সকল ভাল কোম্পানির মোবাইল গুলো রিভিউ একসাথে পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
বডি ডিজাইন এবং ক্যামেরা ফিচার
অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং গ্লাস ব্যাক কভার এর সাথে কর্ণিং গরিলা গ্লাস এর প্রটেকশন ডিভাইসটির বডি ডিজাইনের আকর্ষণীয়তা অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে । 212 গ্রাম ওজনের এই স্মার্টফোনটির আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে এটি একটি ওয়াটারপ্রুফ মডেল । বডি ডিজাইনের আন্ডার ডিসপ্লেতে আমরা দেখতে পেয়ে যাব ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । বডি ডিজাইনের আকর্ষণীয়তা বৃদ্ধি করার আরো একটি গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে এর ক্যামেরার ডিজাইন । ক্যামেরা ডিজাইনের দিকে গুগল অনেকটা ভালোভাবেই নজর দিয়েছে আর এখানে যে ক্যামেরা ডিজাইন রাখা হয়েছে সেটা অন্যান্য ফোন থেকে অনেকটাই ব্যতিক্রম যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন । 50 মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি ক্যামেরা এবং এর সাথে 48 মেগাপিক্সেলের টেলি ফটো সেন্সর । ক্যামেরা ফাংশন এর যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আমরা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার দেখতে পেয়েছি । এছাড়াও সেলফি তোলার জন্য সামনের ক্যামেরা পাওয়া যাবে 10 মেগাপিক্সেল । ( google pixel 7 pro camera specs )
ডিসপ্লে এবং অপারেটিং সিস্টেম
স্মার্টফোনটিতে এলটিপিও অ্যামোলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে পাওয়া যাবে 120 HZ রিফ্রেশ রেট । 6.67 ইঞ্চির সাইজের ডিসপ্লেতে সাপোর্টেড রয়েছে ফুল এইচডি রেজুলেশন । এখানে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেটাকে মূলত কর্নিং গরিলা গ্লাসের মাধ্যমে প্রটেকশন রাখা হয়েছে । এছাড়াও ডিসপ্লের ভেতরে থাকছে 512 পিপিআই পিক্সেল ড্যান্সিটি । আর এভাবেও ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে কালারফুল এবং আকর্ষণীয় । ডিসপ্লে সেকশনে আমরা ব্রাইটনেসের পরিমাণ খুবই ভালো পেয়েছি যেখানে রয়েছে 1000 নিটস ব্রাইটনেস । অপারেটিং সিস্টেমে এখানে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব এন্ড্রয়েড ভার্সন 13 । এখানে ব্যবহার করা হয়েছে Google Tensor নামের প্রসেসর যেটা মূলত 5 ন্যানোমিটারে তৈরি । আর সিপিইউতে আমরা বরাবরের মতই Octa Core ভার্সন দেখতে পেয়ে যাব । ( Pixel 7 pro Display Size )
ব্যাটারি পাওয়ার এবং মেমোরি
এবার আমরা যদি এই স্মার্টফোনটির ব্যাটারি পারফরম্যান্সের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে ব্যবহার করা হয়েছে 5000 মিলি এম্পিয়ার পাওয়ার এর একটি মোটামুটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ । আর এখানে ওয়ারলেস চার্জিং সিস্টেম রাখা হয়েছে । স্মার্টফোনটিকে চার্জ করা যাবে 23 ওয়াট ফাস্ট চার্জিং ক্যাবল এর মধ্য দিয়ে । এছাড়াও এটার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারব রিভাস চার্জিং সিস্টেম অর্থাৎ আপনি অন্যান্য বিষয় গুলোর মত চার্জিং শেয়ার করা যাবে । মেমোরি পারফরম্যান্সে থাকছে ইন্টার্নাল স্টোরেজ হিসেবে 12 জিবি এবং এক্সটার্নাল মেমরি পাওয়া যাবে 512 জিবি । তবে একটি বিষয় আমাদের জানা প্রয়োজন আর সেটি হল এখানে আমরা আলাদাভাবে কোন মেমোরি কার্ড স্লট ব্যবহার করতে পারব না । তবে এখানে যে মেমোরি পারফরম্যান্স ব্যবহার করা হয়েছে আমার জানামতে কারো বাড়তি স্টোরেজের প্রয়োজন হতে পারে বলে মনে হয় না ।
প্রাইস বা মূল্য
কেবলমাত্র স্মার্টফোনের ফিচার এবং পারফরম্যান্স আমাদের জানলে হবে না এর পাশাপাশি আমাদেরকে যাচাই করতে হবে স্মার্টফোনের প্রাইস বা মূল্য । স্মার্টফোনের পারফরমেন্স এবং ফিচার যদি বাজেট ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু সেই স্মার্টফোন ব্যবহার করার আগ্রহ আমাদের অনেকটাই কমে যায় । Pixel 7 pro সম্পর্কে উপরে আমরা বেশ কিছু ফিচার জানতে পেরেছি এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কি পরিমাণ অর্থ গুনতে হবে । বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 105,000 টাকা । তবে স্মার্টফোনটি মার্কেটে যেহেতু এখনো নতুন তাহলে এটা বলা যেতে পারে কিছুদিন পর এর মূল্য অনেকটা কমতে পারে । এবার আমরা যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সেখানে এর মূল্য রয়েছে 849$ । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য বর্তমান সময়ে নির্ধারণ করা হয়েছে 84,999 রুপি । আশা করি আজকের এই রিভিউ এর মধ্য দিয়ে আপনারা pixel 7 pro স্মার্ট ফোন সম্পর্কে অনেকটা ধারনা লাভ করতে পেরেছেন এখন আপনারা আপনাদের নিজস্ব মতামত যাচাই করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই স্মার্টফোনের ফিচার কেমন লেগেছে । ( Google Pixel 7 Pro 256GB price in India )
সম্মানিত বন্ধুরা সকল প্রযুক্তি গুলোর সংবাদ সবার আগে পেতে ও মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।
একটি মন্তব্য পোস্ট করুন