ডিসপ্লে ফিচার
একটু প্রিমিয়াম বাজেটের ল্যাপটপগুলোর পারফরম্যান্স অনেকটা প্রিমিয়াম হয়ে থাকে এটা তো আমরা জানি । প্রথমেই আমার এই ল্যাপটপটির দিকে লক্ষ্য করলে দেখতে পারব এখানে ১৪ ইঞ্চির সাইজের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে । ডিসপ্লে সাইজ এক কথায় ভেরি গুড । ডিসপ্লেতে যে বেজেল এর পরিমাণ দেওয়া হয়েছে সেটিকে কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে যার কারণে ডিসপ্লেটি দেখতে অনেকটাই নজর কারা । এখানে OLED টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি অনেকটাই টেকসই । ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট পরিমাণ কালারফুল এবং এখানে ব্রাইটনেস এর পরিমাণ আমরা ভালো পেয়েছি । এছাড়াও ডিসপ্লেটিতে আরও থাকছে 2.8k রেজুলেশন তবে আমার কাছে যে বিষয়টি মনে হয় এখানে যদি 4k রেজুলেশন দেওয়া হতো তাহলে অনেকটাই ভালো হতে পারতো ।
বডি ডিজাইন
ডিজাইন এর কথা বলতে গেলে ল্যাপটপটি কিন্তু আমার কাছে পার্সোনালি ভাবে অনেক ভালো লেগেছে আমি এটাও আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে । এখানে একটি প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে অর্থাৎ যেটাকে আমরা ম্যাট ফিনিশিং বলতে পারি । ল্যাপটপটির ওজন কিন্তু 1 কেজি 400 গ্রাম । ল্যাপটপটির দিকে আমরা ইউএসবি সি পোর্ট । ল্যাপটপটির ওপরে পাশে আমরা lenovo কোম্পানির খুব একটি দারুন ব্র্যান্ডিং দেখতে পেরেছি । এখানে যে টাইপিং বাটন গুলো আমরা পেয়েছি সেগুলো মূলত ব্যাকলিন টাইপিং বাটন । যার কারণে আমরা বলতে পারি এখানে টাইপিং এক্সপেরিয়েন্স খুব ভালো পেয়ে যাবো । আর টাইপিং বাটনগুলোর নিচে একটি টাচপ্যাড দেওয়া হয়েছে ।
হার্ডওয়ার এবং মেমোরি
ল্যাপটপটির অন্যতম ফিচারগুলোর মধ্যে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে না ধরলেই নয় সেটি হল এখানে উইন্ডোজ 11 এর অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে এবং Intel core i7 প্রসেসর ব্যবহার করা হয়েছে । প্রসেসরটি একটি আপডেট প্রসেসের । যেহেতু প্রিমিয়াম একটি ল্যাপটপ সেহেতু বলা যেতে পারে এখানে একটি ভালো পারফরম্যান্স রয়েছে । এখানে থাকছে 12 জিবি রেম এবং 512 জিবি রোম । আমরা সকলেই হয়তো একটি বিষয় জানি আর সেটি হল মেমোরি পারফরম্যান্স যদি ভালো থাকে তাহলে আমরা সেই ল্যাপটপ এর মাধ্যমে যে কোন কাজকর্ম করতে পারবো । প্রিমিয়াম বাজেটের ল্যাপটপটিতে আমরা কিন্তু প্রিমিয়াম লেভেলের অপারেটিং সিস্টেম এবং মেমোরি পারফরমেন্স পেয়েছি । ( lenovo yoga slim 7i review )
সিকিউরিটি এবং নেটওয়ার্ক
সিকিউরিটি সিস্টেম হিসেবে এই ল্যাপটপটিতে আমরা দেখতে পেয়েছি ফিজিক্যাল স্ক্যানার । যেটিকে সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে । নেটওয়ার্কিং সিস্টেমে আপনি ভালো ব্যাক আপ এখানে পেয়ে যাবেন । অন্যান্য ল্যাপটপ গুলোর মতো এখানেও আমরা পেয়ে যাবো wifi direct , ব্লুটুথ এর মত অন্যান্য ওয়্যারলেস নেটওয়ার্ক । উইন্ডোজ ১১ ব্যবহার করার ফলে নেটওয়ার্ক সিস্টেমে খুবই ভালো ফিচার খুঁজে পাবো ।
গেমিং পারফরম্যান্স কেমন হবে ?
আমরা অনেকেই রয়েছি যারা একটি ল্যাপটপ এর মাধ্যমে অনলাইন জগতের গেমস গুলো প্লে করতে চাই । অ্যাকচুয়ালি যারা আসলে গেম লাভার এবং এই ল্যাপটপটির মাধ্যমে হাই লেবেলের গেম প্লে করতে চায় এবং দীর্ঘ সময়ের জন্য আমার মতে এই ল্যাপটপটি তাদের জন্য বেশ ভালো পারফরম্যান্স বয়ে আনতে ব্যর্থ হবে । তবে আপনি চাইলে টুকটাকভাবে গেম প্লে করতে পারবেন তবে সেটি একটি নির্দিষ্ট সময়ের জন্য । যারা আসলে গেম লাভার এবং এই ল্যাপটপটির মাধ্যমে গেম প্লে করতে ইচ্ছুক , তাদেরকে আমি এই ল্যাপটপটিকে recomment করতে পারবো না ।
মূল্য
প্রিমিয়াম বাজেট তো ঠিক আছে এটা বুঝে গেল কথা হল স্পেসিফিকেশন এবং ফিচার দেখে আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে ল্যাপটপটির মূল্য কত হতে পারে ? Lenovo Yoga Slim 7i pro ল্যাপটপটির মূল্য আন্তর্জাতিক বাজারে নির্ধারণ করা হয়েছে 950$ এবং ইন্ডিয়ান মার্কেট নির্ধারণ করা হয়েছে 106,290 রুপি । বাংলাদেশের মার্কেটে এই ল্যাপটপটির মূল্য রয়েছে 137,000 টাকা । ল্যাপটপটির মূল্য এবং স্পেসিফিকেশন আমরা জানলাম এখন কথা হল আপনার কাছে কেমন লেগেছে সে মতামতটি জানাতে পারেন কমেন্ট বক্সে । ( Lenovo Yoga Slim 7i pro price detail )
একটি মন্তব্য পোস্ট করুন