Ads

নিজেদের কাস্টমারদের কথা মাথায় রেখে তাদের বিলাসবহুল জীবনযাত্রার মান সচল রাখার উদ্দেশ্যে একের পর এক মোবাইল সিরিজ উদ্ভাবন করছে ওয়ালটন ব্র্যান্ড । মডেলগুলো নিজেদের দেশে উদ্ভাবিত হওয়ার কারণে আমরা খুব সহজেই মডেলগুলোকে হাতের কাছে পেয়ে থাকি । ওয়ালটন কোম্পানির একেক মডেল গুলোতে  আমরা একেক রকমের পারফরম্যান্স অথবা ফিচার দেখতে পেয়ে থাকি । তাদের উদ্ভাবিত স্মার্টফোনগুলো মানে এবং ফিচারে অন্যান্য মডেল গুলো থেকে অনেকটাই আলাদা । দেশের ভেতরে তৈরী হওয়ার কারণেই এই স্মার্টফোন গুলোর উপর আলাদাভাবে কোন বিনিয়োগ না থাকার কারণে ওয়ালটনের গ্রাহকেরা স্বল্পমূল্যের ভিতরে স্মার্টফোনগুলোকে পেয়ে যায় । 21 এপ্রিল, 2021 দেশের বাজারে রিলিজ করা হয়েছে Walton Primo zX4 নিউ মডেল । মোবাইলটির পারফরমেন্সের বিষয়ে পর্যালোচনা করা হলো সম্পূর্ণ রিভিউতে । 

5 টি ক্যামেরা নিয়ে মার্কেটে রিলিজ হল Walton primo zX4


ক্যামেরা পারফরম্যান্স কেমন হবে?


ছবি তোলার সুবিধার্থে মোবাইলের গুরুত্ব অতুলনীয় । মোবাইল দিয়ে খুব সহজেই সেলফি এবং প্রাকৃতিক ইমেজ ধারণ করা যায় । Walton Primo ZX4 মডেলটিতে আকর্ষণীয় বিষয় হলো ক্যামেরা । মডেলটির ক্যামেরা পারফরম্যান্সের দিকে তাকালে লক্ষ্য করা যায় মডেলটির পিছনে 5 টি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে । 64+8+5+2+2 ক্যামেরা গুলো দিয়ে খুব সহজেই ছবি তোলা যাবে । এমনকি ফ্রন্ট ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকায় মোবাইলের ক্যামেরা পারফরম্যান্স মনমোগ্ধকর । ক্যামেরার নিচে যুক্ত রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট । মোবাইলটির রেজুলেশন 720 ×1640 পিক্সেল । মোবাইলটি দিয়ে ফুল এইচডি ভিডিও দেখা যাবে 1080 পিক্সেলে । প্রাইমারি ক্যামেরাগুলো দিয়ে 9000×7000 পিক্সেলে ইমেজ ধারণ করা যাবে । ক্যামেরার রেজুলেশন দেখে আমরা অনেকে হয়তো বুঝতে পারছি যে এই ক্যামেরাগুলো দিয়ে অনেকটা ভালো মানের ছবি তোলা যেতেই পারে ।


এলসিডি সাইজ


আইপিএস টাইপের এলসিডি প্যানেল রয়েছে যার টাচস্ক্রিনে রয়েছে 16M কালার । মোবাইলটির এলসিডিতে কোন প্রটেকশন ব্যবহার করা হয়নি । ডিসপ্লের সুরক্ষার জন্য প্রটেকশন এর ব্যবহার করা প্রয়োজন ছিল । পাঞ্চ হোল বেজেল লেস টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । পাঞ্চ ফুল টাইপের ডিসপ্লের সাথে আমাদের সকলেরই কমবেশি পরিচয় রয়েছে । উন্নত এবং ভালো মানের স্মার্টফোনগুলোতে পাঞ্চ হোলের ব্যবহার দেখতে পাওয়া যায় । ডিসপ্লেটি ডিয়ে ফুল এইচডি ভিডিও প্লেব্যাক এবং যেকোন ভিডিও ধারণ করা যাবে তার কারণ হলো ডিসপ্লেটির রেজুলেশনের রয়েছে 1080×2400 পিক্সেল । ডিসপ্লের ঘনত্ব দেখা যাবে 395 পিপিআই ডেনসিটি । স্কিন এবং বডির রেটিও রেট রয়েছে 83.5% । ব্রাইটনেস এর পরিমাণটাও কিন্তু খুবই ভালো । ব্রাইটনেস এর আলো থেকে চোখকে সুরক্ষা করার জন্য স্মার্টফোনটিতে পাওয়া যাবে ডার্ক মোড এর সুবিধা ।



বডি ডিজাইন



স্মার্টফোনের বডি ডিজাইনের ক্ষেত্রে কিছুটা আকর্ষণীয় ব্যাপার লক্ষ্য করা যাবে । স্মার্টফোনটির বডি বিল্ডে পাওয়া যাবে গ্লাস ফ্রন্ট এবং সম্পূর্ণ বডিতে দেওয়া হয়েছে থ্রিডি বডি ডিজাইন । ওয়ালটন কোম্পানির মডেল গুলোর মধ্যে কেবলমাত্র এই মডেলটিতেই থ্রিডি ডিজাইন ব্যবহার করা হয়েছে । থ্রিডি বডি ডিজাইন ব্যবহার করার জন্য এই স্মার্টফোনটির ওজন তুলনামূলকভাবে কিছুটা বেশি । তবে হাতে নিয়ে ব্যবহার করার জন্য পারফেক্ট । ডিভাইসটি আকারে অনেকটাই ব্যবহারযোগ্য প্রায় সকল স্থানেই ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে । ওয়ালটন আমাদের কাছে বডি ডিজাইনের জন্য এই স্মার্টফোনটি অনেকভাবেই 
পরিচিত । 3.5 এমএম হেডফোন জ্যাক এর পাশেই পেয়ে যাবেন লাউডস্পিকারে সুবিধা । গুগোল অ্যাসিস্ট্যান্ট বাটনের সাথেই পাওয়া যাবে ভলিউম বাটন এবং অপর প্রান্তে বাম পাশে রয়েছে মেমোরি এবং সিম ব্যবহারের স্লট ।

এন্ড্রয়েড ভার্সন এবং কি কালারে পাওয়া যাবে? 


মোবাইলটি এন্ড্রয়েড ভার্সন 11 এর আওতাভুক্ত । মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক । সিপিইউ টাইপ Octa - Core এবং জিপিইউ ARM G76/3EE । 
শোরুম ছাড়াও মোবাইলটিকে বাংলাদেশের মার্কেটে কালো কালারে পাওয়া যাবে । গুগলের সর্বশেষ ভার্সন এই স্মার্টফোনটিকে ব্যবহার করা হয়েছে তবে পরবর্তীতে আপডেট করে অন্যান্য ভার্সনগুলো ব্যবহার করা যাবে ।  সফটওয়্যার ইন্সটল এবং সফটওয়্যার গুলো আপডেট করার জন্য অবশ্যই গুগল ব্যবহার করতে হবে । গুগলের সাপোর্ট করা প্রায় প্রতিটি সফটওয়্যার এই স্মার্টফোন দিয়ে ব্যবহার করা যাবে । এই স্মার্টফোনটির প্রসেসরে  ব্যবহার করা হয়েছে অক্টাকোর । অক্টাকোর ভার্শন দেকে আমরা সহজেই বুঝে যেতে পেরেছি এখানে উন্নত মানের প্রসেসর রয়েছে । দেশীয় মার্কেটপ্লেসগুলোতে এই ডিভাইস থেকে কালো কালার সহ আরো অন্যান্য কালারে পাওয়া যাবে । আপনি পছন্দ করে যেকোনো একটি সিলেক্ট করতে পারবেন ।

ব্যাটারি এবং সিকিউরিটি সুরক্ষা 

মোবাইলটির ব্যাটারীতে রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি টাইপ ব্যবহার করা হয়েছে । ব্যাটারীতে হাই কোয়ালিটি এবং উন্নতমানের পাওয়ার রয়েছে 4000mAh। রাখা হয়নি তারবিহীন চার্জিং সিস্টেম । ব্যাটারি 10W গতিতে মোটামুটি সময় চাজ হতে সময় লাগতে পারে । সিকিউরিটি সুরক্ষা মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পদক্ষেপের পাশাপাশি রাখা হয়েছে সেই আনলকিং সিস্টেম। যা বর্তমানে নির্ভুল এবং সঠিকভাবে শনাক্তকরণে সহায়তা করে । ব্যাটারি পারফরম্যান্সের জন্য কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্মার্টফোনটির উপর । অন্যান্য লো কোয়ালিটির স্মার্টফোনগুলো 4000 mAh পাওয়ার এর ব্যাটারি সচরাচর ব্যবহার করে থাকে । স্মার্টফোনটির ক্ষেত্রে সবচেয়ে ভালো হতো যদি 5000 mAh ব্যাটারির পাওয়ার দেওয়া হতো । তবে যাই হোক ব্যাটারি পারফরমেন্সের পাশাপাশি সিকিউরিটি পারফরম্যান্সে কিন্তু জনপ্রিয় এবং আকর্ষণীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মত আরো অন্যান্য সিকিউরিটি সিস্টেম রয়েছে যেগুলো অনেকটাই দ্রুত এবং অদ্বিতীয়ভাবে সনাক্ত করতে পারবে ।


স্টোরেজ/ইন্টারনাল এবং এক্সটারনাল মেমোরি


মেমোরিতে মাইক্রোএসডি কার্ড সলোট রয়েছে আপটু 512 জিবি। ইন্টারনাল মেমোরি রয়েছে 128 জিবি এবং এক্সটারনাক মেমোরি রয়েছে 8 জিবি । ক্যামেরা পারফরমেন্সের দিক দিয়ে মোবাইলটি দিয়ে যেমন ভালো ছবি তোলা যাবে ঠিক তেমনি মেমোরি পারফরমেন্সের দিক দিয়ে মোবাইলটিকে দ্রুতগতিতে চালানো যাবে । আমাদের মধ্যে যাদের ভেতর মোবাইল সম্পর্কে ভালো ধারণা রয়েছে স্মার্টফোন ক্রয় করার পূর্বে তারা সর্বপ্রথম  স্মার্টফোনটির ব্যবহার করা মেমোরি পারফরমেন্সের উপর নজর দিয়ে থাকে । কারণ তাদের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা রয়েছে যে মেমোরি পারফর্মেন ভালো না হলে সেই মোবাইলকে যতই উন্নতিশীল হোক এবং যতই দামি হোক না কেন সেই ডিভাইস টি ব্যবহার করে কিন্তু ততটা সুবিধা পাওয়া যাবে না । কিন্তু এই স্মার্টফোনটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এখানে মেমোরি পারফরম্যান্স অনেকটাই ভালো রয়েছে । স্মার্টফোনটি ব্যবহার করার সময় কোন রকম সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না ।


 কানেকটিভিটি অথবা নেটওয়ার্ক


মোবাইলটি দিয়ে 3G নেটওয়ার্কের সাথে সাথে 4G নেটওয়ার্ক উপভোগ করা যাবে । থ্রিজি নেটওয়ার্কে সর্বনিম্ন 800 এবং সর্বোচ্চ 1900 গতিতে নেটওয়ার্ক স্পিড চালানো যাবে । ওয়্যারলেস নেটওয়ার্কগুলো চালানোর সুবিধা তো থাকছেই । অনেক স্মার্ট ফোন দিয়ে আমরা ইন্টারনেট সংযোগ ব্যবহার করার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি । উন্নত এবং ভালো মানের নেটওয়ার্ক স্পিড  দেওয়া সত্ত্বেও স্মার্টফোনটি দিয়ে ভালো মানের নেটওয়ার্ক উপভোগ করা যায়নি । এমন অনেকের সাথেই হয়েছে এমনকি আমার সাথেও । কিন্তু এই স্মার্টফোনটির ক্ষেত্রে কিন্তু আলাদা একটি ব্যাপার রয়েছে নেটওয়ার্ক কানেকশন ব্যবহারের জন্য । এই স্মার্টফোন দিয়ে উন্নত মানের নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব । এই স্মার্টফোনটি দিয়ে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না বলে ধারণা করা যায় ।



গেমিং পারফরম্যান্স


গেমিং পারফরম্যান্সের জন্য এই মোবাইলটি কিন্তু ততটা ভালো মানের পারফরম্যান্স দিবে না । মিডিয়াম কোয়ালিটির প্রাইস এর ভিতরে থাকলেও এই স্মার্টফোনটি গেমিং এর জন্য ততটা ভালো পারফরর্মেন্স দিতে পারবে না । গেম প্লে করার জন্য সর্ব প্রথমে প্রয়োজন একটি গেমিং সাপোর্টেড ডিভাইস বা স্মার্টফোন । এই মোবাইলটির তথ্য থেকে জানা যায় নি যে এই মোবাইলটি দিয়ে গেম প্লে ভালো ফিচার পাওয়া যাবে না । গেম খেললে করার জন্য যারা এই স্মার্টফোনটিকে টার্গেট করেছেন তাদের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মোবাইলটি দিয়ে ভালভাবে গেম প্লে করা যাবে না । গুগল থেকে অনলাইন ভিত্তিক যেকোনো গেমস ডাউনলোড করা যাবে এবং খেলা ও যাবে তবে পাওয়া যাবেনা হাই কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন । প্রফেশনাল ভাবে যারা গেম প্লে করে থাকে তাদের প্রয়োজন গ্রাফিক্সের সাথে গেম প্লে করা কিন্তু তারা এই মোবাইলটির ক্ষেত্রে ভালো মানের গ্রাফিক্স কিন্তু পাবেনা । তবে অফ্লাইন জগতের প্রতিটা গেম খেলা যাবে ভালোভাবে ।


অফিশিয়াল ফোনটির বাংলাদেশি মূল্য কত?


বর্তমানে ওয়ালটনের এই নতুন স্মার্টফোনটি বাংলাদেশে অফিশিয়ালভাবে শোরুম এবং বিভিন্ন মার্কেটে রিলিজ করা হয়ছে । মডেলটির অফিশিয়াল মূল্য 8GB/128GB ৳26,990 টাকা । এই স্মার্টফোনটি অফিশিয়াল প্রাইস দেখে অনেকেই হয়তো ভাবতে পারে যে এই স্মার্টফোনটিকে বেশি দাম নির্ধারণ করা হয়েছে । কিন্তু এটা আসলে ভুল ধারণা । পারফরমেন্সের দিক দিয়ে এই স্মার্টফোনটি অনেকটাই উন্নত ওয়ালটনের অনেক মডেল আছে সেগুলো থেকে এই মডেল এর অবস্থান অনেক উপরে । যার কারণে স্মার্টফোনটিকে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে । ব্যাটারি পারফরমেন্সে , মেমোরি ফিচার এবং ব্যাটারি ব্যাকআপ এর দিক দিয়ে এই স্মার্টফোনটি অনেক উন্নত এবং মানসম্মত । দৈনন্দিন একটি প্রবাদ এর সাথে আমরা সকলেই পরিচিত যেটা হচ্ছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি । স্মার্টফোন হিসেবে এই মডেলটা অনেক ভালো যার কারণে এটিকে ব্যবহার করার জন্য কিছু টাকা বেশি খরচ করতে হতে পারে ।










Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads