ডিসপ্লে ফিচার
6.6 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে । এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত একটি আইপিএসএলসিটি প্যানেল । আইপিএস এলসিডি প্যানেলগুলো দেখতেও নজর কারা এবং কাজের ক্ষেত্রেও অনেকটা মজবুত এবং টেকসই হয়ে থাকে এটা আমরা সকলেই হয়তোবা জানি । এলসিডি প্যানেলটিতে 266 পিপিআই পিক্সেল ডেন্সিটি রয়েছে । তবে এখানে আমরা কোন প্রটেকশন গ্লাস দেখা পাইনি । আর সেহেতু আমার পক্ষ থেকে সাজেশন থাকবে ডিসপ্লের উপরে অবশ্যই একটি প্রটেকশন আলাদাভাবে ব্যবহার করার । এবার কথা বলা যাক রিফ্রেস রেট নিয়ে । মিডিয়াম রেঞ্জ এর বাজেট হিসেবেও এখানে আমরা 90 Hz রিফ্রেশ রেট পেয়ে যাব । এই বিষয়টি কিন্তু অনেকের কাছেই ভালো লাগবে বলে আমার ধারণা । টেকনো তাদের অন্যান্য ডিভাইসের মতো এই ডিভাইসটিতে একটি বড়সড় ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে দিয়েছে ।
ব্যাটারি এবং সিকিউরিটি
নতুন স্মার্টফোনটিতে আমরা 5,000 মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি ব্যাকআপ দেখতে পেয়েছি যেটাকে আমরা বাজেট হিসেবে এক কথায় অসম বলতে পারি । ফোনটির ফুল বডি বড় হওয়ার অন্যতম একটি কারণ হলো এই ব্যাটারি । ব্যাটারিটিকে চার্জ করার জন্য দশ ওয়াটের একটি ফাস্টেস্ট কেবল অথবা চার্জার ব্যবহার করা হয়েছে যে বিষয়টি আপনাদের কাছে অনেকটাই হতাশজনক বলে মনে হতে পারে । এটা দেখার পর আমার কাছে অনেকটা হতাশ মনে হয়েছিল কারণ ৫০০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি দশ ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে চার্জ হতে অনেকটা সময় লেগে যাবে । সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে আন্ডার ডিসপ্লেতে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির দেখা পেয়ে যাব এছাড়াও আরো থাকছে এক্সিলারোমিটার , প্রক্সিমিটি ইত্যাদি ইত্যাদি । এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে সেটি কিন্তু অনেকটাই ফাস্টেস্ট এবং একুরেট ভাবে কাজ করতে পারবে বলে আমার ধারণা ।
ক্যামেরা পারফরমেন্স এবং নেটওয়ার্ক
স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা পারফরম্যান্সে ডুয়েল ক্যামেরার ডিজাইন দেওয়া হয়েছে । ক্যামেরা দুটিকে লম্বালম্বি আকারে সাজানো হয়েছে , যা অনেকের কাছেই ভালো লাগবে বলে আশা করি । প্রাইমারি ক্যামেরার ওয়াইড সেনসোরে ১২ মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে এবং এর সাথে দুই মেগাপিক্সেলের ডেপট সেন্সর ব্যবহার করা হয়েছে । এই স্মার্ট ফোনের ক্যামেরা ফাংশন এর যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এর সেলফি ক্যামেরা । সেলফি ক্যামেরা ফাংশনে ৩২ মেগাপিক্সেলের মতো একটি আকর্ষণীয় লেন্স ব্যবহার করা হয়েছে যা মিডিয়াম বাজেটে আমরা বেস্ট হিসেবে গণনা করতে পারি । স্মার্টফোনটির নেটওয়ার্ক পারফরমেন্সে আমরা সর্বোচ্চ ৪জি নেটওয়ার্ক স্পিড পেয়ে যাব । তারবিহীন যে নেটওয়ার্কগুলো রয়েছে যেমন ওয়াইফাই হটস্পট , ব্লুটুথ ওয়াই ফাই ডাইরেক্ট ইত্যাদি সেগুলোতেও আমরা ভালো পারফরম্যান্স দেখতে পেয়েছি । ( Tecno spark 9t full specifications )
বডি ডিজাইন
সচরাচর আমরা কিন্তু দেখে থাকি টেকনোর স্মার্টফোনগুলো কিছুটা বড় হয়ে থাকে । বড় স্মার্টফোন অনেকে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করে আর তাদের জন্য এটি একটি বেস্ট ফোন হবে মার্কেটের মধ্যে মিডিয়াম রেঞ্জে এমনটাই মনে হয়েছে আমার কাছে । 8.7 মিলিমিটার এই স্মার্টফোনটির ওজন কিন্তু ২০০ গ্রাম । ডিভাইসটির ওজন কিছুটা বড় বলে আমাদের কাছে মনে হতে পারে বাট আইপিএস এলসিডি প্যানেল এবং ব্যাটারির জন্য এর ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে । সম্পূর্ণ বডি ফ্রেম প্লাস্টিকের আবরণে তৈরি যেদিকে একটি প্লাস্টিকের কভারে ব্যবহার করার সাজেস্ট দেওয়া হল আমার পক্ষ থেকে । মিনিমাল নচ টাইপের বডি ফ্রেম আমাদের অনেকের কাছে পছন্দ । তাদের জন্য এটি হতেই পারে বাজারের সেরা একটি স্মার্টফোন ।
অপারেটিং সিস্টেম এবং মেমোরি
গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন android 12 এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে যার প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হেলিও G37 । যেটি মূলত একটি অকটা কোর প্রসেসর । মেমোরি পারফরমেন্সে আমরা দেখতে পেয়েছি একটি ভারিয়ান্ট যেখানে ram হিসেবে রয়েছে 4 জিবি এবং রুম থাকছে ১২৮ জিবি । স্বল্প মূল্যে বেশি স্ট্যাটাস হয়তো আমরা অনেকেই আশা করে থাকি আর তাদের কথাই মাথায় রেখে টেকনো তাদের নতুন এই সিরিজটিতে মেমোরি পারফরম্যান্স ভালো দিয়েছে এটা বলা যায় । স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্স আপনাদের সকলের কাছে পছন্দ হবে এটা কিন্তু আশা করা যায় ।
প্রাইস ডিল
স্মার্টফোনটির ফুল স্পিসিফিকেশন এবং ফিচার দেখে আমাদের কাছে মনে হতে পারে যে টেকনো মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে তাদের গ্রাহকদের । উদাহরণস্বরূপ আমরা টেকনোর স্মার্টফোনটিকেই বলতে পারি । Tecno Spark 9T স্মার্টফোনটির মূল্য আন্তর্জাতিক মার্কেটে নির্ধারণ করা হয়েছে 149$ । ইন্ডিয়ার মার্কেটের যেটির মূল্য রয়েছে 9,799 রুপি । বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য রয়েছে 14,990 টাকা । বাজেট সিগমেন্টে স্পেসিফিকেশন এবং ফিচার আমার মতে টেকনো এখানে বেশ ভালো দিয়েছে তবে আপনার কাছে কেমন লেগেছে সে বিষয়টি জানাতে পারেন কমেন্ট বক্সে একটি কমেন্টের মাধ্যমে । ( Tecno Spark Slim 9T price )
একটি মন্তব্য পোস্ট করুন