Ads

শাওমি তার পোকো সিরিজের মধ্য দিয়ে মার্কেটে ব্যাপক পরিমাণে সফলতা অর্জন করতে পেরেছি । পোকো সিরিজের মাধ্যমে তারা তাদের গ্রাহকদেরকে অল্প বাজেটে বেস্ট পারফরম্যান্স অফার করে থাকে । আর এজন্যই শাওমি লাভাররা সবসময় একটি অপেক্ষার  প্রহর গুনতে থাকে মার্কেটে তাদের নতুন মডেল রিলিজ হওয়ার জন্য । পোকো সিরিজের বিশেষ করে সি মডেলটি প্রতিনিয়তই আমাদেরকে একটু কম বাজেটে চেষ্টা করে থাকে । তারা তাদের গ্রাহকের কথা মাথায় রেখে Poco C40 মডেলটিকে মার্কেটে রিলিজ করে দিল । এই মডেলটি মার্কেটে কেমন জনপ্রিয়তা অর্জন করতে পারবে ? কাজের পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন গুলো কি কি সুবিধা আসবে এবং কি কি অসুবিধা বয়ে বেড়াতে হবে সেটি এখন জানার বিষয় । আমরা পোকোর সিরিজের প্রিভিয়াস ভার্সনগুলোতে মোটামুটি ভালো স্পেসিফিকেশন এবং ফিচার দেখতে পেয়েছিলাম । এখানে আমরা কি কি ফিচার পাব সেটি জেনে নেওয়া যাক রিভিউর মাধ্যমে । ( রেডমি সি 40 বাংলা রিভিউ )


রেডমি সি 40 বাংলা রিভিউ 2022 | redmi poco c40 full specification detail

ডিসপ্লে সাইজ


আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এখানে ব্যবহার করা হয়েছে যেটির সাইজ 6.71 ইঞ্চি । ডিসপ্লে টিকে গরিলা গ্লাসের মাধ্যমে প্রটেকশন করে রাখা হয়েছে । স্মার্টফোনটির ডিসপ্লে কিন্তু খুবই কালারফুল একটি ডিসপ্লে যেটার ব্রাইটনেসের পরিমাণ আমরা খুব ভালো পেয়েছি । স্মার্টফোনটিতে ব্রাইটনেস রয়েছে 400 নিটস । যার কারণে আমরা ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবো না এটাও কিন্তু বলা যায় । 720×1620 পিক্সেল রেজুলেশন রয়েছে । এখানে পিপিআই ডেন্সিটি রয়েছে 269 । এখানে ডিসপ্লের ফিচারে আমরা মাল্টিটাচ এর দেখা পেয়েছি । শাওমির স্মার্টফোন হিসেবে সিরিজের এই মডেলদের ডিসপ্লে তুলনামূলকভাবে কিছুটা বড় রাখা হয়েছে । এখন এটা আপনার জন্য কেমন হতে পারে সেটা নির্ভর করবে আপনার উপর যদি আপনি একটি বড় ডিসপ্লে চয়েজ করে থাকেন তাহলে এই মডেলটি আপনার জন্য অপেক্ষা করছে । 

ব্যাটারি এবং নেটওয়ার্ক 


স্মার্টফোনটির ব্যাটারি পারফরমেন্সে আমরা একটি অসামে কাপড় দেখতে পেয়েছি যা ক্যাপাসিটিতে থাকছে 6,000 মিলিএম্পিয়ার পাওয়ার । এটা দেখার পর অনেকেরই কিন্তু এই স্মার্টফোনটি ব্যবহার করা আগ্রহ বেড়ে যাবে । এছাড়াও স্মার্টফোনটিকে চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জিং কেবল দেওয়া হয়েছে 18 ওয়াটের । তবে এখানে আমার একটি কথা রয়েছে ১৮ ওয়াটের পরিবর্তে যদি এখানে ৩০ ওয়াট দেওয়া হতো তাহলে কিন্তু স্মার্টফোনটি চার্জ হওয়ার জন্য অনেকটা কম সময় নিত । স্মার্টফোনটির মাধ্যমে আমরা নেটওয়ার্কিং সিস্টেমে উপভোগ করতে পারবো ফোরজি নেটওয়ার্ক গতি । তারবিহীন যে নেটওয়ার্ক গুলো রয়েছে সেগুলো ভালোভাবেই ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে । এছাড়াও থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড ইনফারেট পোর্ট । ( পোকো সি 40 ফিচার ডিটেইল )

ক্যামেরা


স্মার্টফোনের ক্যামেরা পারফরম্যান্স আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি বিশেষ করে প্রাইমারি ক্যামেরা ডিজাইনে । সেখানে আমরা দেখতে পেয়েছি ১৩ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এর সাথে দুই মেগাপিক্সেলের একটি ডেপট সেন্সর । এখানে আমরা আল্ট্রা ওয়াইড ফাংশনের দেখা পাইনি । এছাড়াও সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় ৫ মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা রাখা হয়েছে । প্রাইমারি এবং সেলফি ক্যামেরার মাধ্যমে ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন । বাজেট হিসেবে ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে নাও ভালো লাগতে পারে তার কারণ হলো এই স্মার্ট ফোনটি ক্যামেরার দিকে খুব কম নজর দিয়েছে । প্রাইমারি ক্যামেরা গুলোর ডিজাইনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে । আপনি আপনার সুবিধা মত সেটিকে সিকিউরিটি সিস্টেম হিসেবে কাজে লাগাতে পারবেন । 

অপারেটিং সিস্টেম এবং মেমোরি


MIUI ভার্সনের এন্ড্রয়েড এলিভেন এর মাধ্যমে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়েছে । তারা এখানে একটি ভালো সুযোগ রেখেছে পরবর্তীতে আপনি অপারেটিং সিস্টেমগুলোকে আপডেট করেও ব্যবহার করতে পারবেন । ডিভাইসটিতে JLQ JR510 মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে । গেমিং গ্রাফিক্সে দেওয়া হয়েছে Mali - G57 মেমোরি পারফরমেন্সে আমরা দেখতে পেয়েছি দুইটি ভেরিয়েন্ট 3/4 জিবি রেম এবং 32/64 জিবি রোম । মেমোরি পারফরম্যান্স বাজেট হিসেবে মানিয়ে নেওয়ার মতো । তবে এখানে কিন্তু আপনি ওটিজি ক্যাবল ব্যবহারের সুবিধা পাবেন মেমোরি পারফরম্যান্স বাড়ানোর জন্য । ( poco c40 processor )

প্রাইস বা মূল্য


দিন যত এগোচ্ছে শাওমি লাভারদের সংখ্যা কিন্তু ততই বাড়ছে তার কারণ হলো গ্রামের মডেল গুলোকে তারা খুব স্বল্প বাজেটে হাতের মুঠোয় নিতে পারে । Poco C40 স্মার্ট ফোন থেকে কিন্তু একটি মিডিয়াম রেঞ্জ এর পাশে এর মধ্যে মার্কেট থেকে কালেক্ট করে নিতে পারবেন । স্মার্টফোনটিকে যদি আপনি বাংলাদেশের মার্কেট থেকে collect করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 15,000 টাকা । ইন্ডিয়ান মার্কেটপ্লেস গুলোতে এই স্মার্টফোনটির বাজেটের পথযাত্রা শুরু হয় 13,990 রুপি থেকে । আন্তর্জাতিক মার্কেটে যার মূল্য নির্ধারণ করা হয়েছে 149$ । একেকজনের চাহিদা একেক রকম তবে আপনি যদি টোটালি স্পেসিফিকেশন এবং ফিচার দেখেন তাহলে এই মডেলটি আপনার কাছে বাজেট ডিল বলে মনে হতে পারে । 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads