Ads

নিউ বাংলা টেক রিভিউ


যখন ছোট ছিলাম তখন মনের অজান্তেই বাজার থেকে কিংবা মার্কেট থেকে বিভিন্ন সময় রেডিও কিনে এনে সেটাকে তাতাল দিয়ে বিভিন্ন ভাবে ঝালাই করতাম কিংবা সেই রেডিও টিকে বিভিন্নভাবে আরো আধুনিক করার চেষ্টা করতাম তখন বুঝতে পারিনি সেই ভাললাগা থেকে এখন ক্যারিয়ার হয়ে যাবে ।

বিষয়টি বুঝতে পারলেন না তো তাহলে এগিয়ে যান একটা সময় মনের অজান্তেই টেকনোলজি নিয়ে অনেক নাড়াচাড়া করেছি আল্লাহ দিলে সেই টেকনোলজি এখন জীবনে যে এতটা প্রয়োজন হয়ে পড়বে সেটা কখনোই আগে ভাবি নি আপনারা যদি ভেবে থাকেন কমেন্ট করে জানাতে পারেন ।

এখন চলমান পৃথিবীতে ডিজিটাল ছাড়া যেন আমাদের এক মুহূর্ত চলে না এরকম একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে একবেলা ভাত না খেলেও হয়তোবা চলে কিন্তু এক বেলা টেকনোলজি ছাড়া আমাদের চলেই না হোক সেটা ল্যাপটপ কম্পিউটার কিংবা হাতের স্মার্টফোন যেটাই হোক না কেন টেকনোলজি ছাড়া আমাদের এক মুহূর্ত যেন এখন কাটে না ।

লক্ষ করলে আল্লাহ দিলে দেখতে পাবেন যার যে জিনিসটা নিয়ে আকর্ষণ থাকে সেটা ছোটবেলা থেকে প্রকাশ পেয়ে যায় অনেকাংশে আমি ছোটবেলায় মনের অজান্তেই টেকনোলজি নিয়ে অনেক কাজ করতাম বড় হয়ে আল্লায় দিলে দেখলাম এখন টেকনোলজি ছাড়া আমার এক মুহূর্ত চলে না আসলে টেকনোলজি নিয়ে যদি আমি কাজ করি সারাদিন আমি বোরিং ফিল করি না কিন্তু অন্য কাজ কিছু সময় করলে আমার মাঝে হতাশা দেখা যায় ।

আরো ভালো করে বলতে গেলে যদি আপনারা আমাকে বলেন যে ভাইয়া আপনাকে একবেলা ভাত দিব না কিন্তু আপনি টেকনোলজি নিয়ে থাকতে পারবেন আবার অন্য কেউ যদি বলে ভাইয়া আপনাকে ভাত দেবো টেকনোলজি দিব না তাহলে আমি প্রথম চান্সে আল্লায় দিলে পছন্দ করে নিব টেকনোলজি টেকনোলজি আমার কাছে কতটা ভালো লাগে সেটা বলে বুঝানোর মতো না লাগবেই না বা কেন টেকনোলজি ছাড়া তো এখন কোন কাজই প্রায় করা যায় না বললেই চলে ।

সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা টেকনোলজি প্রেমী তারা জানতে চান একটি মোবাইল ফোন কখন নতুন মডেলের বাজারে আসবে কিংবা সাথে ল্যাপটপ ও কম্পিউটার কবে ভালো মানের বাজারে আসবে নিজের সাধ্যের মূল্যে ভিতরে ভালো মানের একটি ডিভাইস কিনতে পারবে এই নিয়ে আসলে চিন্তার শেষ নেই ।

এখন কথা হচ্ছে কোন মোবাইল ফোনটি কখন আসতে আছে মার্কেটে কোন ল্যাপটপটি কিংবা কম্পিউটার বাজারে আছে সেটি তো আর মার্কেটে গিয়ে সব সময় দেখা বা জানা সম্ভব নয় যদি সে বিষয়গুলো ঘরে বসে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট কানেকশন থাকলে পাওয়া যায় তাহলে কেমন হয় বন্ধুরা ।

এই কথা মাথায় রেখে আপনাদের জন্য এই পথ চলা ডিজিটাল বাংলা রিভিউজ কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন জগতে যত ধরনের ডিভাইস রয়েছে সবগুলোর ভাল দিক-মন্দ দিক বিস্তারিত সবার সামনে তুলে ধরা যাতে করে গাহক তার বাজেটের মধ্যে মানসম্মত পণ্যটি পেতে পারে ।

ডিজিটাল বাংলা রিভিউ ওয়েবসাইটে মূলত বিশেষ করে বিভিন্ন স্মার্টফোন যেমন আইফোন, অ্যান্ড্রয়েড ফোন ইত্যাদি এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ল্যাপটপের সকল তথ্য পেয়ে যাবেন সবার আগে পিছিয়ে নেই কম্পিউটারে ক্ষেত্রে আপনি যদি একটি ভাল মানের পিসি কিনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে প্রতিটা ডিভাইজের ভালো-মন্দ দিক বিশ্লেষণ করে তারপর আর্টিকেল লেখা হয়ে থাকে যাতে করে একটি কাস্টমারও না ঠকে ।



Digital Bangla Reviews কোম্পানি কি? | New tech news global in bangla



সব ব্র্যান্ডের মোবাইল এর বিস্তারিত কি এখানে পাওয়া যাবে?


পৃথিবীতে প্রথম সারিতে যে ব্র্যান্ডগুলো রয়েছে মূলত এই বিশেষ ব্র্যান্ডগুলোর সবকয়টি ব্র্যান্ডেরই সব ধরনের মডেলের স্মার্টফোন গুলোর বিস্তারিত এই ওয়েবসাইটে আপনারা সকলে পেয়ে যাবেন যেমন এন্ড্রয়েড ফোন  গুলোর ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ।

স্যামসাং 
নোকিয়া 
ওয়ালটন
আইটেল
অপ
ভিভো
টিসিএল
সনি
সিম্ফোনি
ম্যাক্সিমাস
গুগোল ওয়ানপ্লাস
এলজি
ইনফিনিক্স
লাভা
এইচটিসি
লেনোভো
হুয়াইয়ে
রিয়েল মি
আসুস 
হেলিও
অ্যাপেল আইফোন 

ইত্যাদি মোট কথা হচ্ছে পৃথিবীব্যাপী যতগুলো প্রথমসারির ও জনপ্রিয় ব্র্যান্ড গুলি রয়েছে সবগুলোরই রিভিউ এই ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে যাতে করে যেকনো গ্রাহক একটি ভালো মানের স্মার্টফোন ও আইফোন কেনার আগে ভাল দিক-মন্দ দিক সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারে এবং নিজের পছন্দমত ভালো মানের একটি স্মার্টফোন কিনে নিতে পারে ।


কোন ব্র্যান্ডের ল্যাপটপ বা পিসি সম্পর্কে বিস্তারিত জানতে পারব?


বর্তমানে পিসি কেনার ক্ষেত্রে অনেক নতুন কোম্পানি ও মার্কেটে জনপ্রিয়তা পেয়েছে পুরনো কোম্পানি গুলোর পাশাপাশি আপনারা যে কোম্পানিগুলোর ল্যাপটপ কিংবা পিসি কিনতে চান কিংবা কেনার আগ্রহ রয়েছে সেই জনপ্রিয় ল্যাপটপ কিংবা কম্পিউটার গুলোর বিস্তারিত কোম্পানিগুলো তুলে ধরা হলো যেমন ।

অ্যাপেল ল্যাপটপ
স্যামসাং ল্যাপটপ
ওয়ালটন
এইচটিসি
আসুস
হুয়াইয়ে
ডেল
এসপি
এম এস আই
মাইক্রোসফট
শাওমি
লেনোভো
আই লাইভ


এগুলো এছাড়াও আরও অনেক বেশকিছু ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডগুলোর ল্যাপটপ কিংবা কম্পিউটার সম্পর্কে বিস্তারিত আপনারা ডিজিটাল বাংলা রিভিউজ এই ওয়েবসাইটে বিস্তারিত পেয়ে যাবেন ভাল দিক-মন্দ দিক সম্পর্কে । 


গেমিং ল্যাপটপ কম্পিউটার ও মোবাইল সম্পর্কে বিস্তারিত কিভাবে জানতে পারবো?


বর্তমানে পিছিয়ে নেই গেমিং সেক্টর পৃথিবীজুড়ে গেমিংয়ের রয়েছে নানা রকমের জনপ্রিয়তা এইতো গুগল ঘোষনা দিয়েছে কিছুদিনের ভিতর তারা গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে পৃথিবীর মানুষদের জন্য এছাড়াও কিছু ক্ষেত্রে তো ফেসবুক চালু করে দিয়েছে গেমিং নিয়ে কাজ করা ।

সেই কথা মাথায় রেখেই ডিজিটাল বাংলা রিভিউজ ওয়েবসাইট পিছিয়ে নেই আমাদের ওয়েবসাইট নিয়মিত কাজ করে যাচ্ছে গেমিং সেক্টরের সাথে কিভাবে আপনারা নতুন নতুন গেমিং স্মার্টফোন ও কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সে বিষয়েও আমাদের এই ওয়েবসাইটে নিয়মিত বিস্তারিত আর্টিকেল দেওয়া হয়ে থাকে যেখান থেকে আপনি চাইলে ভালো মানের গেমিং স্মার্টফোন কিংবা কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে এ টু জেড জানতে পারেন এবং কিনে নিতে পারেন খুব সহজে ।


কোন ডিভাইজের কত প্রাইজ কিভাবে জানব?



এই সম্পর্কেও পিছিয়ে নেই আমরা আপনি যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে সেই স্মার্টফোনটি দেশ অনুযায়ী কত টাকা প্রাইস রয়েছে সেটিও আমরা রিভিউ সাথে উল্লেখ করে দিয়ে থাকি সাথে আন্তর্জাতিক বাজার মূল্যে অর্থাৎ ডলারে সেই মোবাইল ফোনটি কত টাকা মূল্যে বিক্রি হচ্ছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি ।

তবে বলে রাখা ভালো পৃথিবীজুড়ে অনেক বাংলা ভাষাভাষীর বন্ধুরা রয়েছেন এ বিষয়টি আপনাদের জানা খুব জরুরী বলে মনে হচ্ছে । দেশের লোকাল কারেন্সিগুলো ডলারের রেট অনুযায়ী লোকাল কারেন্সির রেট উঠানামা করে যেমন সব দেশের মুদ্রার মূল্য এক হয়না যেহেতু সে ক্ষেত্রে ভিন্নতা রয়েছে ওই ভাবেই আপনি যদি একটি স্মার্টফোন কিনতে চান সেটা হোক গেমিং স্মার্টফোন কিংবা স্বাভাবিক স্মার্টফোন যেটাই হোক না কেন আপনাকে অবশ্যই সে দিক বিবেচনা করেই কিনতে হবে ।

ঠিক ওরকম ভাবেই আপনি যদি একটি ল্যাপটপ অথবা কম্পিউটার গেমিং অথবা স্বাভাবিক ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে সে দিক লক্ষ্য করেই কিনে নিতে হবে আপনি চাইলে অনলাইন থেকে ওয়ার্ডার করেও সেই ডিভাইস গুলো কিনে নিতে পারেন কারণ আমরা সব সময় যে বিশ্বস্ত অনলাইন শপিং প্লাটফর্ম রয়েছে সেগুলো কে সাজেস্ট করে থাকি ।


মোট কথা হচ্ছে একটি ডিভাইসের রিভিউ যখন দেওয়া হয়ে থাকে তখন ওই ডিভাইজের যে সুবিধাগুলো থাকে ও যেই অসুবিধাগুলো থাকে এবং এর সাথে বাজার মূল্য কত রয়েছে দেশ অনুযায়ী বা আন্তর্জাতিক বাজার দামে সবকিছুই আমরা এটুজেড বিস্তারিত রিভিউ আর্টিকেল এর ভিতর দিয়ে দিয়ে থাকি ইনশাআল্লাহ ।



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads