বাজার সিগমেন্ট এর ভিতরে মিডিয়াম পারফরম্যান্সের আরো একটি মডেল বাজারে রিলিজ করলো ওয়ালটন কোম্পানি । হাই পারফরমেন্সের স্মার্টফোন থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জের ভিতরে থাকা ফিচার দেওয়ার জন্য ওয়ালটনের অনেক জনপ্রিয়তা রয়েছে । নিজ দেশের প্রোডাক্ট হিসেবেও কোম্পানিটির চাহিদা ব্যাপক ভাবে লক্ষ্য করা যায় মার্কেটপ্লেসে । মে , 2021 দেশের মার্কেটে রিলিজ করা হয় দেশীয় পণ্য Walton Primo N5 । দেশের মার্কেটে রিলিজ হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা স্মার্টফোনের পারফরমেন্সের সাথে উৎকণ্ঠিত উল্লাসে মেতে উঠেছে । দারুন ফিচার এবং প্রিমিয়াম ভার্সন রয়েছে এই ডিভাইসটিতে । উন্নতমানের এই মোবাইলটি দামে সাশ্রয়ী হওয়ায় মানুষ সহজেই তাদের বাজেটের নাগালের মধ্যে রাখতে পারে মডেলটিকে । মোবাইলটি ব্যবহারের সুবিধা এবং মোবাইলটি আমরা কেন কিনব ? জানার জন্য এই রিভিউতে চোখ রাখার অনুরোধ রইল ।
নতুন লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোন রিভিউ
ডিসপ্লে স্পেসিফিকেশন
ফুল এইচডি 720 ×1640 রেজুলেশনের সাথে 6.82 ইঞ্চি ভালো মানের ডিসপ্লে রয়েছে । ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে । সাথে আরও থাকছে 16M কালার সাপোর্ট । ডিসপ্লেতে মাল্টিটাচ সিস্টেম রাখা হয়েছে । গুগোল কর্তৃক উদ্ভাবিত অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে মডেলটির অপারেটিং সিস্টেমে । চিপসেট প্লাটফর্মে Heilo G25 এর উপস্থিতি লক্ষ্য করা গেছে । এলসিডি প্যানেলটিতে এইচডি রেজুলেশন থাকার পরেও ভিডিও প্লেব্যাক এবং ভিডিও রেকর্ডিং করার সময় কিছুটা শার্পনেস এর অভাব দেখতে পাওয়া যাবে । ব্রাইটনেস এর পরিমাণ পাওয়া যাবে খুবই ভালো । ডিসপ্লে সাইজ এবং টাচ স্ক্রীন ভিডিও প্লেব্যাক এবং গেমিং এর জন্য পারফেক্ট । অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে গুগোল এর লেটেস্ট ভার্সন এন্ড্রয়েড 11 এবং এটিকে পরবর্তীতে আপডেট করেও ব্যবহার করা যাবে ।
বডি ডিজাইন
স্মার্টফোনটির ফুল বডিতে দেওয়া হয়েছে দারুন ফিনিশিং । বডি বিল্ড ডেকোরেশনের জন্য স্মার্টফোনটির নজরতা অনেকটাই দামি ফোনের মতোই । মিডিয়াম প্রাইজের হলেও এই স্মার্টফোনটির বডি ডিজাইন অনেকটা দামি স্মার্টফোন বলে মনে হতে পারে । স্মার্ট ফোনটি ঠিক নিচের দিকে পাওয়া যাবে 3.5 এমন এম অডিও জ্যাক এবং এর সাথে থাকবে লাউড স্পিকার । ডান দিকের ওপর পাশে গুগোল অ্যাসিস্ট্যান্ট এবং ভলিউম বাটন লক্ষ করা যাবে । বডির বাম পাশে পাওয়া যাবে মেমরি এবং সিম কার্ড স্লট । ডিভাইসটির ফ্রন্ট গরিল্লা গ্লাস প্রোটেক্টেড এবং এর ব্যাক এবং ফ্রেম প্লাস্টিকের আবদ্ধ । কালো , নীল , সবুজ এবং লাল কালার সহ বিভিন্ন চারটি কালারের মার্কেটপ্লেসে ডিভাইসটিকে পাওয়া যাবে । 222 গ্রামের এই স্মার্টফোনটি ওজনে কিছুটা বেশি মনে হলেও হাতে নিয়ে ব্যবহার করলে কিন্তু ততটা অসুবিধার মুখোমুখি হতে হবে না ।
নেটওয়ার্ক কানেকশন এবং ব্রাউজিং
মোবাইলটি দিয়ে ন্যানো সিম এর পাশাপাশি ডুয়েল সিম কানেকশন চালানো যাবে । নেটওয়ার্কিং সিস্টেমে জিএসএম, এইচএসপিএ এবং এলটিই টেকনোলজি রয়েছে । থ্রিজি নেটওয়ার্ক সর্বোচ্চ 2100 এবং সর্বনিম্ন 850 দ্রুতগতিতে প্রতি সেকেন্ডে উপভোগ করা যাবে । ফোরজি নেটওয়ার্ক ব্যান্ড ফুলস্পিডে চালানো যাবে । এসএমএস, এমএমএস, ইমেইল এবং আইএম দিয়ে বার্তা আদান এবং প্রদান করা যাবে । 4.2 ব্লুটুথ, ওয়াইফাই ডিরেক্ট এবং হটস্পট এর মত ওয়্যারলেস সুবিধা পাওয়া যাবে । মাইক্রো ইউএসবি type-c ক্যাবল
ব্যবহার করা যাবে । মোবাইলটির ব্রাউজিং সিস্টেমে রাখা হয়েছে এইচটিএমএল 5 । তারবিহীন গুলোর মধ্যে পাওয়া যাবেনা এনএফসি এবং ইনফারেট পোর্ট । 4.2 পুরনো ভার্সনের ব্লুটুথ রয়েছে , দিকনির্দেশনা প্রদান করার জন্য রয়েছে a-gps । ব্রাউজিং করার জন্য পাওয়া যাবে না জাভা । ব্রাউজিং করার জন্য বেছে নিতে হবে এইচটিএমএল ।
ক্যামেরা
ছবি তোলার জন্য মোবাইলটির প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেল, প্রটেক্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেল এবং মাইক্রো ক্যামেরায় 2 মেগাপিক্সেল রয়েছে । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল । ক্যামেরার সাথে যুক্ত রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট ৷ যেকোন ভিডিও ফুল এইচডি মুডে দেখা যাবে 1080 পিক্সেলে । প্রাইমারি ক্যামেরাগুলোর দিয়ে 4208×3120 পিক্সেল ইমেজ করা যাবে । ক্যামেরার রেজুলেশন দেখে বোঝাই যাচ্ছে যে ক্যামেরাগুলো দিয়ে ভালো মানের ফিচারের সাথে যেকোনো ধরনের ইমেজ ক্যাপচার করা যাবে খুব সহজেই । প্রাইমারি ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে কালারফুল সটস , এলইডি ফ্ল্যাশ , ফেইস ডিটেকশন , ডিজিটাল জুম , টার্চ ফোকাস , টাইম মার্ক , নর্মাল বিউটি , বিউটি ফেইস সহ আরো অন্যান্য সব আকর্ষণীয় ফিচার । ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য এইচডি রেজুলেশন এর সুবিধা নেই ।
ব্যাটারি পারফরম্যান্স
মোবাইলটিতে মিডিয়াম পারফরম্যান্সের ব্যাটারি 5500 mAh লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি রয়েছে ।
তারবিহীন চার্জিং সিস্টেমের কোন ব্যবস্থা নেই । নেটওয়ার্ক কানেকশনে মোবাইলটিতে সংযুক্ত রেখে 30 ঘন্টা চালানো যাবে ফুল চার্জে । ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকে স্মার্ট ফোনে দেখেছি দীর্ঘক্ষন ব্যবহার করা যায় তার মূল কারণ হলো সেই স্মার্টফোনগুলোতে নরমাল ব্যাটারি পাওয়ার দেওয়া থাকে । এই ভয়টি আমাদের অনেকেরই এই মোবাইলটির ভেতরে পাওয়ার সম্ভাবনা দেখা যায় । কিন্তু এই মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো যার কারণে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে চোখ বুজে । ভিডিও প্লেব্যাক দেখার জন্য এই স্মার্টফোনটির ব্যাটারি 20 ঘন্টা চার্জ দিতে পারবে । এছাড়াও রয়েছে স্টান্ড টাইম 150 ঘন্টা । ফুল চার্জ ব্যবহারহীন 150 ঘন্টা চালু থাকবে ডিভাইসটি ।
স্টোরেজ
মোবাইলটির মেমোরিতে মাইক্রো এসডি কার্ড আপ টু 256 জিবি ব্যবহার করার সুবিধা রয়েছে । মডেলটির সাথে ইন্টার্নাল রেম হিসেবে 4 জিবি এবং ইন্টার্নাল মেমোরি রয়েছে 64 জিবি । মডেলটিতে মোটামুটি মানের স্টোরেজ ব্যবহার করা হয়েছে যার কারণে মোবাইলটিকে ততটা দ্রুত চালানো যাবে না । অনলাইন গেমগুলো খেলা গেলেও ভালোমানের গ্রাফিক্স সাপোর্ট করবে না । তবে যারা গেম খেলতে পছন্দ করেন না তারা এই ফোনটি কিনে নিতে পারেন কারণ গেম খেলা ছাড়া বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো ভালোই বলতে হবে । ডিভাইসটির মেমোরি পারফরম্যান্সের 4 জিবি রেম ঠিক থাকলেও স্টোরেজে 64 জিবির দিকে আরেকটু নজর দেওয়ার প্রয়োজন ছিল । ওয়ালটনের অন্যান্য মডেলগুলোতে 4 জিবি রেম এর পাশে 128 জিবি রোম দেখা গেছে । কিন্তু এই মডেলটিতে 64 জিবি রাখা হয়েছে যেটি আসলে অনেকটাই অনাকাঙ্ক্ষিত ।
গেমিং পারফরম্যান্স
অনলাইন জগতের গেমগুলোকে খেলার জন্য অনেক মানুষ রয়েছে যারা স্মার্টফোনগুলোতে পছন্দ করে থাকে এবং আবার অনেকেই স্মার্টফোনগুলোতে গেম প্লে করে থাকে । তবে গেমিং পারফরম্যান্সের জন্য এবং গেমস গুলো খেলার জন্য কিন্তু প্রয়োজন হবে একটি গেমিং ডিভাইসের । গেমিং ডিভাইস আমরা বলতে বোঝায় যে ডিভাইস অথবা স্মার্টফোনগুলোতে হাই কোয়ালিটির গ্রাফিক্সের সাথে অনলাইন জগতের প্রতিটা গেমস খেলা যাবে সেগুলোকে । অনকের নজরে এই স্মার্টফোনটিও আসতে পারে গেম খেলার জন্য । গেম খেলার জন্য এই স্মার্টফোনটি অথবা ডিভাইসটি কতটা যোগ্যতা রাখে । প্রফেশনাল এবং উন্নত গ্রাফিক্স এর সাথে গেমপ্লে করার জন্য এই মোবাইলটি দিয়ে কিন্তু চাইলেই ভালো মানের পারফরম্যান্স পাওয়া যাবে না । তার কারণ হলো গেমিং স্মার্টফোন গুলোর তালিকায় ওয়ালটনের এই ডিভাইসটির নাম নেই বললেই চলে ।
সিকিউরিটি সিস্টেম
স্মার্টফোন গুলোর মধ্যে থাকা আরও একটি জনপ্রিয় ফাংশন হচ্ছে সিকিউরিটি সিস্টেম । নতুন নতুন ডিভাইস গুলোর ভিতরে জনপ্রিয় এবং আকর্ষণীয় মানুষ দ্রুত পদক্ষেপ লক্ষ্য করা যায় প্রায় প্রতিটা স্মার্টফোনেই । এই স্মার্টফোনটি এক্ষেত্রে আন্ডার ডিসপ্লেতে সেট করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি ও আমরা দেখতে পাব এক্সিলারোমিটাার , প্রক্সিমিিটি , কম্পাস এবং লাইট সেন্সর ইত্যাদি । সিকিউরিটি পদক্ষেপগুলো অদ্বিতীয়ভাবে সনাক্ত করতে সফল হবে ইনশাআল্লাহ ।
অনলাইন থেকে অর্ডার করার উপায়
স্মার্টফোনটি দেশীয় পণ্য হওয়ার কারণে যেকোনো মার্কেটপ্লেসে ডিভাইসটিকে পাওয়া যাবে । তবে আপনি যদি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে অনলাইন থেকে অর্ডার করতে চান তাহলে সেটি আলাদা বিষয় । অনলাইন থেকে অর্ডার করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম এবং নির্দেশনা ফলো করতে হবে না হলে ওয়েবসাইটগুলো থেকে ঠকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে । অনলাইন থেকে অর্ডার করার জন্য আপনাকে কিছু টাকা বেশি খরচ করতে হতে পারে ।
অফিসিয়াল বাংলাদেশি মূল্য
আকর্ষণীয় Walton Primo N5 দামে অনেকটাই সাশ্রয়ী । অফিসিয়াল মডেলটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ৳12,499 টাকায় । কম বাজেটে ভালো মোবাইল যাদের টার্গেট Walton Primo N5 মডেলটি তাদের জন্য টার্নিং পয়েন্ট । আমাদের মধ্য থেকে অনেক গ্রাহক রয়েছে যারা কিনা মনে করে থাকে কম বাজেটের স্মার্টফোনগুলোতে ভালো মানের পারফরম্যান্স পাওয়া যাবে না । এই স্মার্টফোনটি রিলিজ করার মাধ্যমে তাদের মুখের উপর জবাব দিয়ে দিলো ওয়ালটন কোম্পানি । কম বাজেটের ভিতরেও ভালো মানের পারফরম্যান্স পাওয়া যাবে মার্কেটপ্লেস এটা প্রমাণ করে দিলো ওয়ালটন ব্র্যান্ড । লো কোয়ালিটি প্রাইজের স্মার্টফোন গুলোর মধ্যে কেবলমাত্র এই স্মার্টফোনটি নয় এমন আরও অনেক ডিভাইসের সন্ধান মিলবে কোম্পানিটির শোরুমে । এক কথায় বলা যেতে পারে কোম্পানিটি এই স্মার্টফোনটি রিলিজ করার ক্ষেত্রে দামের পিছনের নয় বেশিরভাগ নজর দিয়েছে পারফরমেন্সের উপর ।
একটি মন্তব্য পোস্ট করুন