Ads

শাওমি কোম্পানিটি আকর্ষণীয় ফিচার নিয়ে একের পর এক মডেল উদ্ভাবন করে থাকে । জনপ্রিয়তার দিক থেকে মার্কেটে তাদের অবস্থান এক ধাপ এগিয়ে । বিশেষ চাহিদার কারণে কোম্পানিটিকে নতুন নতুন মডেল তৈরি করে মার্কেটে রিলিজ করতে হয় । দুর্দান্ত পারফরম্যান্স এবং স্বল্পমূল্যের হাওয়ায় মানুষ বাজেটের  নাগালে রাখতে পারে খুব সহজেই । জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের উদ্দেশ্যে মার্কেটে রিলিজ করা হয়েছে Xiaomi Mi Mix 4 । শাওমি কোম্পানির রিলিজ করা স্মার্টফোন গুলোর মধ্যে এই মডেলটির ভিতর একটু বেশি চাহিদা লক্ষ্য করা গিয়েছে । মার্কেটপ্লেসগুলোতে এই মোবাইলটির প্রতি আলাদা আকর্ষণ দেখা গেছে গেছে । মোবাইলটি আমরা কেন কিনব ? মোবাইলটি কেমন পারফরম্যান্স দিবে ? আকর্ষণীয় কি কি রয়েছে এই মোবাইলটিতে ? তা এক নজরে দেখে নেয়া যাক । 


Xiaomi Mi Mix 4 Price in Bangladesh-কি আছে এতে ?



স্টোরেজ


স্মার্টফোন ক্রয় করার পূর্বে অবশ্যই স্মার্টফোনটির স্টোরেজের দিকে লক্ষ্য রাখা উচিত । মোবাইল ফোনটি কেমন পারফরম্যান্স  দিবে ? কতখানি স্পিডে মোবাইলটিকে চালানো যাবে ? তা সম্পূর্ণ স্টোরেজের উপর নির্ভর করে । মোবাইল ফোনে যদি কম স্টোরেজ ব্যবহার করা হয় তাহলে ফোনটি ততটা ফাস্টেস্ট স্পিড দিবেনা । Xiaomi Mi Mix 4 এই মোবাইলটির  স্টোরেজের দিকে তাকালে দেখা যায় ইন্টার্নাল মেমোরিতে 8 জিবি রেম এবং 128/256 জিবি রোম রয়েছে । দেখেই বোঝা যাচ্ছে মোবাইলটির মেমোরিতে হাই লেভেলের স্টোরেজ ব্যবহার করা হয়েছে । ওটিজি ক্যাবল দিয়ে আপনি চাইলে আপনার ইচ্ছামত রোমকে বাড়িয়ে নিতে পারবেন । মেমোরিতে কার্ড স্লট ব্যবহার করা হয়নি । অতিরিক্ত স্টরেজ থাকার কারণে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটিতে প্রয়োজনীয় অনেকে কিছুই সংগ্রহ করে রাখতে পারবেন । 


ক্যামেরা


ইমেজ অথবা ন্যাচারাল সিনারি ক্যাপচার করার জন্য ব্যাক ক্যামেরায় 108+16+12+8 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে । ওয়াইড ক্যামেরায় 108 মেগাপিক্সেল, আল্ট্রাওয়াইড ক্যামেরা 16 মেগাপিক্সেল, ম্যাক্রো ক্যামেরায় 12 মেগাপিক্সেল এবং ডেপ্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেল রয়েছে । সামনের ক্যামেরা রেজুলেশন 32 মেগাপিক্সেল । ডুয়েল এলইডি ফ্ল্যাশ এর সাথে রয়েছে অটোফোকাস । যেকোন ভিডিও আল্ট্রা এইচডি মোড রেকডিং এবং দেখা যাবে । এমআই কোম্পানির মডেল গুলোর মধ্যে এই মডেলটির ক্যামেরা কানেকশন অনেকটাই ভিন্ন । অন্যান্য মোবাইলটিকে মোবাইলে ক্যামেরা কালেকশন কিন্তু অনেক ভালো । প্রাইমারি ক্যামেরা গুলোর সাথে বিভিন্ন মুডে আমরা ছবি তুলতে পারব । কোয়াড ক্যামেরা পারফরম্যান্স খুবই ভালো । আমার ক্যামেরা গুলোর পাশাপাশি সেলফি ক্যামেরায় আমরা পেয়ে যাব দারুন ফিচার । কমবেশি প্রায় সকলের কাছেই এই মোবাইলটির ক্যামেরা ভালো লাগবে বলে আমি আশাবাদী ।


ডিসপ্লে কোয়ালিটি 


6.4 ইঞ্চি ডিসপ্লে সাইজ এর সাথে রয়েছে 2088×2250 পিক্সেলের ডিসপ্লে রেজুলেশন । সুপার আ্যামোলেড ক্যাপাসিটিভ টাইপ টাচস্ক্রিন ব্যবহার করার কারণে, যে কোন অ্যাঙ্গেল থেকে দ্রুতগতিতে টার্চ কাজ করবে । এলইডিতে 16M কালার সাপোর্ট করবে । পিক্সেল ডেন্সিটি 388 পিপিআই । ডিসপ্লে রেজুলেশন এর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এখানে হাই কোয়ালিটির এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করার কারণে আমাদেরকে ভিডিও প্লেব্যাক অথবা গেমিং সার্ভিস খুবই ভালভাবে দিতে পারবে । ডিসপ্লে প্রটেকশন এর জন্য আমরা এখানে পেয়ে যাব কর্নিং গরিল্লা গ্লাস । এর পাশাপাশি ফিচারে পাওয়া যাবে মাল্টিটাচ এর সুবিধা । ডিসপ্লে টাচ স্ক্রিনে 120 হার্জ এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে । ব্রাইটনেস এর পরিমাণ ও কিন্তু খুবই ভালো যে কারনে স্বল্প আলোয় পাশাপাশি আমরা রোদেও ভালো সাপোর্ট পেয়ে যাব ।


অপারেটিং সিস্টেম ও বডি


 মোবাইলটির অপারেটিং সিস্টেমে এন্ড্রয়েড ভার্সন 11 (MIUI 12.5) ব্যবহার করা হয়েছে । Qualcomm SDM855 Snapdragon 855+ চিপসেট, সিপিইউ রয়েছে Octa-Core (1×2.96 GHz kryo 485 & 3×2.42 GHz kryo 485 & 4×1.8 GHz kryo 485)  এবং জিপিইউ রয়েছে Adreno 640 । স্মার্টফোনটির ওজন 225 গ্রাম । মডেলটির দৈর্ঘ্য 162.65 মিমি, প্রস্থ 75.35 মিমি এবং পুরুত্ব 8.02 মিমি । ডিসপ্লে প্রটেকশনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস । মোবাইলটিকে কালো, সাদা এবং ধূসর কালারে পাওয়া যাবে । নতুন আপডেট এর অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য এই মোবাইলটি দিয়ে আমরা চাইলে খুব সহজেই যেকোন এপস এবং সফটওয়্যার রান করাতে পারবো । স্মার্টফোনটির বডি বিল্ড শক্তপোক্ত থাকার কারণে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ঝুঁকি অনেক কম । 


ব্যাটারি 


মোবাইলটির ব্যাটারী ক্যাপাসিটিতে 4500mAh মিডিয়াম পাওয়ারের ব্যাটারি রয়েছে । ব্যাটারিটি 40W দ্রুত চার্জ হবে । ওয়্যারলেস চার্জিং সিস্টেম রাখা হয়নি ।
 নন রিমুভেবল লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি রয়েছে । অন্যান্য দিক গুলো থেকে ব্যাটারি পারফরমেন্সের দিকেও কোম্পানিতে অনেকটা ভালোই নজর দিয়েছে বলে মনে হয় । তারবিহীন চার্জিং সিস্টেম এর জন্য এই মোবাইলটির ব্যাটারি পারফরমেন্সে একটা ভালো লুক দেখা দিয়েছে । 50 ওয়াট দ্রুতগতিতে মোবাইলটিকে তারবিহীন সিস্টেমে চার্জ দেওয়া যাবে । আমরা হয়তো অনেকেই জানি না যে একটি স্মার্টফোন থেকে অন্য একটি স্মার্ট ফোনে পাওয়ার ডেলিভারি করা যায় । হ্যাঁ ঠিক এটাই এই মোবাইলটির ক্ষেত্রে দেখা গেছে 3.0 দ্রুতগতিতে এই স্মার্টফোনটি থেকে অন্য একটি স্মার্টফোনে পাওয়ার ডেলিভারি করা যাবে । ব্যাটারি পারফরমেন্সে অনেক ভালো ফিচার দেওয়া হয়েছে বিশেষ করে এই মোবাইলটির ক্ষেত্রে ।


নেটওয়ার্ক কানেকশন 


হ্যান্ডসেটটিতে 2G,3G, 4G,নেটওয়ার্কের পাশাপাশি 5G স্পিড চালানোর অপশন রয়েছে । থ্রিজি নেটওয়ার্ক দিয়ে প্রতি সেকেন্ডে নেটওয়ার্ক উপভোগ করা যাবে সর্বনিম্ন 850 এবং সর্বোচ্চ 2100 এমবিবিএস । ন্যানো সিম এর সাথে ব্যবহার করা যাবে ডুয়েল সিম । তারবিহীন নেটওয়ার্কগুলো ফুল স্পিডে ব্যবহার করা যাবে । আমাদের দেশে এখন পর্যন্ত ফাইভ-জি নেটওয়ার্ক স্পিড না থাকার কারণে এই মোবাইলটি দিয়ে ফাইভ জি নেটওয়ার্ক স্পিড পাওয়া যাবে না । উন্নত মানের নেটওয়ার্ক ফোর জি এবং ফাইভ জি ব্যবহার করা যাবে অনেক ভার্সনের সাথে । তারবিহীন নেটওয়ার্কগুলো ব্যবহার করা গেলেও এই স্মার্টফোনটি দিয়ে এফএম রেডিও ব্যবহার করার সুবিধাটি নেই । এর পাশাপাশি পাওয়া যাবে ইউএসবি ক্যাবল এবং ওটিজি ক্যাবল ব্যবহারের সুবিধা ।



গেমিং পারফরম্যান্স


বর্তমান সময়ে স্মার্টফোনগুলো কেনার পূর্বে আমরা দেখে নেই এই মোবাইলটি দিয়ে ভালোভাবে গেম প্লে করা যাবে কিনা । হ্যাঁ তবে আপনি গেম খেলার জন্য যদি এই মোবাইলটিকে টার্গেট করে থাকেন তাহলে আমার মতে এই মোবাইলটি আপনাকে খুবই ভালো মানের একটি ফিচার দিতে সক্ষম হবে । অনলাইন জগতের হাই লেভেলের গেম গুলো যেমন ফ্রী ফায়ার এবং পাবজি খেলা যাবে উন্নতমানের গ্রাফিক্সের সাথেই । গেম খেলার জন্য এই মডেলটি আসলেই অনেকটা ভালো বলে মনে হয়েছে আমার কাছে । শাওমি এখন পর্যন্ত যে কয়টি স্মার্টফোন মার্কেটে রিলিজ করেছে গেম খেলার জন্য এই মডেলটি আকর্ষণীয় এবং যোগ্য । পরিশেষে বলা যায় যারা গেম খেলার জন্য এই মডেলটিকে চয়েজ করেছেন এই মডেলটি তাদের জন্য একটি ভালো মানের বিচার দিতে সক্ষম হবে । 



অনলাইন থেকে অর্ডার করা যাবে ?


অনলাইন থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনাকাটার জন্য বর্তমান বিশ্বে ই-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে । মানুষ এখন ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে স্মার্টফোন অথবা ল্যাপটপ দিয়ে অনলাইন থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কে বেছে নিয়ে অর্ডারের মাধ্যমে তাদের ঘরে পেয়ে যাচ্ছে । আপনি যদি এই মোবাইলটিকে অনলাইন থেকে ক্রয় করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এমআই নামক অফিশিয়াল পেজটি সম্পর্কে জানতে হব । বাংলাদেশে এমআই কোম্পানির অফিসিয়াল পেইজ রয়েছে যেখানে তাদের রিলিজ করা প্রতিটি মোবাইল পাওয়া যাবে । অন্যান্য মডেল গুলোর মত এই মোবাইলটিকেও কিন্তু তাদের পেইজে রাখা হয়েছে । আপনি চাইলে খুব সহজে এখান থেকে এই মডেলটি কালেক্ট করতে পারবেন । তবে এ বিষয়ে আপনার যদি পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি ধোকা খেতে পারেন । অনলাইন থেকে ক্রয় করার জন্য আপনাকে ডেলিভারি ফি সহকারে কিছুটা বেশি খরচ গুনতে হতে পারে । 



সিকিউরিটি পদক্ষেপ


সিকিউরিটি ব্যবস্থা বর্তমানে স্মার্টফোন গুলোর মধ্যে অন্যতম একটি অংশ । যেটি দেখে আমরা অনেকেই স্মার্টফোন পছন্দ করে থাকি । বর্তমানে স্মার্টফোন গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি সিকিউরিটি সিস্টেম হল মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । হাই কোয়ালিটি প্রাইস এর মডেল থেকে শুরু করে লো-কোয়ালিটির মডেল গুলোর মধ্যে এখন আমরা এই সেন্সরটি উপস্থিতি লক্ষ্য করতে পারি । এখানেও কিন্তু আমরা পেয়ে যাব মাল্টিভার্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি অনেকটাই দ্রুত কাজ করতে সক্ষম । কেবলমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নয় এর পাশাপাশি আমরা আরও অনেক ধরনের সিকিউরিটি পদক্ষেপ পেয়ে যাব যেগুলো অদ্বিতীয়ভাবে সনাক্ত করতে সফল ।

প্রাইস 


 Xiaomi Mi Mix 4 মডেলটিকে 10 আগস্ট, 2021 দেশের মার্কেটগুলোতে রিলিজ করা হয় । অফিশিয়াল এই মোবাইলটির বাজার মূল্য ৳68,000 টাকা । আপনি যদি অনলাইন থেকে ক্রয় করতে চান তাহলে দাম একটু বাড়তে পারে । শাওমি শোরুম ছাড়াও মডেলটিকে মার্কেটে পাওয়া যাচ্ছে । বাংলাদেশের কিন্তু এই মোবাইল থেকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবেই পাওয়া যাবে । আপনি চাইলে আপনার পছন্দ করা মডেলটি বেছে নিতে পারবেন । পারফরমেন্সের উপর সামঞ্জস্য রেখে কিন্তু মোবাইল টির দাম নির্ধারণ করা হয়েছে । এই স্মার্টফোনটি পারফরম্যান্সের যেমন একটু ভালো তাই এটিকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে । 



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads