Ads

স্বল্পমূল্যের ভিতরে ল্যাপটপ রিলিজ করার আরো একটি অন্যতম ব্রান্ড হলো hp । কোম্পানিটি তাদের বেশ কয়েকটি প্রিভিয়াস মডেলের মধ্য দিয়েও মার্কেটে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে । আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি বা ল্যাপটপ প্রেমী রয়েছি তাদের কাছে খুবই জনপ্রিয় একটি কোম্পানি হলো এইচপি ব্রান্ড । আর এই কোম্পানিটি আমাদের মাঝে নতুন করে আরো একটি ল্যাপটপ নিয়ে আসলো , সে ল্যাপটপটির নাম হল HP 255g8 । মডেলটি আমাদের অনেকের কাছেই খুবই জনপ্রিয় একটি মডেল হতে পারে । আমরা যারা এইসপি লাভার রয়েছি তাদের জন্য এটি একটি খুবই সুখবর হতে পারে । এই রিভিটির মধ্য দিয়ে আমরা এই ল্যাপটপটির খুঁটিনাটি প্রায় সকল দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরব । এতে করে আপনারা অনেক উপকৃত হতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের জন্য কেমন হতে পারে ? 

এইসপি 255 জি এইট ল্যাপটপ রিভিউ 2022 | hp 255 g8 ryzen 5 5500u Specification

বডি ডিজাইন এবং নেটওয়ার্ক


ল্যাপটপটির বডি ডিজাইনে আমরা ম্যাড ফিনিশিং দেখতে পেয়ে যাব এবং ল্যাপটপের উপরের অংশেই এইচপি ব্রান্ডের নামটি খুবই সুন্দর করে ব্রান্ডিং করে রাখা হয়েছে । এটা অবশ্য দেখতে আমার কাছে অনেকটা ভালো লেগেছে । বডির ঠিক নিজের প্রান্তে ডান পাশে পাওয়ার বাটন রাখা হয়েছে এবং তার বিপরীত পাশে রাখা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিং ক্যাবল এবং 3.5 এম এম হেডফোন জ্যাক । ল্যাপটপটি একটি ভ্যারিয়েন্ট কালারে মার্কেটে লঞ্চ হয়েছে আর সেই কালারটি আমাদের সকলেরই পরিচিত একটি কালার সিলভার ও কালো। স্মার্টফোনটির ওজন কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বলেই মনে হয়েছে 1 কেজি 700 গ্রাম । বডি ডিজাইন এর ক্ষেত্রে ল্যাপটপটিতে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট আনা হয়েছে । এছাড়া ও নেটওয়ার্কিং সিস্টেমে ওয়ারলেস নেটওয়ার্ক গুলোর পারফরম্যান্স বেশ ভালো পাওয়া যাবে বলে ধারণা করা যায় । এছাড়াও ব্যবহার করার সুযোগ থাকছে ব্লুটুথ , ওয়াইফাই ডিরেক্ট , হটস্পট । ( এইসপি 255 জি এইট ল্যাপটপ রিভিউ 2022 )


মেমোরি পারফরম্যান্স ও প্রসেসর


মেমোরি পারফরমেন্সের ক্ষেত্রে এই ল্যাপটপটিতে আমরা খুবই ভালো মেমোরি পারফরম্যান্স দেখতে পেয়েছি । এখানে রেম হিসেবে ব্যবহার করা হয়েছে 8 জিবি এবং রোম হিসেবে থাকছে 256 জিবি । এখানে আমরা আউটস্ট্যান্ডিং মেমোরি পারফরম্যান্স লক্ষ করতে পেরেছি । এছাড়াও আপনাদের যদি আরো বেশি মেমোরি পারফরমেন্স এর প্রয়োজন হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে একটি পেনড্রাইভ ব্যবহার করতে পারেন । এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Ryzen 5500u এবং গেমিং গ্রাফিক্সের জন্য থাকছে AMD Radeon Graphic । মোটামুটি বাজেট হিসেবে ভালো মানের প্রসেসর ব্যবহার করতে দেখেছি কোম্পানিটিকে । স্মার্টফোনটিকে রান করা হয়েছে উইন্ডোজ এলিভেন এর মধ্য দিয়ে । আরেকটি মজার খবর হচ্ছে এটিকে আপনারা পরবর্তীতে আপডেট করেও ব্যবহার করতে পারবেন । 


ব্যাটারি পাওয়ার এবং ডিসপ্লে সেকশন


3 Cell লিথিয়াম লন টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ক্যাপাসিটিতে দেওয়া হয়েছে 41 কিলোওয়াট পাওয়ার । ইউজারদের জন্য এটি একটি খুবই সুসংবাদ হতে পারে । ভালো মানের ব্যাটারী ব্যাকআপ দেওয়ার কারণে দীর্ঘ সময় ব্যবহার করার সুবিধা থাকছে । এটা আমাদের জন্য একটি ভালো খবর আমরা অনেকেই একটু মিডিয়াম বাজাটে কিছুটা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ আশা করে থাকি , তাদের জন্য এই কোম্পানিটি খুবই ভালো একটি সুযোগ এনে দিয়েছে এই ল্যাপটপটির মধ্য দিয়ে । আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরে । কেবলমাত্র এখানেই শেষ নয় ল্যাপটপটিতে থাকছে খুবই চমৎকার এবং নজর কারা ডিসপ্লে । 15.6 ইঞ্চির সাইজের একটি মানসম্মত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে থাকছে 60 HZ রিফ্রেশ রেট । ডিসপ্লে মূলত একটি FHD টাইপের ডিসপ্লে । HP কোম্পানিটি তাদের ম্যাক্সিমাম ল্যাপটপ গুলোতেই এই ধরনের ডিসপ্লে ব্যবহার করে থাকে কম বেশি ।


গেমিং পারফরম্যান্স কেমন হবে ?


এই সময়ে এসে একটি মিডিয়াম বাজেটের ল্যাপটপ থেকে আমরা কিন্তু মোটামুটি কিছুটা হলেও গেমিং পারফরম্যান্স আশা করতে পারি । hp কোম্পানির নতুন এই ল্যাপটপটির মাধ্যমে আপনারা অনলাইন ভিত্তিক গেমসগুলো উপভোগ করতে পারবেন । তবে যারা প্রফেশনাল মানের গেম প্লে করতে চান তাদের জন্য এটা হয়তো ততটা ভালো হতে পারবেনা বাট যারা মিডিয়াম বাজেটে মিডিয়াম গেমিং পারফরম্যান্স খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এটি কিন্তু খুবই ভালো একটি গেমিং ল্যাপটপ হতে পারে । তার কারণ হলো এখানে ভালো মানের প্রসেসর দেওয়া হয়েছে এবং মেমোরি পারফরম্যান্স মোটামুটি ভালো দেখা গেছে । অনলাইন থেকে গেমসগুলোতে আমরা একটু উন্নত মানের গ্রাফিক্স ডিজাইন লক্ষ্য করতে পারবো তার কারণ হলো এই ল্যাপটপটিতে প্রোভাইড করা হয়েছে  AMD Radeon Graphics । যেটার মাধ্যমে আমরা একটু ভালো মানের গেমিং পারফরম্যান্স উপভোগ করতে পারব বলে আশা করা যায় । pubg এবং ফ্রি ফায়ার সহ অন্যান্য অনলাইন ভিত্তিক গেমস গুলো আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন । ( hp 255 g8 ryzen 5 5500u Specification )


প্রাইস বা মূল্য


এবার কথা বলা যাক বা আপনাদেরকে ধারণা দেওয়া যাক এই ল্যাপটপটি ব্যবহার করতে হলে আপনাদেরকে কি পরিমাণ টাকা খরচ করতে হতে পারে ? মনে মনে আমি যদি এই ল্যাপটপটি ব্যবহার করার সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করে ফেলেন তাহলে বাংলাদেশের মার্কেট থেকে এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আপনাকে খরচ করতে হবে 45,500 টাকা । এছাড়াও আপনি যদি ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে এই ল্যাপটপটিকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে 39,900 টাকা গুনতে হতে পারে । ল্যাপটপটির দাম বিভিন্ন দেশে বর্তমান সময়ে যা রয়েছে সেটা থেকেই থেকে ধারণা দেওয়া এবং ভবিষ্যতে এর দাম কিন্তু অনেকটা কমতে পারে । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে লপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে $324 । এছাড়াও ল্যাপটপটির অফিশিয়াল পেইজ থেকে জানা গেছে ল্যাপটপটির সাথে আপনারা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন । এখন ল্যাপটপটির পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়টি কমেন্টে জানাতে পারেন ।



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads