বডি ডিজাইন এবং ব্যাটারি পাওয়ার
ল্যাপটপটির মূল যে আকর্ষণ সেটি হচ্ছে এর বডি ডিজাইন । বডির ডিজাইন এর উপরে নবম জাতীয় একটি পাতলা আবরণ দেওয়া হয়েছে যেটা অনেকটা আরামদায়ক এবং ব্যবহার করার সময় একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে । ব্ল্যাক কালারের উপরে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে দেখতে অনেকটাই কিন্তু নজরকাড়া এবং যে কারো কাছেই ভালো লাগতে পারে । ল্যাপটপটি দেখতে অনেক মোটাসোটা কিন্তু এর ওজন 1 কেজি 700 গ্রাম । ল্যাপটপটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল ব্যাক লাইট কিবোর্ড । বডি ডিজাইন এর একেবারে মাঝামাঝি বরাবর টাচপ্যাড রাখা হয়েছে । ল্যাপটপটিতে 52 battery (Whr) পাওয়ার এর ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে এবং এটিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 65 ওয়াটের চার্জার অ্যাডাপটর । চার্জিং স্পিড খুব ভালো এবং ব্যাটারি পাওয়ার আমরা এখানে মোটামুটি ভালো মানের দেখতে পেয়েছি । দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এই ল্যাপটপটি অনেকটাই পারফেক্ট বলে মনে হয়েছে যে কারণে আপনারা অফিসের কাজগুলোতে এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ধরে ।
ডিসপ্লে এবং অপারেটিং সিস্টেম
15.6 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে আমরা এই ল্যাপটপটিতে দেখতে পেয়ে যাব । ডিসপ্লেটি সাধারণত আইপিএস কোয়ালিটির । আইপিএস কোয়ালিটির অন্যান্য ল্যাপটপ গুলোতে আমরা কিন্তু চীন এবং ভেজেল এর পরিমাণ অনেক বেশি দেখে থাকি কিন্তু এই ল্যাপটপটির ক্ষেত্রে চীন এবং ভেজেলের পরিমাণ অনেকটা চিকন । যার কারণে ডিসপ্লেটিকে অনেকটা বেশি আকর্ষণীয় দেখাবে । ল্যাপটপটির উপরে যে চীন রয়েছে সেখানে একটি ওয়েবক্যাম ব্যবহার করা হয়েছে যেটি মূলত একটি ক্যামেরা । এমনিতেও কিন্তু আমরা ল্যাপটপ গুলোতে ভালো মানের ক্যামেরা দেখতে পাই না তবে এখানে দেওয়া হয়েছে 720 পিক্সেলের একটি ওয়েবক্যাম । ল্যাপটপটির ডিসপ্লেতে আমরা ফুল এইচডি রেজুলেশন দেখতে পেয়েছি । এবার কথা বলা যাক এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম নিয়ে । আর এখানে আমরা দেখতে পেয়ে যাব এই ল্যাপটপটিকে রান করানো হয়েছে windows11 লিসেন্স এর মধ্য দিয়ে । এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Tiger Lake এবং গ্রাফিক্সের রাখা হয়েছে Intel Iris Xe graphics । আর এটার মাধ্যমে আপনারা চাইলে টুকটাক অনলাইন ভিত্তিক গেমগুলো প্লে করতে পারবেন । ( msi modern 15 review )
মেমোরি এবং নেটওয়ার্কিং সিস্টেম
অন্যান্য ফিচার এবং পারফরম্যান্স গুলোর পাশাপাশি এই ল্যাপটপটিতে মেমোরি পারফরমেন্স এর উপর খুবই ভালো নজর রেখেছে কোম্পানিটি এটা কিন্তু বলা যায় । এই ল্যাপটপটিতে আপনারা ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 8 জিবি রেম এবং এক্সটার্নাল স্টোরেজ হিসেবে থাকছে 512 জিবি রোম । সাধারণত ব্যবহার এবং বিজনেস এর বিভিন্ন কাজগুলো সম্পূর্ণ করার জন্য ল্যাপটপ থেকে মোটামুটি ভালোই মেমোরি পারফরম্যান্স রয়েছে এটা কিন্তু আমরা বলতেই পারি । তবে যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই ল্যাপটপটির মাধ্যমে খুবই ভালো সুবিধা পেয়ে যাবে । মেমোরি পারফরম্যান্স ভালো থাকার কারণে তারা এখানে তাদের যাবতীয় পড়াশোনা বিষয়ক ভিডিও এবং অনলাইন ভিত্তিক ক্লাস গুলোকে খুব ভালোভাবেই করতে পারবে । নেটওয়ার্কিং সিস্টেমে ওয়ারলেসের যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারব । এছাড়াও আপনারা যদি এই ল্যাপটপ টিকে পার্সোনাল ভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটাও করতে পারেন ।
ল্যাপটপটির মূল্য বা প্রাইস
ল্যাপটপটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হতে পারে ? এই প্রশ্নটি আমাদের মধ্যে অনেকের মাঝেই কিন্তু জাগতে পারে । ল্যাপটপটিকে বাংলাদেশ , ইন্ডিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন দেশে রিলিজ করা হয়েছে । বাংলাদেশে এই ল্যাপটপটির মূল্য রয়েছে 73,000 টাকা । তবে কিনার ক্ষেত্রে আপনারা কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন যদি কোম্পানিটি সেটার অফার সব সময় চালু রাখে । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে 61,990 রুপি । এছাড়াও আপনারা যদি এই ল্যাপটপটিকে আন্তর্জাতিক মার্কেট থেকে ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে $639 । আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই ল্যাপটপটিতে থাকছে দুই বছরের গ্যারান্টি । আপনাদের ব্যবহারের ক্ষেত্রে এই ল্যাপটপটি অনেকটা সুবিধা বয়ে আনতে পারে আর এই ল্যাপটপটির ফুল ফিচার এবং স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না । ( msi modern laptop price )
একটি মন্তব্য পোস্ট করুন