Ads

symphony কোম্পানির মডেল গুলো বরাবরের মতোই কিন্তু আমাদের কাছে জনপ্রিয়তা লাভ করতে পেরেছে । মার্কেটে তাদের একের পর এক মডেল লঞ্চ করার মাধ্যমে ব্যাপক পরিমাণে পরিচিতি অর্জনে সফল হয়েছে কোম্পানীটি । কোম্পানিটি তাদের মডেল গুলোর মাধ্যমে সব সময় তাদের গ্রাহকদেরকে খুবই অল্প বাজেটে উন্নত পারফরমেন্স দিয়ে থাকে । কোম্পানিটি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে মার্কেটে নতুন মডেল রিলিজ করে দিল আর সেটির নাম Symphony Z55 । একটি স্মার্ট ফোন মার্কেটে যখন নতুন আসে তখন সেটিকে ব্যবহার করার পূর্বে তার বিস্তারিত স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া ভালো এতে করে আপনারা বুঝতে পারবেন যে স্মার্টফোনটি আপনাকে কি কি  সুবিধা এবং অসুবিধা দিয়ে থাকবে । আজকের এই রিভিউতে আমরা স্মার্টফোনটির খুঁটিনাটি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব । ( সিম্ফনি জেড 55 ফিচার ডিটেলস )



সিম্ফনি Z55 বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রিভিউ | Symphony z55 review 2022


বডি ডিজাইন ও নেটওয়ার্ক


স্মার্টফোনটির বডি ডিজাইনে বেশ নজকারা ডিজাইন দেওয়া হয়েছে । প্রথম দেখায় অনেকেই হয়তো ভাবতে পারেন স্মার্টফোনটির সম্পূর্ণ বডি ফ্রেম গ্লাসের মাধ্যমে আবদ্ধ , কিন্তু না স্মার্টফোনটির সম্পূর্ণ বডি ডিজাইন প্লাস্টিক ম্যাটারালে তৈরি । ২০২ গ্রাম ওজনের এই স্মার্টফোনটির ঠ্যিকন্যাস 8.9 মিলিমিটারস । মার্কেটে আমরা স্মার্টফোনটিকে ভিন্ন কয়েকটি কালারে পেয়ে যাব । বডির ডান পাশে ভলিউম এবং পাওয়ার বাটন বাম পাশে থাকছে সিম এবং মেমোরি কার্ড ইজেক্টর । স্মার্টফোনটির বডির নিচের দিকে স্পিকার এবং মাইক্রো ইউএসবি ক্যাবল দেওয়া হয়েছে । এক কথায় বডি ডিজাইন জাস্ট অসাম লেগেছে আমার কাছে । নেটওয়ার্কিং সিস্টেমের কথা বলতে গেলে এখানে আমরা সর্বোচ্চ 4G নেটওয়ার্ক স্পিড ব্যবহার করতে পারব । 4G নেটওয়ার্কের পাশাপাশি 3G নেটওয়ার্ক উপভোগ করার সুবিধা রয়েছে । ওয়ারলেস নেটওয়ার্ক গুলোর মধ্যে ওয়াইফাই , ওয়াইফাই হটস্পট , ব্লুটুথ সহ অন্যান্য নেটওয়ার্কাগুলো আমরা খুব ভালোই পেয়েছি তবে এখানে পাওয়া যাচ্ছে না এনএফসি । 

ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ


হ্যান্ডসেটটির প্রাইমারি ক্যামেরা ফাংশনে তিনটি রেয়ার ক্যামেরা আইটেম ব্যবহার করা হয়েছে । প্রাইমারি ফাংশনের মেইন সেমসরে 52 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর রয়েছে । এর পাশাপাশি থাকছে দুই মেগাপিক্সেলের একটি ডেপট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের আরো একটি এআই সেন্সর । যদিও এখানে আমরা আল্ট্রা ওয়াইড ফাংশনের দেখা পাবো না । তবুও বলতে হয় বাজেট হিসেবে ক্যামেরা পারফরম্যান্স আমরা অনেক বেশি পেয়েছি । এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ফাংশনে 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে । প্রাইমারি এবং ফ্রন্ট ক্যামেরা গুলোর সাহায্যে 1080 পিক্সেলে ভিডিও কন্টেন্ট রেকর্ড করা যাবে । এর সাথে ক্যামেরাগুলোতে থাকছে ওয়াটার মার্ক , ডিজিটাল জুম এবং পোর্ট্রেট মোড মত আরো অন্যান্য জনপ্রিয় ফিচার । স্মার্ট ফোনটির ব্যাটারি ক্যাপাসিটিতে 5,000 মিলি এম্পিয়ার পাওয়ারের ব্যাটারি ব্যাকআপ রয়েছে । এছাড়াও ফাস্ট চার্জিং স্পিড এর জন্য থাকছে 8 ওয়াট ফাস্ট চার্জিং ক্যাবল । তবে এখানে আমরা রিভার্স চার্জিং সিস্টেম বা ওয়ারলেস চার্জিং সিস্টেম দেখতে পাইনি । 

অপারেটিং সিস্টেম এবং প্রসেসর


অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সিম্পনি কোম্পানিটি এখানে খুব বড় একটি আপডেট এনেছে । স্মার্টফোনটিকে রান করানো হয়েছে গুগলের লেটেস্ট এন্ড্রয়েড ভার্সন 12 এর মাধ্যমে বিষয়টি অনেকের কাছেই ভালো লাগবে বলে আমি আশাবাদী । ডিভাইসটিতে প্রসেসর হিসেবে থাকছে Mediatek Helio G25 । প্রসেসরটি মূলত 12 ন্যানোমিটারের মাধ্যমে তৈরি । এটি একটি অক্টাকোর প্রসেসর । মিডিয়াটেক হেলিও জনপ্রিয় ব্যবহার করা হলেও এখানে G25 ব্যবহার করা হয়েছে এখানে কিছুটা আপডেট আমার মতো অনেকেই এক্সপেক্ট করেছিলেন বাট বাজেট হিসেবে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মত নয় ।



মেমোরি এবং ফিজিক্যাল স্ক্যানার


symphony এর নতুন এই স্মার্টফোনটিতে অনেকটা বাজেট সাপেক্ষ মেমোরি পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি । এখানে 4 জিবি রেম এর সাথে থাকছে 64 জিবি রোম । ইন্টার্নাল মেমরি মোটামুটি ঠিকঠাক থাকলেও আপনাদের যদি এক্সটার্নাল স্টোরেজ বাড়ানোর প্রয়োজন মনে করেন তাহলে আপনি সর্বোচ্চ 512 জিবি পর্যন্ত রোম বাড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন । এখানে আমরা যে মেমোরি পারফরম্যান্সের দেখা পেয়েছি সেটিকে মূলত বেস্ট বাজেট দিল হিসেবে আমাদের অনেকের কাছেই ভালো লাগতে পারে । এর পাশাপাশি প্রাইমারি ক্যামেরার সাথে আন্ডার ডিসপ্লেতে ফিজিক্যাল স্ক্যানার হিসেবে একটি মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির অবস্থান আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে । সেন্সরটি অনেকটা ফাস্ট এবং একুরেট হিসেবে কাজ করতে পারবে বলে আমি আশাবাদী । ( symphony z55 4/64 price in bangladesh )

ডিসপ্লে ফিচার


এবার আলোচনা করা যাক স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে । Symphony Z55 স্মার্টফোনটিতে একটি ভি টাইপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে । 6.52 ইঞ্চি সাইজের একটি মোটামুটি বড় আকৃতির একটি ডিসপ্লের দেখা আমরা এখানে পেয়ে যাবো । ডিসপ্লেটিতে থাকছে ফুল এইচডি রেজুলেশন । এখানে আরো রয়েছে 269 পিপিআই পিক্সেল ডেনসিটি । ডিসপ্লেটি মূলত একটি আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে খুবই ভালো একটি টাচ র্স্ক্রিনের দেখা আমরা এখানে পেয়ে যাব । তবে যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হল এখানে কিন্তু কোন প্রোটেকশন থাকছে না অর্থাৎ সেজন্য আমাদেরকে আলাদাভাবে একটি ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করে নিতে হবে । ডিসপ্লের ফিচারে থাকছে মাল্টি টাচ এবং সেখানে থাকছে না নোটিফিকেশন এলইডি । 

প্রাইস ডিল


Symphony Z55 স্মার্টফোনটিকে আমরা একটি ফ্রেন্ডলি বাজেট হিসেবে ধারনা করতে পারি তার কারণ হলো উপরে আমরা এর স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ধারণা লাভ করেছি এখন আমরা জানবো এই স্মার্টফোনটির ব্যবহার করার জন্য কত টাকা খরচ করতে হবে । আপনি যদি বাংলাদেশের মার্কেট থেকে এই স্মার্টফোনটি ক্রয় করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 12,490 টাকা । যদিও আন্তর্জাতিক মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 130$ । স্মার্ট ফোনটির ফিচার ডিটেইলস এবং প্রাইস ডিল সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম । স্মার্ট ফোনটির পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানাতে পারেন কমেন্ট বক্সে একটি কমেন্ট করে । ( symphony z55 Bangla Review )


সেরা ১০টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads