ডিসপ্লে অ্যান্ড মেমোরি ফিচার
সবার প্রথমে আমরা স্মার্টফোন দুটির ডিসপ্লে এবং মেমোরি পারফরম্যান্স সম্পর্কে আলোচনায় চলে যাই । Realme 10 pro মডেলটির ডিসপ্লের দিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পেয়ে যাব এখানে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের ডিসপ্লে এর পাশাপাশি ফুল এইচডি রেজুলেশন থাকছে 1080×2400 পিক্সেল । এখানে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি টাইপের ডিসপ্লে যেটা অবশ্য মোটামুটি ভালো বলা যেতে পারে । এছাড়াও ডিসপ্লেতে থাকছে 680 নিটস ব্রাইটনেস । আপনি আপনার প্রয়োজন মত ব্রাইটনেস ব্যবহার করতে পারবেন । স্মার্টফোনটিতে 6 , 8 , 12 জিবি রেম রয়েছে এবং রোম হিসেবে থাকছে 256 জিবি । Xiaomi note 12 স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চি ডিসপ্লের সাইজ দেওয়া হয়েছে এবং এখানে 1200 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে । সুপার অ্যামোলেড এর সাথে থাকছে ফুল এইচডি রেজুলেশন এবং এর পাশাপাশি আমরা 395 পিপিআই পিক্সেল ডেনসিটি দেখতে পেয়ে যাব । এখানে ইন্টার্নাল মেমোরি হিসেবে থাকবে 8 জিবি এবং এক্সটার্নাল মেমোরিতে থাকছে 256 জিবি ।
ব্যাটারি এবং ক্যামেরা
Xiaomi note 12 স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটিতে 5000 মিলি এম্পিয়ার পাওয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে । মিড রেঞ্জের ভেতরে থাকা ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতে কিন্তু আমরা এই সেম ব্যাটারি পাওয়ার দেখতে পেয়ে যাই । এখানেও তার ব্যতিক্রম কিছু নয় । শাওমির এই স্মার্টফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টেড করবে 33 ওয়াটের । স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরার দিকে তাকালে দেখতে পাওয়া যাবে সেখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ । যেখানে থাকছে 48 এবং 2 মেগাপিক্সেলের দুইটি শুটার । সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা । Realme 10 pro স্মার্টফোনটির ক্যামেরা ফাংশন এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর । এছাড়াও ডিসপ্লের মাঝ বরাবর সেট করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । এই স্মার্ট ফোনটির ব্যাটারি পারফরম্যান্সেও আমরা দেখতে পেয়েছি 5000 মিলি এম্পিয়ার পাওয়ার এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাবল ।
বডি ডিজাইন
Realme 10 pro স্মার্টফোনটির বডি ডিজাইন খুবই চমৎকার এবং আকর্ষণীয় । 190 গ্রাম ওজনের এই স্মার্টফোনটি সাদা এবং কালো কালারের ছাড়াও আরো বেশ কয়েকটি কালারে মার্কেটে পাওয়া যাবে । তবে ব্লাক বা কালো যে কালারটি রয়েছে সেটা কিন্তু আমার কাছে দারুন লেগেছে পার্সোনালি ভাবে । smartphone এর বডি ডিজাইন সম্পূর্ণ প্লাস্টিকের ফ্রেমে আবদ্ধ । ডান দিকে ভলিউম এবং পাওয়ার বাটন সেট করা হয়েছে এবং আরেকটি ভালো বিষয় হচ্ছে পাওয়ার বাটনটির সাথে সেট করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির কার্যকর ক্ষমতা একুরেট বা ফাস্ট বলা যেতে পারে । Xiaomi Note 12 স্মার্টফোনের বডি ডিজাইন ও কিন্তু খুবই চমৎকার এবং এর ওজন মাত্র 188 গ্রাম । স্মার্টফোনটিকে মার্কেটে অ্যাভেলেবল হিসেবে পাওয়া যাবে বেশ কয়েকটি কালারে । বডি ডিজাইনের সম্পূর্ণ অংশই প্লাস্টিকের তৈরি তবে এটিকে দেখতে প্লাস্টিকের তৈরি অবশ্য মনে হয় না , অনেকটা প্রিমিয়াম লেভেলের । সাইড মাউন্টেডে সেট করা হয়েছে মানটিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটিকে আপনি পাওয়ার বাটন হিসেবেও ব্যবহার করতে পারবেন ।
প্রাইস বা মূল্য
এবার আমরা আলোচনা করব স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হতে পারে । Xiaomi note 12 স্মার্টফোনটি ব্যবহার করার জন্য আপনাকে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে 28,000 টাকা এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে 189 ডলার । এছাড়াও ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টফোনটির মূল্য রয়েছে অফিশিয়াল ভাবে 17,000 রুপি । Realme 10 pro স্মার্টফোনটিকে অফিশিয়াল ভাবে বাংলাদেশ পাওয়া যাবে 30,000 টাকায় এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এর মূল্য রয়েছে 255$ । ইন্ডিয়ান মার্কেট প্লেস থেকে ব্যবহার করার জন্য আপনাকে খরচ করতে হবে 18,999 রুপি । স্মার্ট ফোন দুইটির ফিচার এবং পারফরম্যান্স আমরা উপরের আলোচনায় জানতে পারলাম এখন এই ফোন দুটি থেকে আপনাদের কাছে কোন ফোনটি বেশি ভ্যালুয়েবল বা বেস্ট পারফরম্যান্সের বলে মনে হয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ।
একটি মন্তব্য পোস্ট করুন