Ads

বরাবরের মতোই খুবই কম বাজেটের মধ্যে দারুন ফিচারের স্মার্টফোন উদ্ভাবন করে যাচ্ছে সিম্ফোনি । মোটামুটি লো রেঞ্জ এর ভিতরে সিম্ফোনি মার্কেটে রিলিজ হল আরও একটি নতুন স্মার্টফোন । সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিম্ফোনি কম্পানি মার্কেটে আনন্দ আরও একটি নতুন স্মার্টফোন । কোম্পানিটির ধারাবাহিকতার মাধ্যমে মার্কেটে চলে আসলো নতুন মডেল Symphony i32 । মোবাইলটি মার্কেটে রিলিজ হওয়ার পর থেকেই সিম্ফোনি প্রেমীদের মনে জাগ্রত হয়েছে আনন্দ । পারফরম্যান্সে অনেকটা ভালো হওয়া সত্ত্বেও স্মার্টফোনটিকে মিডিয়াম কোয়ালিটির বাজেটের মধ্যে রাখা হয়েছে । মোবাইলটি ব্যবহারে কি কি সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হতে হবে আমাদের ? স্বল্প বাজেটের মধ্যে থাকা মডেলটি পারফরম্যান্স কেমন দিবে ? গেমিং ফিচারে মোবাইলটি কেমন পারফরম্যান্স দিবে ? আসুন এক নজরে জেনে নেওয়া যাক ।

নতুন ই-কমার্স ওয়েবসাইট


সিম্ফোনি আই 32 | Symphony i32 price and Specifications


বডিবিল্ড এবং ডিজাইন


মোবাইলটির ফুল বডিতে পেয়ে যাব প্লাস্টিক ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক কভার এর আবরণ ‌‌। স্মার্টফোনটিতে দেওয়া হয়নি কোন প্রটেকশন গ্লাস । যার কারণে ফোনটি পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে । ডান দিকে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন অপর প্রান্তে দেখা যায় মেমোরি এবং সিম কার্ড স্লট । মোবাইলটির নিচের দিকে উপস্থিত রয়েছে 3.5 এমএম হেডফোন জ্যাক এবং এর সাথে রয়েছে লাউডস্পিকার । 162 গ্রাম ওজনের এই মোবাইলটিকে সবুজ এবং নিল কালারে পাওয়া যাবে । মডেলটি আকারে ততটা বড় নয় খুব সহজেই হাতের সাথে মানিয়ে নিয়ে ব্যবহার করা যাবে । স্মার্টফোনটির বডি ডিজাইনের সবথকে বেশি যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে একটি পিছনের দিকে রাখা হয়েছে পেটান যুক্ত ডিজাইন যে বিষয়টি সবার নজরে আসবে খুব সহজেই ।

স্টোরেজ অথবা মেমোরি  


মেমোরি পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব এখানে ততটা ভালো পারফর্মেন্স এর স্টোরেজ অথবা মেমোরি দেওয়া হয়নি । বাজেটের দিকে তাকালে বলা যায় মেমোরি ফিচার ততটা খারাপ নয় । ইন্টার্নাল মেমোরি রেম হিসেবে পাওয়া যাবে 1 জিবি এবং রোম হিসেবে ব্যবহার করা যাবে 16 জিবি । মেমোরি কার্ড স্লটে থাকছে MicroSDXC । এছাড়াও ওটিজি ক্যাবল ব্যবহারের সুবিধা রয়েছে । ক্যাবলটি ব্যবহার করে আপ টু 128 জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে ‌‌। মেমোরিতে ততটা বেশি জায়গা ব্যবহার করা হয়নি বলে এখানে স্বল্প পরিমাণে তথ্য সংগ্রহ করা যাবে । স্মার্টফোনটির অভ্যন্তরীণ মেমোরি স্টোরেজে আমরা পেয়ে যাব 1 জিবি রেম ব্যবহারের সুবিধা । স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্সে তাকা 1 gb রেম আমাদের কাছে অনেকটাই কম বলে মনে হতে পারে কিন্তু আসলে নির্ধারিত প্রাইসে স্মার্টফোনটির পারফরম্যান্স সামঞ্জস্যপূর্ণ ।


প্রাইমারি এবং সেলফি ক্যামেরা


আন্ডার ডিসপ্লেতে প্রাইমারি ক্যামেরা ফাংশনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরার ওয়াইড ফাংশনে থাকছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা , এর পাশাপাশি থাকছে 0.08 মেগা পিক্সেলের আরো একটি ক্যামেরা । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেলের এর একটি রেয়ার ক্যামেরা ‌‌। ক্যামেরা গুলো দিয়ে নাইট মোড সহকারে ফিল্টার , ডিসপ্লে ফোকাস , অটোজুম বিভিন্ন মোডে ছবি তোলা যাবে । যেকোন ভিডিও এইচডি 720 পিক্সেলে রেকর্ডিং এবং দেখা যাবে । স্মার্টফোনটির প্রাইমারি ফাংশনের রয়েছে ডুয়াল এইচডি ক্যামেরা কালেকশন । ফ্রন্ট ক্যামেরা কাটাউটে থাকছে 5 মেগাপিক্সেল । যা দিয়ে খুবই ভালো মানের এইচডি পিকচার ধারণ করা যাবে এবং এর পাশাপাশি ভিডিও । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা পুরুষার্থ আমর পেয়ে যাব
 এলইডি ফ্ল্যাশ লাইট এর সুবিধা । স্মার্টফোনটির রেজুলেশন ততটা খারাপ নয় , ফুল এইচডি কনটেন্টগুলো দেখতে কিছুটা ঝামেলা হতে পারে ।

ডিসপ্লে সাইজ এবং প্ল্যাটফর্ম


প্রথমেই বলে নেয়া যাক মডেলটিতে আইপিএস এলসিডি টাইপের প্যানেল ব্যবহার করা হয়েছে । এলসিডি প্যানেলটিতে 16.7 মিলি কালার সাপোর্ট করবে । এলসিডি ফিচারে রয়েছে মাল্টিটাচ । 6.52 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করার কারণে ফোনটি দিয়ে গেমিং পারফরম্যান্স এবং ভিডিও প্লেব্যাক খুব ভালোভাবে দেখা যাবে । এছাড়াও ডিসপ্লে কালেকশনে থাকছে এইচডি প্লাস রেজুলেশন 720×1600 । ব্যবহারকৃত রেজুলেশনে ভিডিও প্লেব্যাক দেখার সময় ফেটে যাওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে ‌। অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে গুগলের উদ্ভাবিত ভার্সন অ্যান্ড্রয়েড 10 । 1.3 গিগাহার্জের quad-core প্রসেসর এর পাশাপাশি গেমিং গ্রাফিক্সে থাকবে Mali TB20 । স্মার্টফোনটির সফটওয়্যার ডাউনলোড এবং আপডেট এর জন্য অবশ্যই গুগোল ব্রাউজারকে ফলো রাখতে হবে । স্মার্টফোনটিতে পাওয়া যাবে ভালো মানের প্রসেসর এবং গেমিং গ্রাফিক্স । 


ব্যাটারি এবং সিকিউরিটি


non-removable লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই মডেলটিতে । ব্যাটারিটির ক্যাপাসিটিতে থাকছে 4000mAh মিডিয়াম কোয়ালিটি ভালো মানের পারফরম্যান্স । টকটাইম ব্যবহারে ফোনটিকে 20 ঘন্টা চালানো যাবে ‌‌। এখানে তারবিহীন চার্জিং সিস্টেম রাখা হয়নি । মোবাইল ফোনটির সাথে যে চার্জার বক্স রয়েছে সেটি দিয়ে ফোনটিকে চার্জ দেওয়া যাবে । সিকিউরিটি অপশনে আমরা সবার আগেই পেয়ে যাব মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । সেন্সরটির অবস্থান আন্ডার ডিসপ্লেতে । ফিঙ্গারপ্রিন্ট কাজ করার ক্ষমতা অনেকটাই দ্রুত এবং নির্ভুল । এর সাথে তো থাকছেই ফেস আনলকিং সিস্টেম , এক্সিলারোমিটার , প্যাটার্ন , গায়রো , কম্পাস ইত্যাদি সিকিউরিটি ব্যবস্থা ‌‌। সিম্ফোনি কম্পানি তাদেরই স্মার্টফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা নিয়েছে এই বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু দেখা যায় এই ডিভাইসটির ক্ষেত্রে । ব্যাটারি পারফরমেন্স ভালো থাকার কারণে দীর্ঘদিন ব্যবহার করা যাবে ।


গেমিং পারফরম্যান্স


স্মার্টফোনটিতে আলাদাভাবে গেমিং এর জন্য কোন প্রসেসর ব্যবহার করা হয়নি । তাছাড়া গেমিং গ্রাফিক্সে ততটা ভালো পারফরম্যান্সের মডেল ব্যবহার করা হয়নি বলা চলে । অন্যান্য বিবেচনায় এই মোবাইলটিতে থাকছে 1 জিবি রেম যা বর্তমানের অনলাইন প্রথম সারির গেইমগুলো খেলার জন্য প্রস্তুত নয় । অনলাইন গেম গুলো সাপোর্ট করলেও সেখানে থাকবে না খুব ভালো মানের গ্রাফিক্স পারফরম্যান্স । তবে মডেলটি দিয়ে অফলাইন গেমগুলো খেলা যেতে পারে । অনলাইন গেম গুলোকে খেলার জন্য প্রয়োজন হয়ে থাকে হাই কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন এবং খুবই ভালো মানের মুভমেন্ট । এগুলো পাওয়ার জন্য একটি ডিভাইসে কমপক্ষে হলেও 3 জিবি রেম থাকা প্রয়োজন কিন্তু এই স্মার্টফোনটিতে রয়েছে এক জিবি রেম । যার কারণে অনলাইন গেম গুলো খেলার জন্য পাওয়া যাবেনা মুভমেন্ট । গেমিং প্রসেসর ব্যবহার করা হলেও এই স্মার্টফোনটি দিয়ে অনলাইন গেম গুলো খেলা যাবে না ।


নেটওয়ার্ক কানেকশন


মোবাইলটি দিয়ে সর্বোচ্চ থ্রিজি নেটওয়ার্ক এর সংযোগ উপভোগ করা যাবে । 4 জেনারেশন নেটওয়ার্ক এর আওতায় মোবাইল ফোনটিকে রাখা হয়নি । ন্যানো সিম কার্ড এর পাশাপাশি ব্যবহার করা যাবে হাইব্রিড ডুয়েল সিম । থ্রিজি নেটওয়ার্ক কানেকশন উপভোগ করা যাবে প্রতি সেকেন্ডে সর্বনিম্ন 850 এমবিপিএস এবং সর্বোচ্চ 2100 এমবিপিএস । ওয়াইফাই , হটস্পট , ব্লুটুথ , জিপিএস , এফএম রেডিও ব্যবহার করা গেলেও উপভোগ করা যাবেনা এনএফসি । মাইক্রো ইউএসবি 2.0 মডেলের ইউএসবি ক্যাবল ব্যবহার করা হয়েছে । স্মার্টফোনটির নেটওয়ার্ক স্পিড অন্যান্য ফোনগুলোর মধ্যে পাওয়া যাবে । এই কথা বলার মূল উদ্দেশ্য হলো আমরা অনেকেই হয়তো বলতে পারি যে এই স্মার্টফোনটি মোটামুটি নিম্ন মানের হওয়ার কারণে নেটওয়ার্ক স্পিড খুব ভালো পাওয়া যাবে না । এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ হলো এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পারছি ফোর্থ জেনারেশন নেটওয়ার্ক স্পিড পাওয়া যাবে ।


অনলাইনে অর্ডার করা যাবে কিনা ?


ই-কমার্স সেবার উন্নতির ফলে বর্তমানে সমগ্র পৃথিবীতে অনলাইন থেকে পণ্য সামগ্রী কেনাকাটার ব্যাপক বিস্তার রয়েছে । খুব সহজেই ঘরে বসে স্মার্টফোন এবং ল্যাপটপ দিয়ে মুহুর্তের মধ্যে যেকোনো পণ্য সামগ্রী কেন এবং বেচা যায় । তাছাড়া বর্তমান করোনা মহামারীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাহির না হয় ঘরে বসে তাদের শপিং অথবা কেনাকাটা সম্পূর্ণ করছে । সিম্ফোনি কোম্পানির নতুন এই মডেলটিকেও ঘরে বসে অনলাইন থেকে অর্ডার করা সম্ভব । তবে ওয়েবসাইট এর সত্যতা যাচাই করে নেওয়া উচিত । এক্ষেত্রে পণ্যটির দাম কিছুটা বাড়তে পারে । তবে আমরা যদি সচেতন ভাবে এই স্মার্টফোনটিকে অনলাইন থেকে অর্ডার করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম সিম্ফোনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । অফিশিয়াল ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করার ক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম ।


রিলিজের সময় এবং প্রাইস


12ই সেপ্টেম্বর , 2021 সিম্ফোনি কম্পানি প্রথমবারের মতো মার্কেটে রিলিজ করে তাদের নতুন মডেল Symphony i32 । ভালো পারফর্মেন্স এর এই মোবাইল ফোনটি খুবই স্বল্প মূল্যে মার্কেটে পাওয়া যাচ্ছে । সিম্ফোনি শোরুম ছাড়াও দেশের বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে এই মডেলটিকে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে । দেশের বাজারে মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে ৳5,690 টাকা । স্মার্টফোনটির প্রাইস দেখেই আমরা বুঝতে পারি এই স্মার্টফোনটির মূল্য মোটামুটি লো কোয়ালিটির ভিতরে থাকায় আমরা অনেকে এখনও অনেক করতে পারি যে এই স্মার্টফোনটিকে ভালোভাবে ব্যবহার করা যাবে না দ্রুত গতির সাথে । এমনটা মনে করাটা অস্বাভাবিক কিছু নয় তবে অন্যান্য মডেল গুলোর মত এই স্মার্টফোনটির বেকাপ ফ্রিকোয়েন্সি অনেকটাই ভালো । যদি আমরা এই স্মার্টফোনটিকে অন্যান্য দেশগুলো থেকে ক্রয় করতে চাই তাহলে আমাদেরকে কিছুটা কম খরচ করতে হতে পারে । কারণ বিভিন্ন দেশে কারেন্সি এর মাধ্যমে স্মার্টফোন গুলোর মূল্য নির্ধারণ করা হয় সে ক্ষেত্রে বিভিন্ন দেশে স্মার্টফোনটির মূল্য বেশি কম হয়ে থাকে ।



1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads