতিমধ্যে অনেক ব্যবহারকারী রয়েছে যারা এই মোবাইলটি ব্যবহার করে ইতিবাচক মতামত পোষণ করেছে । বাজেটের উপর নির্ভর করে মোবাইলটিতে পারফরম্যান্স দেওয়া হয়েছে বলা যায় । বাজেট যেহেতু স্বল্প পরিমাণ সেহেতু এখানে বিশাল আকৃতির পারফরম্যান্স চাওয়াটা আমাদের কাছে বোকামি ছাড়া আর কিছুই নয় ।
একটি মন্তব্য পোস্ট করুন