Ads

যতগুলো কোম্পানিকে আমরা মার্কেটপ্লেসে স্মার্টফোন রিলিজ করতে দেখে থাকি সেগুলোর মধ্যে অন্যতম একটি মোস্ট জনপ্রিয় কোম্পানি হচ্ছে ওয়ান প্লাসওয়ানপ্লাস কোম্পানিটি কিন্তু বর্তমান সময়ে রেগুলারলি মার্কেট প্লেসে তাদের নিত্য নতুন মডেল রিলিজ করে যাচ্ছে । কোম্পানিটির মার্কেটে রিলিজ করা স্মার্টফোনগুলো জনপ্রিয়তা অর্জন করতে বেশি সময় নেয়নি । আজকের রিভিউতে আমরা আলোচনা করব কোম্পানিটির লেটেস্ট রিলিজ করা একটি মডেল যেটির নাম OnePlus N100 । এখন কথা হল মার্কেটে তাদের নতুন মডেল রিলিজ হয়েছে সেটি আমাদের ব্যবহার করার ক্ষেত্রে কতটা সুফল বয়ে আনতে পারবে ? সেটা আমরা জানতে পারবো স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার দেখে । তো কথা না বাড়িয়ে স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এর দিকে নজর দেওয়া যাক । সেখানে ভালো-মন্দ বিষয়গুলোকে উপস্থাপন করা হবে আর তাতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন হ্যান্ডসেটটি আপনাদের জন্য কতটা পারফেক্ট ? ( oneplus n100 features )



ওয়ান প্লাস নর্ড 100 মোবাইল প্রাইস এন্ড স্পিসিফিকেশন | OnePlus N100 price and Specifications

ডিসপ্লে ফিচার


ডিভাইসটিতে পাঞ্চ হোল টাইপের ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা আসলে বর্তমান সময়ে আমাদের কাছে অধিক জনপ্রিয় । 6.52 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে আমরা এখানে দেখতে পেয়েছি যেখানে 90 Hz refresh rate থাকছে । এর পাশাপাশি আমরা এখানে এইচডি রেজুলেশন দেখতে পেয়ে যাব 720×1600 পিক্সেলের । এখন অনেকেই হয়তো বলতে পারেন যে এখানে কেন ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করা হলো না ? তার কারণ হলো কোম্পানি এখানে যে চিপসেটি দিয়েছে এবং এর পাশাপাশি 90 Hz রিফ্রেশ রেট রেখেছে তাহলে ফুল এইচডি রেজুলেশন দেওয়া হলে স্মার্টফোনটি অনেকটা ল্যাক হওয়ার সম্ভাবনা থাকবে । যার কারণে দেওয়া হয়েছে এইচডি রেজুলেশন । সম্পূর্ণ ডিসপ্লেটিকে কর্ণিং গরিলা গ্লাস এর মাধ্যমে প্রটেকশন প্রোভাইড করে রাখা হয়েছে । এলসিডি প্যানেলটিতে আমরা পেয়ে যাব 269 পিপিআই পিক্সেল দেন্সিটি । ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট পরিমাণ কালারফুল তার কারণ হলো বেশ কিছু কালার রয়েছে যেগুলোকে অনেকটা ব্রাইট করে ধরতে পারে ।

ব্যাটারি এবং মেমরি পারফরম্যান্স


ওয়ানপ্লাসের এই হ্যান্ডসেটটিতে আমরা নন রিমোভেবল লিথিয়াম পলিমার টাইপের একটি ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করতে দেখেছি ‌। মোবাইল ফোনটির ব্যাটারি ক্যাম্পাসিটিতে দেওয়া হয়েছে 5,000 মিলি এম্পিয়ার পাওয়ার ব্যাকআপ । যেখানে ওয়ারলেস চার্জিং সিস্টেম অর্থাৎ তারবিহীন চার্জিং সিস্টেম না থাকলেও ফাস্ট চার্জিং সিস্টেম হিসেবে 18 ওয়াটের একটি ক্যাবল রয়েছে । ব্যাটারি পাওয়ার বা ব্যাকআপ যেটাই বলি না কেন এই স্মার্টফোনটির ভেতরে সেটা আমরা ভালোই পেয়েছি এটা কিন্তু বলা যায় । এবার কথা বলা যাক স্মার্টফোনটির মেমোরি পারফরমেন্স অর্থাৎ স্টোরেজ নিয়ে । UFS 2.1 ভার্সনের মেমোরি পারফরম্যান্স এখানে দেওয়া হয়েছে যেখানে থাকছে 4 জিবি রেম এর সাথে 64 জিবি রোম দেওয়া হয়েছে, এরপরও আপনারা আপনাদের প্রয়োজনার্থে 256 জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ বাড়াতে পারবেন । এর চেয়ে বেশি এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করলে আপনার ফোনটি ল্যাক করার সম্ভাবনা রয়েছে । ( oneplus nord n100 price in bangladesh 6/128 )

প্রাইমারি ক্যামেরা এবং নেটওয়ার্ক


স্মার্টফোনটির প্রাইমারি ডিজাইনে আমরা ত্রিপল ক্যামেরা ফাংশন দেখতে পেয়েছি যার ওয়াইড সেন্সরে থাকছে 13 মেগাপিক্সেল এবং ম্যাক্রো ফাংশনে থাকছে 2 মেগাপিক্সেল এছাড়াও ডেপট ফাংশনে আরো একটি দুই মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে । ডিভাইসটির ক্যামেরা ফিচার নিয়ে অনেকেরই মতবাদ থাকতে পারে তার কারণ হলো এখানে আমরা এক্সপেক্টেটেড পারফরমেন্সের দেখা পাইনি । এখানে যদি আল্ট্রা ওয়াইড লেন্সটি ব্যবহার করা হতো এবং সেখানে 8 মেগাপিক্সেল দেওয়া হতো তাহলে আমার মনে হয় ক্যামেরা ফাংশনটি অনেকটা এগিয়ে থাকতো । সামনের ক্যামেরা লেন্সটির কিন্তু বাম দিক বরাবর রাখা হয়েছে যেখানে আমরা 8 মেগাপিক্সেলের দেখা পেয়েছি । ব্যাক ক্যামেরা এবং সামনের ক্যামেরা উভয়ের মাধ্যমে 1080 পিক্সালে যে কোন ভিডিও ধারণ করা যাবে । নেটওয়ার্কিং সিস্টেমে এই স্মার্টফোনের মাধ্যমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া যাবে । 

প্রসেসর এবং ফিজিক্যাল স্ক্যানার


অপারেটিং সিস্টেমে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 11Custom UI ব্যবহার করা হয়েছে OxygenOS 10.5 । এছাড়াও এখানে একটি শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 । প্রসেসরটি 11 ন্যানোমিটারের মাধ্যমে তৈরি । এটি একটি অক্টাকোর প্রসেসর যার জিপিইউতে থাকছে Adreno 610সিকিউরিটি সিস্টেমে ফিজিক্যাল স্ক্যানার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির সাথে আরও দেওয়া হয়েছে এক্সিল্যারোমিটার , প্রক্সিমিটি সেনসর ইত্যাদি । ফিজিক্যাল সেন্সরটির অবস্থান সঠিক জায়গায় হওয়ার কারণে আপনারা কিন্তু খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন । 

বডি ডিজাইন


OnePlus N100 স্মার্টফোনটির অন্যতম একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এর বডি ডিজাইন । বডি ডিজাইনে আমরা খুবই চমৎকার একটি নকশা এখানে দেখতে পেয়েছি । সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি ফ্রেমে আবদ্ধ স্মার্টফোনটি দেখতে অনেকটা প্রিমিয়াম হলেও এটিকে ব্যবহার করার সময় অবশ্যই ব্যাককভার ইউজ করতে  হবে । এখানে যে পাওয়ার এবং ভলিউম রকার বাটন থাকছে সেগুলোকে ব্যবহার করার সময় অনেকটা প্রিমিয়াম ফিল হবে । বডির একেবারে নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এর পাশাপাশি আরও থাকছে 3.5 এম এম অডিও হেডফোন জ্যাক । স্মার্টফোনটির মাধ্যমে আমরা 2 টি সিম কার্ড একই সাথে ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করে নিতে পারব । 

প্রাইস বা দাম


ইতিমধ্যেই আমাদের অনেকের মধ্যে একটি প্রশ্ন জেগে উঠেছে আর সেটি হল স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং আন্তর্জাতিক মার্কেটে এই স্মার্টফোনটির মূল্য কত রাখা হয়েছে ? স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার দেখে অনেকের মনে ধারণা হতে পারে যে কত টাকার আশেপাশে রয়েছে  স্মার্টফোনটির প্রাইস । বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 24,990 টাকা , ইন্ডিয়ান মার্কেট থেকে যদি এই ডিভাইসটি ক্রয় করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 15,690 রুপি । আন্তর্জাতিক মার্কেটে স্মার্টফোনটির মূল্য রয়েছে 263$ । স্মার্টফোনটির পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে এবং মার্কেটে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেই মতামতটি জানাতে পারেন কমেন্ট বক্সে । ( OnePlus N100 Price detail )

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads