বডি ডিজাইন এবং নেটওয়ার্ক
আকর্ষণীয় মানের বডি ডিজাইন এবং বডি ডিজাইনে ওভারলুক দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কাছে অপ্পো জনপ্রিয় একটি কোম্পানি। বডি ডিজাইনে oppo কোম্পানিটি এই ডিভাইসটি চমৎকার একটি ডিজাইন নিয়ে মার্কেটে এসেছে। 187 গ্রামের এই স্মার্টফোনটি ভিন্ন কয়েকটি কালারে রিলিজ হয়েছে। আরো একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই স্মার্টফোনটিতে আমরা দুইটি স্পিকারের দেখা পেয়ে যাব। স্মার্টফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং নিচের দিকে স্পিকার সেট করা হয়েছে। স্মার্টফোনটির সম্পূর্ণ বডি ডিজাইন প্লাস্টিকের ফ্রেমে আবদ্ধ যদিও সামনের দিকে গ্লাস রয়েছে। বডি ডিজাইনের ক্ষেত্রে আমরা মোটামুটি বাজেট হিসেবে ভালো পারফরমেন্সের ছোঁয়া পেয়েছি। এবার নেটওয়ার্ক সিস্টেমের কথা যদি বলি তাহলে এখানে থ্রিজি , ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এছাড়া ও ডিভাইসটিতে আমরা ওয়ারলেস সিস্টেম হিসেবে ব্যবহার করার সুযোগ পাবো ওয়াইফাই হটস্পট , ব্লুটুথ, এনএফসি, এফএম রেডিও এছাড়াও ইত্যাদি ইত্যাদি।
ক্যামেরা পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ
স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ফাংশনে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি। যার ওয়াইড সেন্সরে 13 মেগাপিক্সেলের ব্যবহার করা হয়েছে এবং ডেপট সেন্সরে থাকছে দুই মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনের ক্যামেরায় 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। 1080 পিক্সেলে যে কোন ভিডিও ধারণ করা যাবে। তবে স্মার্টফোনটির যে বিষয়টি আমাদের ভিতরে অনেকটা হতাশার সৃষ্টি করতে পারে আর সেটি হল এর মেইন ক্যামেরা। মেইন ক্যামেরা ফিচারে আমরা আরো অনেকটা বেশি আশা করেছিলাম। oppo কোম্পানির স্মার্টফোন ক্যামেরা পারফরম্যান্স এর মেইন সেন্সরে ভালো কিছু আশা করাটাই স্বাভাবিক বিষয়। তবে এখানে আমরা কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি বিশেষ করে ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। কোম্পানিটি এদিকে আরেকটু নজর দিলে বেটার রেজাল্ট পাওয়া যেত। স্মার্ট ফোনটিতে নন রিমুভেবল লিথিয়াম পলিমার টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে 5,000 মিলিয়্যাম্পিয়ার পাওয়ার। এছাড়াও এখানে আমরা ফাস্ট চার্জিং সিস্টেম দেখতে পেয়ে যাব , যেখানে থাকছে 33 ওয়াটের ফার্স্ট চার্জিং সিস্টেম। ( oppo a57 review 2022 )
মেমোরি পারফরম্যান্স এবং অপারেটিং সিস্টেম
স্মার্টফোনটির মেমোরি পারফরম্যান্সের ইন্টারনাল স্টোরেজে দেওয়া হয়েছে 4 জিবি রেম এবং এক্সটার্নাল স্টোরেজ হিসেবে থাকছে 64 জিবি রোম। সিম কার্ডের সাথে আপনারা এই ডিভাইসটিতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। বাজেট হিসেবে মেমোরি পারফরম্যান্স আমরা মোটামুটি মানিয়ে নিতে পারি। স্মার্টফোনটির অন্যতম আরো একটি জনপ্রিয় বিষয় হলো এর অপারেটিং সিস্টেম। গুগলের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেমে। Color Os 12.1 ভার্ষনের অপারেটিং সিস্টেম দেখতে পেয়েছি। মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর ব্যবহার করা হয়েছে প্রসেসর হিসেবে এটি কিন্তু অনেক পুরনো একটি প্রসেসর। এখানে ডেভেলপমেন্টের কিছুটা হলেও প্রয়োজন ছিল আমার মনে হয়েছে। প্রসেসরটি মূলত 12 ন্যানো মিটারে তৈরি। গেমিং গ্রাফিক্সের জন্য এখানে দেওয়া হয়েছে PowerVR GE8320। তবে আমরা যারা অনলাইন গ্রাফিক্সের গেম গুলো প্লে করার জন্য এই ডিভাইসটিকে বেছে নিতে চাচ্ছি তাদের জন্য এটি কিন্তু আশানুরূপ ফলাফল দিতে অনেকটাই ব্যর্থ হতে পারে। তবে টুকটাক গেম প্লে করার জন্য আপনারা ব্যক্তিগতভাবে সিলেক্ট করতে পারেন।
ডিভাইসটির মূল্য বা দাম
এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটির মূল আকর্ষণ নিয়ে যেটা জানার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে ছিলেন। স্মার্টফোনটির মূল্য কত রয়েছে ? সেটা জানার আগ্রহ মোটামুটি সবার মধ্যেই রয়েছে। বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 17,999 টাকা। ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 13,999 রুপি। আমরা যদি এখন আন্তর্জাতিক মার্কেটের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেখানে এই স্মার্টফোনের মূল্য রয়েছে 230 ডলার। উপরে আমরা স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ফিচারগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় স্মার্ট ফোনটি ভালো পারফরম্যান্স অফার করলেও কিছু কিছু জায়গায় এই স্মার্টফোনটির আপডেট প্রয়োজন ছিল। তো যাই হোক পার্সোনালি আপনাদের কার কি মতবাদ রয়েছে এই স্মার্টফোনটি সম্পর্কে সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ( oppo a57 3/32 price in bangladesh )
একটি মন্তব্য পোস্ট করুন