ডিসপ্লে কোয়ালিটি
huawei এর নতুন এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আমরা টিএফটি টাইপের ডিসপ্লের ব্যবহার দেখতে পেয়েছি যে টি তুলনামূলকভাবে অনেকটা মজবুত একটি ডিসপ্লে । যেটির সাইজ 6.75 ইঞ্চি । এখানে বেশ বড়সড়ো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । এছাড়াও এখানে আমরা ফুল এইচডি রেজুলেশন এর উপস্থিতি দেখতে পেয়েছি । যার কারণে আমরা যে কোন ভিডিও প্লেব্যাক ফুল এইচডি মুডে দেখতে পাবো এছাড়াও ডিসপ্লেটি যথেষ্ট পরিমাণ কালারফুল হওয়ার কারণে দেখতে অনেকটা নজর নন্দিত । বেশ কয়েকটি কালারকে ব্রাইট করে তুলতে পারে যেগুলো চোখে ধরা পড়ে খুব সহজেই । ব্রাইটনেসের পরিমাণও আমরা ভালো পেয়েছি । ডিসপ্লের সম্পর্কে আমাদের চোখে তেমন কোন অসুবিধা চোখে পড়বে না এটা আশা করি ।
ব্যাটারি পাওয়ার এবং নেটওয়ার্ক
huawei এর নতুন এই স্মার্টফোনটিতে বেস্ট পারফরমেন্সের একটি ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে তার কারণ হলো এর ব্যাটারি ক্যাপাসিটিতে আমরা 6,000 মিলি আম্পিয়ার পাওয়ার দেখতে পেয়েছি । যেটা অনেকটা অবাক করার মতই একটি বিষয় । এই বাজেটের মধ্যে 6,000 মিলি এম্পিয়ার পাওয়ার হয়তো আমরা অন্যান্য কোম্পানিগুলোতে খুব কম সময়েই দিতে দেখি । এছাড়াও থাকছে ফাস্ট চার্জিং সিস্টেম 22.5 ওয়াট । তবে এখানে কিন্তু আমরা কিছুটা ঘাতটি লক্ষ্য করেছি 6,000 মিলি এম্পিয়ার পাওয়ার এর একটি ব্যাটারি চার্জ করার জন্য যদি ৩৫ বা ৪০ ওয়াটের একটি চার্জার দেওয়া হতো তাহলে হয়তো ফুল চার্জ হওয়ার জন্য অনেকটা কম সময় নিত । নেটওয়ার্কিং সিস্টেমে আমরা এই স্মার্টফোনটির মাধ্যমে সর্বোচ্চ ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারব । অন্যান্য নেটওয়ার্ক গুলোর মধ্যে কেবলমাত্র nfc নেটওয়ার্ক বাদে বাকি সবগুলো নেটওয়ার্ক আমরা এখানে দেখতে পাবো ।
অপারেটিং সিস্টেম এন্ড মেমরি
হুয়াওয়ের কোম্পানিটি জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ হলো তারা নিজেরাই একটি নিজস্ব অপারেটিং সিস্টেম বানিয়ে নিয়েছে । এই স্মার্টফোনটিতে Hisilicon Kirin 710 ভার্সনের প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি মূলত 12 ন্যানোমিটারে তৈরি । ১২ ন্যানোমিটারে তৈরি হওয়ার কারণে এই স্মার্টফোনটির ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে । গেমিং গ্রাফিক্স এর জন্য কোম্পানিটি প্রোভাইড করেছে Mali-G51 । অপরদিকে আমরা যদি মেমোরি পারফরম্যান্সের কথা বলি তাহলে এখানে 4gb রেম এবং 128gb রোম রয়েছে । ইন্টারনাল অথবা এক্সটার্নাল স্টোরেজ যেটির কথাই বলি সেটি কিন্তু এই বাজেটে অনেকটা মানানসই । এখানে আপনার যদি বাড়তি স্টোরেজের প্রয়োজন হয়ে পড়ে তাহলে কিন্তু আপনি একটি আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত । ( huawei nova y70 processor )
ক্যামেরা এবং সিকিউরিটি সিস্টেম
ডিভাইসটিতে একটি নতুন ডিজাইনের ক্যামেরা পারফরম্যান্স দেওয়া হয়েছে বিশেষ করে প্রাইমারি ক্যামেরাগুলোতে । ক্যামেরার তিন থেকে লম্বালম্বি আকারে সাজানো হয়েছে যার ওয়াইড সেন্সরে আমরা ৪৮ মেগাপিক্সেল পেয়েছি । এছাড়াও কোম্পানিটি পাঁচ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ফাংশন রেখেছে যেটির মাধ্যমে ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে । ডেপট সেনসরে 2 মেগাপিক্সেলের দেখা পেয়েছি যেটা আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে । এখানে কোম্পানিটি যদি বাড়তি ফাংশনটি না রেখে আল্ট্রা ওয়াইড ফাংশনে যদি আর কিছু মেগাপিক্সেল বাড়িয়ে দিত তাহলে হয়তো বিষয়টি অন্যরকম হতো । সেলফি তোলার জন্য সামনের ক্যামেরা রেখেছে ৮ মেগাপিক্সেল । সিকিউরিটি অপশনে কোম্পানিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধারটি রেখেছে যেটার অবস্থান সঠিক জায়গায় বলেই আমার মনে হয়েছে ।
বডি ডিজাইন
হুয়াওয়ের বডি ডিজাইনগুলো কিছুটা অন্যরকম হয়ে থাকে যেটা আমরা দেখতে পেয়েছি এই স্মার্টফোনটির ক্ষেত্রেও । সাদা , নীল এবং কালো কালারের তিনটি ভিন্ন রঙে স্মার্টফোনটি মার্কেট প্লেসে রিলিজ করা হয়েছে তো এখান থেকে আপনি যেকোনো একটি চয়েস করতে পারেন । স্মার্টফোনটিতে প্লাস্টিকের আবরণ দেওয়া হয়েছে যা প্রথম দেখায় বোঝা অনেকটা কষ্টসাধ্য । এছাড়াও এখানে থাকছে পাওয়ার বাটন , হোম বাটন , ৩.৫ এমএম হেডফোন জ্যাক । স্মার্টফোনটির ওজন ১৯৯ গ্রাম । 9 মিলিমিটার চওড়া স্মার্টফোনটি কিন্তু মোটামুটি হ্যান্ডিবল বলা যেতে পারে যদিও আকারে কিছুটা বড় ।
প্রাইস বা মূল্য
এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটির মূল বিষয় নিয়ে অর্থাৎ আপনি যদি একজন হুয়াওয়ে লাভার হয়ে থাকেন তাহলে স্পেসিফিকেশনের পরে যে বিষয়টি জানা অত্যন্ত জরুরী আপনার জন্য সেটি হচ্ছে স্মার্টফোনটির প্রাইস । বাংলাদেশের মার্কেট থেকে huawei এর এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা এবং ইন্ডিয়ান মার্কেটে নির্ধারণ করা হয়েছে 16,999 রুপি । হ্যাঁ আরেকটি কথা যেটা না বললেই নয় স্মার্টফোনটির কিন্তু আমরা অফিসিয়াল ভার্সন মার্কেটে পেয়ে যাব । এবার দেখে নেই আন্তর্জাতিক মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে । পারফরম্যান্স এবং বাজেট নিয়ে এখানে কিন্তু ভাবার কিছু নেই । বাজেট হিসেবে পারফরমেন্সে আমরা একটি সামঞ্জস্য খুঁজে পেয়েছি । ( huawei nova y70 price detail )
একটি মন্তব্য পোস্ট করুন