Ads

অ্যাপল ব্রান্ডের স্মার্টফোন গুলো ব্যবহার করার ইচ্ছা বা আগ্রহ কমবেশি সকলের মধ্যেই রয়েছে আবার বয়স ভেদে আমরা বিভিন্ন মানুষের হাতে কমবেশি iphone দেখে থাকি। আবার অনেকের কাছে আইফোন ব্যবহার করাটা অনেকটা ড্রিম বা স্বপ্ন মনে হয়ে থাকে। বিভিন্ন সুযোগ সুবিধা এবং এর ডিজাইনের উপর আকর্ষিত হয়ে অনেকেই কিন্তু আইফোন ব্যবহার করতে চায়। আর এই ধরনের চাহিদা থাকার কারণে কোম্পানিটি কিন্তু প্রতি বছর একটি কিংবা দুইটি সিরিজ মার্কেটে এনে থাকে। কমবেশি সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো যাই হোক অ্যাপল বা iphone কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য কিছুদিন আগে রিলিজ করেছিল iPhone 14 series। আর এই সিরিজের মধ্য দিয়ে কোম্পানিটির আলাপ আলোচনায় পঞ্চমুখ ছিল গ্রাহক সমর্থক গোষ্ঠী। আর এই সিরিজের পর কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য আরো নতুন একটি মডেল নিয়ে আসলো যেটার নাম iPhone 14 plus। কোম্পানিটি তাদের গ্রাহকদের জন্য এই সিরিজটির ভিতরে কি কি ফিচারস বা সুবিধা রেখেছে সেটা জানার জন্য অনেকেই অধির আগ্রহ নিয়ে বসে রয়েছে। আর সেই বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করা হলো। ( আইফোন 14 প্লাস প্রাইস ডিল 2022 )


আইফোন 14 প্লাস প্রাইস ডিল 2022 | iPhone 14 plus release date 2022 price


প্রাইমারি ও ফ্রন্ট ক্যামেরা এন্ড নেটওয়ার্ক


অ্যাপল ব্র্যান্ডের স্মার্টফোনগুলোতে বডি ডিজাইনে মূল যে আকর্ষণ রয়েছে সেটা হলো প্রাইমারি এবং ফ্রন্ট ক্যামেরা। প্রিভিয়াস ভার্সনগুলো থেকে iPhone 14 plus সিরিজটিতে প্রাইমারি ক্যামেরা সেকশনে অনেকটা আপডেট লক্ষ্য করা গেছে। প্রাইমারি ক্যামেরা ফাংশনে আমরা 12 মেগাপিক্সেলের দুইটি সেন্সর দেখতে পেয়ে যাব। সেন্সর দুটির মাধ্যমে লো লাইট পজিশনে চমৎকার ফটোগ্রাফি করা যাবে। স্মার্টফোনটিতে সামনে যে ক্যামেরা রয়েছে সেখানে কিন্তু আমরা 12 মেগাপিক্সেলের উপস্থিতি দেখতে পাবো। প্রাইমারি ক্যামেরা গুলোর ফিচারে থাকছে ডুয়াল পিক্সেল পিডিএফ , সেন্সর শিফট ওয়াইএস , ডুয়াল এলইডি ফ্ল্যাশ ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফিচার। প্রাইমারি ক্যামেরাগুলোর মাধ্যমে 2160 পিক্সেলে 4k পজিশনে যেকোনো ভিডিও রেকর্ড করা যাবে। নেটওয়ার্কিং সিস্টেমের এই স্মার্টফোনটির মাধ্যমে আমরা ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ফাইভ জি নেটওয়ার্ক উপভোগ করতে পারবো। তবে এখানে আমরা সিম কার্ড স্লট এর অনুপস্থিতি দেখতে পেয়েছি।


ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ


iPhone 14 plus স্মার্টফোনটিতে ওএলইডি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে সুপার রেটিনা টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.7 ইঞ্চি সাইজের একটি মোটামুটি বড়সড়ো ডিসপ্লে আমরা এখানে দেখতে পেয়ে যাব। আইফোন সিরিজের প্রিভিয়াস যে মডেল রয়েছে সেটা থেকে ডিসপ্লে কিছুটা বড়সড়ো এখানে আমরা দেখতে পেয়ে যাব। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি রেজুলেশন সাপোর্টেড। ব্র্যাইট নেসের পরিমাণ খুবই ভালো রয়েছে 1200 নিটস। স্মার্টফোনটির ডিসপ্লের প্রোটেকশন এর জন্য সেরামিক গ্লাস ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপে আমরা দেখতে পেয়ে যাব 3260 মিলি এম্পিয়ার পাওয়ার। স্মার্টফোনটিতে থাকছে ফাস্ট চার্জিং ক্যাবল 15 ওয়াট। এছাড়াও এখানে আমরা 15 ওয়াট ফাস্ট চার্জিং হিসেবে ওয়ারলেস চার্জিং সিস্টেম পেয়ে যাব। এখানে আমরা ইউএসবি টাইপ সি পোর্ট এর উপস্থিতি দেখতে পেয়ে যাব। ( apple iphone 14 review )


বডি ডিজাইন এন্ড অপারেটিং সিস্টেম


আইফোন কোম্পানির বডি ডিজাইন আমাদের সকলের চেনা। প্রথম দেখায় আমরা কিন্তু অ্যাপল কোম্পানির স্মার্টফোনগুলোকে টার্গেট করতে পারি। স্মার্টফোনটির বডি ডিজাইনে আমরা নচ টাইপ দেখতে পেয়েছি। স্মার্ট ফোনটির বডি ম্যাটেরিয়াল কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেক্টেড এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে আবদ্ধ। মজার বিষয় হচ্ছ 203 গ্রামের এই স্মার্টফোনটি ওয়াটার এবং ধুলোবালি রোধক।  স্মার্টফোনটির বডির ডান পাশে পাওয়ার এবং ভলিউম বাটন এর উপস্থিতি রয়েছে এবং বডির নিচের দিকে রয়েছে চার্জিং পোর্ট। বডি ডিজাইন অনেকটাই আকর্ষণীয় এবং দেখতে অনেকটাই নজরকাড়া। অপারেটিং সিস্টেম অ্যাপলের ios 16 দ্বারা পরিচালিত করা হয়েছে যেখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Apple A15 Bionic। প্রসেসরটি মূলত 5 ন্যানোমিটারে তৈরি আর এটা মূলত হেক্সাকোর প্রসেসর। এখানে ভালো মানের একটি গ্রাফিক্স দেওয়া হয়েছে যার কারণে অনলাইন গেমস গুলো আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। এছাড়াও মেমোরি পারফরম্যান্সে আমরা 4 জিবি রেম এবং এক্সটার্নাল স্টোরেজ হিসেবে রয়েছে 256/512 জিবি। সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না তবে ফেইস আনলকিং সিস্টেম আমরা এখানে দেখতে পেয়ে যাব।


রিলিজ ডেট এন্ড প্রাইস


iPhone 14 plus স্মার্টফোনটি আপাতত সময়ে আপকামিং অবস্থায় রয়েছে তবে কিছুদিন পর এই স্মার্টফোনটি আমাদের মাঝে আন্তর্জাতিক মার্কেটসহ বেশ কয়েকটি দেশে রিলিজ হবে। তবে এই স্মার্টফোনটির মূল্য আন্তর্জাতিক মার্কেটে $899 এর মত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিভিন্ন দেশে এই স্মার্টফোনটি খুব শীঘ্রই রিলিজ হবে। স্মার্টফোনটিতে বেশ কিছু টার্নিং পয়েন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি তার মধ্যে অন্যতম একটি হল এই স্মার্টফোনটির মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে সংযুক্ত করা যাবে এই স্মার্টফোনটির নেটওয়ার্ক সিস্টেমকে। স্মার্টফোনটির মাধ্যমে স্যাটেলাইট নেটওয়ার্ক সংযুক্ত করা যাবে এটা অনেকের কাছেই ভালো লাগতে পারে। তবে আরো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেগুলো স্মার্টফোনটি রিলিজ হওয়ার পর আমরা সকলেই জানতে পারবো। তো স্মার্টফোনটির ফিচার গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়গুলো কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমাদের আর্টিকেল জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ( iPhone 14 plus price in usa )






Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads