সেরা ল্যাপটপ চেনার উপায় কি?
একটা সময় ছিল মানুষ অনলাইনে কাজ করার জন্য কিংবা প্রয়োজনীয় কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতো আবার অনেকে মেমোরিতে বিভিন্ন গান সিনেমা কিংবা ইসলামিক গজল ওয়াজ মেমোরিতে ভরার জন্য কম্পিউটার ব্যবহার করত কিংবা অফিস-আদালতে কম্পিউটার ব্যবহার করতে ব্যাপক ভাবে লক্ষ্য করা যায় ।
প্রযুক্তির উন্নয়নে এখন সেই কম্পিউটারের চাহিদা অনেকাংশে কমে গিয়েছে কম্পিউটারের জায়গায় চলে এসেছে ল্যাপটপ ল্যাপটপ এর জনপ্রিয়তা বাড়ার বেশ কিছু কারণ রয়েছে এর ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ল্যাপটপ সচরাচর ভাবে যেকোন জায়গায় বহন করে নিয়ে নেওয়া যায় তবে কম্পিউটার কিন্তু চাইলেই যে কোন জায়গায় বহন করে নিয়ে নেওয়া যায়না এটা হল একটি বড় কারন ।
এছাড়াও আরেকটি বড় সমস্যার কারণ হচ্ছে কম্পিউটার যদি সবসময় চালাতে হয় তাহলে আলাদাভাবে আইপিএস ব্যবহার করতে হয় অন্যথায় কারেন্ট চলে গেলে আর কম্পিউটার চালানো যায় না ল্যাপটপে যেহেতু আগে থেকেই ব্যাটারির ব্যবস্থা থাকে সেহেতু আলাদাভাবে আইপিএস এর প্রয়োজন হয় না কারেন্ট গেলেও এক থেকে দেড় ঘন্টা কিংবা তারও বেশি সময় ধরে চালানো যায় এজন্য ল্যাপটপের চাহিদা আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে ।
যদিও এখন লক্ষ করলে দেখা যায় কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে যে ধরনের কাজগুলো করা যায় তার প্রায় 90% কাজ কিন্তু এখন স্মার্টফোন দিয়ে করা যায় তবে ল্যাপটপের কিছু কাজ মোবাইল দিয়ে এখনো করতে সমস্যা হয় এজন্য ল্যাপটপ দিয়ে কিছু কাজ অবশ্যই করে নিতে হয় যে কাজগুলো ল্যাপটপ হলে ভালো হয় মোবাইল দিয়ে তেমন একটা ভালো হয় না তথ্যপ্রযুক্তির এই যুগে এখনো ল্যাপটপের চাহিদা ব্যাপক আকারে লক্ষ্য করা যায় বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য ল্যাপটপ এর প্রয়োজন অনেকাংশে রয়েছে এছাড়াও অফিস-আদালতে বিভিন্ন কাজের জন্য ল্যাপটপকে ব্যবহার বেশি করে থাকেন অনেকেই এমনটাই লক্ষ করলে দেখা যায় ।
এখন কথা হচ্ছে ভালো মানের একটি ল্যাপটপ কিভাবে পেতে পারি আমকে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন ভালো মানের একটি ল্যাপটপ পাওয়ার জন্য বেশকিছু দিকে লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো ইনশাআল্লাহ ।
ল্যাপটপ কি?
ল্যাপটপ হচ্ছে এলইডি টিভির মতো একটি বস্তু যেটির মাধ্যমে অনলাইনের সকল কাজ করে নেওয়া যায় অনায়াসে ল্যাপটপ যেহেতু ছোট এবং পাতলা সেহেতু এটিকে যে কোন জায়গাতে রেখে দেওয়া যায় কম্পিউটার অনেকেই আমরা চিনি তবে ল্যাপটপ আমরা অনেকেই চিনি না যারা নতুন রয়েছে তাদের মনে প্রশ্ন জাগে ল্যাপটপ কি? এরকম প্রশ্ন করাটা অতি স্বাভাবিক ল্যাপটপ হচ্ছে কম্পিউটারের একটি আপডেট ভাষণ অর্থাৎ কম্পিউটার দিয়ে যত ধরনের কাজ করা যায় ল্যাপটপ দিয়ে ঠিক একই রকমের কাজ গুলো করে নেওয়া যায় পার্থক্য শুধু এতোটুকুই কম্পিউটারে তুলনায় ল্যাপটপ অনেকাংশে ছোট হয় এবং ল্যাপটপে সকল যন্ত্রাংশ এক জায়গাতেই থাকে যেমন উদাহরণস্বরূপ মোবাইলের মতো বলা যায় ।
আরেকটি জিনিস ভুলে গেলে চলবে না কম্পিউটারের জন্য যেমন আলাদা আলাদা মনিটরের সাইজ অনুযায়ী কিনে নেওয়া যায় স্বাধীনভাবে ঠিক ওরকমই ল্যাপটপের রয়েছে বিভিন্ন সাইজ আকার-আকৃতি সেই অনুযায়ী দাম বিবেচিত হয়ে থাকে অর্থাৎ যে রকম হবে কোম্পানির ভেলু ওরকম হবে সবকিছু মিলিয়ে ওই অনুযায়ী কিন্তু ল্যাপটপের দাম নির্ধারণ হয়ে থাকে ।
কম্পিউটার থেকে ল্যাপটপ কেন বেশি প্রয়োজন?
কম্পিউটার থেকে ল্যাপটপে চাহিদা কেন বেশি সেটা উপরের দিকে অনেক কিছু তুলে ধরা হয়েছে যেটি থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আরো অনেক কিছুর ব্যাপার রয়েছে যেটির কারণে কম্পিউটার থেকে ল্যাপটপের চাহিদা অনেকাংশে বাড়িয়ে দিয়েছে ল্যাপটপ দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন অনেকে ।
আপনি যদি অফিস-আদালতে কাজ করেন সেই কাজগুলো যদি আপনাকে অনলাইনের মাধ্যমে ফাইলবন্দি করতে হয় তাহলে আপনার কোনটা প্রয়োজন হবে কম্পিউটার নিয়ে তো আর আপনি বারেবারে অফিসে যেতে পারবেন না বাসায় ফিরতে পারবেন না সেক্ষেত্রে আপনার ওই চাকরিটি একটি বোঝা মনে হবে কিন্তু আপনার কাছে যদি একটি ভাল মানের ল্যাপটপ থাকে তাহলে সেই কাজগুলো কিন্তু অনায়াসে ভাষাতে করেও অফিসে জমা দিয়ে দিতে পারবেন ল্যাপটপটি বহন করতে আপনার তেমন একটা কোন সমস্যা হবে না ।
যদিও এখন মানুষ অনেক কাজে কম্পিউটার কিংবা ল্যাপটপের কাজগুলো অনেকটাই মোবাইল দিয়ে সেরে নিতে পারেন কারণ মোবাইলে এখন ওই ধরনের ভাষণ ব্যবহার করা হয় যে ভাষণের মাধ্যমে কম্পিউটার কিংবা ল্যাপটপে যে ধরনের সফটওয়্যার গুলো ইন্সটল দেওয়া হয় সেই ধরণের অ্যাপগুলো এখন মোবাইলে ইন্সটল করে কাজ চালিয়ে নেওয়া যায় এজন্য মানুষ অনেকটা কম্পিউটার কিংবা ল্যাপটপের কাজগুলো মোবাইল দিয়ে করে নেয় ।
তবে আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার কোন ধরনের সমস্যা হবে না কিংবা আপনার অন্য কোন সমস্যা নেই এক জায়গাতে বসেই আপনি কাজ চালিয়ে যাবেন অফিস-আদালতে অথবা গেমিং খেলার জন্য তাহলে আপনি অবশ্যই চাইলে কম্পিউটার ব্যবহার করতে পারেন তবে এখন লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন ব্যাংকে এখনো কম্পিউটারের প্রচলন লক্ষ করা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখন ল্যাপটপ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে মানুষগণ ।
কম্পিউটার ও ল্যাপটপ এর পার্থক্য তো আপনি বুঝতে পারলেন এখন আপনি আল্লায় দিলে সিদ্ধান্ত নিবেন কোনটি কিনলে আপনার জন্য ভালো হয় কারণ একবার যদি আপনি যেকোনো একটি ক্রয় করে ফেলেন আর পরবর্তীতে যদি ভাবেন এটি আমার প্রয়োজন ছিলো না আমি ওটা নিতে পারতাম তাহলে কিন্তু আপনার আফসোস করা ছাড়া আর কোন কিছু করার থাকবে না ।
কোন কোম্পানির ল্যাপটপ ভালো?
দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকটাই কঠিন কারণ যে কোম্পানি হোক না কেন তারা কখনোই নিজেদের প্রডাক্ট কে খারাপ বলবে না তারা সব সময় তাদের প্রোডাক্ট কে ভাল বলবে এটা হল আসলে বেপসায়িক একটি পলিসি তো আপনি কোন কোম্পানির ব্যক্তিগত মতামত শুনে আপনার বা আমার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ পারফরম্যান্স দেখে কিংবা বাজার বিশ্লেষণ করে কিন্তু আমাদের একটি ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কেনা উচিত ।
একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যারা মুরুক্ষ রয়েছেন তারাই কিন্তু নিজের ঢোল নিজে পেটায় আর যারা বুঝেন জ্ঞান সম্পন্ন মানুষ রয়েছেন বা শিক্ষিত লোকজন রয়েছেন তাদের ভিতর বেশিরভাগ মানুষই কিন্তু তর্কে জড়ায় না তারা কখনোই নিজে ভালো এটা প্রকাশ করে না তাদের কাজে কামে তারা সেটা ফুটিয়ে তুলতে চায় তারা মুখে বলে না আর যারা মূর্খ তাদের তো আসলে তেমন কিছু থাকে না তারা মুখ দিয়ে জয়লাভ করতে চায় অর্থাৎ একটি প্রবাদ রয়েছে খালি কলসি বাজে বেশি ।
ভালো মানের ল্যাপটপ বলতে আমরা অনেকেই বুঝি অ্যাপেলের ল্যাপটপ যদিও সেটি সাধারণ মানুষের নাগালে থাকে না কারণ অ্যাপেলের ল্যাপটপের দাম একটু বেশি হয়ে থাকে এগুলো মূলত নামিদামি লোকজন কিংবা মধ্যবিত্তের লোকজন বেশি ব্যবহার করে থাকে ন্যূনতম মধ্যবিত্ত লোকজন কিংবা নন্য শ্রেণীর লোকজন এই ধরনের ল্যাপটপ তেমন একটা কিনতে পারে না কারণ এগুলোর দাম একটু বেশি হয়ে থাকে । তবে আপনি যদি চান একটু ভালো মানের ল্যাপটপ ক্রয় করবেন তাহলে সে ক্ষেত্রে আপনি অ্যাপেলের ল্যাপটপ ক্রয় করতে পারেন যদি আপনার ওরকম সামর্থ্য থেকে থাকে ।
মোবাইল জগতে এইচপি কোম্পানির তেমন একটা মার্কেট চাহিদা না থাকলেও ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু তাদের রয়েছে বেশ সুনাম আপনি যদি একটু ভালো মানের ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে এইচপি কোম্পানির ল্যাপটপ আপনি করতে পারেন কারণ এইচপি কোম্পানির ল্যাপটপ অনেক চাহিদা রয়েছে তবে আপনি কিনার আগে অবশ্যই আপনার সামর্থের মধ্যে আছে কিনা সেটা যাচাই করে তারপরে জেনে বুঝে কিনার চেষ্টা করবেন ।
মধ্যবিত্তের ল্যাপটপ মধ্যবিত্তের যে মানুষ রয়েছে তারা চাইলে স্যামসাং ল্যাপটপ অনায়াসেই ক্রয় করতে পারেন কারন স্যামসাং ল্যাপটপ অত একটা দাম নয় এটি সাধ্যের মধ্যেই পাওয়া গিয়ে থাকে বলা যায় তবে স্যামসাংয়ের রয়েছে বেশকিছু কোয়ালিটি যেটি আপনার জন্য ভালো মনে হয় সেটি আপনি চাইলে করতে পারেন ।
এছাড়াও আপনারা চাইলে আসুস কোম্পানির ল্যাপটপ কিনে নিয়ে দেখতে পারেন এই কোম্পানীর ল্যাপটপ মোটামুটি মানের ভালো সার্ভিস দিয়ে থাকে বলে অনেকেই বলে থাকেন যদিও আমি নিজে ব্যবহার করিনি তবে আমার বন্ধুবান্ধব অনেকে ব্যবহার করেছেন তারা বলেছেন মোটামুটি ভালই সার্ভিস দিয়ে থাকে সেই হিসাবে আপনারা বাজার বিশ্লেষণ করে চাইলে আসুস কোম্পানি ল্যাপটপ কিনতে পারেন ।
এখন আপনারা চাইলে ওয়ালটন কোম্পানির ল্যাপটপ আপনারা কয় করতে পারেন ওয়ালটন কোম্পানি কিন্তু এখন অনেক বড় অংশের চলে গিয়েছে বলা যায় কারন ওয়ালটন কম্পানি এখন বিশ্বের প্রায় ২৫টি দেশে তাদের পণ্য রপ্তানি করতেছে তো বুঝতেই পারতেছেন আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া কিন্তু নন্য মানের প্রোডাক্ট দিয়ে যাওয়া সম্ভব নয় যদিও একটি ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে ওয়ালটন তো বুঝতে পারতাছেন তাদের কোম্পানির কিন্তু একটি ভ্যালু রয়েছে ।
ওয়ালটন কোম্পানির সাশ্রয়ী রেটে এখন ভালো মানের ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই কোম্পানীর ল্যাপটপ ক্রয় করতে পারেন ওয়ালটন কোম্পানির ল্যাপটপ গুলো সাধারণ মানুষের হাতের নাগালে রেখে তারা দাম নির্ধারণ করে থাকে সেই হিসেবে আপনারা চাইলে এই কোম্পানীর ল্যাপটপ ক্রয় করতে পারেন ।
উল্লেখযোগ্য কিছু কোম্পানির ল্যাপটপ এর কথা আপনাদের মাঝে তুলে ধরা হলো তবে এই কোম্পানীর ল্যাপটপ ছাড়াও কিন্তু আরো বাজারে আরো নামিদামি কোম্পানির ল্যাপটপ পাওয়া যাচ্ছে তবে মনে রাখবেন কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন ওই কোম্পানির ল্যাপটপ গুলো আসলে মানুষ কিনে কতটুকু স্বাচ্ছন্দ ভাবে চালাতে পারতেছে, না কি কিনার কিছুদিনের ভিতরেই নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টি অবশ্যই জেনে নেবেন ।
ল্যাপটপ কেনার আগে কোন বিষয়গুলো দেখে নেব?
দেখুন এক একজনের চাহিদা একেকরকম দিয়েছেন বিধাতা সেই হিসাবে এটি আসলে পূর্বে নির্ধারণ করে বলে দেওয়া সম্ভব নয় তবে আপনি কোন কাজের জন্য ল্যাপটপ ক্রয় করতে চাচ্ছেন সেটি একটি বড় বিষয় আপনি যদি গেম খেলার জন্য ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই গেমিং প্রসেসর এর দিকে বেশি নজর দিতে হবে ।
আপনি যদি অনলাইনে কাজ করার জন্য একটি ভালো মানের ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে আপনাকে রেম ও রুমের দিকে বেশি পরিমাণে নজর দিতে হবে কারণ বেশি পরিমাণে রেম ও রম না থাকলে আপনি ভালো পারফরম্যান্স পাবেন না অবশ্যই ল্যাপটপ কিনার আগে আপনাকে সেদিকে লক্ষ বেশি রাখা উচিত বলে মনে হয় ।
এছাড়াও আপনি যদি কোন অফিসের কাজের জন্য ল্যাপটপ ক্রয় করতে চান তাহলেও সে ক্ষেত্রেও আপনাকে রেম রুমের দিকে বেশি নজর দিতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই কি ধরনের প্রসেসর কিংবা অন্যান্য বিষয়গুলো কিরকম ব্যবহার করা হয়েছে ঐ ল্যাপটপটার ভিতরে সেটি আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে ।
একটি জিনিস গুরুত্ব সহকারে বিবেচনা করে নিবেন সেটি হচ্ছে আপনি যে কোম্পানি ল্যাপটপ কিনেন না কেন যে কাজের জন্য আপনি কিনতে চাচ্ছেন ল্যাপটপ আপনার ওই দামের উপরে আপনি কোন মানের ল্যাপটপ পাবেন সেটি আগে বিবেচিত করে নিবেন কারণ ধরেন আপনি 15 হাজার টাকা দামের একটি ল্যাপটপ দিয়ে আপনি যদি চান ভালো মানের গেমিং পারফরম্যান্স পাবেন এটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ আপনার যে পরিমাণে আপনার বাজেট থাকবে ওই পরিমাণের ল্যাপটপে কিন্তু আপনি ওই ধরনেরই পারফরম্যান্স পাবেন এখন কথা হচ্ছে আপনি যে পরিমাণের কাজ করবেন ওই মানের বাজেট যদি আপনার না থাকে তাহলে নিম্ন মানের ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি ভালো পারফর্মেন্স পাবেন না এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ।
একটি মন্তব্য পোস্ট করুন