Ads

বর্তমান সময়ে আমাদের মাঝে হয়তো প্রায় সকলে  অ্যাপেল কোম্পানিটির ডিভাইস ব্যবহার করতে চায় । Apple কোম্পানিটি প্রায় বর্তমান মার্কেট প্লেযে অন্যতম দশটি কোম্পানির মধ্যে প্রথম সারির একটি আকর্ষণীয় ব্র্যান্ড। এই Apple কোম্পানির ডিভাইস গুলো একটু স্ট্যান্ডার ময় হয়ে থাকে। যার ফলে বর্তমান গ্রাহকরা তাদের ডিভাইস গুলোর উপর নজর একটু বেশি রাখছে। তবে বরাবরের মতোই Apple কোম্পানিটি আমাদের মাঝে আরো একটি আকর্ষণীয় ল্যাপটপের মডেল নিয়ে চলে এসেছে। মডেলটি হলো Apple Macbook pro with Apple m 1 chip। আর যা আমরা খুব সহজে বলতে পারি এই কোম্পানিটির এম সিরিজের মধ্য দিয়ে  এই ল্যাপটপটি নিয়ে চলে এসেছে। তবে একটি অপূর্ণ দিক হলো শুধুমাত্র একটি কালার ভেরি আন্টি আমরা পেয়ে যাব এই ডিভাইসটি । তবে যেখানে আপনার পছন্দের কালার টি ও হতে পারে। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই আকর্ষণীয় ল্যাপটপটির বিস্তারিত সম্পর্কের আলোচনায়।


Apple macbook pro with apple m1 chip 16gb | apple macbook pro with apple m1 chip নিউ ল্যাপটপ


বডি ডিজাইন


আমরা যারা Apple কোম্পানি যেকোনো ডিভাইস ক্রয় করি মূলত তার কারণ হলো এই কোম্পানিটির বডি  ডিজাইন । এই ল্যাপটপটি আমরা একটি কালারের মার্কেটপ্লেযে পেয়ে যাব সেটি হলো  Silver । তবে এটা খুব সহজে বলা যেতে পারে এই কালারটি আমাদের প্রায় সকলেরই একটি পছন্দের কালার হতে পারে। এই আকর্ষণীয় ল্যাপটপটির ফুল বডির ওজন হল 1.37কেজি। যা মূলত আমরা অন্যান্য ল্যাপটপগুলো  থেকে খুব সহজে কম বলতে পারি। আরো একটি ভালো বিষয় সেটি হল এই আকর্ষণীয় ল্যাপটপটির বডি র সামনে সাইডে মধ্য খান বরাবর অ্যাপেল কোম্পানির লোগো ব্যবহার করা হয়েছে। যার ফলে খুব সহজেই যে কেউ দেখলেই বলতে পারবে এটি মূলত অ্যাপেল কোম্পানির ডিভাইস। তাছাড়াও বডির চার  পাশে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের আবরণ।
তাছাড়াও বডি কিবোর্ড সেকশনে আমরা পেয়ে যাব ফুল সাইজের একটি কিবোর্ড । যেখানে আমরা প্রতিটি বাঁটনিই খুব সহজভাবে ক্লিক করতে পারব ইজি ভাবে। তাছাড়াও কিবোর্ডের কিছুটা নিচে মাজ বরাবর টাচ পেট দেখতে পাবো। যেখানে ব্যবহার করা হয়েছে ফুল সাইজের একটি টাচ প্যাড। যা মূলত সিলিকনের তৈরি। তাছাড়া এই ডিভাইসটির বাম সাইডে পেয়ে যাব দুইটি ঠান্ডার অয়েল পোর্ট এবং ডান পাশে পেয়ে যাব ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম এবং 3.5mm হেডফোন জ্যাক।

ডিসপ্লে এবং প্রসেসর


এই আকর্ষণীয় ল্যাপটপটির ডিসপ্লে সাইজে ব্যবহার করা হয়েছে 13.3 ইঞ্চির সাইজের ডিসপ্লে। যা মূলত Ips টাইপের একটি ডিসপ্লে। তবে এ ডিসপ্লের সাইজটি কে আমরা একটি স্ট্যান্ডার সাইজ হিসেবে গণনা করতে পারি। তাছাড়া এই আকর্ষণীয় ডিভাইসটির ব্রাইটনেস সেকশনে ব্যবহার করা হয়েছে 500 নিটস ব্রাইটনেস। যার মাধ্যমে আমরা খুব ইজি ভাবে ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে এই ল্যাপটপটিকে  ব্যবহার করতে পারব। যেখানে কোন ব্রাইটনেসের ঘাটতি দেখতে পাবো না। তাছাড়া এই ডিভাইসটির ডিসপ্লের রেজুলেশন সেকশনে ব্যবহার করা হয়েছে 2560×1600 মেগাপিক্সেল। যার মাধ্যমে আমরা যেকোনো ভিডিও দেখার সময় রেজুলেশনের কোন ঘাটতি দেখতে পাবো না কিংবা ভিডিও কলে কথা বলার সময় আমাদের কোন সমস্যা হবে না বলে আমি আশাবাদী। এই ল্যাপটপের প্রসেসর সেন্সরের ব্যবহার করা হয়েছে Intel core 
I 5 7th Gen টাইপের প্রসেসর। আমরা খুব সহজে বলতে পারি এই ল্যাপটপটির উন্নত মানের processor ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি এবং স্টোরেজ


এই আকর্ষণীয় ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপের কথা না বললেই নয়। যেখানে আমরা নরমাল ভাবে ইউজ করলে ১৬ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। যা একটি আকর্ষণীয় দিক বলে আমার মনে হয়েছে। তবে আপনি যদি এই ল্যাপটপটি দিয়ে অফিসিয়াল কাজগুলো করতে চান তাহলে আপনাকে ল্যাপটপটির ব্যাটারি সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। যা আমরা বলতে পারি খুব সহজে এই ল্যাপটপটিতে উন্নত মানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর আমরা যদি এই ল্যাপটপটির স্টুরেজ এর  দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যেখানে  ইন্টার্নাল মেমোরি হিসেবে রয়েছে
12 GB Ram, আর আমরা সর্বোচ্চ এক্সটার্নাল হিসেবে ব্যবহার করতে পারব 16 GB Ram পর্যন্ত। তাছাড়া 512 GB Rom হিসেবে পেয়ে যাব।

প্রাইজ বা মূল্য


এবার আমরা চলে যাই এই আকর্ষণীয় ল্যাপটপটির প্রাইসের দিকে। আমরা যদি বাংলাদেশ থেকে এই ল্যাপটপটি ব্যবহার করতে চাই তাহলে খরচ করতে হবে 265,000 টাকা। তাছাড়া আমরা অনেকেই রয়েছি যারা এই ডিভাইসটি ইন্ডিয়া থেকে ক্রয় করতে চাই  তো তাদের জন্য বলবো ইন্ডিয়া থেকে ক্রয় করতে হলে আমাদেরকে ব্যয় করতে হবে 159,900€। আর তাছাড়া আমরা যারা এই ল্যাপটপটি গ্লোবাল মার্কেট থেকে কিংবা ডলারের মাধ্যমে ক্রয় করতে চাই তাদের ব্যয় করতে হবে 3681$। তবে বরাবরের মতোই অ্যাপেল কোম্পানিতে এই ডিভাইসটিতে  ফিচারগুলো অনুযায়ী প্রাইস টা বরাবরই রেখেছে বললেই চলে। তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ।


Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads