Ads

স্যামসাং মডেলের A সিরিজগুলোর মোবাইলফোনে থাকছে প্রিমিয়াম লুক এবং হাই কোয়ালিটির পারফরম্যান্স । বিশ্ব বাজারে স্যামসাংয়ের জনপ্রিয়তা পূর্ব থেকেই ব্যাপক ‌‌। তবে বর্তমান সময়ে বিভিন্ন সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটির ফিচার অনেকটাই এগিয়ে ‌‌। তারমধ্যে Samsung galaxy A52S মডেলটি অন্যতম ভূমিকা পালন করেছে । কোম্পানির দেওয়া তথ্যে দেখা গেছে ক্যামেরা পারফরম্যান্সের পাশাপাশি মেমোরি ও গেমিং বিষয়ের উপর দারুন ফিচার উপস্থাপন করা হয়েছে ‌‌মডেলটিতে । নতুন এই স্মার্টফোনটিতে কি কি ফিচার থাকছে ? গেম খেলার জন্য এই মোবাইলটি কেমন পারফরম্যান্স দিবে ? সব মিলিয়ে মোবাইলটির
 ফিচার এবং ফুল স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক ।




স্যামসাং গ্যালাক্সি A52S বাংলা স্পেসিফিকেশন | Samsung Galaxy A52s 5G Price in Bangladesh



প্রাইমারি এবং ফ্রন্ট ক্যামেরা 


ক্যামেরা পারফরমেন্সের জন্য এই মোবাইলটিতে আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । প্রাইমারি ক্যামেরা সেটআপে আন্ডার ডিসপ্লেতে কোয়াদ ক্যামেরা ফিচার দেখা যায় । 64 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ওয়াইড ফাংশনে । আল্ট্রা ওয়াইড ফাংশনে থাকছে 12 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা , ক্যামেরাটি দিয়ে খুব সহজে 123 ডিগ্রি অ্যাঙ্গেলে ইমেজ তোলা যাবে । ম্যাক্রো ক্যামেরায় 5 মেগাপিক্সেলের পাশাপাশি ডেপ্ট ক্যামেরায় পাওয়া যাবে 5 মেগাপিক্সেলের ক্যামেরা । ক্যামেরা গুলো দিয়ে ফুল এইচডি মুডে অর্থাৎ 1080 পিক্সেলে যেকোন ভিডিও দেখা যাবে । এছাড়াও প্রাইমারি ক্যামেরার সাথে যুক্ত করা হয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট । ফ্রন্ট ক্যামেরায় থাকছে একটি আকর্ষণীয় মানের ক্যামেরা 32 মেগাপিক্সেল । সেলফি ক্যামেরা ফিচারে পাওয়া যাবে এইচডিআর এবং পানোরামা এর সুবিধা । 



সিকিউরিটি ব্যবস্থা


মোবাইলটির সুরক্ষার জন্য আমরা কিন্তু খুব সহজেই এখানে সিকিউরিটি অপশন এর ব্যবহার করতে পারব । আন্ডার ডিসপ্লেতে যুক্ত করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এমন জায়গায় সেট করা হয়েছে যেখানে খুব সহজেই ব্যবহারকারী সনাক্তকরণ নিশ্চিত করতে পারবে । তাছাড়া সেন্সরটির কাজ করার ক্ষমতা অনেকাংশেই দ্রুত । ফিঙ্গারপ্রিন্ট এর পাশাপাশি আমরা আরও পেয়ে যাব অ্যাক্সিলারোমিটার , প্রক্সিমিটি , কম্পাস , গায়েরো এর মত জনপ্রিয় সব সিকিউরিটি সিস্টেম ।



মেমোরি এবং অপারেটিং সিস্টেম



স্যামসাং কোম্পানিটি তাদের উদ্ভাবিত মডেলগুলোতে সচরাচর ভালো মানের মেমোরি পারফরম্যান্স দিয়ে থাকে । এই মোবাইলটিতেও দেওয়া হয়েছে ভালো মানের মেমোরি ফিচার । ইন্টার্নাল মেমোরিতে রেম হিসেবে ব্যবহার করা হয়েছে 6/8 জিবি এবং রোম হিসেবে ব্যবহার করা হয়েছে 128/256 জিবি । মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মেমোরি পারফরম্যান্স থাকার কারণে আমরা এখানে খুব সহজেই প্রয়োজনীয় মুভি , সিনেমা এবং দৈনন্দিন জীবনের অনেক কিছুই এখানে সংগ্রহ করে রাখতে পারব । অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন 11 দ্বারা পরিচালিত । কোয়ালকম স্ন্যাপড্রাগন মডেলের চিপসেট এবং octa-core ভার্সন এর প্রসেসর থাকছে মোবাইলটিতে । 



বডি কোয়ালিটি


বডি কোয়ালিটিতে দেওয়া হয়েছে দারুণ ফিনিশিং যা প্রথম নজরেই যে কারো নজর কাড়তে বাধ্য । স্মার্টফোনটি আকারে অনেকটাই হাতের সাথে মানিয়ে নেওয়ার মতো অথবা বলা যায় কমফরটেবল । ওজনে এই মোবাইলটি অনেকটাই হালকা মাত্র 189 গ্রাম । হাতে ব্যবহার করার ক্ষেত্রে ভাবি বলে মনে হবে না । বডিবিলদের থাকছে গ্লাস ফ্রন্ট যা গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত , এর সাথে থাকছে প্লাস্টিক ব্যাক । আইপি 67 ধুলোবালি এবং পানিরোধক ব্যবস্থা বিদ্যমান । কালো এবং সাদা কালার সহকারে আরো অন্যান্য কালারে মোবাইলটিকে মার্কেটে পাওয়া যাবে । বডির ডানদিকে পেয়ে যাব ভলিউম এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন অপরদিকে বামপাশে দেখা মিলবে মেমোরি এবং সিম কার্ড স্লটের । 



ব্যাটারি পাওয়ার


সবদিক দিয়ে ঠিকঠাক থাকলেও মোবাইলটির ব্যাটারি পারফরমেন্সে কিছুটা ত্রুটি লক্ষ্য করা যায় । non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হলেও যার ক্যাপাসিটিতে রয়েছে 4500mAh পাওয়ার । যা অন্যান্য পারফরম্যান্সের সাথে মিলিয়ে নওয়ার মতো নয় । ব্যাটারি পারফরমেন্সের দিকে আরেকটু নজর দিলে হয়তো ভাল হতো । ফোনটির সাথে যে চার্জার বক্স পাওয়া যাবে সেটি দিয়ে 25 ওয়াট দ্রুতগতিতে চার্জ দেওয়া যাবে । ওয়্যারলেস এবং রিভার্স চার্জিং সিস্টেম এর কোনো তথ্য পাওয়া যায়নি ।




ডিসপ্লের ধরন এবং কোয়ালিটি


খুব ভালো মানের এবং দারুণ পারফর্মেন্সের একটি এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে এই 
স্মার্টফোনটিতে । সুপার এমোলেড টাইপের টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে যাতে রয়েছে হাই কোয়ালিটির রিফ্রেশ রেট 120 হার্জ । 6.5 ইঞ্চি আকারের ডিসপ্লে সাইজ রয়েছে । যারা কিনা ভিডিও প্লেব্যাক এবং গেমিং পারফরম্যান্সের জন্য মোবাইল খুঁজে বেড়াচ্ছি এই মোবাইলটি তাদের কাছে ভালো লাগতে পারে । 1080×2400 পিক্সেলের ফুল এইচডি রেজুলেশন এর পাশাপাশি ডিসপ্লের ঘনত্ব রয়েছে 405 পিপিআই ডেনসিটি । মোবাইলের ডিসপ্লেটিকে কর্নিং গরিল্লা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত করা হয়েছে । ডিসপ্লে ফিচারে পাওয়া যাবে মাল্টিটাচ ব্যবহারের সুযোগ । 



গেমিং পারফরম্যান্স ?


আমার মতে , গেমিং পারফরম্যান্সের জন্য মোবাইলটি দারুণ পারফরম্যান্স দিয়ে থাকবে । অনলাইন জগতের প্রথম সারির গেম গুলো যেমন ফ্রী ফায়ার এবং পাবজি আমরা কিন্তু উন্নত মানের গ্রাফিক্সের সাথে গেম প্লে করতে পারবো । কেননা এখানে থাকছে খুবই ভালো মানের মেমোরি পারফরম্যান্স এবং গেমিং গ্রাফিক্স এর জন্য আলাদাভাবে রয়েছে অ্যাড্রিনো 642L । তবে মেমোরি ফিচার একটু কম থাকার কারণে বেশিক্ষণ গেম খেলা যাবে না । 



নেটওয়ার্ক কানেকশন


বর্তমান সময়ের ফাইভ-জি নেটওয়ার্ক কানেকশন এই মোবাইলটির সংযোগে রাখা হয়েছে ‌‌। ফাইভ-জি নেটওয়ার্ক ব্যান্ড চালু রেখে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 2100 mbps নেটওয়ার্ক স্পিড ব্যবহার করা যাবে । যেহেতু এই মোবাইলটি দিয়ে ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্টেব সেহেতু বলা যায় এখানে থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে । ফোরজি নেটওয়ার্ক এর কতগুলো ভার্সন রয়েছে আর সেগুলো হলো 2,4,5,12,17,26,40,41,66 । অপরদিকে ফাইভ-জি নেটওয়ার্ক এর ভার্সনগুলো তুলে গুলো হল 1,3,5,7,8,20,28,38,40,41,66,78 । 5.0 মডেলের
 ব্লুটুথ , জিপিএস , wifi-direct , হটস্পট ব্যবহার করা গেলেও এফএম রেডিও উপভোগ করা যাবে না ।



ফার্স্ট রিলিজ ডেট এবং প্রাইস


কোম্পানির দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় মোবাইলটিকে অফিশিয়াল ভাবে সেপ্টেম্বর 1, 2021 দেশের মার্কেটে রিলিজ করা হয় । রিলিজ করার সময় এই মোবাইলটির অফিশিয়ল মূল্য নির্ধারণ করা হয়েছে ৳ 45,000 টাকা ‌‌। অনলাইন থেকে অর্ডার করে অথবা স্যামসাং শোরুম ও নিকটবর্তী মার্কেটপ্লেসগুলোতে মোবাইলটিকে পাওয়া যাচ্ছে । অনলাইন থেকে অর্ডারে মোবাইলটির দাম কিছুটা বেশি হতে পারে ।



স্মার্ট ফোনটির পারফরম্যান্স কেমন হবে ?


স্মার্টফোনটির প্রাইজের উপর লক্ষ করলে আমরা দেখতে পারি স্মার্টফোনটির প্রাইস হাই কোয়ালিটির ভেতরে মোটামুটি মিডিয়াম পর্যায়ে রয়েছে । যা কারণে আমরা বুঝতে পারি এই স্মার্টফোনটি পারফরম্যান্সের জন্য মোটামুটি ভালো ফিচার দিতে পারবে । আমরা যারা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির ভিতরে একটি স্মার্টফোন খুঁজে বেড়াচ্ছি তাও আবার স্যামসাং কোম্পানির তাদের জন্য নিঃসন্দেহে এই স্মার্টফোনটি মার্কেটের সেরা হবে । স্মার্টফোনটি সকল দিক বিবেচনায় এটা বলা যায় যে স্মার্টফোনটি পারফরম্যান্সের জন্য সকলের কাছে খুব অল্পসময়ের মধ্যেই পরিচিতি লাভ করতে পারবে । স্যামসাং কোম্পানির এই স্মার্টফোনটি রিলিজ এর মাধ্যমে স্যামসাং প্রেমীদের মধ্যে অনেকে তাদের আশা পূরণ করতে পারবে এই ডিভাইসটির মাধ্যমে ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads