Ads

ফ্লাগশিপ স্মার্টফোন তৈরিতে বর্তমান সময়ে অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি হল শাওমি । মোটামুটি হাই কোয়ালিটির বাজেট থেকে শুরু করে মিডিয়াম লেভেলের বাজেট পর্যন্ত কোম্পানিটি মার্কেটে তাদের স্মার্টফোন রিলিজ করে থাকে । শাওমি কোম্পানিটির লেটেস্ট যে সিরিজ মার্কেটে রিলিজ করা হয়েছে সেই সিরিজটির নাম হল Xiaomi 12 Lite । আর কিছুদিন আগেই আমরা কিন্তু এই কোম্পানিটির হাত ধরে Xiaomi 11 Lite মার্কেটে রিলিজ করতে দেখেছিলাম । সেই স্মার্টফোনটি থেকে আপডেট কিছু আমরা কিন্তু অনেকেই আশা করেছিলাম । আর তাদের কথা মাথায় রেখে শাওমি কোম্পানিটি মার্কেটে নিয়ে আসলো তাদের নতুন স্মার্টফোন Xiaomi 12 Lite । এখন যারা এই স্মার্টফোনটি ব্যবহার করার কথা ভাবছেন তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি মূলত তৈরি করা । এখান থেকে আপনারা স্মার্টফোনটির যাবতীয় তথ্যগুলোকে জেনে নিতে পারবেন এবং বুঝতে পারবেন স্মার্টফোনটি আপনাদের ব্যবহারের ক্ষেত্রে কতটা সুবিধা জনক । এছাড়াও এই স্মার্টফোনটির ভালো মন্দ দিকগুলো জানতে পারবেন , আর সে বিষয়গুলোকে জানার জন্য আর্টিকেলটি জুড়ে থাকুন । ( শাওমি 12 লাইট মোবাইল রিভিউ )


শাওমি 12 লাইট মোবাইল রিভিউ | Xiaomi 12 lite Official price and features


বডি ডিজাইন এবং ব্যাটারি পাওয়ার


এই ডিভাইসটির বডি ডিজাইনের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে প্রিমিয়াম ফিনিশিং দেওয়া হয়েছে যদিও এই স্মার্টফোনটির বডি ডিজাইন সম্পূর্ণ প্লাস্টিকের ফ্রেমে তৈরি । স্মার্টফোনটির ডিজাইন এর ক্ষেত্রে পাওয়ার বাটন এবং google assistant বাটন গুলোর অবস্থান ঠিকঠাক মনে হলেও এখানে আমরা 3.5 এম এম অডিও হেডফোন জ্যাক এর উপস্থিতি দেখতে পাইনি । 173 গ্রামের এই স্মার্টফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এই স্মার্টফোনটি বেশ কয়েকটি সুন্দর সুন্দর কালারে মার্কেটে রিলিজ করা হয়েছে । বাজেট ডিল হিসাবে বডি ডিজাইন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগতে পারে । স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ এর ক্ষেত্রে আমরা কিন্তু দারুন ফিচার দেখতে পেয়েছি যার পাওয়ার ক্যাপাসিটিতে দেওয়া হয়েছে 4300 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার । স্মার্টফোনটি ফাস্ট চার্জিং হওয়ার জন্য এখানে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ক্যাবল দেওয়া হয়েছে । এছাড়াও এখানে আপনারা কুইক চার্জিং সিস্টেম পেয়ে যাবেন । 


ক্যামেরা ফিচার এবং নেটওয়ার্ক


এই স্মার্টফোনটির মূল যে আকর্ষণটি রয়েছে সেটি হচ্ছে এর ক্যামেরা পারফরম্যান্স । হ্যান্ডসেটটির মেইন সেনসোরে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ফাংশন , মেইন ক্যামেরার নিচে আল্ট্রা ওয়াইড ফাংশনে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল এবং ডেপট সেনসোরে থাকছে 2 মেগাপিক্সেল । এছাড়াও সেলফি তোলার জন্য আমরা সামনের ক্যামেরায় 32 মেগাপিক্সেলের একটি আকর্ষণীয় ক্যামেরা ফাংশন দেখতে পেয়েছি । প্রাইমারি ক্যামেরা গুলোর সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সেট করা হয়েছে । এছাড়াও ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা প্রফেশনাল মানের ফটোগ্রাফি করতে পারব বিভিন্ন ফিচারের সাথে । প্রাইমারি এবং সেলফি ক্যামেরার মাধ্যমে 4k পজিশনে যেকোনো ভিডিও ধারণ করার সুযোগ থাকছে । নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে আমরা যে সুবিধাটি পেয়ে যাব সেটার প্রথমটি হল এই স্মার্টফোনটিতে আমরা ডুয়েল সিম কার্ড ব্যবহারের সুযোগ পেয়ে যাবো । এই স্মার্টফোনটির মাধ্যমে আমরা থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক এর পাশাপাশি ফাইভ জি নেটওয়ার্ক সম্পূর্ণগতি উপভোগ করতে পারবো । ( Xiaomi 12 lite Official price and features )


ডিসপ্লে এবং অপারেটিং সিস্টেম


6.55 ইঞ্চি সাইজের একটি আকর্ষণীয় মানের ডিসপ্লে আমরা এই স্মার্ট ব্যবহার করতে দেখেছি যেখানে আমরা ফুল এইচডি রেজুলেশন এর দেখা পেয়ে যাব । ডিভাইসটিতে এমোলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে থাকছে 120 Hz রিফ্রেশ রেট । ব্রাইটনেসের পরিমাণ খুবই ভালো পেয়েছি যার কারণে বলা যেতে পারে স্মার্টফোনটি আমরা ডিরেক্ট সানলাইটেও ভালোভাবে ব্যবহার করার সুযোগ পাব । এই স্মার্টফোনটির ডিসপ্লের ক্ষেত্রে আরো একটি আকর্ষণীয়  বিষয় হচ্ছে ডিভাইসটির ডিসপ্লেটিকে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড করে রাখা হয়েছে । ডিসপ্লের যে অ্যারেঞ্জমেন্ট শাওমি এই ডিভাইসটিতে রেখেছে সেটা আমাদের কাছে অনেকের ভালো লাগতে পারে । স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম রান করানো হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর মাধ্যমে এবং এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি মূলত কোয়ালকম স্ন্যাপ ড্রাগন । 



মেমোরি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর


ডিভাইসটির মেমোরি পারফরমেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এর প্রিভিয়াস মডেল থেকে অনেকটাই আপডেট লক্ষ্য করতে পেরেছি । শাওমি তাদের নতুন এই স্মার্টফোনটিতে দুইটি ভেরীয়েন্টার মেমোরি পারফরম্যান্স রেখেছে । এই স্মার্টফোনটির ইন্টারনাল মেমরি পারফরমেন্সে 6 জিবি এবং 8 জিবি রেম ব্যবহার করা হয়েছে এবং এক্সটার্নাল স্টোরেজে ব্যবহার করা হয়েছে 128 জিবি এবং 256 জিবি । মেমোরি পারফরমেন্স এর বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে বলে আমি আশা করছি । এবার যদি আমরা এই স্মার্টফোনটির সিকিউরিটি বা প্রাইভেসির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পেয়ে যাবো এই স্মার্টফোনটিতে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে এছাড়াও এই স্মার্টফোনটিতে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়েছে । সিকিউরিটি এবং প্রাইভেসির দিক থেকে এই স্মার্টফোনটি বাজেট হিসেবে কিছুটা এগিয়ে । 


ডিভাইসটির মূল্য এবং দাম


স্মার্টফোনটির ফুল ফিচারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটি ধারণা পেলাম । এবার আমরা জেনে নিব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কত টাকা বা ডলার খরচ করতে হবে । এই স্মার্টফোনটি আন্তর্জাতিক বাজারসহ বিভিন্ন দেশের মার্কেটপ্লেসে রিলিজ করা হয়েছে । এখন এই সিরিজটিকে আপনারা যদি বাংলাদেশ থেকে ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে 41,999 টাকা । তবে বাংলাদেশের মার্কেটপ্লেসে এই ডিভাইসটির মূল্য কিছুদিন পর অনেকটা কমতে পারে বলে ধারণা করা যাচ্ছে । আর যদি আপনারা এই স্মার্ট ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটপ্লেস থেকে ক্রয় করতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে 31,690 রুপি । আন্তর্জাতিক মার্কেটপ্লেসে এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে $399 । এবার বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন । ( Xiaomi 12 lite Official price and features)

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads