ব্যাক এবং সেলফি ক্যামেরা কালেকশন
প্রাইমারি ক্যামেরা কালেকশনে থাকছে ত্রিপল ক্যামেরা সেটআপ । লম্বাকৃতি আকারে মোবাইলটির বডির আন্ডার ডিসপ্লেতে ক্যামেরা তিনটিকে সেট করা হয়েছে ।
ওয়াইড সেন্সরে দেখা মিলবে 48 মেগাপিক্সেলের , আল্ট্রা ওয়াইড ফাংশনে রয়েছে 8 মেগাপিক্সেল এবং এর সাথে ছবি স্পষ্ট ভাবে তোলার সুবিধার জন্য ম্যাক্রো ক্যামেরা ফাংশনে রয়েছে 5 মেগাপিক্সেল । ক্যামেরা গুলোর ফিচারে রয়েছে পিডিএফ , নাইট মুড , ডিএসএলআর সহ আরো অন্যান্য মুডে ছবি ক্লিক করা সম্ভব । সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় আকর্ষণীয় একটি ক্যামেরা রয়েছে । সেলফি ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল । সিঙ্গেল ক্যামেরাটি দিয়ে ভালো মানের ছবি তোলা যাবে । যেকোন ভিডিও আল্ট্রা এইচডি মুডে 2160 পিক্সেলে রেকর্ডিং এর পাশাপাশি উপভোগ করা যাবে । এছাড়াও স্মার্টফোনটিতে ফুল এইচডি রেজুলেশন থাকার কারণে যেকোনো কোয়ালিটিতে ভিডিও প্লেব্যাক দেখার পাশাপাশি রেকর্ডিং করা যাবে ।
ব্যাটারি পাওয়ার
ব্যাটারি পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো , এই মোবাইলটিতে non-removable টাইপের ব্যাটারি বিদ্যমান । ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির পাওয়ার 4520 mAh । ব্যাটারিটি 33 ওয়াট দ্রুত গতিতে চার্জ দেওয়া যাবে এবং ফুল চার্জ হতে সময় নিবে মাত্র 52 মিনিট । ওয়্যারলেস অথবা তারবিহীন চার্জিং সিস্টেম এর উপস্থিতি দেখা যাবে না । ব্যাটারি থেকে পাওয়ার ডেলিভারি করা যাবে 3.0 গতিতে । ব্যাটারি ক্যাপাসিটিতে থাকা পাওয়ার আমাদের অনেকের ভিতরে কিছুটা হলেও বিভ্রান্তকর সৃষ্টি করতে পারে । তার কারণ হলো স্মার্টফোনটিকে মিডিয়াম রেঞ্জের ভিতরে রাখলেও এখানে কিন্তু পাওয়া যাবে না মোটামুটি ভালো মানের ব্যাটারি পাওয়ার । তবে ব্যাটারি চার্জিং সিস্টেম এবং আলাদা বিষয়গুলো আমাদের কাছে খুবই ভালো লাগবে বলে আশা করা যায় । আমরা যারা হিউজ ব্যবহারকারী রয়েছে তারা এই স্মার্টফোনটিকে ফুল চার্জে সম্পূর্ণ একদিন চালাতে পারবে অনায়াসেই ।
বডি কোয়ালিফিকেশন এবং ডিজাইন
দৃষ্টিনন্দন লুকের সাথে বডি স্টাইলে পাওয়া যাবে পাঞ্চ হোল এর উপস্থিতি । স্মার্টফোনটির বডির পিছনে রয়েছে পলিকার্বনের আবরণ । বডির সামনে এবং পিছনে কর্নিং গরিল্লা গ্লাস ব্যবহার করার কারণে যেকোনো আঘাত থেকে ফোনটি অনেকটাই সুরক্ষিত । ডানপাশে দেখা মিলবে ভলিউম এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন অপরদিকে ডান পাশে রয়েছে সিম কার্ড স্লট । 196 গ্রাম ওজনের এই মোবাইল ফোনটি কালো , সাদা এবং সিলভার কালারে পাওয়া যাবে । বডিতে হেডফোন জ্যাক এর উপস্থিতি না থাকলেও পাওয়া যাবে লাউড স্পিকার এর সুবিধা । পানি এবং ধুলোবালি থেকে সুরক্ষার জন্য কোন সিস্টেম এর উপস্থিতি নেই । বডি কোয়ালিফিকেশন এবং ডিজাইন এর জন্য মার্কেট জুড়ে এই ডিভাইসটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায় । স্মার্টফোন এর সামনের গলিতে আমরা সেলফি ক্যামেরা কাটাউট দেখতে পাবো । ঠিক পিছনে রয়েছে গ্লাসি ফিনিশিং। যা এই মোবাইলটির বডিটিকে অনেকটাই আকর্ষণীয় দেখাতে সাহায্য করবে ।
নেটওয়ার্কিং সিস্টেম
নেটওয়ার্ক অপশনে ফোনটিকে সংযুক্ত রাখা যাবে 2 জি, 3 জি , 4 জি এবং 5 জি নেটওয়ার্কে । সিম কার্ড স্লটে ব্যবহার করা যাবে ডুয়েল nano-sim । V5.1 মডেলের ব্লুটুথ , ডুয়েল ব্যান্ড A-gps , V2.0 মডেলের ইউএসবি ক্যাবল (ইউএসবি টাইপ সি মডেল পাওয়া যাবে) , ওটিজি ক্যাবল ব্যবহার করা গেলেও পাওয়া যাবেনা এফএম রেডিও ও এনএফসি ব্যবহার করার সুযোগ । ফোরজি নেটওয়ার্ক এর পাশাপাশি উন্নত মানের ফাস্টেস্ট নেটওয়ার্ক ফাইভ জি ফুল স্পিডে উপভোগ করা যাবে । দেশের সমগ্র স্থানেই ফাস্টেস্ট নেটওয়ার্ক কানেকশনে মোবাইলটিকে সংযুক্ত রাখা সম্ভব । অনেক সময় আমরা দেখতে পেয়েছি দামি স্মার্টফোন গুলো দিয়ে ওর ভালো এবং দ্রুত সম্পন্ন গতিতে নেটওয়ার্কিং করা সম্ভব হয় না । এমন সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়তো হয়েছি । তবে এই স্মার্টফোনটিকে তেমন কোন টেনশন করার প্রশ্ন আসে না । ইন্টারনেট সিস্টেম এবং ব্রাউজিং করার জন্য এই স্মার্টফোনটি অনেকটাই দ্রুতগতিতে থাকবে ।
সিকিউরিটি পদক্ষেপ
মডেলটির সিকিউরিটি পদক্ষেপে পাওয়া যাবে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেম মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর অবস্থান আন্ডার ডিসপ্লের রেয়ার মাউন্টেডে হওয়ায় মোবাইলটি আনলক করতে ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করবে । এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট এর কার্যকারী ক্ষমতা অনেকটাই দ্রুত এবং সঠিক । ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আরো অন্যান্য সিকিউরিটি সিস্টেম ব্যবহারের সুযোগ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফেস আনলকিং সিস্টেম , এক্সিলারোমিটার , প্যাটার্ন , গায়রো , কম্পাস যা নির্ভুলভাবে শনাক্ত করতে অনেক কাজে আসবে । সিকিউরিটি সেন্সর এবং আলাদা পদক্ষেপ গুলো খুবই আপডেট এবং আকর্ষণীয় মানের রয়েছে । ব্যবহারকারীরা খুব সহজেই সিকিউরিটি পদক্ষেপগুলো ব্যবহার করে তাদের স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখতে পারবে । স্মার্টফোনটি সিকিউরিটি সিস্টেম গুলো অনেকটাই ফাস্টেস্ট । যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের ফোনটাকে আনলক করতে পারবে যে কোন সময়ে ।
ডিসপ্লে কোয়ালিটি ও প্লাটফর্ম
আকর্ষণীয় মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে অবজেকশন দেওয়ার কোন সুযোগ নেই । ডিসপ্লে টাইপে থাকছে সুপার এমোলেড যার সুবিধার জন্য টাচস্ক্রিন অনেকটাই দ্রুত কাজ করবে । ডিসপ্লেতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট । 6.67 ইঞ্চি ডিসপ্লে সাইজ এর পাশাপাশি এলসিডি প্যানেল এর ঘনত্ব 395 পিপিআই ডেনসিটি । ডিসপ্লে প্রটেকশন এর জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5 । এলসিডিতে রয়েছে ফুল এইচডি রেজুলেশন 1080×2400 পিক্সেল । অপারেটিং পারফরমেন গুগোল এর লেটেস্ট ভার্সন এন্ড্রয়েড 11 ব্যবহার করা হয়েছে । প্রসেসরে রয়েছে অক্টাকোর 3.2 GHz । গেমিং গ্রাফিক্স এর জন্য জিপিওতে পাওয়া যাবে অ্যাড্রিনো 650 । এই স্মার্টফোনটিতে ফুল এইচডি রেজুলেশন থাকার কারণে যে কোন ভিডিও প্লেব্যাক চালু করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না । এছাড়াও রিফ্রেশ রেট এর পরিমাণ ভালো থাকার কারনে ব্রাইটনেস এর পরিমাণ খুব ভালো পাওয়া যাবে ।
মেমোরি এবং স্টোরেজ
মেমোরি পারফরম্যান্সে এই মোবাইলটিতে দুইটি ভেরিয়েন্ট উপলব্ধি করা যায় । ইন্টার্নাল মেমোরির রেম অপশনে পাওয়া যাবে 6 ও 8 জিবি । অপরদিকে মোবাইলটিতে রোম পাওয়া যাবে 128 জিবি । নির্ধারিত বাজেট অনুযায়ী এটা বলা যায় যে মোবাইলের মেমোরি পারফরম্যান্স অনেকটাই ভালো । সবথেকে ভালো লেগেছে এই মোবাইলটিতে ওটিজি ক্যাবল ব্যবহার করা যাবে । মেমোরি পারফরর্মেন্স ভালো থাকার কারণে ফোনটিতে পাওয়া যাবে দুর্দান্ত স্পিড । এই স্মার্টফোনটিকে মেমোরি পারফরম্যান্স দেখে আমরা সহজেই বুঝতে পারি যে দ্রুত গতিতে ব্যবহার করার জন্য এই স্মার্টফোনটি অনেকটাই সফল এবং যোগ্য । এই স্মার্টফোনটিকে আমরা মেমোরি বাড়িয়ে নিউ ব্যবহার করতে পারব এজন্য ওটিজি ক্যাবল ব্যবহার করার সুবিধা রয়েছে । মেমোরি পারফরম্যান্সের জন্য এই স্লোগানটি সকলের কাছেই হাই কোয়ালিটি মানের স্মার্ট ফোন বলে পরিচিত ।
অনলাইন থেকে অর্ডার করা যাবে কিনা ?
বিশ্বের প্রতিটি দেশে ই-কমার্স ব্যবস্থার উন্নতির কারণে এখন মানুষ ঘরে বসেই স্মার্টফোন এবং ল্যাপটপ এর সাহায্যে প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী অনলাইন থেকে কেনাবেচা করতে পছন্দ করে এবং এতে স্বাবলম্বী হওয়া যায় । অর্ডার করার নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্ডারকৃত পণ্য সামগ্রী হাতে চলে আসে । এই মোবাইল ফোনটিকে অনলাইন থেকে অর্ডার এবং ক্রয় করা সম্ভব । তবে অনলাইন থেকেই ক্রয় করার ক্ষেত্রে একটু সর্তকতা অবলম্বন করা উচিত । স্মার্টফোনগুলো অনলাইনে পাওয়া যাবে কিনা এই বিষয়ে আমাদের অনেকেরই ধারন নেই । স্মার্টফোনটিকে যদি আমরা অনলাইন থেকে অর্ডার করা ভেবে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে এমআই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট সম্পর্কে । এমআই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা তাদের রিলিজ করা প্রায় প্রতিটি স্মার্টফোন অর্ডার করে নিতে পারব তার সাথে সাথে এই মডেলটিকেও ।
রিলিজ ডেট এবং প্রাইস
কোম্পানির দেওয়া তথ্যমতে শাওমি কোম্পানির নতুন মডেলটিকে এপ্রিল 27 , 2021 দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে রিলিজ করা হয় । অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবেই স্মার্টফোনটিকে ক্রয় করা যাবে । দেশের মার্কেটে মোবাইলটির দাম নির্ধারণ করা হয়েছে ৳39,000 টাকা । অনলাইন থেকে অর্ডার করা হলে মোবাইলটি কিছুটা বেশি দাম দিয়ে কিনতে হবে । নতুন পারফরম্যান্স এবং আকর্ষণীয় ফিচারে এই মোবাইলটি অটুট । এই স্মার্টফোনটির প্রাইস দিকে তাকালে আমরা দেখতে পাব এই স্মার্টফোনটিকে মিডিয়াম কোয়ালিটি প্রাইস এর মধ্যে রাখা হয়েছে । মিডিয়াম প্রাইস এর মধ্যে থাকা সত্ত্বেও এই স্মার্টফোনটি হাই কোয়ালিটির পারফর্মেন্স ও ফিচার দিতে সক্ষম । এমআই কোম্পানির এই স্মার্টফোনটিকে যদি আমরা ব্যবহার করতে চাই অথবা আমরা যদি মিডিয়াম প্রাইজের মধ্যে একটু ভালো মানের পারফরমেন্স পেতে চাই তাহলে আমাদেরকে এই স্মার্টফোনটির জন্য 39,000 টাকা গুনতে হবে ।
একটি মন্তব্য পোস্ট করুন