Ads

প্রেজেন্ট বা বর্তমান সময়ের আমাদের সভ্যতার উন্নতির বিকাশের অন্যতম একটি কারণ হলো প্রযুক্তিগত উন্নতি । আর এই প্রিমিয়াম লেভেলের প্রযুক্তি আমাদের মাঝে নিয়ে আসার অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি হল শাওমি । বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবনের ভালো সুনাম রয়েছে কোম্পানিটির । তবে আজকে আমাদের আলোচনা শাওমি কোম্পানির স্মার্টওয়াচের উপর । শাওমি কোম্পানিটি বেশ কিছু স্মার্ট ওয়াচ বা ঘড়ি আমাদের মাঝে রিলিজ করেছে তার মধ্যে লেটেস্ট একটি মডেল হল Xiaomi Smartband 7 pro । এখন সম্পূর্ণ রিভিউ জুড়ে এই স্মার্টওয়াচের সম্পর্কে আলোচনা করা হবে । নতুন এই প্রিমিয়াম স্মার্ট ওয়াচটিতে আমরা কি কি ধরনের ফিচার পেয়ে যাব এবং সেই ফিচারগুলো আমাদের কি কি সুবিধা দিতে পারবে সে বিষয়গুলো জানার জন্য চোখ রাখুন সম্পূর্ণ রিভিউতে । ( mi band 7 pro review )


শাওমি স্মার্টব্যান্ড 7 প্রো পারফরমেন্স এন্ড প্রাইস | Xiaomi Smart Watch 7 pro price and Features


ডিসপ্লে সাইড


আমরা যদি এই স্মার্টওয়াচটির ডিসপ্লের দিকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে দারুন আকর্ষণীয় একটি ডিসপ্লে ফিনিশিং দেওয়া হয়েছে । সুপার অ্যামলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার কারণে ডিসপ্লে দেখতে অনেকটা আকর্ষণীয় । এছাড়াও ডিসপ্লের নিচে প্লাস্টিকের আবরণ দেওয়া হয়েছে যেটা দেখতে অনেকটাই মসৃণ । এবার স্মার্টওয়াচটিতে যে বেল ব্যবহার করা হয়েছে সেটা মূলত সিলিকনের তৈরি । আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলোকে অদল বদল করেও ব্যবহার করতে পারবেন সে ক্ষেত্রে কোন ঝামেলা নেই । 1.64 ইঞ্চি সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছে এবং যেখানে থাকছে 500 নিটস ব্রাইটনেস । এখানে আমরা 280×456 পিক্সেল রেজুলেশন দেখতে পেয়ে যাব । এছাড়াও এখানে রয়েছে 326 পিপিআই পিক্সেল ডেনসিটি । সব মিলিয়ে ডিসপ্লে যে ডেকোরেশন আমাদের নজরে আসে সেটা মূলত প্রিমিয়াম লেভেলের বলা যায় । ( mi band 7 pro review )


ব্যাটারি ব্যাকআপ


এবার আমরা আলোচনা করব এই স্মার্টওয়াচটিতে ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাবে সে বিষয়ে । স্মার্ট ওয়াচটিতে থাকছে 235 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার । স্মার্ট ওয়াচটি ব্যবহার করার জন্য এই ব্যাটারি ব্যাকআপ আমাদের কাছে পারফেক্টেবল কিনা ? সে বিষয় কিন্তু একটি প্রশ্ন থাকতে পারে । আপনি যদি একজন নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ চার্জে মিনিমাম দশ দিনের ও বেশি ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা যায় । আর এই স্মার্ট ওয়াচটি আমরা ব্রাইটনেস বাড়িয়ে এবং কমিয়ে ব্যবহার করার পেয়ে যাব যার কারণে আপনি যদি ব্রাইটনেস বাড়িয়ে বাড়িয়ে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ন্যূনতম সম্পূর্ণ চার্জে সাত দিন চলবে । আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর সেটি হল এই স্মার্ট ওয়াচটিতে দারুন পারফরমেন্সের ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ থাকার কারণে নরমালি ভাবেই টাচ কাজ করবে খুবই ভালো । 


ওয়াটার রেসিস্টেন্ট সুবিধা


দুর্দান্ত বা আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম আরো একটি ভালো দিক হলো এই স্মার্টওয়াচটি মূলত ওয়াটার রেসিস্টেন্ট । বৃষ্টির পানি কিংবা আরো অন্যান্য বিভিন্ন পানীয় জাতীয় জিনিস থেকে আপনি এই স্মার্ট ওয়াচটিকে খুব সহজেই সুরক্ষিত রাখতে পারবেন । এটিকে আমরা যখন হাতে ব্যবহার করব তখন বাহিরে বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিস থেকে আপনার ব্যবহার করাই স্মার্টওয়াচটিকে যদি আপনি সুরক্ষিত রাখতে পারেন তাহলে এটা কিন্তু খুবই একটি ভালো বিষয় । আর সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হচ্ছে এই স্মার্টওয়াচটি সাথে নিয়ে আপনি প্রায় ৫০ ফিট পানির নিচ অবধি যেতে পারবেন সে ক্ষেত্রে কোন সমস্যা হবে না । এই স্মার্ট ওয়াচটির বেশ কিছু ভালো দিক আমরা দেখতে পেলাম তার মধ্যে এই দিকটি আমাদের মধ্যে অনেকের কাছেই ভালোলাগার কথা যদিও পার্সোনালি ভাবে আমার কাছে কিন্তু বেশ ভালই লেগেছে । 



প্রাইস বা মূল্য


Xiaomi Smartband 7 pro খুবই সুন্দর এবং দারুন পারফরম্যান্স লেভেলের একটি প্রিমিয়াম প্রযুক্তি । এক নজরে এই স্মার্টওয়াচটি দেখার পরে আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এটা ব্যবহার করার এক ইচ্ছা জাগ্রত হতে পারে । আমরা যারা এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করার জন্য আগ্রহী তারা অবশ্যই এই স্মার্ট ওয়াচটির প্রাইস সম্পর্কে জানার জন্য অনেকটা আগ্রহ প্রকাশ করতে পারেন । খুশির খবর হচ্ছে এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনে অর্ডার করে নিতে পারেন । আর বর্তমানে কোম্পানিটির পক্ষ থেকে অফার চলছে স্মার্টওয়াচটির সাথে দুই মাসের গ্যারান্টি পরবর্তীতে হয়তো এই অফার চেঞ্জ করা হতে পারে ‌। বাংলাদেশে এই স্মার্ট ওয়াচটির মূল্য বর্তমান বাজারে রয়েছে 6,900 টাকা । ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে এই ওয়াচটির মূল্য রয়েছে 99$ । ইন্ডিয়ান মার্কেটপ্লেসে এই স্মার্টওয়াচটির মূল্য বর্তমান মার্কেটে রয়েছে 7,990 রুপি । পরবর্তীতে হয়তো এটার দাম বাড়তে বা কমতে পারে । রিভিউ এর মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ । নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে জানার জন্য আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেকটেড থাকতে পারেন । ( mi band 7 pro price in bangladesh )

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads