বডি ডিজাইন
বডি ডিজাইন এর দিকে লক্ষ্য করলে দেখা যাবে আকর্ষণীয় লুক এবং প্রিমিয়াম ফিনিশিং । মোবাইলটি আকারে 165.1×75.6×8.9 মিলিমিটার । 287 গ্রামের এই মোবাইলটিকে সবুজ কালার সহকারে আরো ভিন্ন কালারে মার্কেটে পাওয়া যাবে । বডি বিল্ডে রয়েছে গ্লাস ফ্রন্ট , প্লাস্টিক ব্যাক এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম । মোবাইলটিতে থাকছে ওয়াটার রেসিস্টেন্ট এর সুবিধা । বডির ডানপাশে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং ভলিউম বাটন ও বাম দিকে পাওয়া যাবে মেমোরি এবং সিম কার্ড স্লট । বডিবিল্ডারের নিচের দিকে হেডফোন জ্যাক না থাকলেও পাওয়া যাবে লাউডস্পিকার । স্যামসাং কোম্পানির এই স্মার্টফোনটিতে থাকছে ওয়াটার রেসিস্টেন্ট এর ব্যবস্থা । যেটাকে আমরা ওয়াটারপ্রুফ বলে চিনে থাকে । স্মার্টফোনটি আকারে অনেকটাই স্লিম হওয়ার কারণে হাতে ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা আলাদা ফিল অনুভব করা যাবে । স্মার্টফোনটির বডি বিল্ড ডেকোরেশন যে কারো কাছেই ভালো লাগার কথা ।
ব্যাটারি পারফরর্মেন্স ও ফিচার
মোবাইলটির ব্যাটারিতে পাওয়া যাবে উন্নত মানের ফিচার এর ব্যাটারি পারফরম্যান্স । non-removable লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হলেও যার ক্যাপাসিটিতে থাকছে মিডিয়াম কোয়ালিটির শক্তিশালী পাওয়ার 4500 mAh । বাজেট বিবেচনায় ব্যাটারি পারফরম্যান্স অনেকটাই ডাউন । মোবাইলটি সাথে যে চার্জার বক্স দেওয়া হয়েছে সেটি দিয়ে 25 ওয়াট দ্রুতগতিতে চার্জ দেওয়া সম্ভব । এছাড়াও থাকছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম । ওয়ারলেস সিস্টেম ব্যবহার করে মোবাইলটিকে 15 ওয়াট দ্রুতগতিতে চার্জ দেওয়া যাবে । 4.5 দ্রুতগতিতে রিভার্স ডেলিভারি এবং ইউএসবি ডেলিভারি করা যাবে 3.0 গতিতে । স্মার্টফোনের ব্যাটারি কালেকশন ভালো পাওয়া গেলেও প্রাইস অনুযায়ী ক্যাপাসিটিতে থাকা পাওয়ার অনেকটাই নিম্নমানের হয়ে গেছে । ব্যাটারি ক্যাপাসিটিতে আরও কিছুটা উন্নত মানের পাওয়ার থাকলে সকলের কাছে এই স্মার্টফোনটি অনেকটাই প্রিমিয়াম বলে মনে হতো ।
স্টোরেজ অথবা মেমোরি পারফরম্যান্স এবং অপারেটিং সিস্টেম
স্যামসাং কোম্পানির প্রায় প্রতিটি স্মার্টফোনেই ভালো মানের স্টোরেজ পারফরম্যান্স দেখা যায় । যার উদাহরণ স্বরূপ এই মডেলটিকেই ধরা যাক । স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্সে রয়েছে দুই ধরনের ভেরিয়েন্ট । ইন্টার্নাল মেমোরিতে 6/8 জিবি রেম এবং 128/256 জিবি রোম । মেমোরি পারফরমেন্স ভাল ব্যবহার করার কারণে ফোনটিকে দ্রুতগতিতে ব্যবহার করা যাবে । অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 11 । অক্টাকোর আপ টু 2.9 গিগাহার্জ মডেলের প্রসেসর এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এর চিপসেট । মেমোরি পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটির জুড়ি নেই । যার কারণে স্মার্টফোনটিকে ব্যবহার করা যাবে ফাস্টেস্ট এবং দ্রুত সম্পন্ন গতিতে । অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অন্যতম জনপ্রিয় ভার্সন এবং মডেল । কোয়ালকম স্ন্যাপড্রাগন এর চিপসেট আসলেই অনেক উন্নত শালী এবং মানসম্মত হওয়ার কারণে ব্রাউজিং করার সময় কোন প্রকার সমস্যায় পড়তে হবে না । এছাড়াও এই স্মার্টফোনটি এন্ড্রয়েড ভার্সন 11 দ্বারা পরিচালিত যার কারণে গুগলের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে এবং এর পাশাপাশি অ্যাপ ইন্সটল এবং আপডেটের জন্য ব্যবহার করা যাবে গুগল প্লে স্টোর ।
নেটওয়ার্ক কানেকশন
নেটওয়ার্ক কানেকশনে রয়েছে 2 জি , 3 জি , 4 জি এবং 5 জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা । ফোরজি এবং ফাইভ-জি নেটওয়ার্ক স্পিড ব্যবহার করে প্রতি সেকেন্ডের্বোচ্চ 42.2 এমবিপিএস নেটওয়ার্ক উপভোগ করা যাবে । তারবিহীন নেটওয়ার্কগুলো যেমন wifi-direct , ওয়াইফাই , হটস্পট , জিপিএস , ব্লুটুথ , ইউএসবি এবং ওটিজি ক্যাবল , এনএফসি দ্রুতগতিতে ব্যবহার করা যাবে । ন্যানো সিম কার্ডের সাথে পাওয়া যাবে হাইব্রিড ডুয়েল সিম ব্যবহারের সুবিধা । নেটওয়ার্ক কানেকশন কথা বলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মডেল গুলোতে দেখতে পাই নেটওয়ার্ক কানেকশন ভালো পাওয়া যায় না । এখন সেটি যত দামি স্মার্টফোন হোক না কেন । এই স্মার্টফোনটি দিয়ে 5 জি নেটওয়ার্ক স্পিড ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা । যদিও এখন পর্যন্ত পৃথিবীর প্রায় প্রতিটি দেশে ফাইভ-জি নেটওয়ার্ক সার্ভিস চালু হয়নি , তবে এটা ধারণা করা যায় যে ফাইভ-জি নেটওয়ার্ক সার্ভিস চালু হওয়ার পরে প্রায় প্রতিটা দেশেই এই ডিভাইসটি উন্নত মানের নেটওয়ার্ক স্পিড দিতে সক্ষম হবে ।
প্রাইমারি এবং ফ্রন্ট ক্যামেরা
মেইন ক্যামেরা কালেকশনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা আইটেম । প্রাইমারি সেন্সরের ওয়াইড ক্যামেরায় রয়েছে 12 মেগাপিক্সেল , যেখানে উপভোগ করা যাবে ডুয়েল পিক্সেল পিডিএফ এর সুবিধা । অন্যদিকে টেলি ফটো ফাংশনে থাকছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা । আল্ট্রা ওয়াইড ফাংশনে 12 মেগাপিক্সেল ক্যামেরার উপস্থিতি দেখা যায় । আল্ট্রা ওয়াইড ফাংশনটি দিয়ে 123 ডিগ্রি অ্যাঙ্গেলে ইমেজ তোলা যাবে । ক্যামেরা গুলো দিয়ে স্বল্প আলোতেও খুব সুন্দর সুন্দর ইমেজ অথবা ছবি তোলা যাবে । এছাড়াও ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকছে । মেইন ক্যামেরায় ততো ভাল একটা ফিচার না থাকলেও ফ্রন্ট ক্যামেরায় কিন্তু থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা । সামনের ক্যামেরায় থাকছে এইচডিআর এবং পানোরামা ফিচার । বাজেট আলাপ-আলোচনায় মোবাইলটির মেইন ক্যামেরা পারফরম্যান্সের দিকে আরেকটু দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো বলে মনে হয়েছে ।
সিকিউরিটি পদক্ষেপ
বর্তমান সময়ে আমরা প্রায় প্রতিটি মোবাইলফোনেই কমবেশি সিকিউরিটি পদক্ষেপ দেখতে পেয়ে থাকি । আর মানুষ অন্যের হাত থেকে নিজের মোবাইলটিকে সুরক্ষিত রাখার জন্য মোবাইলটিতে ব্যবহার করে থাকে সিকিউরিটি সুরক্ষা । এই মোবাইলটি দিয়েও সিকিউরিটি পদক্ষেপের সুবিধা গুলো ব্যবহার করা যাবে । জনপ্রিয় সেন্সর থাকছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর , এছাড়াও পাওয়া যাবে ফেস আনলকিং সিস্টেম , এক্সিলারোমিটার , প্যাটার্ন , গায়রো ইত্যাদি পদক্ষেপের ব্যবহার । যা খুবই দ্রুত এবং অদ্বিতীয় ভাবে শনাক্তকরণে ভালো ভূমিকা পালন করবে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অবস্থান খুবই ভালো জায়গায় রয়েছে যেটিকে একজন ব্যবহারকারী খুব সহজেই ব্যবহার করতে পারবে । ব্যবহার করার জন্য ফিঙ্গারপ্রিন্ট
সেন্সরটি দিবে খুবই দ্রুত সম্পন্ন পারফরম্যান্স । সিকিউরিটি সিস্টেমের জন্য এই ডিভাইসটি ব্যাপকভাবে অর্জন করেছে জনপ্রিয়তা ।
ডিসপ্লে ডিজাইন
ডিসপ্লে ডিজাইনের জন্য মোবাইলটির উপর কোন অবজেকশন দেওয়ার কোন সুযোগ নেই । ডিসপ্লে পারফরম্যান্স খুবই আকর্ষণীয় এবং মনমুগ্ধকর । সুপার এমোলেড কোয়ালিটির ডিসপ্লে পাওয়া যাবে মোবাইলটিতে । এলসিডি প্যানেলের সাইজ 6.41 ইঞ্চি । যারা বড় মাপের ডিসপ্লে পছন্দ করে থাকে তাদের জন্য এই মোবাইলটি খুবই পারফেক্ট বলে মনে হয়েছে । ডিসপ্লের সুরক্ষার জন্য প্রটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিল্লা গ্লাস । এছাড়াও ডিসপ্লে ফিচারে পাওয়া যাবে মাল্টিটাচ । ফুল এইচডি রেজুলেশন 1080×2400 পিক্সেল এর পাশাপাশি ডিসপ্লের ঘনত্ব 411 পিপিআই ডেনসিটি । এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ফুল এইচডি এবং 4k মানের ভিডিও খুব সহজেই ধারণ করার পাশাপাশি সাপোর্ট করবে । ডিসপ্লের স্ক্রিনে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট । এ বিষয়টি আসলে অনেকটাই চমকপ্রদ । সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি রয়েছে একটি আকর্ষণীয় মানের এলইডি প্যানেল
সাইজ ।
মোবাইলটি অনলাইন থেকে অর্ডার করা যাবে ?
কেবলমাত্র মোবাইলই নয় , অনলাইন থেকে এখন প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী ঘরে বসেই ক্রয় এবং বিক্রয় করা যায় । পৃথিবীজুড়ে অনলাইন বিজনেস অথবা ই-কমার্সের ব্যাপক বিস্তৃতি উপলব্ধি করা যায় । শুধুমাত্র একটি স্মার্টফোন এবং ল্যাপটপ এর সাহায্যে যে কেউ ঘরে বসেই প্রয়োজনীয় হরেক রকমের জিনিসপত্র অর্ডার করতে পারবে । এই মোবাইলটিও ব্যতিক্রমী কোন পদ্ধতি নয় , স্মার্টফোনটিকে সহজেই অনলাইন থেকে অর্ডার করা যাবে । তবে অনলাইন কেনাকাটাতে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত । এছাড়াও অনলাইন থেকে কিনতে হলে মোবাইলটিকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে । এখন আপনি হয়তো ভাবতে পারেন স্যামসাং কোম্পানির নতুন মডেল গুলোকে কিভাবে অনলাইন থেকে অর্ডার করা যাবে । আমাদের দেশের প্রায় প্রতিটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দ করা যে কোন ডিভাইস তাদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন এখানে কোন টেনশন এর প্রশ্ন আসেনা । হ্যাঁ , তবে যে কথাটি না বললেই নয় অনলাইন থেকে পণ্য অর্ডার করার ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে সব সময় নাক কান খোলা রেখে অনলাইনে কাজ করে যেতে
হবে ।
রিলিজের সময় এবং প্রাইস
সেপটেম্বর , 2021 আন্তর্জাতিক মার্কেটগুলোর পাশাপাশি দেশের মার্কেটপ্লেসগুলোতেও এই মোবাইলটিকে রিলিজ করা হয়েছে । কোম্পানির দেওয়া তথ্যমতে মার্কেটে মোবাইলটিকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবেই পাওয়া যাবে । ভালো মানের ফিচারের এই স্মার্টফোনটিকে মোটামুটি হাই কোয়ালিটি বাজেটের আওতায় রাখা হয়েছে । দেশের বাজারে মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৳ 114,999
টাকা । স্মার্টফোনটির প্রাইস অনেকটা হাই কোয়ালিটির ভিতরে থাকার কারণে আমরা এখানে খুবই ভাল মানের এবং উন্নতমানের ফিচার পেয়ে যাব ডিভাইসটিতে । স্যামসাং কোম্পানি তাদের যতগুলো স্মার্টফোন মার্কেট রিলিজ করেছে হাই কোয়ালিটির ভিতরে তার মধ্যে অন্যতম একটি মডেল স্যামসাং এর আকর্ষণীয় ফ্লাগশিপ এই ডিভাইসটি । আমাদের আমাদের প্লেসগুলোতে হাই কোয়ালিটি ভেতরে একটু ভালো মানের স্মার্টফোন খুঁজে বেড়াচ্ছি তাদের জন্য স্যামসাংয়ের এই নতুন মডেলটি মার্কেটের বেস্ট বলে বিবেচিত হতে পারে ।
গেমিং পারফরম্যান্স
বর্তমান ডিজিটাল সময়ের আরো একটি জনপ্রিয় প্লাটফর্ম হল অনলাইন গেমিং । অনলাইন গেম গুলোর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায় । অনলাইন গেমস গুলোর মধ্যে জনপ্রিয় এবং প্রথম ক্যাটাগরির কিছু জ্ঞান রয়েছে যেগুলো এই স্মার্টফোনটি দিয়ে খুব সহজেই ভালো মানের গ্রাফিক্স ডিজাইনের সাথে খেলা যাবে । উদাহরণস্বরূপ আমরা ফ্রী ফায়ার এবং পাবজির কথাই ধরি , এই ক্যাটাগরির অনলাইন গেমগুলোকে খেলা যাবে এই স্মার্টফোনটিকে দারুন মুভমেন্টে । আপনি যদি গেম খেলার জন্য এই স্মার্টফোনটিকে বেছে নিয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য খুবই ভালো পারফরমেন্স দিতে পারবে গেম খেলার জন্য ।
একটি মন্তব্য পোস্ট করুন