Ads

মিডিয়াম রেঞ্জের স্মার্টফোনগুলোর বেশ ভালো ছড়াছড়ি আমরা মার্কেট প্লেসে দেখতে পাই । তার মূল কারণ হলো জনপ্রিয়তা এবং ফিচার । একটু কম বাজেটে আমরা যদি ফিচার এবং স্পেসিফিকেশন ভালো পেয়ে যাই তাহলে জনপ্রিয়তা থাকারি কথা । আর এই বাজেটের মধ্যে স্মার্টফোন রিলিজ করার অন্যতম আরো একটি কোম্পানি হল টেকনো । কোম্পানিটি আমাদের মাঝে নতুন একটি মডেল নিয়ে হাজির হয়েছে ইতিমধ্যেই যেটির নাম Tecno Spark 9T । আসুন এক নজরে রিভিউর মাধ্যমে স্মার্টফোনটির ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করা হলো । এখানে আলোচনা করা হবে এই স্মার্টফোনটি কাদের জন্য ব্যবহারে ভালো হবে এবং কাদের জন্য অসুবিধা হতে পারে । এছাড়াও আমরা এখানে কি কি সুবিধা এবং অসুবিধার মুখোমুখি হব সে বিষয়গুলোকেও উপস্থাপন করা হবে আপনাদের মাঝে । ( টেকনো স্পার্ক 9 টি ফুল স্পেসিফিকেশন )


টেকনো স্পার্ক 9 টি ফুল স্পেসিফিকেশন | Tecno spark 9t full specifications

ডিসপ্লে ফিচার


6.6 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে । এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত একটি আইপিএসএলসিটি প্যানেল । আইপিএস এলসিডি প্যানেলগুলো দেখতেও নজর কারা এবং কাজের ক্ষেত্রেও অনেকটা মজবুত এবং টেকসই হয়ে থাকে এটা আমরা সকলেই হয়তোবা জানি । এলসিডি প্যানেলটিতে 266 পিপিআই পিক্সেল ডেন্সিটি রয়েছে । তবে এখানে আমরা কোন প্রটেকশন গ্লাস দেখা পাইনি । আর সেহেতু আমার পক্ষ থেকে সাজেশন থাকবে ডিসপ্লের উপরে অবশ্যই একটি প্রটেকশন আলাদাভাবে ব্যবহার করার । এবার কথা বলা যাক রিফ্রেস রেট নিয়ে । মিডিয়াম রেঞ্জ এর বাজেট হিসেবেও এখানে আমরা 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাব । এই বিষয়টি কিন্তু অনেকের কাছেই ভালো লাগবে বলে আমার ধারণা । টেকনো তাদের অন্যান্য ডিভাইসের মতো এই ডিভাইসটিতে একটি বড়সড় ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে দিয়েছে । 

ব্যাটারি এবং সিকিউরিটি

 

নতুন স্মার্টফোনটিতে আমরা 5,000 মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি ব্যাকআপ দেখতে পেয়েছি যেটাকে আমরা বাজেট হিসেবে এক কথায় অসম বলতে পারি । ফোনটির ফুল বডি বড় হওয়ার অন্যতম একটি কারণ হলো এই ব্যাটারিব্যাটারিটিকে চার্জ করার জন্য দশ ওয়াটের একটি ফাস্টেস্ট কেবল অথবা চার্জার ব্যবহার করা হয়েছে যে বিষয়টি আপনাদের কাছে অনেকটাই হতাশজনক বলে মনে হতে পারে । এটা দেখার পর আমার কাছে অনেকটা হতাশ মনে হয়েছিল কারণ ৫০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি দশ ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে চার্জ হতে অনেকটা সময় লেগে যাবে । সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে আন্ডার ডিসপ্লেতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির দেখা পেয়ে যাব এছাড়াও আরো থাকছে এক্সিলারোমিটার , প্রক্সিমিটি ইত্যাদি ইত্যাদি । এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে সেটি কিন্তু অনেকটাই ফাস্টেস্ট এবং একুরেট ভাবে কাজ করতে পারবে বলে আমার ধারণা । 

ক্যামেরা পারফরমেন্স এবং নেটওয়ার্ক


স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা পারফরম্যান্সে ডুয়েল ক্যামেরার ডিজাইন দেওয়া হয়েছে । ক্যামেরা দুটিকে লম্বালম্বি আকারে সাজানো হয়েছে , যা অনেকের কাছেই ভালো লাগবে বলে আশা করি । প্রাইমারি ক্যামেরার ওয়াইড সেনসোরে ১২ মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে এবং এর সাথে দুই মেগাপিক্সেলের ডেপট সেন্সর ব্যবহার করা হয়েছে । এই স্মার্ট ফোনের ক্যামেরা ফাংশন এর যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এর সেলফি ক্যামেরা । সেলফি ক্যামেরা ফাংশনে ৩২ মেগাপিক্সেলের মতো একটি আকর্ষণীয় লেন্স ব্যবহার করা হয়েছে যা মিডিয়াম বাজেটে আমরা বেস্ট হিসেবে গণনা করতে পারি । স্মার্টফোনটির নেটওয়ার্ক পারফরমেন্সে আমরা সর্বোচ্চ ৪জি নেটওয়ার্ক স্পিড পেয়ে যাব । তারবিহীন যে নেটওয়ার্কগুলো রয়েছে যেমন ওয়াইফাই হটস্পট , ব্লুটুথ ওয়াই ফাই ডাইরেক্ট ইত্যাদি সেগুলোতেও আমরা ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছি । ( Tecno spark 9t full specifications )

বডি ডিজাইন


সচরাচর আমরা কিন্তু দেখে থাকি টেকনোর স্মার্টফোনগুলো কিছুটা বড় হয়ে থাকে । বড় স্মার্টফোন অনেকে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করে আর তাদের জন্য এটি একটি বেস্ট ফোন হবে মার্কেটের মধ্যে মিডিয়াম রেঞ্জে এমনটাই মনে হয়েছে আমার কাছে । 8.7 মিলিমিটার এই স্মার্টফোনটির ওজন কিন্তু ২০০ গ্রাম । ডিভাইসটির ওজন কিছুটা বড় বলে আমাদের কাছে মনে হতে পারে বাট আইপিএস এলসিডি প্যানেল এবং ব্যাটারির জন্য এর ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে । সম্পূর্ণ বডি ফ্রেম প্লাস্টিকের আবরণে তৈরি যেদিকে একটি প্লাস্টিকের কভারে ব্যবহার করার সাজেস্ট দেওয়া হল আমার পক্ষ থেকে । মিনিমাল নচ টাইপের বডি ফ্রেম আমাদের অনেকের কাছে পছন্দ । তাদের জন্য এটি হতেই পারে বাজারের সেরা একটি স্মার্টফোন । 

অপারেটিং সিস্টেম এবং মেমোরি

 

গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন android 12 এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে যার প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হেলিও G37 । যেটি মূলত একটি অকটা কোর প্রসেসর । মেমোরি পারফরমেন্সে আমরা দেখতে পেয়েছি একটি ভারিয়ান্ট যেখানে ram হিসেবে রয়েছে 4 জিবি এবং রুম থাকছে ১২৮ জিবি । স্বল্প মূল্যে বেশি স্ট্যাটাস হয়তো আমরা অনেকেই আশা করে থাকি আর তাদের কথাই মাথায় রেখে টেকনো তাদের নতুন এই সিরিজটিতে মেমোরি পারফরম্যান্স ভালো দিয়েছে এটা বলা যায় । স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্স আপনাদের সকলের কাছে পছন্দ হবে এটা কিন্তু আশা করা যায় । 

প্রাইস ডিল


স্মার্টফোনটির ফুল স্পিসিফিকেশন এবং ফিচার দেখে আমাদের কাছে মনে হতে পারে যে টেকনো মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে তাদের গ্রাহকদের । উদাহরণস্বরূপ আমরা টেকনোর স্মার্টফোনটিকেই বলতে পারি । Tecno Spark 9T স্মার্টফোনটির মূল্য আন্তর্জাতিক মার্কেটে নির্ধারণ করা হয়েছে 149$ । ইন্ডিয়ার মার্কেটের যেটির মূল্য রয়েছে 9,799 রুপি । বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য রয়েছে 14,990 টাকা । বাজেট সিগমেন্টে স্পেসিফিকেশন এবং ফিচার আমার মতে টেকনো এখানে বেশ ভালো দিয়েছে তবে আপনার কাছে কেমন লেগেছে সে বিষয়টি জানাতে পারেন কমেন্ট বক্সে একটি কমেন্টের মাধ্যমে । ( Tecno Spark Slim 9T price )


Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads