Ads

E commerce business details in Bangladesh


একটা সময় ছিল মানুষ যদি ব্যবসা-বাণিজ্য করে টাকা ইনকাম করার চিন্তাভাবনা কত তাহলে প্রথমে চলে আসত বিভিন্ন বাজারের দোকান রাখা অর্থাৎ যার সাধ্য যেমন রয়েছে ঠিক ওরকম ভাবেই বিভিন্ন মার্কেটে গিয়ে দোকান খালি আছে কিনা সেটি দেখতো যদি একটি দোকান পেয়ে যেত সেটা আবার নেওয়ার জন্য ভালো পরিমাণে এডভান্স দিয়ে নিতে হত ।

আর যদি কোন ভাবে দোকান ণা পাওয়া যেত তাহলে বিভিন্ন রাস্তার ধারের অস্থায়ী দোকান খুলে বেচা বিক্রি করে থাকত এমনটাই চোখে পড়তো আগের দিনে বাজারগুলোতে গেলে এখনও এরকম দৃশ্য চোখে পড়ে ঠিকই তবে এখানেই সীমাবদ্ধ নয় আগে তো শুধু অফ লাইন এর ভিতরে ব্যবসা-বাণিজ্য করাটা সীমাবদ্ধ ছিল এখন আর সেটা নেই এখন সময়ের সাথে সাথে বদলে গিয়েছে ব্যবসায়ীক পলিসি ।

এখন যেকোন ধরনের অবশ্যই ভালো মানের বিজনেস গুলো কড়তে গেলে কারো কাছে যেতে হয় না কোন স্পেস এর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় ভালো একটি বিজনেস প্লান আর ধৈর্য সহকারে নিয়ম মেনে কাজ করার মন-মানসিকতা এগুলো থাকলে যেকেউ এখন বিজনেস করে হয়ে যেতে পারেন লাখপতি এটা কিন্তু কোন গল্প কথা না এরকম এখন অহরহ হচ্ছে একটু চারিদিকে চোখ মেলে লক্ষ করলে এরকম দৃশ্য দেখতে পাবেন ।


যাই হোক আমাদের দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে তো আপনারা কম বেশি সকলেই ছিলেন যারা ক্রিকেটপ্রেমী রয়েছেন কিংবা সুপারস্টার শাকিব খানের পাশাপাশি হয়তোবা সাকিব আল হাসানের নামটাও আপনারা শুনে থাকবেন সেই শাকিব আল হাসান এর বিজনেস ইতিপূর্বে অনেকগুলো রয়েছে সেটা আপনাদের মধ্যে অনেকেই জানেন তবে শাকিব আল হাসান নতুন করে আরও বেশ কয়েকটি বিজনেস চালু করতে যাচ্ছে ।

এরমধ্যে পিপলস ব্যাংক নামে একটি ব্যাংকের নাম শোনা যাচ্ছে যেটি রয়েছে শাকিবের নামের পাশে অর্থাৎ এখন বলা যেতে পারে শাকিব আল হাসান এখন ব্যাংকের প্রতিষ্ঠাতা তবে ওই ব্যাংকের খবর মিডিয়াতে অনেক দিন ধরে চলেছিল এবার নতুন খবর হলো শাকিব আল হাসান এখন নাম লেখাচ্ছেন বেচাকিনা ব্যবসায়ীক প্লাটফর্মে ।

কি বিষয়টি বুঝতে পারেন নি তো? তাহলে আমাদের সঙ্গে থাকুন আপনারা জানেন যে মাত্র 3 থেকে 4 বছরের ভিতর ইভালি বেস্ট পপুলার হয়ে উঠেছিল বাংলাদেশের মাটিতে আর অ্যামাজনের কথা তো না বললাম কারন অ্যামাজন-ও আলীএক্সপ্রেস যে কতটা জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে সেটি তো আপনারা অনেকেই জানেন ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে এখন থেকে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ই-কমার্স অথবা এফ কমার্স বিজনেস করতে চায় কিংবা করতে আগ্রহী হয় তাহলে অবশ্যই তাকে পূর্ণাঙ্গ গাইডলাইন মেনে বিজনেস পরিচালনা করতে হবে অন্যথায় কার্যক্রম আগের মত আর চালাতে পারবে না এটি কার্যকর হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2022 সাল থেকে ।

নতুন খবর হচ্ছে সম্প্রতি 21 জানুয়ারি 2022 সালে রোজ শুক্রবার মিডিয়া জগতে সাকিব আল হাসান এখন ই-কমার্স বিজনেস নিয়ে আসতে চলেছে যার নাম হচ্ছে (মোনার্ক মার্ট) এই নামটি বলা যেতে পারে হয়তো বা ওয়াল মাঠ থেকে এসেছে এই ওয়ালমার্টের নামের কল্যাণে এখন দেখবেন অনেক প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে অর্থাৎ অ্যামাজনের মতোই কিন্তু ওয়ালমার্ট একটি জনপ্রিয় কম্পানি সেই নামের সুবাদেই বিশ্বের নামিদামি একটি প্রতিষ্ঠানের নামের আদলে অনেক প্রতিষ্ঠানই ইতিপূর্বে গড়ে উঠেছে ।

তাই আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানতে চলেছি মোনার্ক মার্ট কি? মোনার্ক মার্ট কিভাবে কাজ করে থাকে? কিভাবে এই প্রতিষ্ঠানের সাথে যে কোন মানুষ সংযোগ হতে পারে ইত্যাদি বিষয়গুলো ।





ক্রিকেটার সাকিব আল হাসানের নতুন ই-কমার্স ব্যবসা Monarch Mart |



মোমোনার্ক মার্ট কি ধরনের ই-কমার্স ওয়েবসাইট?


পৃথিবীতে থাকা প্রথম সারির ৮ দশটা কোম্পানির মতই মোনার্ক মার্ট একটি সম্পূর্ণ মানসম্মত ই-কমার্স প্রতিষ্ঠান যেখান থেকে যে কোন শ্রেণীর মানুষ ইন্টারনেট ব্যবহার করে হাতে থাকা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবে যেমনটা আমরা করে থাকি বিডি শপে, দারাজে ও ডিজিটাল বাংলা শপে আর আগের ইভ্যালির কথা নাইবা বললাম ।

এই নতুন ইকোমার্স ওয়েবসাইটের মাধ্যমে টিভি, ফ্রিজ, ল্যপটপ, ককসমেটিকস, জামা কাপড় সহ নিত্যনতুন প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাওয়া যাবে এই কোম্পানির দাবি এখানে সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্রোডাক্ট গুলো পাওয়া যাবে কিন্তু সেটা আমরা কথায় নয় কাজে বিশ্বাসী তাই আমরা এই কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে কেবল বসতে পারবো কম্পানির কথার সাথে কাজের মিল রয়েছে কিনা? ।

অতীতে আমরা দেখেছি বিভিন্ন কোম্পানি এসে খুব নাম কামিয়েছে কিন্তু তাদের ব্যবসার আড়ালে ছিল গোপন কিছু অনিয়ম যেগুলোর কারণে কোম্পানি শেষ পর্যন্ত টিকতে পারেনি বিভিন্ন কারণে তাদের কোম্পানিকে দিতে হয়েছে চরম মাশুল আশা করি এই কোম্পানিটি সেরকম কিছু করবেনা এটি তাদের নামের অনুযায়ী কাম ও করবে এমনটাই আমরা আশা রাখতে পারি তবে সেটি হবে কিনা সেটা ভবিষ্যতে বলে দেবে? ।


যে কোন দেশ থেকে কি পণ্য কিনতে পারব?


এ বিষয়ে রয়েছে কিছু বাধ্যবাধকতা কারণ অ্যামাজন থেকে কিংবা আলিএক্সপ্রেস থেকে কোনো পণ্য যদি আমরা কিনতে চাই অথবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যদি আমরা কোন পণ্য কিনতে চাই তাহলে সেখানে মাল্টি পেমেন্ট মেথড সিস্টেম রয়েছে যেগুলোর মাধ্যমে প্রায় পৃথিবীর সকল দেশ থেকে কেনাকাটা করা যায় খুব সহজে আবার সময় মত ডেলিভারি ও পাওয়া যায় ।

কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত পেপাল আসেনি কবে আসবে সেটা নির্দিষ্ট করে জানা যায়নি আর এখন আন্তর্জাতিক যেই পেমেন্ট মেথড গুলো রয়েছে অন্যান্য সেগুলোর জনপ্রিয়তা খুব একটা বেশি নয় পেপালের তুলনায় সে কারণে আন্তর্জাতিকভাবে একটি কোম্পানি পরিচালনা করা খুবই মুস্কিল ।

তবে বাংলাদেশের ভিতর থেকে যেকোনো সময় যে কেউ এই নতুন বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের ভিতর আশা করা যায় প্রডাক্ট ডেলিভারি ও মানসম্মতভাবে পেয়ে যাবে হয়তোবা এখানে প্রোডাক্ট অর্ডার দিয়ে কাউকে ঢুকতে হবে না কারণ শাকিবের একটি নামের ভ্যালু রয়েছে । তবে আপনারা যারা প্রোডাক্ট ক্রয় করবেন অবশ্যই মানসম্মত পেলেন কিনা কিংবা সঠিক সময়ে প্রডাক্ট সাশ্রয়ী দামে পেলেন কিনা সেটি অবশ্যই যাচাই করে নিবেন জারিই কোম্পানি হোক না কেন ।

এখন এই মোনার্ক মার্ট কোম্পানিটি বিশ্ববাজারে তাদের সার্ভিস নিয়ে যাবে কিনা সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারণ যেহেতু কোম্পানির যাত্রা শুরু হয়েছে খুবই অল্প সময়ের ভিতর কোম্পানিটি এখন নবজাতক শিশু বলা যেতে পারে সেই হিসাবে বিবেচনা করলে এই কোম্পানিটি হয়তোবা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তাদের প্রোডাক্ট সার্ভিস নিয়ে যেতেও পারে এজন্য ভবিষ্যতের আশায় থাকা ছাড়া আর কোন কিছু করার নেই তবে এখন বাংলাদেশ থেকে যে কেউ এই কোম্পানি থেকে প্রোডাক্ট বায় সেল করতে পারবে ।



মোনার্ক মার্ট কোম্পানিতে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে?



দেখুন যত বড় কোম্পানি হোক না কেন দলগতভাবে যদি কাজ না করা হয় তাহলে ওই কোম্পানিটি বেশিদূর এগোতে পারে না অবশ্যই মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হয় সেই কোম্পানিগুলোই কিন্তু একটা সময় বাজার দখল করতে সক্ষম হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং এখন সময় উপযোগী একটি কার্যকর মাধ্যম যেটির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পৌঁছে দিয়ে থাকে বিভিন্ন মানুষের কাছে নির্দিষ্ট সার্ভিসগুলো ।

আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন দারাজে কিংবা অ্যামাজনে অথবা আলি এক্সপ্রেস এ ডিজিটাল মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যম বেশ জনপ্রিয়তা পেয়েছে এর মাধ্যমে কিন্তু এই কোম্পানিগুলো বেশি বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারে বলা যেতে পারে সবকয়টি কোম্পানিতে এই সুযোগটি রয়েছে অবশ্যই মোনার্ক মার্ট এই কোম্পানির এই সুযোগটি পাওয়া যেতে পারে ।


যেহেতু কোম্পানিটি মার্কেটে নতুন এসেছে সেই হিসাবে তাদের গুছিয়ে উঠতে একটু সময় লাগতে পারে তবে এখানে অবশ্যই ডিজিটাল মার্কেটিং করা যাবে এবং আপনার যদি কোন প্রডাক্ট থাকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিক্রি করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন অন্যান্য ই-কমার্স সাইটগুলোর মতোই এই ই-কমার্স সাইটিতে । আরেকটু সহজভাবে বিষয়টি বলে রাখা ভালো ই-কমার্স সার্ভিসগুলো সবগুলোর একই রকম প্রায় হয়ে থাকে ।

যারা এফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন তারা ভালভাবেই বুঝতে পেরেছেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং করে হিউজ পরিমানে টাকা ইনকাম করা যায় সেই সুযোগটি আপনারা এই ওয়েবসাইটটিতেও পেতে যাচ্ছেন ।


এখানে কি ফ্রিতে প্রোডাক্ট পাওয়া যাবে?



সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে ফ্রিতে কিছু দেওয়ার বিকল্প নেই এটি অবশ্য সত্য কিংবা কোন কোম্পানি যদি প্রথমে মার্কেটপ্লেসে চলে আসেন তখন তারা নতুন অবস্থায় কাস্টমার দেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে তবে বেশি মাত্রায় ফ্রিতে অফার দিতে গেলে কি হয় সেটার বড় উদাহরণ হিসাবে বলা যেতে পারে ইভ্যালির কথা ।

লক্ষ করলে দেখা যায় যত বড় বড় ই-কমার্স ওয়েবসাইট রয়েছে পৃথিবীজুড়ে সবাই বিভিন্ন সময় কম মূল্যে কিংবা বিভিন্ন সাশ্রয়ী পার্সেন্টেজ দিয়ে থাকে এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই তাদের ওয়েবসাইটে পপুলার ভাবে কাস্টমারদের সামনে প্রচার করার জন্য ফ্রী অফার দিয়ে থাকে আবার এক টাকার গাড়ি পাওয়ার সুযোগ 5 টাকায় হোন্ডা পাওয়ার সুযোগ এরকম বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে ।

যেহেতু Monarch Mart এই  কোম্পানিটি নতুন এসেছে সেহেতু এখানে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে ফ্রি অফার নিয়ে আসতে পারে সে দিক দিয়ে বিবেচনা করলে যদি আপনি ফ্রি অফারের জন্য অপেক্ষায় থাকেন তাহলে এই ওয়েবসাইটটির সাথে সবসময় কানেক্ট থাকতে হবে কারণ কখন কিভাবে তারা ফ্রিতে উপহার দিবে সেটা তো তাদের বিজনেস প্ল্যান এ রয়েছে ।


এখানে সঠিক সময়ে পণ্য পাবো কি এবং পেমেন্ট করব কিভাবে?



আপনারা অনেকে জেনে থাকবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নতুন একটি গাইডলাইন তৈরি করা হয়েছে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের ভিতর যেকোনো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে প্রোডাক্ট ডেলিভারি দিতে হবে এবং পেমেন্ট নিয়ে যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই সেটির সমাধান করতে হবে ।

সেই হিসাবে বলা যেতে পারে এই কোম্পানি থেকে কোন প্রোডাক্ট অর্ডার করলে আশা করা যায় সঠিক সময়ে তা হাতে এসে পৌঁছবে ও প্রোডাক্ট সার্ভিস চার্জ ঢাকার ভিতরে হলে 60 টাকা এবং ঢাকার বাইরে হলে বাংলাদেশের যে কোন জায়গার ভিতর হলে 120 টাকা এই নিয়মে চার্জ প্রযোজ্য হতে পারে তবে কোম্পানিটি যেহেতু নতুন এসেছে সে দিক দিয়ে হয়তবা তারা একটু বাড়তি সুবিধা জনগণকে দিতেই পারেন ।

যেহেতু এখন তারা সার্ভিস দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে সেহেতু প্রেমেন্ট নিয়ে ঝামেলা পড়ার কিছু নেই কারণ বাংলাদেশে এখন বেস্ট পপুলার ভাবে কিছু পেমেন্ট মেথড রয়েছে যেমন বিকাশ, নগদ, উপায় ব্যাঙ্ক টেনেস্পার ইত্যাদি মাধ্যমগুলো । এই সহজ মাধ্যমে এখানে পেমেন্ট করা যাবে যেমনটা আমরা অন্যান্য ই কমাস সাইট গুলোতে করে থাকি ওরকম ভাবে এখানে সহজ মাধ্যম গুলো ব্যবহার করে পেমেন্ট করে পছন্দের পণ্যটি ক্রয় করা যাবে ।

এই নতুন ই-কমার্স ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য গুগলে কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনে গিয়ে আপনারা MonarchMart . Com এটি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ।




3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads

Ads