বডি ডিজাইন
আমরা অনেক ল্যাপটপের ক্ষেত্রেই দেখেছি প্লাস্টিকের বডি ফ্রেম দেওয়ার কারণে সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট সময় পর ভেঙে যায় বা দাগ লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকে । কিন্তু ইনফিনিক্স এর নতুন এই ল্যাপটপটিতে আমরা মেটাল বডি ফ্রেম ডিজাইন লক্ষ্য করতে পেরেছি যেটা অনেকটাই মজবুত এবং টেকসই । ল্যাপটপ দিতে থাকছে দুইটি usb3.0 এবং দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট । এছাড়াও থাকছে ৩.৫ এম এম হেডফোন জ্যাক এবং মেমোরি বিল্ড করার জন্য একটি মেমোরি কার্ড পোর্ট । ল্যাপটপটি দেখতে যথেষ্ট পাতলা মনে হলেও এর ওজন 1.24 কেজি । তো একটি বাড়ি ল্যাপটপ কাঁধে নিয়ে বয়ে বেড়াবেন সে যুগ কিন্তু এখন আর নেই । ল্যাপটপটি ব্যবহারে খুবই সহজলভ্য । বডি ডিজাইনে আমরা যে টাইপিং বাটন দেখতে পেয়েছি সেগুলো অনেকটা দেখতে নজর করা । আর সেগুলোর সাথে আমরা কিন্তু পাওয়ার বাটনের দেখা পাব ।
ডিসপ্লে সেকশন
প্র্যাকটিকালি আমরা ল্যাপটপের মাধ্যমে যখন কোন কাজকর্ম করতে যাই তখন ল্যাপটপটি ডিসপ্লে যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন কাজ করতে অনেকটা সুবিধা হয় । ইনফিনিক্স এর নতুন এই ল্যাপটপটিতে যে ডিসপ্লে দেওয়া হয়েছে সেটি মূলত ১৪ ইঞ্চি । 14 ইঞ্চি ডিসপ্লে আকারে তেমন বড় নয় আবার ততটা ছোট নয় । তারপরেও ডিসপ্লে কোয়ালিটি বলতে একটি বিষয় রয়েছে ডিসপ্লের দুই সাইডের বেজেলের পরিমাণ ঠিকঠাক থাকলেও উপরে এবং নিচে যে বেজেল রয়েছে সেটা কিন্তু তুলনামূলক ভাবে কিছুটা মোটা । ডিসপ্লেতে দেওয়া হয়েছে 300 নিটস ব্রাইটনেস যেটা মোটামুটি ঠিক থাক রয়েছে । তারপরেও আপনার কাছে মনে হতে পারে আরেকটু লাইট হলে ভালো হতো । যাই হোক মানুষের চাহিদার তো শেষ নেই । এখানে এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজুলেশন মোটামুটি ভালো । ( infinix inbook x1 neo price )
অপারেটিং সিস্টেম এন্ড মেমোরি
মেমোরি পারফরম্যান্স অথবা স্টোরেজের বিষয়টি যতটা বেশি পাওয়া যায় আমরা কিন্তু স্পিড ততই বেশি ভালো পাই । আর এজন্যই কিন্তু আমরা বেশি মেমোরি পারফরম্যান্স একসেপ্ট করে থাকি সেটা ল্যাপটপ কিংবা স্মার্টফোন । ইনফিনিক্স এর নতুন এই ল্যাপটপটিতে আমরা 8 gb ram এর পাশাপাশি 256 জিবি রোম দেখতে পেয়েছি যেটা অবশ্য মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে । অপারেটিং সিস্টেমের যে বিষয়টি রয়েছে সেটি এই ল্যাপটপটি নির্ধারণ করেছে উইন্ডোজ 11 এবং এই ল্যাপটপটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে core i3 স্মৃতি মূলত একটি নামিদামি প্রসেসর আমরা বলতে পারি এর আগেও আমরা অন্যান্য জনপ্রিয় কোম্পানিগুলোকে তাদের ল্যাপটপে এই প্রসেসর ব্যবহার করতে দেখেছি ।
ব্যাটারি এন্ড কিবোর্ড টাইপিং
ল্যাপটপটির বডির সাথেই এডজাস্ট করে ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ফাস্টেস্ট চার্জিং 45 ওয়াট অ্যাডাপ্টার । ল্যাপটপটির গুড থিংকগুলোর মধ্যে এটি একটি অন্যতম সাইড । এছাড়াও আমরা কিন্তু এখানে ইংরেজি এবং বাংলা লে-আউট এর টাইপিং বাটন দেখতে পেয়ে যাব আর এই টাইপিং বাটনের বিশেষত্ব হল আমরা অন্ধকারে এবং স্বল্প আলোতে যখন ল্যাপটপটি ব্যবহার করব তখন কিন্তু টাইপিং বাটন গুলো নিজ থেকে একটি আলো দেখা যাবে যেটা আপনার অনেকটাই কাজে আসবে । এখানে যে টাচপ্যাড দেওয়া হয়েছে সেটা বেশ বড়সড় সাইজের নয় । এছাড়াও ল্যাপটপটির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে টাইপিং করার সুবিধাটি পেয়ে যাবো ।
অনলাইন ভিত্তিক কাজগুলো করা যাবে কি ?
ল্যাপটপের মাধ্যমে অনলাইন ভিত্তিক কাজ গুলো থাকে এমন মানুষ আমরা অনেক খুঁজে পাবো আবার এমনও অনেকে রয়েছে যারা নতুন এই ল্যাপটপটির মাধ্যমে সে কাজগুলো করার আগ্রহ প্রকাশ করেছে । অনলাইন ভিত্তিক কাজগুলো করার জন্য আমরা স্মার্টফোন থেকে অবশ্যই ল্যাপটপে অনেকটা বেশি সুবিধা পেয়ে থাকি । যার কারণে আমরা যারা হাই লেভেলের অনলাইন ভিত্তিক কাজগুলো করি সেগুলো করার জন্য অবশ্যই নির্বাচন করি একটি ভালো মানের ল্যাপটপ । তো সেই কাজগুলো করার জন্য ইনফিনিক্স এর নতুন এই ল্যাপটপটি যদি চয়েস করা হয় তাহলে কেমন হবে ? আমার মতে ল্যাপটপটিতে আমরা স্পেসিফিকেশন এবং ফিচার দেখে যত টুকু জানতে পেরেছি সেটা হলো আপনি অনলাইনের কাজগুলো করার জন্য ল্যাপটপটি বেছে নিতে পারেন । গ্রাফিক্স ডিজাইন , ডাটা এন্ট্রি , ফটো এডিটিং থেকে শুরু করে প্রতিটি কাজ ভালোভাবেই করা যাবে ।
প্রাইস
ইনফিনিক্স এর নতুন ল্যাপটপটি সম্পর্কে টোটালি স্পেসিফিকেশন জানতে পেরেছি এখন আমরা জানবো ল্যাপটপটির মূল্য কত অথবা আপনাকে ব্যবহার করার জন্য কত টাকা খরচ করতে হবে । ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে ল্যাপটপটি আপনি ক্রয় করতে পারবেন 24,999 রূপিতে । বাংলাদেশের মার্কেটে যেটার মূল্য রয়েছে 35,340 টাকা । আন্তর্জাতিক বাজারে ল্যাপটপটির মূল্য 350$ ডলার বা এর কমবেশি হতে পারে । ল্যাপটপটির প্রাইস বর্তমানে বাংলাদেশের মার্কেটপ্লেস কিছুটা বেশি বুঝে মনে করতে পারেন আমাদের কাছে বাট স্পেসিফিকেশন অনুযায়ী এই বাজেট আমার কাছে মানানসই বলেই মনে হয়েছে । আমরা যারা ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে একটি ভাল মানের ল্যাপটপ ব্যবহার করতে চাই তাদের জন্য ইনফিনিক্স এর নতুন এই ল্যাপটপটি হতেই পারে বাজারের সেরা । ল্যাপটপটির অন্যতম একটি সুবিধা হলো এটি একটি হ্যান্ডিবল ল্যাপটপট । যা খুব সহজেই যে কোন স্থানে ব্যবহার করা যাবে । ( infinix inbook x1 neo price )
এ সময়ের সেরা ১০টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন