ডিসপ্লে সাইজ ও ব্যাটারি ব্যাকআপ
স্মার্টফোনটির ডিসপ্লেতে আইপিএস এলসিডি টাইপ প্যানেল দেওয়া হয়েছে , যার সাইজ 6.6 ইঞ্চি । এখানে মূলত নচ টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 90 HZ রিফ্রেশ রেট , আইপিএস এলসিডি ব্যবহার করার কারণে আপনারা কিন্তু সবসময়ই স্মার্টফোনটিতে 90 HZ অন করে চালাতে পারবেন সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না । এখানে আমরা এইচডি রেজুলেশনের দেখা পেয়েছি যেটা রয়েছে 720×1600 মেগাপিক্সেল । এছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন মাল্টি টাচ এবং 20:9 এসপেক্ট রেটিও রেট । ডিসপ্লের পাশাপাশি ব্যাটারি ব্যাকআপেও আমরা কিন্তু খুবই একটি অসাধারণ পারফরম্যান্স দেখতে পেয়েছি । ব্যাটারি ক্যাপাসিটিতে দেওয়া হয়েছে মোটামুটি মানের ব্যাকআপ যেখানে থাকছে 5,000 মিলি এম্পিয়ার পাওয়ার । স্মার্টফোনটি ফাস্ট চার্জিং হওয়ার জন্য এখানে একটি ফাস্ট চার্জিং ক্যাবল দেওয়া হয়েছে যেটির সাহায্যে 18 ওয়াট দ্রুত গতিতে চার্জ দেওয়া যাবে । ফুল চার্জ হতে স্মার্টফোনটি সময় নিয়ে নিবে প্রায় দুই ঘন্টার মত । তবে এখানে যদি একটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাবল দেওয়া হত তাহলে অনেকটা ভালো হতো ।
ক্যামেরা ফিচারস এবং নেটওয়ার্কিং সিস্টেম
প্রাইমারি ক্যামেরা ফাংশন গুলোকে লম্বালম্বি আকারে সাজানো হয়েছে যেটা দেখতে অনেকের কাছেই ভালো লাগবে । প্রাইমারি ক্যামেরার ওয়াইড ফাংশনে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর দেওয়া হয়েছে , এছাড়াও ডেপট ফাংশনে 2 মেগাপিক্সেল এর আরো একটি ক্যামেরার লেন্স রয়েছে । প্রাইমারি ক্যামেরা গুলোর ফিচারে থাকছে ফেইস ডিটেকশন , অটো ফোকাস , এইচডিআর , ডিজিটাল জুম ইত্যাদি ইত্যাদি । এছাড়াও সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় আকর্ষণীয়মানের 32 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে । 1080 পিক্সেলে ক্যামেরা লেন্সটির মাধ্যমে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে । এর পাশাপাশি নেটওয়ার্ক সিস্টেমে সর্বোচ্চ ফোরজি নেটওয়ার্ক উপভোগ করা যাবে । এছাড়াও থাকছে ওয়াইফাই হটস্পট , ব্লুটুথ , ওয়াইফাই ডিরেক্ট ইত্যাদি ওয়ারলেস নেটওয়ার্ক । ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে তবে থাকছে না এনএফসি । ব্রাউজিং সিস্টেমে স্মার্টফোনটির নেটওয়ার্ক ব্যবহার করা যাবে HTML 5 ।
বডি ডিজাইন এবং মেমারি পারফরম্যান্স
আকর্ষণীয় ডিজাইনের বডি লুকের সাথে মোবাইলটির সামনে গ্লাস ফ্রন্ট দেওয়া হয়েছে । স্মার্টফোনটিকে পাওয়া যাবে কালো , নীল এবং সবুজ কালারের তিনটি ভিন্ন কালারে । টেকনো কোম্পানিটি তাদের বডি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি আকর্ষণীয় করে থাকে । স্মার্টফোনটির রাইট সাইডে ভলিউম এবং পাওয়ার বাটন রয়েছে লেফ্ট সাইডে দেওয়া হয়েছে সিম এবং মেমোরি কার্ড ইজেক্টর । মেমোরি পারফরমেন্সেও তাদের অ্যারেঞ্জমেন্ট আমরা কিন্তু খুবই ভালো দেখেছি 4 জিবি রেম এর সাথে থাকছে 64 জিবি রোম । তবে আপনাদের যদি এক্সটার্নাল স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে সে ক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত ব্যবহার করে নিতে পারবেন । মেমোরি পারফরম্যান্স আমরা মোটামুটি ভালো ফিচার পেয়েছি বিশেষ করে এই বাজেটে । বডি ডিজাইনে আমরা খুবই শক্ত ম্যাটেরিয়ালের দেখা পেয়েছি তবে সাজেস্ট থাকবে একটি ব্যাক কভারের সাথে ব্যবহার করার । ( tecno spark 9t specs )
অপারেটিং সিস্টেম এবং ফিজিক্যাল স্ক্যানার
অপারেটিং সিস্টেমে স্মার্টফোনটি ব্যবহার করেছে google এর লেটেস্ট ভার্সন 12 যেটার মাধ্যমে অপারেটিং সিস্টেমকে রান করানো হয়েছে । এবং তারা এটাও সাজেস্ট করেছে যে নেক্সট টাইম গুগল যখন তাদের অপারেটিং সিস্টেমকে আপডেট করবে তখন আমরা এই স্মার্টফোনটির মাধ্যমেও সেই আপডেট করা এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করতে পারব । এটা খুবই একটি ভাল দিক বলা যেতে পারে । স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G37 । মিডিয়াম বাজেট হিসেবে এই প্রসেসরটি আমরা অনেক স্মার্টফোনে দেখতে পেয়ে থাকি । তবে কোম্পানিটি এখানে কিছু আপডেট আনলে ভালো হতো । ফিজিক্যাল স্ক্যানার হিসেবে পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট সেন্স , যেটিকে সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে । মিডিয়াম বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলোতে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে দেখে থাকি সচরাচর ।
প্রাইস বা মূল্য
টেকনোর মিডিয়াম বাজেটে স্মার্টফোন রিলিজ করার মূল কারণ হলো প্রায় ম্যাক্সিমাম মানুষ মিডিয়াম বাজেটে মোটামুটি ভালো মানের স্মার্ট ফোন ব্যবহার করার আগ্রহী । আর তাদের জন্যই কোম্পানিটি মিডিয়াম বাজেটে দারুন ফিচার এর স্মার্টফোন মার্কেটে নিয়ে আসে । এই স্মার্ট ফোনটির মূল্য মার্কেটে নির্ধারণ করা হয়েছে 14,990 টাকা । বাজেট হিসেবে যেটাকে কিন্তু মিডিয়াম বাজেট সিগমেন্ট বলা যেতে পারে । তবে বাজেট হিসেবে আমরা পারফরম্যান্স মোটামুটি ভালই পেয়েছি । ইন্ডিয়ান মার্কেটে যেটার মূল্য রয়েছে 9,299 রুপি । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে টেকনোর নতুন এই মডেলটির দাম রয়েছে 149$ । আপনাদের কাছে পার্সোনালি এই মডেলটি কেমন লেগেছে এবং এর প্রাইস পারফরমেন্স এর সাথে ঠিক আছে কিনা সেই বিষয়ে একটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন । ( tecno spark 9t price in bangladesh )
একটি মন্তব্য পোস্ট করুন