Ads

MSI কোম্পানির প্রিমিয়াম লেভেলের যে ল্যাপটপগুলো রয়েছে সেগুলোর টোটাল পারফরম্যান্স আমরা ধারাবাহিকভাবে ভালোই দেখতে পেয়েছি । MSI কোম্পানির Modern 15 সিরিজ এর মধ্য দিয়ে মার্কেটপ্লেসে এদের ল্যাপটপ কালেকশন অনেকটা এগিয়ে । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা তাদের বিজনেস হ্যান্ডেল করার জন্য ভালো মানের একটি ল্যাপটপ খুঁজে বেড়াচ্ছেন আবার অনেক স্টুডেন্ট রয়েছে যারা তাদের স্টাডি কমপ্লিট করার জন্য একটি প্রিমিয়াম ল্যাপটপ খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য এই সিরিজটি মার্কেটে অনেকটা আলোড়ন সৃষ্টি করতে পারবে বলে ধারণা করা যায় । এছাড়াও এই ল্যাপটপটির লুকিং এবং ডিজাইন অনেকটা দেখার মতো । এছাড়াও এই ল্যাপটপটির মাধ্যমে কি কি সুবিধা পেয়ে যাবো ব্যবহার করার সময় সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো । আর আশা করা যায় এই ল্যাপটপটি সম্পর্কে আপনারা ধারণা অর্জন করে ল্যাপটপটির ভালো-মন্দ দিকগুলো বিচার করতে পারবেন । তো কথা না বাড়িয়ে লেটস স্টাট , ল্যাপটপটির মূল আলোচনা চলে যাওয়া যাক । ( এমএসআই মর্ডান 15 )

এমএসআই মর্ডান 15 নিউ ল্যাপটপ রিভিউ এন্ড প্রাইস | msi modern 15 ryzen 5 5500u


বডি ডিজাইন এবং ব্যাটারি পাওয়ার


ল্যাপটপটির মূল যে আকর্ষণ সেটি হচ্ছে এর বডি ডিজাইন । বডির ডিজাইন এর উপরে নবম জাতীয় একটি পাতলা আবরণ দেওয়া হয়েছে যেটা অনেকটা আরামদায়ক এবং ব্যবহার করার সময় একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে । ব্ল্যাক কালারের উপরে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে দেখতে অনেকটাই কিন্তু নজরকাড়া এবং যে কারো কাছেই ভালো লাগতে পারে । ল্যাপটপটি দেখতে অনেক মোটাসোটা কিন্তু এর ওজন 1 কেজি 700 গ্রামল্যাপটপটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল ব্যাক লাইট কিবোর্ড । বডি ডিজাইন এর একেবারে মাঝামাঝি বরাবর টাচপ্যাড রাখা হয়েছে । ল্যাপটপটিতে 52 battery (Whr) পাওয়ার এর ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে এবং এটিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 65 ওয়াটের চার্জার অ্যাডাপটর । চার্জিং স্পিড খুব ভালো এবং ব্যাটারি পাওয়ার আমরা এখানে মোটামুটি ভালো মানের দেখতে পেয়েছি । দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এই ল্যাপটপটি অনেকটাই পারফেক্ট বলে মনে হয়েছে যে কারণে আপনারা অফিসের কাজগুলোতে এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ধরে । 


ডিসপ্লে এবং অপারেটিং সিস্টেম 


15.6 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে আমরা এই ল্যাপটপটিতে দেখতে পেয়ে যাব । ডিসপ্লেটি সাধারণত আইপিএস কোয়ালিটির । আইপিএস কোয়ালিটির অন্যান্য ল্যাপটপ গুলোতে আমরা কিন্তু চীন এবং ভেজেল এর পরিমাণ অনেক বেশি দেখে থাকি কিন্তু এই ল্যাপটপটির ক্ষেত্রে চীন এবং ভেজেলের পরিমাণ অনেকটা চিকন । যার কারণে ডিসপ্লেটিকে অনেকটা বেশি আকর্ষণীয় দেখাবে । ল্যাপটপটির উপরে যে চীন রয়েছে সেখানে একটি ওয়েবক্যাম ব্যবহার করা হয়েছে যেটি মূলত একটি ক্যামেরা । এমনিতেও কিন্তু আমরা ল্যাপটপ গুলোতে ভালো মানের ক্যামেরা দেখতে পাই না তবে এখানে দেওয়া হয়েছে 720 পিক্সেলের একটি ওয়েবক্যাম । ল্যাপটপটির ডিসপ্লেতে আমরা ফুল এইচডি রেজুলেশন দেখতে পেয়েছি । এবার কথা বলা যাক এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম নিয়ে । আর এখানে আমরা দেখতে পেয়ে যাব এই ল্যাপটপটিকে রান করানো হয়েছে windows11 লিসেন্স এর মধ্য দিয়ে । এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Tiger Lake এবং গ্রাফিক্সের রাখা হয়েছে Intel Iris Xe graphics । আর এটার মাধ্যমে আপনারা চাইলে টুকটাক অনলাইন ভিত্তিক গেমগুলো প্লে করতে পারবেন । ( msi modern 15 review )



মেমোরি এবং নেটওয়ার্কিং সিস্টেম


অন্যান্য ফিচার এবং পারফরম্যান্স গুলোর পাশাপাশি এই ল্যাপটপটিতে মেমোরি পারফরমেন্স এর উপর খুবই ভালো নজর রেখেছে কোম্পানিটি এটা কিন্তু বলা যায় । এই ল্যাপটপটিতে আপনারা ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 8 জিবি রেম এবং এক্সটার্নাল স্টোরেজ হিসেবে থাকছে 512 জিবি রোম । সাধারণত ব্যবহার এবং বিজনেস এর বিভিন্ন কাজগুলো সম্পূর্ণ করার জন্য ল্যাপটপ থেকে মোটামুটি ভালোই মেমোরি পারফরম্যান্স রয়েছে এটা কিন্তু আমরা বলতেই পারি । তবে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই ল্যাপটপটির মাধ্যমে খুবই ভালো সুবিধা পেয়ে যাবে । মেমোরি পারফরম্যান্স ভালো থাকার কারণে তারা এখানে তাদের যাবতীয় পড়াশোনা বিষয়ক ভিডিও এবং অনলাইন ভিত্তিক ক্লাস গুলোকে খুব ভালোভাবেই করতে পারবে । নেটওয়ার্কিং সিস্টেমে ওয়ারলেসের যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারব । এছাড়াও আপনারা যদি এই ল্যাপটপ টিকে পার্সোনাল ভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটাও করতে পারেন ।


ল্যাপটপটির মূল্য বা প্রাইস 


ল্যাপটপটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হতে পারে ? এই প্রশ্নটি আমাদের মধ্যে অনেকের মাঝেই কিন্তু জাগতে পারে । ল্যাপটপটিকে বাংলাদেশ , ইন্ডিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন দেশে রিলিজ করা হয়েছে । বাংলাদেশে এই ল্যাপটপটির মূল্য রয়েছে 73,000 টাকা । তবে কিনার ক্ষেত্রে আপনারা কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন যদি কোম্পানিটি সেটার অফার সব সময় চালু রাখে । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে 61,990 রুপি । এছাড়াও আপনারা যদি এই ল্যাপটপটিকে আন্তর্জাতিক মার্কেট থেকে ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে $639 । আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ল্যাপটপটিতে থাকছে দুই বছরের গ্যারান্টি । আপনাদের ব্যবহারের ক্ষেত্রে এই ল্যাপটপটি অনেকটা সুবিধা বয়ে আনতে পারে আর এই ল্যাপটপটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না । ( msi modern laptop price )

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads