Any free giftcart reviews
অনেকে বলে থাকেন ভালোবাসা নাকি জীবনের অনেক বড় একটি পাওয়া তবে সেই ভালোবাসা গভীর করতে গেলে কিন্তু প্রয়োজন হয় কিছু দেওয়া-নেওয়ার সেটা যদি হয় মনের মতো একটি উপহার তাহলে ভালোবাসা অনেকাংশে বেড়ে যায় সেটা মন থেকে হোক কিংবা মুখ থেকে যারা মন থেকে ভালোবাসে তাদের কাছে উপহার অনেক বেশি দামি না হলেও ভালোবাসা যে বেড়ে যায় এতে কোন সন্দেহ নেই ।
আর যারা মুখ থেকে ভালোবাসে অর্থাৎ অন্তর থেকে ভালোবাসে না শুধু দেওয়া নেওয়ার জন্যই ভালোবাসে তাদের কাছে উপহার জীবনের সেরা কিছু বলে মনে হয়ে থাকে এমনটাই বলে থাকেন অনেকে ।
আপনি যদি লক্ষ করে দেখেন নিজের পকেট এ টাকা থাকলেও যদি অন্য কেউ কিছু উপহার দেয় তাহলে সেটার মাঝে একটি ভালোলাগা আলাদা ভাবে কাজ করে কারণ ফ্রী জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ।
একটা সময় ছিল আমরা যখন ছোট বেলায় দেখতাম তখন বাজারে গেলে ঈদের আগে মানুষজন কার্ড বিক্রি করতো সেই কার্ড দিয়ে মানুষ ঈদের দাওয়াত দিত একে অপরকে সেই কাঠ পেলে মানুষ অনেক খুশি হত ঈদের কার্ড বলে কথা ।
এখন পৃথিবী বদলে গেছে এখন আর সেই আগের যুগ নেই এখন আর কেউ কাঠ কাউকে গিফট করে না এখন মোবাইলে মেসেজ পাঠিয়ে দেয় কিংবা ইমুতে কিংবা মেসেঞ্জারে মেসেজ আদান প্রদানের মাধ্যমে এখন শুভেচ্ছা ও বিশেষ দিন গুলোর কথা বন্ধুদের মাঝে শেয়ার করে থাকে বেশিরভাগ মানুষ ।
সেই ডিজিটাল ধারাবাহিকতায় এখন বাজারে চলে এসেছে অনলাইন জগতে বেশ জনপ্রিয় একটি মাধ্যম সেটি হল গিফট কার্ড অনলাইনে এখন বেশ জনপ্রিয় বিশেষ করে উন্নত দেশগুলোতে গিফট কার্ড এর প্রচলন অনেক বেশি লক্ষ্য করা গিয়ে ঠাকে ।
গিফট কার্ড এখন একে অপরের মাঝে বিনিময় করার ভিতর এখন সীমাবদ্ধ নেই এই গিফট কার্ড দিয়ে এখন মানুষ অনলাইনে দুনিয়ায় অনেক কিছুই করে থাকে গিফট কার্ড দিয়ে এখন মানুষ কেনাকাটা থেকে শুরু করে ইন্টারটেনমেন্ট কাজেও বেশ জনপ্রিয় ভাবে ব্যবহার হয়ে থাকে এছাড়া এখন ডিজিটাল পেমেন্ট মেথড এর ব্যাপক চাহিদা রয়েছে এই গিফট কার্ড নিয়ে ।
গিফট কার্ড কি?
গিফট কার্ড নিয়ে ব্যাখ্যা করতে গেলে এর উদাহরণ হিসেবে বলা যায় গিফট কার্ড অনেকটা ডিজিটাল পেমেন্ট কার্ডের মত হয়ে থাকে অর্থাৎ আমরা যেটাকে পেপাল বলি সেই পেপাল কার্ডের মত অথবা আমরা যে এটিএম কার্ড ব্যবহার করি সেই এটিএম কার্ডের মত হয়ে থাকে গিফট কার্ড সাধারণত ।
তবে গিফট কার্ড দিয়ে আপনি কোন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন না কিংবা লেনদেন করতে পারবেন না, এখন প্রশ্ন হতে পারে তাহলে গিফ্ট কার্ড এর আসলে কাজটা কি? ।
আপনি যদি কোন মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড দিয়ে কোন কিছু কেনাকাটা বা প্রয়োজনীয় ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সেটা আপনার আমার প্রয়োজন অনুযায়ী নির্ভর করে থাকে অর্থাৎ যা খুশি তা আমরা পেমেন্ট করতে পারি প্রয়োজন মোতাবেক তবে এরকম হয়না গিফট কার্ড এর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে আর সেটা হলো প্রতিটা গিফট কার্ড এর আলাদা আলাদাভাবে ইউএসডি হিসাব করা হয়ে থাকে অর্থাৎ যেমন একটি গিফট কার্ড 5 ডলার 10 ডলার ডলার 100 ডলার এরকম নির্দিষ্ট পরিমাণে হয়ে থাকে ।
এই জন্য এই গিফট কার্ড সব কোম্পানি সব সময় দিতে পারে না অর্থাৎ যে কোম্পানি গুলো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তারাই কেবল গিফট কার্ড তৈরি করে থাকে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমাজন গিফট কার্ড, আলীএক্সপ্রেস গিফট কার্ড, ওয়াল-মার্ট গিফট কার্ড, নেটফ্লিক্স গিফট কার্ড স্পর্টি গিফট কার্ড ইত্যাদি ।
গিফট কার্ড দিয়ে কি করব?
গিফট কার্ড মূলত উন্নয়নশীল দেশগুলোতে বেশি প্রচলিত ও বেশ জনপ্রিয় ভাবে ব্যবহার হয়ে থাকে এমনটি দেখা যায় বর্তমান পেক্ষাপটে তবে ছোট ছোট দেশগুলোতে বা দরিদ্র দেশগুলোতে তেমন একটা গিফট কাট প্রচলন দেখা যায় না তবে ডিজিটালের বাজারে এখন উন্নতশীল দেশের পাশাপাশি মোটামুটি মানের দেশগুলোতে এখন গিফট কার্ড এর প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এমনটাই মার্কেট পর্যালোচনা করলে চোখে পড়ে ।
আমাজন গিফট কার্ড এর কথা হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন কারণ অ্যামাজন হচ্ছে পৃথিবীর সেরা ই-কমার্স ওয়েবসাইট কিংবা কম্পানি যেটাই বলি না কেন আমাজন গিফট কার্ড বেশ প্রচলিত সারা পৃথিবী জুড়ে আসুন আমরা আমাজন গিফট কার্ড দিয়ে কি করা হয় সেটি আগে জেনে নেই । আপনি ভাবছেন একটি নির্দিষ্ট পরিমাণের পণ্য কিনবেন তাহল আমাজন গিফট কার্ড দিয়ে আপনি সেটি করে নিতে পারেন আপনি যদি চান অ্যামাজনের প্রিমিয়াম যেই ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনি চাইলে সেই প্রিমিয়াম ভাষণটি কিনে নিতে পারেন আমাজন গিফট কার্ড এর মাধ্যমে এ ছাড়াও আরও বেশ কিছু কাজের জন্য ব্যবহার হয়ে থাকে আমাজন গিফট কার্ড ।
নেটফ্লিক্স গিফট কার্ড এই নামটি হয়তোবা বেশিরভাগ মানুষই শোনেননি তবে এই গিফটটি ও বেশ জনপ্রিয় কারণ এই গিফটটি কিন্তু শপিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটি হলো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য অর্থাৎ নেটফ্লিক্স গিফট কার্ড দিয়ে পেট ভাষণ নেওয়া যায় আর সেটা নিলে এন্টারটেনমেন্টের ভরপুর উপভোগ করা যায় ।
স্পর্টি গিফট কার্ড আমিও তেমন একটা আগে জানতাম না এই গিফট কার্ড এত বেশি জনপ্রিয় তবে এরা শুধু অডিও বাজারে বেশ পপুলার অর্থাৎ মিউজিক গানের জন্য তারা এই গিফট কাডটি এনেছে অর্থাৎ এই স্পর্টি গিফট কার্ড দিয়ে প্রিমিয়াম ভাষণে গেলে পছন্দের শিল্পীর গান গুলো উপভোগ করা যায় ।
পেপাল গিফট কার্ড আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন কারণ অনলাইন ডিজিটাল মার্কেট প্লেসে পেমেন্ট নেওয়ার জন্য পেপাল এর জনপ্রিয়তা বলে শেষ করা যাবে না অনেক জনপ্রিয়তা রয়েছে এই পেপালের পেপাল কার্ড কিন্তু বেশ জনপ্রিয় অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পৃথিবী জুড়ে ।
আরেকটি পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয় একটি গিফট কার্ড এর কথা হয়তোবা আপনার অনেকেই শুনেছেন সেটি হল আইটিউন গিফট কার্ড অর্থাৎ অ্যাপেল গিফট কার্ড ও বলা যেতে পারে আইফোনের মালিকানাধীন আইটিউন গিফট কার্ড এর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা আইটিউন গিফট কার্ড দিয়ে যারা আইফোন ব্যাবহার করেন তাদের জন্য বেশ প্রয়োজনীয় একটি সামগ্রি অর্থাৎ আইফোনের অনেককিছুই ব্যবহার করতে গেলে আইটিউন গিফট কার্ড এর প্রয়োজন হয়ে থাকে ।
এতক্ষণে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন গিফট কার্ড এর কাজ কি জী বনদুরা বড় বড় কোম্পানিগুলোর গিফট কার্ড থাকে তাদের কমিউনিটিকে আরো স্বচ্ছন্দভাবে সার্ভিস উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য এছাড়াও বর্তমানে আরো একটি বিষয় কিন্তু রয়েছে যেমন গেমিং গিফট কার্ড ।
এখন কিন্তু পাবজি কিংবা ফ্রী ফায়ার বেস্ট জনপ্রিয় দুটি খেলা বিশ্ববাজারে মাতিয়ে রেখেছে এই পাবজি গিফট কার্ড কিংবা ফ্রী ফায়ার গিফট কার্ড এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কারণ এই গেমগুলো খেলে রেংক বাড়াতে গেলে কিন্তু টাকা খরচ করতে হয় আর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু গিফট কার্ড ব্যবহার করে তাদের গেমের যেই প্রয়োজনীয় পোশাকাদি কিংবা প্রয়োজনীয় সামগ্রী কিনতে করতে হয় সেগুলো তারা এই গিফট কার্ড এর মাধ্যমে সেরে ফেলে ।
গিফট কার্ড কিভাবে পাবো?
গিফট কার্ড এভাবে এভেলেবেল পাওয়া যায় না বেশিরভাগ দেশেই তবে অনেক দেশে গিফট কার্ড দোকানেও কিন্তু বিক্রি হয়ে থাকে অর্থাৎ গিফট কার্ড কিন্তু অফলাইন ও অনলাইনে দুইভাবেই কিন্তু ক্রয় করা যায় উন্নতশীল দেশগুলোতে যারা বসবাস করেন তারা চাইলে বিভিন্ন শপিংমলে কিংবা একটু ভালো মানের দোকানে গিয়ে তারা গিফট কার্ড ক্রয় করতে পারেন ।
যদিও উন্নতশীল দেশ ছাড়া অন্য বেশিরভাগ দেশগুলোতে তেমন একটা গিফট কার্ড অফলাইনে পাওয়া যায় না তবে অনলাইনের দুনিয়ায় সকলের জন্য উন্মুক্ত রয়েছে অর্থাৎ অনলাইন থেকে চাইলে যেকোন দেশ থেকে গিফট কার্ড ক্রয় করা যায় ।
এখন অনেকে বলতে পারেন গিফট কার্ড কিভাবে অনলাইন থেকে কিনব? এর সঠিক উত্তর হচ্ছে আপনি চাইলে অ্যামাজনের যে ই-কমার্স ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন কোম্পানির গিফট কার্ড করতে পারেন এছাড়া আলীএক্সপ্রেস ই-কমার্স ওয়েবসাইট এর মাধ্যমেও আপনারা গিফট কার্ড সংগ্রহ করতে পারেন এছাড়াও আরও অনেক বিশ্বস্ত জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা গিফট কার্ড ক্রয় করতে পারবেন তবে ক্রয় করার আগে অবশ্যই ভালোভাবে ভেরিফাই করে নিবেন ওই ওয়েবসাইটি আসলেই রিয়েল কিনা? ।
ফ্রি তে কি গিফট কার্ড পাওয়া যায়?
ফ্রিতে গিফট কার্ড পাওয়া যায়না এরকমটা বলা যায় না ফ্রিতে গিফট কার্ড পাওয়ার অনেক ওয়েবসাইট রয়েছে কিংবা অ্যাপ্লিকেশন রয়েছে যারা মানুষের কাছে তাদের প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করার জন্য ফ্রিতে গিফট কার্ড দিয়ে থাকেন তবে গিফট কার্ড এর লোভ দেখিয়ে বেশিরভাগ কোম্পানিগুলোই কাজ করিয়ে নেয় ফ্রিতে গিফট কার্ড দেয় না ।
আপনারা লক্ষ্য করলে দেখবেন সিপিএ মার্কেটিং যারা করে তারা কিন্তু গিফট কার্ড এর অনেক অফার দিয়ে থাকে এই অফারের ভিতর অনেক কোম্পানি রয়েছেন যারা রিয়েল হয়ে থাকে যারা হয়তো বা 1000 জনের কাছে অফারটি পৌঁছে দিয়ে একজনকে গিফট কার্ড দিয়ে থাকে তবে এ সংখ্যা খুবই কম ।
তবে সবচাইতে ভালো হয় ফ্রিতে গিফট কার্ড পাওয়ার তেমন একটা আশা না করে ভালো মানের ওয়েবসাইট থেকে গিফট কার্ড কিনে নিজের চাহিদা মতো ব্যবহার করাটাই হল উত্তম কাজ ।
একটি মন্তব্য পোস্ট করুন