মোটামুটি হাই বাজেটের মধ্যে বিভিন্ন ফিচার নিয়ে আমাদের মাঝে যে কোম্পানী গুলো স্মার্টফোন নিয়ে আসে সেগুলোর মধ্য থেকে অন্যতম একটি আকর্ষনীয় কোম্পানি হলো এসোস । আর asus কোম্পানিটির হাত ধরে মার্কেটে যে নতুন স্মার্টফোনটি চলে আসলো সেটির নাম Asus Rog 6 Phone । আমরা যারা গেমিং লাভার রয়েছি তাদের জন্য খুবই অত্যন্ত একটি সুখবর দিয়ে কোম্পানিটি এই স্মার্টফোনটি মার্কেটে রিলিজ করেছে । আমরা যারা অনলাইন গেম প্লে করার জন্য একটি স্মার্টফোন মার্কেটে খুঁজে বেড়াচ্ছি তাদেরকে টার্গেট করে এই মডেলটি মার্কেটে আনা হয়েছে । এছাড়াও অন্যান্য যে ফিচারগুলো রয়েছে যেমন ব্যাটারি ব্যাকআপ , ডিসপ্লে কোয়ালিটি , প্রসেসর ইত্যাদি ছাড়াও অন্যান্য যে পারফরমেন্স গুলো রয়েছে সেখানে আমরা কেমন আপডেট পেয়েছি সে বিষয়গুলো রিভিউতে আলোচনা করা হলো । আপনাদের জন্য এই মডেলটি কি কি সুবিধা বয়ে আনতে পারবে এবং কি কি অসুবিধা রয়েছে সে বিষয়ে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন । ( এসোস রগ 6 পারফরমেন্স ডিটেইল )
ডিজাইনের দিক দিয়ে এই মডেলটি কিন্তু যথেষ্ট পরিমাণ নজর কারা । এছাড়াও এর বিল্ট ডেকোরেশন এবং সাউন্ড সিস্টেম খুবই ভালো রয়েছে । 10.3 মিলিমিটার থিকনেসের স্মার্টফোন আমরা মার্কেটে খুব কম দেখে থাকি । স্মার্টফোনটির বডি বিল্ট ডেকোরেশন গরিলা গ্লাসের মাধ্যমে প্রটেক্টেড এবং সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম ফ্রেমে আবদ্ধ । যার কারণে এটিকে ব্যবহার করার সময় আমরা কমফোর্টেবল ফিল অনুভব করতে পারবো । তবে স্মার্টফোনটির যে ওয়েট ডিসট্রিবিউশন রয়েছে সেটা কিন্তু অনেক বেশি 239 গ্রাম । যেটা অনেকের কাছে একটু বেশি বলে মনে হতে পারে । আকারের দিক দিয়েও স্মার্টফোনটি কিন্তু অনেকটা বড় । যেটা ব্যবহার করতে অনেকের অসুবিধা মনে হতে পারে । এছাড়াও স্মার্টফোনটিতে ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ফাইভ জি নেটওয়ার্ক রাখা হয়েছে । এর পাশাপাশি এখানে থাকছে 5.2 ভার্ষণের ব্লুটোথ , এনএফসি , ওয়াই-ফাই হটস্পট , ইউএসবি টাইপ সি পোর্ট 3.5 mm হেডফোন জ্যাক ইত্যাদি ইত্যাদি ।
স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা সেন্সরে ত্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে । যার ওয়াইড সেন্সরে রাখা হয়েছে 50 মেগাপিক্সেল । এছাড়াও ক্যামেরা ফাংশনে যে বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে সেটি হল আল্ট্রা ওয়াইড সেন্সরে রাখা হয়েছে 13 মেগাপিক্সেল । এর পাশাপাশি 5 মেগাপিক্সেল এর একটি ম্যাক্রো শুটার থাকছে । প্রাইমারি ক্যামেরা ফিচারে থাকছে এলইডি ফ্ল্যাশ , এইচডিয়ার পানোরামা । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা কাটাউট দেওয়া হয়েছে । তবে ক্যামেরা গুলোর সবচাইতে ভালো দিক হলো এখানে আমরা 8k পজিশনে যেকোন ভিডিও ধারণ করতে পারবো । এছাড়াও এখানে থাকছে একটি মোটামুটি ভালো পাওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি । যেখানে আমরা পেয়ে যাব 6,000 মিলি এম্পিয়ার ব্যাটারী পাওয়ার । আর ব্যাকআপ হিসেবে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জার । 10 ওয়াটের মাধ্যমে রিভার্স চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এবং সেখান থেকে চার্জ ডেলিভারি করা যাবে 3.0 গতিতে ।
মেমোরি পারফর্মেন্সে দেখতে পেয়ে যাব তিনটি ভ্যারিয়েন্ট । রেম হিসেবে থাকছে 8/12/16 জিবি এবং রোম হিসেবে থাকছে 128/256/512 জিবি । মেমোরি পারফরম্যান্স আমরা কিন্তু এখানে দারুন এক্সটার্নাল স্টোরেজ এবং ইন্টার্নাল স্টোরেজ পেয়েছি । এটা আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করা যাচ্ছে । একটি ভালো মেমোরি পারফরমেন্সের স্মার্টফোন আমাদের অনেকের কাছেই পছন্দ । তাদের কাছে এটি মার্কেটের সেরা বলে মনে করলে পারে । তবে এখানে আপনারা আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাবেন না । এছাড়াও এই ফোনটির অন্যতম আরো একটি আকর্ষনীয় বিষয় হচ্ছে এর অপারেটিং সিস্টেম এবং প্রসেসর । অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে গুগলের লেটেস্ট ভার্সন 12 । প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়ালকম snapdragon 8+ Gen । যেটা মূলত 4 ন্যানোমিটারে তৈরি । গেমিং গ্রাফিক্স এর জন্য জিপিইউতে থাকছে Adreno 730 । ( asus rog 6 processor )
স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চি সাইজের একটি বড়সড়ো এলসিডি প্যানেল । এখানে থাকছে ফুল এইচডি রেজুলেশন । ডিসপ্লেটি কিন্তু কর্নিং গরিলা গ্লাসের মাধ্যমে প্রটেকশন করে রাখা হয়েছে । যেখানে থাকছে 165 Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস । ডিসপ্লেটিত পিক্সেল ডেন্সসিটির পরিমাণ থাকছে 395 ppi । ডিসপ্লেটির অ্যারেঞ্জমেন্ট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে , তবে আপনাদের কাছেও ভালো লাগবে বলে আমি আশাবাদী । ডিসপ্লেটির নিচের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে যেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন সিকিউরিটি সিস্টেম হিসেবে । যেটা কাজ করে থাকবে অনেকটা ফার্স্ট এবং একুরেট ভাবেই । এছাড়াও এখানে আমরা আরো কিছু সিকিউরিটি সিস্টেম দেখতে পাবো ।
অনলাইন গেমিং পারফরম্যান্সের জন্য আমরা যারা একটি স্মার্টফোন মার্কেটে খুঁজে বেড়াচ্ছি তাদের জন্য সুখবর নিয়ে মার্কেটে রিলিজ হয়েছে স্মার্টফোনটি । অনলাইন গেম প্লে করার জন্য একটি স্মার্টফোনে যে ফিচারগুলো থাকা প্রয়োজন মোটামুটি সেগুলো আমরা এই স্মার্টফোনে দেখতে পেয়েছি । এছাড়াও এখানে মেমোরি পারফরম্যান্স খুবই ভালো রয়েছে গেম প্লে করার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন । এছাড়াও এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটিও একটি অনলাইন গেমিং প্রসেসর । ফ্রী ফায়ার এবং পাবজির মতো অনলাইন গেম গুলো হাই লেবেলের গ্রাফিক্সের সাথেই খেলা যাবে । গেম প্লে করার সময় সমস্যার সম্মুখীন হতে হবে না বলেও ধারণা করা যাচ্ছে ।
7 জুলাই , 2022 তারিখে স্মার্টফোনটি আমাদের মাঝে মার্কেটপ্লেস গুলোতে অফিশিয়ালভাবে এই স্মার্টফোনটি রিলিজ হয়েছে । এই স্মার্টফোনটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে জানার একটি আক্ষেপ আমাদের মধ্যে রয়েছে । বাংলাদেশের মার্কেটপ্লেস স্মার্টফোনটির মূল্য রয়েছে 100,000 টাকা । পারফরমেন্স এবং স্পেসিফিকেশন বিবেচনায় মনে হয়েছে এর বাজেট কিন্তু বেশি নয় । তবে অনেকের কাছেই বেশি বলে মনে হতে পারে । ইন্ডিয়ান বাজারে স্মার্টফোনটির দাম রয়েছে 88,999 রুপি । আন্তর্জাতিক বাজারে হ্যান্ডসেটটির দাম রয়েছে 701$ । ডিভাইসটির ফিচার পারফরম্যান্স এবং বাজেট আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে একটি মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে । ( asus rog 6 price in bangladesh )
একটি মন্তব্য পোস্ট করুন