Ads

আমরা অনেকেই আছি যারা কম বাজেটে ভালো মানের মোবাইল কিনতে আগ্রহী । মানে এবং পারফরম্যান্সে ভালো এমন একটি স্মার্টফোন ব্যবহার করার শখ সকলেরই হয়তো থাকতে পারে কিন্তু সামর্থ্য সবার থাকে না । তাদের কথা মাথায় রেখে প্রায় প্রতিটি কোম্পানি হাই কোয়ালিটির মডেল এর পাশাপাশি কিছু লো মিডিয়াম কোয়ালিটি মার্কেটে রিলিজ করে থাকে । যারা স্বল্পমূল্যের ভিতরে একটু ভালো স্মার্টফোন চান তাদের জন্য Nokia C30 মডেলটি হতে পারে মার্কেটের সেরা । কোম্পানিটি তাদের মডেলগুলোর স্থায়িত্ব বাড়ানোর জন্য স্মার্টফোন গুলোকে অনেকটা শক্তপোক্ত ভাবে তৈরি করে থাকে । ঠিক তেমনভাবেই Nokia C30 মডেলটিকে তৈরি করা হয়েছে । এই মোবাইলটি কিনতে আমরা কেন আগ্রহী ? লো কোয়ালিটি দামের এই স্মার্টফোনটি পারফরম্যান্স কেমন দিবে ? তা উপস্থাপন করা হলো । 



Nokia c30 price in Bangladesh-কম টাকায় বেশি কিছু




এলসিডি সাইজ এবং বডি 


এই মডেলটির ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এতে আইপিএস এলসিডি টাইপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । বড় আকৃতির ডিসপ্লে রয়েছে যার সাইজ 6.82 ইঞ্চি । আমরা তুলনামূলকভাবে বড় ডিসপ্লে চয়েজ করে থাকি । আমরা যারা গেম খেলতে পছন্দ করি তারা বড় আকৃতির ডিসপ্লে দিয়ে গেম প্লে করতে খুবই ভালোবাসি । ঠিক সেই কোয়ালিটির ডিসপ্লে সাইজ ব্যবহার করা হয়েছে এই মোবাইলটিতে । 720×1600 পিক্সেলের সাথে স্ক্রিন বডি রেটিও রেট রয়েছে 79.9% । পিক্সেল ডেন্সিটি রেট রয়েছে 269 পিপিআই । 177.7 মিমি দৈর্ঘ্য, 79.1 মিমি প্রস্থ এবং 9.9 মিমি পুরুত্ব বিশিষ্ট বডি সাইজ দেখা যায় । মোবাইলটির ওজন 237 গ্রাম । আকর্ষণীয় এই মডেলটিকে আপনারা সাদা এবং সবুজ কালারের পাবেন । 


ব্যাটারি পাওয়ার 


এই প্রথমবারের মতো লো কোয়ালিটি দামের মোবাইল গুলোর মধ্যে এই মডেলটিতেই শক্তিশালী পাওয়ার ব্যবহার করা হয়েছে । ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে 6000mAh পাওয়ার । নন রিমুভেবল টাইপের ব্যাটারীটিতে 10W গতিতে চার্জ হবে । স্মার্টফোন দিতে খুবই ভালো মানের ব্যাটারি কভার ব্যবহার করা হয়েছে যেটি আসলেই মনমুগ্ধকর । এর থেকে অনেক ভাল পারফররম্যান্সের স্মার্টফোন রয়েছে যেগুলোর ব্যাটারি পারফরমেন্সে এতটা নেই । স্মার্ট ফোন রিচার্জ দেওয়ার জন্য মডেলটির সাথে যে চার্জার বক্স পাওয়া গেছে সেটি দিয়ে 10 ওয়াট দ্রুতগতিতে চার্জ দেওয়া সম্ভব । আলাদাভাবে তারবিহীন চার্জিং সিস্টেম এর ব্যবস্থা রাখা হয়নি । স্মার্ট ফোনটি চার্জ হতে প্রায় তিন ঘন্টার মতো লেগে যাবে ‌‌। এই মোবাইলটির ব্যাটারি পারফরমেন্স সকলের কাছেই প্রশংসায় পঞ্চমুখ ।


অপারেটিং সিস্টেম  প্ল্যাটফর্ম 


মডেলটির অপারেটিং সিস্টেমে আমরা এন্ড্রয়েড ভার্সন 11 এর উপস্থিতি লক্ষ করি । আপনারা যদি একটু প্রসেসরের দিকে তাকানো তাহলে দেখতে পাবেন এখানে ব্যবহার করা হয়েছে Octa-Core (4×1.6 GHz cortex-A55 &  4×1.2 GHz cortex -A55) । অপরদিকে Unisoc Sc9863A মডেলের চিপসেট এবং জিপিইউ লক্ষ করা যায় Mail Gm2-MC2 । এই স্মার্টফোনটি স্বল্পমূল্যে থাকা সত্ত্বেও অপারেটিং সিস্টেম 11 দ্বারা পরিচালিত । যেটা গ্রাহকদের কাছে অনেকটাই অবিশ্বাস্য বলে মনে হয়ে থাকবে । সচরাচর দামি ফোন গুলোর ভিতর গুগলের 11 ভার্সন ব্যবহার করা হয়ে থাকে কিন্তু স্বল্পমূল্যের এই মডেল থেকেও আমরা এন্ড্রয়েড ভার্সন 11 এর উপস্থিতি দেখতে পাই । অপারেটিং সিস্টেম ছাড়াও প্রসেসর এবং চিপসেটে উন্নত মানের মডেল দেখতে পাওয়া যায় । যেটা গ্রাহকদের জন্য অনেকটাই খুশির খবর বয়ে আনবে ।


মেমোরি


এই মডেলটিতে আমরা দুই টাইপের মেমোরি দেখতে  পেয়েছি । 2/3 জিবি রেমের সাথে 32/64 জিবি রোম  রয়েছ । ওটিজি ক্যাবল ব্যবহারের সুবিধা থাকায় আপনি চাইলে রেম এবং রোম বাড়িয়ে নিতে পারবেন । এই মোবাইলটির মেমোরিতে তুলনামূলকভাবে স্টোরেজ কম ব্যবহার করায় আমরা চিন্তিত । কেননা এর আগে আমরা যারা কম স্টোরেজের মোবাইল চালিয়েছি তারা  অবশ্যই জানি যে কম স্টোরেজের মোবাইলগুলো ততটা ভালো ফাস্ট পারফরম্যান্স দেয় না এবং প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্ট ইত্যাদি এখানে সংগ্রহ করা ততটা বেশি যায় না । যারা বেশি ফাইল রাখতে এবং গেম খেলতে পছন্দ করেন না এই ফোনটি তাদের জন্য হতে পারে সেরা । স্টোরেজ এবং মেমোরি পারফরম্যান্সের জন্য এই মোবাইলটি অন্যান্য মডেল গুলো থেকে পিছিয়ে নেই । যদিও রোম কিছুটা কম রয়েছে তবে বাজেট বিবেচনায় আমার কাছে পারফেক্ট বলে মনে হয়েছে ।


ক্যামেরা


মোবাইলটির ব্যাক ক্যামেরা সেটআপে ডুয়েল ক্যামেরা লক্ষণীয় । ওয়াইড ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল এবং ডেপ্ট ক্যামেরায় রয়েছে 2 মেগাপিক্সেল । ক্যামেরা সেটআপে ততটা হাই লেভেলের মেগাপিক্সেল দেওয়া হয়নি বলে থ্রিডি এবং ডিএসএলআর মোডে ছবি তোলা যাবে না । জুম করার পর ছবিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে । 700×1600 পিক্সেলে যেকোন ভিডিও দেখা যাবে । ব্যাক ক্যামেরার নিচে যুক্ত রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট । তবে এ বাজেটের ভিতরে যে ফেসালিটিগুলো দেওয়া হয়েছে তা মোটামুটি ঠিক আছে বলে মনে হয় । ক্যামেরার রেজুলেশন খুব একটা ভালো নয় যে কারণে স্পষ্টভাবে ছবি তোলার জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে । তবে নিয়ার ক্যামেরায় আরেকটু বেশি মেগা পিক্সেলের একটি ক্যামেরা সেট করা হলে মোবাইলটি ক্যামেরা পারফরম্যান্স অনেকটাই উন্নতি লাভ করতো ।


মোবাইলটিকে কি  অনলাইন থেকে অর্ডার করা যাবে ? 


প্রযুক্তির উন্নয়নে আপনি এখন ঘরে বসেই স্মার্টফোন এবং ল্যাপটপ দিয়ে ঘরে বসেই আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী অর্ডার করতে পারবেন । এই মোবাইলটির ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত । এই স্মার্টফোনটি কে আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন । অনলাইন থেকে ক্রয় করার ক্ষেত্রে পণ্যটির দাম একটু বাড়তে পারে । আমরা অনেক সময় পত্রিকার এবং নিউজের হেড লাইনে দেখতে পাই অনলাইন থেকে অর্ডার কৃত পণ্যটি ডেলিভারির সময় অনেকটা প্রতারণার শিকার হতে হয় গ্রাহকদের । এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে প্রতারণার মাধ্যমে অনেক টাকা হাতিয়ে নিয়ে চলে যায় । তবে আমি সব গুলোর কথা বলছি না এখানে এমন অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি খুব সহজেই টাকার বিনিময়ে অনলাইন থেকে পণ্য অর্ডার করতে পারবেন । তবে এই বিষয়টিকে আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে । আমরা যে ওয়েবসাইট থেকে আমাদের প্রয়োজনে পণ্যটি অর্ডার করতে চাচ্ছি সেই ওয়েবসাইটটি আসলে কতটা বিশ্বাসযোগ্য । নয় তো আপনার ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।



এই মোবাইলটি দিয়ে কি অনলাইন গেম গুলো খেলা যাবে?


এই মেবাইলটিতে গেমিং প্রসেসর ব্যবহার করা হয়নি, যার কারণে অনলাইন গেম গুলো উন্নত গ্রাফিক্সের  সাথে গেম প্লে করা যাবে না । তবে অফলাইন গেম গুলো খেলার সুবিধা রয়েছে । যদি আপনি গেম খেলার জন্য এই মোবাইলটিকে টার্গেট করে থাকেন তাহলে আমি আপনাকে একটি বিষয়ে সাজেস্ট করবো এই ফোনটি আসলে গেমিং এর জন্য ততটা ভালো রেজাল্ট দিবে না । অনলাইন সারির প্রথম ধাপে যে গেম গুলো রয়েছে সেগুলো কে ভালো মানের গ্রাফিক্স এর সাথে খেলতে হলে গেমিং ডিভাইস এর প্রয়োজন । অথবা আপনি যদি একজন প্রফেশনাল মানের গেমার হয়ে থাকেন তাহলে আপনাকে দিনের অনেকটা সময় ব্যয় করতে হয় গেম খেলার পিছনে কিন্তু এই মোবাইলটি আপনাকে ততটা ভালো পারফরর্মেন্স দিতে পারবে না । 


নেটওয়ার্ক 


দেশের যেকোনো জায়গা থেকে ফোরজি নেটওয়ার্ক চালানো যাবে এই ফোনটি দিয়ে । 4G নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে 42.2 এমবিবিএস স্পিড পাওয়া যাবে । 4G নেটওয়ের্কের ভার্সনগুলো হলো 1,3,5,8,38,40,41। কিন্তু দুঃখের বিষয় হল এই মোবাইলটি দিয়ে ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না । আমাদের আশেপাশের অনেকেরই স্মার্টফোনগুলো রয়েছে যেখানে তাদের স্মার্টফোনগুলোর সব জায়গায় ভালো মানের এবং উন্নত ফাস্টেস্ট স্পীডের নেটওয়ার্ক দিতে ব্যর্থ হয়ে থাকে । তার মূল কারণ হচ্ছে মোবাইলটিতে উন্নতমানের নেটওয়ার্ক ব্যবহার করার এবিলিটি নেই । কিন্তু নোকিয়ার এই মডেলটি দিয়ে দেশের সমগ্র স্থানেই দেশের নাম্বার ওয়ান ফাস্টেস্ট নেটওয়ার্ক স্পিড 4 জি উপভোগ করতে পারবেন । এক্ষেত্রে আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না । অনায়াসেই ফাস্টেস্ট নেটওয়ার্ক ব্যবহার করা যাবে এই ডিভাইসটিতে ।


বর্তমান প্রাইস এবং রিলিজ ডেট 


27 জুলাই , 2021 Nokia C30 মডেলটিকে দেশের মার্কেটে রিলিজ করা হয় । লো কোয়ালিটির মূল্যের এই মোবাইলটিকে জনসাধারণ খুব সহজেই তাদের বাজেটের আয়ত্তে রাখতে পারবে । এই স্মার্টফোনের বাজার মূল্য বর্তমানে মাত্র ৳10,000 টাকা । বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে এবং নোকিয়ার অফিশিয়াল পেইজে মোবাইলটিকে খুঁজে পাওয়া যাবে । আপনি চাইলে মার্কেটপ্লেসগুলোতে অফিশিয়াল এবং আনঅফিসিয়াল মডেল বেছে নিতে পারবেন । অনেক সময় আমরা এটা ধারণা করে থাকি যে যেসব মোবাইলগুলো স্বল্পমূল্যের ভিতরে থাকে সেগুলোর ভিতর ততটা ভালো মানের ফিচার পাওয়া যাবে না । এটা আসলে ভুল , যা তোমার আমরা এই মডেলটির ভিতরে দেখতে পাই । শত মূলের হওয়া সত্বেও এখানে পাওয়া যাবে উন্নত মানের পারফরম্যান্স । হ্যাঁ আপনি যদি স্বল্পমুল্যের ভেতরে একটি ভালো মানের স্মার্টফোন পেতে চান তাহলে এই মডেলটি আপনার জন্য মার্কেটের সেরা হতে পারে ।



সিকিউরিটি সিস্টেম


বর্তমান সময়ে এমন কোন স্মার্টফোন খুঁজে পাওয়া যাবে না যে কারণে সিকিউরিটি সিস্টেম ব্যবহার করা হয়নি । কমবেশি প্রায় প্রতিটা স্মার্ট ফোনের সিকিউরিটি সিস্টেমের উপস্থিতি দেখতে পাওয়া যায় হোক সেটা জনপ্রিয় কিংবা মিডিয়াম । এই স্মার্টফোনটির ভিতরে কিন্তু হাই কোয়ালিটি সিকিউরিটি সিস্টেমের উপস্থিতি দেখা যায়নি । বর্তমান সময়ের জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমাদের অনেকেরই পছন্দের একটি সেন্সর । কিন্তু এই মডেলটিতে আমরা সিকিউরিটি সেন্সর এর উপস্থিতি দেখতে পাবো না । তবে সিকিউরিটি সিস্টেম ছাড়াও অন্যান্য সিকিউরিটি পদক্ষেপগুলো কিন্তু অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে ভূমিকা রাখবে । প্রক্সিমিটি , কম্পাস , এক্সিলারোমিটার এর মতো জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম পাওয়া যাবে 
এখানে ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads