Ads

স্মার্টনেস এর কথা যদি বলতে হয় তাহলে ঘড়ি বা স্মার্টওয়াচের চাহিদা বরাবরের মতোই বর্তমান সময়ে অনেকটা বেশি দেখা যায় । বেশ কিছু স্মার্টওয়াচ রিলিজের কোম্পানি আমাদের চোখে পড়ে । তবে আজকের এই রিভিউটি আপনাদের জন্য হতে চলেছে খুবই জনপ্রিয় একটি রিভিউ তার কারণ হলো আজকে আপনাদের মাঝে এমন একটি কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করা হবে যে কোম্পানির কথা অনেকেই ইতিমধ্যে জানেনা । WIWU কোম্পানির হাত ধরে মার্কেটে আমাদের মাঝে চলে আসলো SW01 Ultra । তবে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে নতুন কোম্পানি হিসেবে এই প্রোডাক্টের কার্যকর ক্ষমতা কেমন হতে পারে ? আর সেই বিষয়গুলো জানতে হলে আপনাদেরকে অবশ্যই রিভিউতে চোখ রাখতে হবে তার কারণ হলো সম্পূর্ণ রিভিউ জুড়ে আমরা এই প্রোডাক্টের পারফরম্যান্স এবং ফিচারগুলো সম্পর্কে আলোচনা চালিয়ে যাব ।


WIWU SW01 Ultra নতুন কোম্পানির নতুন আকর্ষণীয় স্মার্ট ওয়াচ | WIWU SW01 Ultra Best Smart watch Review


বডি ডিজাইন


এই স্মার্ট ওয়াচটির দিকে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে দারুন একটি ফিনিশিং রাখা হয়েছে বডি ডিজাইনে । আর এই স্মার্ট ওয়াচটি মার্কেটে আমরা দুটি কালারে পেয়ে যাব অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের । বডি ডিজাইনের নিচের অংশে প্লাস্টিকের আবরণ দেওয়া হয়েছে এবং সেখানে ওয়ারলেস চার্জিং সিস্টেম রাখা হয়েছে খুবই চমৎকার ডিজাইনে । এবার এখানে আমরা দেখতে পাব দুটি স্ট্রেপ বা বেল । এই বেল দুইটি মূলত রাবারের তৈরি যার কারণে ব্যবহার করার সময় অনেকটা নমনীয়তা অনুভব করা যাবে । বডি ডিজাইনের দুই পাশে দুইটি বাটন সেট করা হয়েছে ‌। এই স্মার্ট ওয়াচটি মূলত অরেঞ্জ যে কালারের রয়েছে সেটা অনেকটাই ইউনিক বা প্রিমিয়াম । তবে আপনাদের কাছে হয়তো একেকজনের একেক রকম চাহিদা থাকতে পারে । বডি ডিজাইনের ভিতরে আমার কাছে তেমন কোনো সংকোচবোধ নেই । 


ডিসপ্লে ফিচার


smart Watch এর ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল । 1.69 ইঞ্চি সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা আকারে অনেকটা বড় আবার অনেকটা ছোট এমনটা কিন্তু নয় এক কথায় মোটামুটি পারফেক্ট সাইজ হিসেবে আমরা ধরতে পারি । এখানে খুবই ভালো মানের রেজুলেশন এবং ব্রাইটনেস এর ব্যবহার আমার চোখে পড়েছে । আশা করা যায় ডিসপ্লের এই বিষয়গুলো আপনাদের কাছেও ভালো লাগবে । তবে ডিসপ্লের যে বিষয়টি আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলতে পারে সে বিষয়টি হলো এর টাচ স্পিড । মডেলটির টাচ স্পিড অনেকটাই স্লো আমাদের চোখে পড়তে পারে যেটা বাজেট সাপেক্ষে আশানুরূপ নয় । ইতিবাচক একটি দিক আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে ব্রাইটনেস এর পরিমাণ ভালো থাকার কারণে ইনডোর এবং আউটডোর অথবা ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস ভালো উপভোগ করা যাবে । 



ব্যাটারি ব্যাকআপ এবং ওয়াটারপ্রুফ


কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি এই মডেলটির ভিতরে 420 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে । আর এই স্মার্ট ওয়াচটি সম্পূর্ণ চার্জ হওয়ার জন্য প্রায় 2 ঘন্টা 30 মিনিট এর মতো সময় নিতে পারে । এবার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে সম্পূর্ণ চার্জে এটিকে 7 দিন বা তার কিছু সময় বেশি ব্যাকআপ দিতে পারবে । আর আমরা অনেকেই স্মার্টফোনের সাথে স্মার্টওয়াচ কানেক্ট করে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনি যদি এই স্মার্টওয়াচটিকেও আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ চার্জে তিন দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে । আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর সেটি হল এই স্মার্ট ওয়াচটি ওয়াটারপ্রুফ সাপোর্টেড নয় । দেখা গেল আপনি টাচ ব্যবহার করলেন এবং সে ক্ষেত্রে আপনার হাত কিছুটা ভেজা সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না তবে পানি থেকে অনেকটাই দূরে রাখতে হবে । 



প্রাইস বা দাম


WIWU কোম্পানির SW01 মডেলটির ফিচার স্পেসিফিকেশন সহ পারফরম্যান্স সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা পেলাম উপরের আলোচনায় । এবার আমরা একটু নজর দেই এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করার জন্য আমাদেরকে কি পরিমান টাকা বা ডলার খরচ করতে হবে । বাংলাদেশের মার্কেটপ্লেসে এই স্মার্টওয়াচটির মূল্য 6 মাসের ওয়ারেন্টিসহ 3690 টাকা । বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গেছে এই স্মার্ট ওয়াচ টির মূল্য ইন্ডিয়ান মার্কেট প্লেসে বর্তমানে রয়েছে 7490 রুপি । ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে আকর্ষণীয় এই স্মার্টওয়াচটির মূল্য রয়েছে 43$ । স্বল্প খরচের ভিতর আপনারা যদি একটি স্মার্টওয়াচ বা ঘড়ি ব্যবহার করতে চান তাহলে এই মডেলটি আপনাদের কাছে একটি টার্নিং পয়েন্ট হতেই পারে । আর নতুন কোম্পানি হিসেবে WIWU কোম্পানি এখানে কেমন পারফরমেন্সের সফলতা দেখাতে পেরেছে এবং ভবিষ্যতে এর অবদান কেমন হতে পারে সে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন । 



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads