বডি ডিজাইন
ল্যাপটপটিকে প্লাস্টিকের বা পলি কার্বনের মেড ফিনিশিং দেওয়া হয়েছে বডি ডিজাইনে । যেহেতু প্লাস্টিকের ডিজাইন বা বিল কোয়ালিটি এখানে রয়েছে সেহেতু আমি বলব এখানে দাগ লেগে যাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি । এছাড়াও ল্যাপটপটির বডি ডিজাইনের একেবারে মিডিল সেন্টারে ওয়ালটনের লোগো বেন্ডিং করে রাখা হয়েছে যেটা দেখতে অনেকটা ভালো লেগেছে । বডি ডিজাইনের নিচের অংশে একটি টাচপেড রাখা হয়েছে যেটাকে মূলত কিছুটা বামদিকে রাখা হয়েছে ব্যবহারের সুবিধার জন্য । এখানে আমরা যে টাইপ বাটন গুলো পেয়েছি সেগুলো কিন্তু দেখতে অনেকটাই মসৃণ । বডি ডিজাইনের ডান দিকে টাইপ A পোর্ট রয়েছে এবং তার অপর পাশে থাকছে অডিও হেডফোন জ্যাক । বডির ডান পাশে আমরা পেয়ে যাবো পাওয়ার বাটন । ল্যাপটপটির একটি ভালো দিক হলো এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটিকে আপনি আলাদাভাবেও ব্যবহার করতে পারবেন এবং চার্জ দেওয়ার জন্য থাকছে একটি অ্যাডাপ্টার ।
ডিসপ্লে সাইজ
Walton Prelude N5001B ল্যাপটপটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি যেটিকে আমরা মাঝারি আকারের ডিসপ্লে সাইজ হিসেবে ধরতে পারি । তবে আমার কাছে ডিসপ্লের ক্ষেত্রে একটি বিষয় মনে হয়েছে সেটি হল এখানে যে বেজেল লেস রাখা হয়েছে সেটাকে আরো যদি কিছুটা ন্যারো রাখা হতো তাহলে দেখতে অনেকটা ভালো লাগতো , যেটা আসলে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে । এভাবে ব্যবহার করার সময় আমরা ডিসপ্লেটিতে এইচডি রেজুলেশন থাকা সত্ত্বেও ভিডিও প্লে ব্যাক দেখার সময় রেজুলেশনের কিছুটা ঘাটতি দেখতে পাবো । এছাড়াও আপনি ইনডোরে ব্যবহার করার সময় ব্রাইটনেস ভালই পাবেন তবে আউটডোরে কিছুটা ঝামেলা হতে পারে । ডিসপ্লের ক্ষেত্রে বাজেট হিসেবে আমরা কিন্তু মানিয়ে নিতে পারি পারফরমেন্স গুলোকে । ( ওয়ালটন প্রিলিউইড ল্যাপটপ স্পেসিফিকেশন )
Processor এবং মেমোরি
ওয়ালটনের নতুন এই ল্যাপটপটিতে আমরা খুবই ভালো মানের একটি প্রসেসরের দেখা পেয়েছি । Intel N5000 1.10 GHz ব্যবহার করা হয়েছে যেটাকে আমরা মিডিয়াম বাজেট মোটামুটি বেশ কয়েকটি ল্যাপটপে দেখতে পাই । Burst ফ্রিকুয়েন্সি রয়েছে 2.70 GHz । গ্রাফিক্স ডিজাইনে দেওয়া হয়েছে Intel USD 605 । মেমোরি পারফরম্যান্সে আমরা 8 জিবি রেম এবং 256 জিবি রোম রয়েছে । মিডিয়াম বাজেট রেঞ্জি অন্যান্য কোম্পানির ল্যাপটপগুলোতে ওয়াল টনের দ্বিতীয় মোটামুটি বেশ ভালো হিন্দি পারফরম্যান্স দেখেছি বিশেষ করে processor এবং memory তে । এটি একটি ভালো ইফেক্ট বলা যেতে পারে । এছাড়াও ল্যাপটপের ক্ষেত্রে আমরা যদি বেশি মেমোরি পারফরম্যান্স আশা করে থাকি তাহলে অবশ্যই একটি পেনড্রাইভ ব্যবহার করার সাজেশন থাকবে ।
ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপটি কেমন হতে পারে ?
বিভিন্ন ব্রাউজিং এবং সামাজিক গণমাধ্যমগুলো ব্যবহার করার সময় আমরা ল্যাপটপটির মাধ্যমে খুব ভালো একটি পারফরমেন্সের দেখা পাব তবে আপনি যদি ইচ্ছে প্রকাশ করেন যে ওয়ালটনের এই ল্যাপটপটির মাধ্যমে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো হয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন , ফটো এডিটিং থেকে শুরু করে যাবতীয় অন্যান্য কাজকর্মগুলো আমরা কিন্তু এখানে বেশ ভালো পারফরমেন্স এর সাথে করতে পারব না । এক কথায় বলা যেতে পারে আপনি হেব্বি লাগছে এর কাজগুলো করার জন্য এই ল্যাপটপটিকে যদি টার্গেট করে থাকেন তাহলে কিন্তু সেটি আপনাকে ভালো ফিচার দিতে অনেকটাই ব্যর্থ হবে বলে আমার ধারণা । তবে যারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কাজগুলো করার জন্য ল্যাপটপটির ব্যবহার করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি পারফেক্ট বলেই আমার কাছে মনে হয়েছে । তো পরিশেষে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং এর কাজগুলোতে সফলতা লাভ করার জন্য এই ল্যাপটপটি আপনাকে তেমন হেল্প করতে পারবে না ।
প্রাইস বা দাম
ওয়ালটন দেশীয় ব্র্যান্ড হিসেবে আমাদের মাঝে খুব স্বল্পমূল্যের ভিতরেই কিন্তু আমাদেরকে অফার করে থাকে ভালো মানের ল্যাপটপ যা আমরা Walton prelude N50001B ল্যাপটপটির ভিতরে দেখতে পাই । ল্যাপটপ থেকে ব্যবহার করতে হলে আপনাকে বাংলাদেশের মার্কেটে খরচ করতে হবে 28,471 টাকা । যদিও আন্তর্জাতিক মার্কেটে এই ল্যাপটপটির মূল্য আরো কিছুটা কম রয়েছে । ল্যাপটপটির পারফরম্যান্স সম্পর্কে আমরা মোটামুটি একটি আইডিয়া এবং প্রায় সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারলাম । বাজেট হিসেবে পারফরম্যান্স আমার কাছে মোটামুটি ঠিকঠাক বলেই মনে হয়েছে তবে এখন পর্যন্ত বডি ডিজাইন এবং কিছু কিছু জায়গায় walton এর ঘাটতি রয়েছে এবং নেক্সট টাইমে তারা অবশ্যই সেগুলোকে পূরণ করে মার্কেটে নতুন ভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে বলে আমি আশাবাদী । ( walton prelude n5000 price )
You can enjoy real cash slots in your desktop, smartphone, or tablet. The web on line casino market is now flourishing, with hundreds of thousands of latest prospects becoming a member of every day. People could now enjoy their preferred on line casino activities with some clicks from anyplace in the globe, due to advances in expertise. The purpose of 퍼스트카지노 half in} with free spins on registration no deposit for 2022 on line casino activities is to have enjoyable whereas probably successful cash. However, rising your odds of successful depends on a variety of|quite a lot of|a big selection of} circumstances, the majority of of} that are exterior your control.
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন