Ads

স্যামসাং একের পর এক ফ্লাগশিপ টাইপের স্মার্টফোন থেকে শুরু করে হাই কোয়ালিটি টাইপের স্মার্টফোন রিলিজ করে যাচ্ছে । A সিরিজের মধ্য দিয়ে তারা ইতিমধ্যেই আমাদের মাঝে বেশ কিছু স্মার্ট ফোন রিলিজ করেছে । samsung এর হাত ধরে A সিরিজের যাত্রা শুরু হয় 2019 সালের দিকে । তারপর থেকেই তারা এ সিরিজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেশ কয়েকটি স্মার্টফোন আপডেট করেছে । A সিরিজের আরো একটি দারুন পারফরমেন্সের স্মার্টফোন আমাদের মাঝে ইতিমধ্যেই samsung রিলিজ করে দিয়েছে আর মডেলটি হল Samsung galaxy A73 । আজকের রিভিউতে আমরা এই স্মার্টফোনটির খুঁটিনাটি দিকগুলো নিয়ে আলোচনা করব । স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার এর পাশাপাশি কোন দিকগুলো আমাদের ভালো লাগতে পারে এবং কি কি আপডেট আনলে আরো বেশি ভালো হতো সেই বিষয়গুলোকে হাইলাইট করা হবে রিভিউতে । 



স্যামসাং গ্যালাক্সি এ 73 মোবাইল স্পেসিফিকেশন | Samsung A73 full specification 2022


ক্যামেরা পারফরমেন্স 


ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে স্যামসাং  তাদের প্রায় প্রতিটি স্মার্টফোনেই ক্যামেরা পারফরম্যান্স একটু ভালো দেওয়ার চেষ্টা করে থাকে । A73 মডেলটিতে আমরা quad camera অর্থাৎ চারটি ক্যামেরার উপস্থিতি দেখতে পাই । যার ওয়াইড সেন্সরে 108 মেগাপিক্সেলের পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে । আল্ট্রা হোয়াইটের জন্য আমার পক্ষ থেকে অবশ্যই samsung কোম্পানিকে স্যালুট জানাই । ম্যাক্রো এবং ডেপট সেন্সরের 5 মেগাপিক্সেল করে দুটি ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে । ক্যামেরা পারফরমেন্সের প্রাইমারি সেন্সর গুলোর কথা যদি বলি তাহলে বলতে হবে সত্যিই অসাম আপডেট আমরা এখানে পেয়েছি । ক্যামেরা পারফরম্যান্সের আরো একটি মূল বিষয় হল সেলফি ক্যামেরা তো সেখানেও কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের মত একটি ভালো সেনসরের দেখা পেয়েছি ‌। প্রাইমারি এবং সেলফি ক্যামেরার মাধ্যমে 1080 পিক্সালে ভিডিও রেকর্ড করার সুবিধা রয়েছে ।



বডি ডিজাইন


ডিজাইন কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় বলা যেতে পারে পছন্দ হওয়ার মতই । আর সব থেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে সেটি হল কোম্পানি এই ডিভাইসটিকে যথেষ্ট পরিমাণ স্লিম রাখতে সফল হয়েছে । যার কারণে স্মার্টফোনটির ওজন মাত্র 181 গ্রাম হওয়ার কারণে একহাতে ব্যবহার করা যাবে । তবে স্মার্টফোনটির বডি ডিজাইন সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি । হ্যান্ডসেটটির ঠিকনেস 7.6 মিলিমিটার । এখানে স্যামসাং একটি আকর্ষণীয় বিষয় যুক্ত করেছে আর সেটি হল এই স্মার্টফোনটিতে আইপি 67 ওয়াটার অ্যান্ড ধুলোবালি রেসিডেন্ট সুবিধাটি দিয়েছে । এই বিষয়টি আমাদের প্রায় সকলের কাছেই ভালো লাগার কথা । ডিজাইনের কথা যদি বলি তাহলে ডান পাশে আমরা গুগল এসিস্টেন্ট বাটন এবং ভলিউম বাটন দেখতে পেয়েছি । নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড একটি অডিও হেডফোন জ্যাক । সব মিলিয়ে বডি লুকিং যথেষ্ট পরিমাণ নজরকাড়া ।

ব্যাটারি ব্যাকআপ ও সিকিউরিটি


Samsung galaxy A73 স্মার্টফোনটিতে নন রিমুভেবল লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি সেটআপ করা হয়েছে । যার ক্যাপাসিটিতে আমরা পেয়ে যাব 5,000 মিলি এম্পিয়ার পাওয়ার এর একটি ব্যাটারি ব্যাকআপ । যার সাথে আমরা পেয়ে যাব 25 ওয়াটের সাথে ফাস্ট চার্জিং সুযোগ । ব্যাটারি পারফরমেন্সে আমরা মোটামুটি ভালই ব্যাকআপ পেয়ে যাব । যারা নরমাল ইউজার হইছে তাদের জন্য এই স্মার্টফোনটি সম্পূর্ণ একদিন ভালোভাবেই ব্যাকআপ দিতে পারবে বলে ধারণা করা যায় । সিকিউরিটি সিস্টেমের কথা না বললেই নয় ‌। আন্ডার ডিসপ্লেতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা পেয়ে যাব । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি নিখুঁতভাবে কাজ করতে পারবে বলে আমি আশাবাদী । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি আমরা আরও বিভিন্ন ধরনের সিকিউরিটি সিস্টেম ব্যবহার করতে পারব । 

অপারেটিং সিস্টেম এবং মেমোরি


Samsung galaxy A73 স্মার্টফোনটিতে One UI 4.1 ভার্সনের সাথে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড 12 । আমরা বলতে পারি গুগলের লেটেস্ট ভার্সন এখানে ব্যবহার করা হয়েছে তবে গুগলের সাথে সাথে আপনি চাইলে নিজেও স্মার্টফোনটির মাধ্যমে অপারেটিং সিস্টেম আপডেট করে নিতে পারবেন । কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G টাইপের একটি মোটামুটি শক্তিশালী প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে । যেটি মূলত একটি অক্টাকোর প্রসেসর । স্মার্টফোনটির মেমোরি পারফরমেন্সে আমরা দুইটি ভেরিয়েন্ট লক্ষ্য করতে পেরেছি । 6/8 জিবি রেম এবং 128/256 জিবি রোম । মেমোরি পারফরমেন্স মোটামুটি ভালই দেওয়া হয়েছে বলে মনে হয়েছে আমার কাছে । এছাড়াও আপনি চাইলে একটি আলাদা ভাবে মেমোরি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ পাবেন । 

ডিসপ্লে কোয়ালিটি


6.7 ইঞ্চি সাইজের মোটামুটি বড় একটি ডিসপ্লে প্যানেল এখানে দেওয়া হয়েছে । অন্যান্য স্মার্টফোনগুলোর ডিসপ্লে থেকে এই স্মার্টফোনটি ডিসপ্লের যথেষ্ট পরিমাণ মজবুত এবং কালারফুল । তার কারণ হলো এখানে সুপার এমোলেড প্লাস টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । যেটা ভালোভাবেই কালার ধরে রাখতে পারবে বলে আশা করা যায় । ডিসপ্লেতে আমরা পেয়ে যাব ফুল এইচডি রেজুলেশন 1080×2400 পিক্সেল । এছাড়াও পিক্সেল ডেনসিটি রয়েছে 393 পিপিআই । ডিসপ্লেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড । তবে ডিসপ্লে প্রোটেকশন এর কথা এখন পর্যন্ত জানা যায় নি । তবে আমি এটা আশা করি যে সেম বাজেটের মধ্যে যে কয়টা স্মার্টফোন রয়েছে সেগুলো থেকে এই স্মার্টফোনটির ডিসপ্লে অনেকটা উন্নত । 

প্রাইস বা মূল্য


ডিভাইসটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে একটি আইডিয়া পেলাম । এবার আমরা জেনে নিব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে ?  বাংলাদেশের মার্কেটপ্লেসে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 68,499 টাকা । 
ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই স্মার্টফোনটি ক্রয় করতে হলে খরচ হবে 41,999 রুপি এবং আন্তর্জাতিক মার্কেটে স্মার্টফোনটির মূল্য রয়েছে 565 $ । বর্তমান সময়ে মার্কেটে স্মার্টফোনটির মূল্য কিছুটা বেশি বলে মনে হতে পারে তবে আস্তে আস্তে প্রাইস ডাউন হবার সম্ভাবনা রয়েছে । স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং বাজে ডিল কম্বিনেশন কেমন রয়েছে এই বিষয়ে যদি কোনো জার্জমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি চাইলে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি জানাতে পারেন । আর ইতিমধ্যেই আপনি যদি এই মডেলটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার এক্সপেরিমেন্ট বা অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে । 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads