নতুন বছরে আমাদের মাঝে দুর্দান্ত আকর্ষণীয় ফিচার নিয়ে নতুন লুকে শাওমি । শুরুতেই তারা মার্কেটে রিলিজ করে দিল Xiaomi Redmi Note 12 Pro plus । স্মার্টফোনটিতে দারুন ফিচার এবং পারফরম্যান্স ইতিমধ্যে নজরে এসেছে । শাওমি মানেই এক অন্যরকম চাহিদা । যার কারণে কোম্পানিটিকে রেগুলার স্মার্ট ফোন আপডেট করতে হয় । তো যাই হোক শাওমির নতুন এই স্মার্টফোনটি আমাদেরকে নতুন কি কি অফার করছে ? এখানে কেমন ফিচার পাওয়া যাবে ? সেই বিষয়গুলোকে রিভিউয়ের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে । কোম্পানিটির নতুন এই মডেলটিতে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি সে বিষয়গুলোকে তুলনামূলকভাবে আলোচনা করা হবে । সুবিধা এবং অসুবিধার দিকগুলো জানার জন্য সম্পূর্ণ রিভিউ জুড়ে থাকতে পারেন । ( Xiaomi note 12 Pro plus Release date )
বডি ডিজাইন এবং ব্যাটারি
বডি ডিজাইন লুকিং পার্সোনালি আমার কাছে একটু ভালোই লেগেছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে বলে আমি আশাবাদী । সম্পূর্ণ বডি ডিজাইন Corning Gorilla glass দিয়ে প্রটেকটেড রয়েছে । ডিভাইসটি কালো এবং সাদা কালারসহ আরো বেশ কয়েকটি কালারে পাওয়া যাবে । 207 গ্রাম ওজনের এই মোবাইলটি প্লাস্টিকের ফ্রেমে বন্দী । বডির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং তার নিচে দেখা যাবে ভলিউম বাটন । সবমিলিয়ে এই স্মার্টফোনটির বডি ডিজাইন মিড রেঞ্জ হিসেবে মেনে নেওয়ার মতো । ব্যাটারি ব্যাকআপ এর দিকে তাকালে লক্ষ্য করা যাবে এখানে রয়েছে 5000 মিলি এম্পিয়ার পাওয়ার এর ব্যাটারি এবং এর সাথে থাকছে 120 ওয়াটের চার্জার । হাই কোয়ালিটি কোম্পানি গুলোর মতো এখানে আমরা ফাস্টেস্ট চার্জিং সিস্টেম দেখতে পেয়েছি । এটা কিন্তু একটি দারুন বিষয় । ( redmi note 12 pro plus specifications )
ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার
6.67 ইঞ্চি ডিসপ্লে সাইজের মডেলটিতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট । কেবলমাত্র এখানেই শেষ নয় ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে ফুল এইচডি রেজুলেশন । সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হল স্মার্টফোনটির ক্যামেরা ফিচার । স্মার্টফোনটির মেইন ক্যামেরা সেন্সরে রয়েছে 200 মেগাপিক্সেল । এর পাশাপাশি 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের আরো দুইটি সেন্সর রয়েছে । সেলফি তোলার সুবিধার জন্য সামনের ক্যামেরায় দেখতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল । স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সন 12 এবং প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হেলিও । ত্রিপল রেয়ার ক্যামেরা ফিচার এবং পারফরমেন্সের পাশাপাশি ডিজাইনেও অনেকটা নজর কাড়া লুক দেওয়া হয়েছে । এটা খুব সহজেই বলা যায় ক্যামেরা পারফরমেন্স যে কারো কাছেই মিড রেঞ্জ হিসেবে ভালো লাগতে পারে ।
মেমোরি এবং সিকিউরিটি সিস্টেম
দুর্দান্ত পারফরমেন্স এবং আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে অন্যতম আরো একটি ফিচার হচ্ছে এই ডিভাইসটির মেমোরি স্টোরেজ । ইন্টারনাল মেমোরিতে আমরা দেখতে পেয়ে যাব দুইটি ভেরিয়েন্ট । এখানে থাকছে 8 জিবি এবং 12 জিবি রেম । এছাড়াও এক্সটার্নাল মেমোরিতে আমরা 256 জিবি পর্যন্ত স্টোরেজ দেখতে পেয়ে যাব । মিডেল প্রাইস এর স্মার্টফোন হিসেবে এই মোবাইল ফোনের মেমোরি পারফরম্যান্স আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে । ডিভাইসটির আন্ডার ডিসপ্লেতে সেট করা হয়েছে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । এছাড়াও সিকিউরিটি সিস্টেমে আমরা আরও বেশ কিছু অপশন দেখতে পেয়েছি । ডুয়েল সিম কার্ড চালু রেখেই এই স্মার্টফোনটির মাধ্যমে ফাইভ-জি নেটওয়ার্ক উপভোগ করা যাবে । এছাড়াও অন্যান্য যে নেটওয়ার্কিং সিস্টেমগুলো রয়েছে সেখানেও আমরা ভালো রেজাল্ট পাবো বলে ধারণা করা যাচ্ছে ।
প্রাইস
যে বিষয়টি জানার জন্য আমাদের মধ্যে অনেকেই অধীর আগ্রহে রয়েছে সেটি হলো এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদেরকে কি পরিমান টাকা খরচ করতে হতে পারে ? মার্কেটে যখন একটি নতুন স্মার্ট ফোন রিলিজ হয় স্বাভাবিকভাবেই কিন্তু সেই ডিভাইসটির দাম কিছুটা আপ থাকে । পরবর্তীতে দেখা যায় সেই ডিভাইসটির মূল্য ডে বাই ডে ডাউন হয় । এই স্মার্ট ফোনটির ক্ষেত্র কিন্তু আমরা অনেকটা সেম সিস্টেম দেখতে পারি । বর্তমান সময়ে আপনি যদি বাংলাদেশ থেকে এই স্মার্টফোনটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 36,000 টাকা । আন্তর্জাতিক মার্কেটে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ রয়েছে 350$ । উপরের আলোচনায় আমরা স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে জানতে পারলাম , এখন স্পেসিফিকেশন এবং প্রাইস এর সাথে কম্বিনেশন কেমন রয়েছে বা আপনাদের ব্যক্তিগত মতামত গুলো আমাকে জানাতে পারেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে । ( redmi note 12 pro plus bd price )
একটি মন্তব্য পোস্ট করুন