ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ
স্মার্টফোনটিতে 6.8 ইঞ্চি সাইজের একটি এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে যেখানে থাকছে 120 HZ রিফ্রেশ রেট । ফুল এইচডি রেজুলেশনের সাথে 387 পিপিআই পিক্সেল ডেনসিটি রয়েছে । এলসিডি প্যানেলটিতে প্রটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস । বরাবরের মতোই অন্যান্য সিরিজ গুলোর মত এখানে আমরা একটু বড় ডিসপ্লে সাইজ দেখতে পেয়েছি । এখানে দেওয়া হয়েছে আইপিএস এলসিডি প্যানেল যেটার কারণে আমরা বলতে পারি এই স্মার্টফোনটির ডিসপ্লে খুবই সপ্তপোক্ত এবং নজরকারা । এবার আলোচনা করা যাক স্মার্টফোনটির ব্যাটারি ব্যাক আপ নিয়ে । ব্যাটারি কেপাসিটিতে দেওয়া হয়েছে 5,000 মিলিএম্পিয়ার পাওয়ার । স্মার্ট ফোনটিকে চার্জ দেওয়ার জন্য রাখা হয়েছে ফাস্ট চার্জিং সিস্টেম এবং সেখানে রাখা হয়েছে 30 ওয়াট । তবে এখানে কোন ওয়ারলেস চার্জিং সিস্টেম রাখা হয়নি ।
ক্যামেরা পারফরম্যান্স এবং নেটওয়ার্ক
প্রাইমারি ক্যামেরার ওয়াইড ফাংশনে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেল এবং এখানে যে আলট্রা ওয়াইড ফাংশন রয়েছে সেখানে থাকছে 13 মেগাপিক্সেল এবং এর সাথে ডেপট ফাংশনে রয়েছে দুই মেগাপিক্স । সেলফি তোলার জন্য সামনে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেখানে রয়েছে 32 মেগাপিক্সেল । ক্যামেরা গুলোর ফিচারে দেওয়া হয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশলাইট । ক্যামেরা গুলোর আরেকটি ভালো দিক হলো এগুলোর মাধ্যমে 4k রেজুলেশন যেকোনো ভিডিও রেকর্ড করা যাবে । এটা কিন্তু একটি অসম পারফরম্যান্স করা যেতে পারে । নেটওয়ার্কিং সিস্টেমে স্মার্টফোনটি সর্বোচ্চ 5জি নেটওয়ার্ক এর আওতাভুক্ত । তবে আপনার দেশে যদি 5জি নেটওয়ার্ক না থাকে তাহলে সেখানে 4জি উপভোগ করতে পারবেন । ব্লুটুথ , ওয়াইফাই হটস্পট , ওটিজি ক্যাবল , এছাড়াও আরো অন্যান্য ওয়ারলেস নেটওয়ার্কগুলো ব্যবহার করা যাবে ।
বডি ডিজাইন
ইনফিনিক্স এর হট সিরিজ গুলোর বডি ডিজাইন কম বেশি আমাদের সকলের জানা । ডিভাইসটির সম্পূর্ণ বডি প্লাস্টিকের আবরণ তৈরি । সামনের দিকে যে বডি ফ্রেম রয়েছে সেটি মূলত গরিলা গ্লাস দিয়ে আবদ্ধ । স্মার্টফোনটির বডি ডিজাইন আমার কাছে কিন্তু খুব চমৎকার লেগেছে এবং পিছনে এর যে ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে সেটা বডি ডিজাইনকে আরো বাড়িয়ে দিয়েছে । বডির বাম দিকে দুইটি সিম কার্ড ব্যবহার করার জন্য একটি সিম কার্ড ইজেক্টর দেওয়া হয়েছে । ডিভাইসটির ওজন কম থাকার কারণে হ্যান্ডিবল অর্থাৎ এক হাতে ব্যবহার করার ক্ষেত্রে কোন সমস্যা হবে না । smartphone এর সাউন্ড সিস্টেমও কিন্তু অনেকটা ভালো তার কারণ হলো এখানে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে । স্মার্টফোনটিতে যে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে সেগুলোর অবস্থান দেখতে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এবং এটাকে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন বলে আমি ধারণা করছি ।
প্রসেসর এবং মেমোরি পারফরম্যান্স
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে আমরা কিন্তু আপডেট লক্ষ্য করতে পেরেছি এখানে ব্যবহার করা হয়েছে গুগলের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 । প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডিমেনসিটি 810 । প্রসেসরটি 6 ন্যানোমিটারে প্রস্তুত করা হয়েছে বলে স্মার্টফোনটির ওজন কিন্তু অনেকটা কম রাখা গেছে । গেমিং গ্রাফিক্সের জন্য এখানে জিপিওতে পাওয়া যাবে Mali G57 । এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত একটি অক্টোকোর প্রসেসর । মেমরি পারফরমেন্সে আমরা দুইটি ভেরিয়েন্ট দেখতে পেয়েছি এবং এখানে যে মেমোরির ভার্সন দেওয়া হয়েছে সেটি মূলত UFS 2.2 টাইপের স্টোরেজ । মেমোরি পারফরমেন্সে রেম হিসেবে থাকছে 6/8 জিবি এবং রোম হিসেবে থাকছে 128/256 জিবি । এছাড়াও আপনাদের যদি বারতি এক্সটার্নাল স্টোরেজের প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে আপনারা একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ।
রিলিজ ডেট এবং প্রাইস
ইনফিনিক্স এর স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন কিন্তু আমরা জানতে পারলাম । ইনফিনিক্স তাদের প্রিভিয়াস ভার্শন গুলো থেকে এখানে বেশ কিছু জায়গায় আপডেট এনেছে এবং ভবিষ্যতে অন্যান্য মডেলের মধ্য দিয়ে আনবে । এই মডেলটির ফুল ডিটেলস সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কত টাকা খরচ করতে হবে ? সেই বিষয়ে নির্ধারিত তথ্য এখন পর্যন্ত দেওয়া সম্ভব হবে না তার কারণ হলো এই স্মার্টফোনটি মার্কেটপ্লেসে এখনো রিলিজ হয়নি তবে তাদের অফিসিয়াল পেইজ থেকে জানা গেছে কিছুদিনের মধ্যেই মার্কেটপ্লেসে এটিকে লঞ্চ করা হবে । আর লঞ্চ করার সাথে সাথে কিন্তু আমরা জানতে পারবো এই স্মার্টফোনটির মূল্য দেশীয় মার্কেটপ্লেস এবং আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কত নির্ধারণ করা হয়েছে । আপনাদের কাছে কি মনে হয় এই স্মার্টফোনটির মূল্য কত টাকার মধ্যে থাকবে সে বিষয়ে একটি কমেন্ট কিন্তু করতে পারেন ।
এছাড়াও আমাদের কমিউনিটিতে যোগ দিতে পারেন আরো সর্বশেষ টেকনোলজি সম্পর্কে আপডেট পাওয়ার প্রয়োজনে এখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন
In latest years, 3D printing is creating significant impression in the humanitarian and growth sector. Its potential to facilitate distributed manufacturing is leading to supply chain and logistics benefits, by lowering the necessity for transportation, warehousing CNC machining and wastage. Furthermore, social and financial growth is being advanced via the creation of local manufacturing economies.
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন