Ads

samsung আমাদের মাঝে হাই কোয়ালিটির বাজেটের স্মার্টফোন থেকে শুরু চিপ বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন মার্কেটে রিলিজ করেছে । তার মধ্যে অন্যতম একটি সিরিজ হল Samsung galaxy A03 Core । বর্তমান সময়ে বিশ্বজুড়ে স্যামসাং কোম্পানির স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে । samsung প্রেমীদের পাশাপাশি অন্যান্য যে গ্রাহক রয়েছে তারা অনেকেই কিন্তু এখন samsung এর স্মার্টফোনগুলো ব্যবহার করার আগ্রহ করে থাকে । এখন অনেকর মনেই একটি প্রশ্ন জাগতে পারে এন্ট্রি লেভেদের বাজেট হিসেবে এই মডেলটিতে পারফরম্যান্স কেমন পাওয়া যাবে ? samsung মানেই এক অন্যরকম ফিচার স্পেসিফিকেশন । কোম্পানিটি বাজেট হিসেবে আমাদেরকে খুবই ভালো ফিচার দিয়ে থাকে । এই মডেলটির মাধ্যমে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি ? কাদের জন্য এই মডেলটি এন্ট্রি লেভেলের বাজেট হিসেবেও ভালো হতে পারে ? রিভিউতে সেই বিষয়গুলো তুলে ধরা হলো । ( স্যামসাং গ্যালাক্সি a03 স্পেসিফিকেশন )


স্যামসাং গ্যালাক্সি a03 স্পেসিফিকেশন এবং প্রাইস | Samsung A03 Review And Price


ডিসপ্লে ডিজাইন ও সিকিউরিটি সিস্টেম


PLS TFT টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে । 6.5 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে । ডিসপ্লেটিতে থাকছে এইচডি রেজুলেশন । এখানে 270 পিপিআই পিক্সেল ডেনসিটি রয়েছে । সাধারণত আমরা এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোর ডিসপ্লে ডিজাইনে ততটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাই না । সেক্ষেত্রে samsung তাদের এই মডেলটির ডিসপ্লেতে মোটামুটি ভালোই ফিচারস দিয়েছে । সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রেই আমরা কিন্তু সকলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুজে থাকি । কিন্তু এই স্মার্টফোনটিতে আমরা সিকিউরিটি সিস্টেম হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা পাইনি । সিকিউরিটি সিস্টেম হিসেবে এখানে দেওয়া হয়েছে ফেইস আনলকিং সিস্টেম , এক্সিলারো মিটার , প্রক্সিমিটি এছাড়াও আরো অন্যান্য সিকিউরিটি সিস্টেম । সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারতো তার কারণ হলো এই বাজেটের মধ্যে আমরা অনেক কোম্পানিকেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করতে দেখে থাকি । 

ক্যামেরা পারফরমেন্স এবং নেটওয়ার্ক


আমরা অনেকেই রয়েছি বিভিন্ন ফটোশুট এর জন্য মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের স্মার্টফোন খুঁজে থাকি ব্যবহার করার জন্য । তাদের জন্য আসলে এই স্মার্টফোনটি ততটা ভালো পারফরমেন্স বয়ে আনতে না পারার সম্ভাবনাই বেশি তার কারণ হলো এর প্রাইমারি ক্যামেরা সেন্সরে সিঙ্গেল ক্যামেরা ফাংশন দেওয়া হয়েছে । আর যেখানে থাকছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর । যেটা হাই কোয়ালিটির ফটো শুট বা ফটোগ্রাফির জন্য কিন্তু ভালো পারফরম্যান্স দিতে পারবে না এক কথায় পারফেক্ট নয় । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরা কাটাউটে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা । প্রাইমারি ক্যামেরাটির সাথে থাকছে একটি এলইডি ফ্লাশ লাইট । এছাড়াও 1080 মেগাপিক্সেলে যে কোন ভিডিও রেকর্ড করার ক্ষমতা থাকছে ক্যামেরা গুলোর । নেটওয়ার্কিং সিস্টেমে আপনি এই স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন থ্রিজিফোরজি নেটওয়ার্ক । ওয়ারলেস নেটওয়ার্ক হিসেবে থাকছে ওয়াইফাই ডিরেক্ট , ব্লুটুথ , জিপিএস , ইত্যাদি ইত্যাদি । ( samsung a03 camera quality )

বডি ডিজাইন এবং মেমোরি পারফরমেন্স


স্মার্টফোনটির সম্পূর্ণ ডিজাইন প্লাস্টিকের তৈরি । অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটি আমাদের হাত থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য একটি ভালো মানের ব্যাক কভারের সাথে ব্যবহার করলে ভালো হবে । ডিভাইসটির ওজন আমাদের কাছে কিছুটা বেশি বলে মনে হতে পারে তার কারণ হলো এই স্মার্টফোনটির ওজন 211 গ্রাম । বডি ডিজাইন এর ডান দিকে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে বামদিকে রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য এক্সট্রা মেমোরি কার্ড Ejoctor । বডির নিচের দিকে মাইক্রো ইউএসবি ক্যাবল পোর্ট দেওয়া হয়েছে । সাউন্ড সিস্টেম মোটামুটি ভালো পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে । মেমোরি পারফরম্যান্সের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আমরা 2 জিবি রেম এর সাথে পেয়ে যাবো 32 জিবি এক্সটার্নাল স্টোরেজ । সেম বাজেটে কিন্তু অন্যান্য স্মার্টফোনগুলো আমাদেরকে আরও বেটার ইন্টার্নাল স্টোরেজ অফার করে থাকে । আমার মতে কোম্পানিটি মেমোরি পারফরম্যান্সের দিকে আর একটু নজর দিলে হয়তো ভালো হতো ।


অপারেটিং সিস্টেম এবং ব্যাটারি ব্যাকআপ 


samsung এর নতুন কোম্পানিটিতে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 11 ব্যবহার করা হয়েছে । স্মার্টফোনটির মূল আকর্ষণ হল এর প্রসেসরে , এখানে আমরা দেখতে পেয়ে যাব Unisoc Sc9863A । এন্টি লেভেলের বাজেট হিসেবে এটি একটি ভালো মানের প্রসেসর । আর এই প্রসেসরটিকে আমরা মোটামুটি মিডিয়াম বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে দেখে থাকি । এটি একটি খুবই ভালো দিক বলা যেতে পারে । এছাড়াও গেমিং গ্রাফিক্সের জন্য সিপিইউতে থাকছে IMG8322 । আর আমরা অনেকেই অনলাইন গেমিং করে থাকি স্মার্টফোনের মাধ্যমে কিন্তু এই স্মার্টফোনটির মাধ্যমে আপনারা মোটামুটি ভাবে গেমিং উপভোগ করতে পারবেন । এছাড়াও এখানে ব্যাটারি ক্যাপাসিটিতে আমরা 5,000 মিলি এম্পিয়ার পাওয়ার দেখতে পেয়ে যাব । নন রিমোভেবল লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে । যেখানে ফাস্ট চার্জিং সিস্টেম এবং ওয়ারলেস চার্জিং সিস্টেম দেখতে পাওয়া যায় নি । 


প্রাইস বা মূল্য


এন্ট্রি লেবেলের বাজেট সম্পর্কে ধারণা পেয়ে আপনারা বুঝতে পেরেছেন স্মার্টফোনটির মূল্য কত টাকার মধ্যে রয়েছে ‌। যদিও এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটপ্লেসে এখনো আসেনি তবে খুব শীঘ্রই এসে যাবে । আর বাংলাদেশে এই স্মার্টফোনটির প্রাইস ধারণা করা হচ্ছে 10-12 হাজার টাকার মধ্যে থাকতে পারে । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 100$ । ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে আপনি যদি এই স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 10,499 রুপি । ডিভাইসটির পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়ে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে । ( Samsung A03 Price details )

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads