Ads

বর্তমান বাজারে যে ডিভাইস গুলোর কোম্পানির জনপ্রিয়তা একটু বেশি দেখা যায় যে তাদের মধ্যে Asus কোম্পানিটি অন্যতম একটি কোম্পানি । আসুস কোম্পানিটি কে সাধারণত দেখা যায় কিছুদিন পর পরই আকর্ষণীয় চমৎকার ডিভাইসগুলো আমাদের মাঝে নিয়ে হাজির হয় । তবে এবার আমাদের মাঝে আসুস কোম্পানিটি Asus  zenbook 14 oled এই মডেলটি নিয়ে হাজির হয়েছে। যেখানে আমরা পেয়ে যাব মোটামুটি উন্নতমানের ডিসপ্লে বডি ডিজাইন এবং আরো অন্যান্য নানান প্রসেসর গুলো। তবে এবার আসুস কোম্পানিটি শুধুমাত্র একটি কালারে আমাদের মাঝে নিয়ে চলে এসেছে এই মডেলটি কে। তবে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই আকর্ষণীয় দুর্দান্ত পারফরম্যান্সের ল্যাপটপটির বিস্তারিত সম্পর্কে আলোচনায়।


Asus zenbook 14 oled price in bangla | asus zenbook 14 oled বাংলা রিভিউ

বডি ডিজাইন 


 1.39 কেজি ওজনের ল্যাপটপ নিয়ে চলে এসেছি আমাদের মাঝে asus কোম্পানিটি। যা আমাদের ব্যবহার করার সময় তেমন ভারি ফিল হবে না।
তাছাড়া এই ল্যাপটপটি আমরা ponder blue কালারে মার্কেটে পেয়ে যাব। যা একটি আনকমন কালার বলে মনে হচ্ছে আমার কাছে। এই আকর্ষণীয় ডিভাইসটির বডির উপরে আমরা  কোট কোয়ালিটির রেক কাটা দেখতে পাবো।
তাছাড়া ডান কর্নার বরাবর নিচের সাইডে ব্যবহার করা হয়েছে Asus কোম্পানিটির লোগো। এই ল্যাপটপটির ডান কর্নারে আমরা পেয়ে যাব HDMR
2. পোর্ট ও অডিওজেক 3.5mm, তাছাড়া আরও দুইটি ঠাণ্ডার এয়ার পোর্ট পেয়ে যাব। আর বাম সাইডেই আমরা পেয়ে যাব USB টাইপ C পোর্ট,2জেন2 পোর্ট। আর এই ডিভাইসের ব্যাক সাইডে ক্রোম ফিনিশ ব্যবহার করা হয়েছে
যার ফলে ল্যাপটপটিকে আরো প্রিমিয়াম কোয়ালিটির দেখাতে পারে। তাছাড়া এই ল্যাপটপটির আমরা ফুল অ্যাঙ্গেল হিসেবে 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবো। তাছাড়া আরো পেয়ে যাব ফুল সাইজের একটি কিবোর্ড যেখানে আমরা কিবোর্ড এর কিছুটা নিচে পেয়ে যাব ‌‌ টাচ পেটের দেখা। যেখানে টাচপেট টা ব্যবহার করা হয়েছে সিলিকনের মাধ্যমে। তবে এই ল্যাপটপের বডির ডেকোরেশন এর কথা বলতে গেলে আমি বলব অসাধারণ।

ডিসপ্লে এবং প্রসেসর সেটআপ 


14 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে। যা আমরা বলতে পারি মোটামুটি সাইজে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা মূলত 
LED টাইভেট ডিসপ্লে। তাছাড়া এই ল্যাপটপটির 600 নিটস ব্রাইটনেস আমরা পেয়ে যাব। তবে খুব সহজেই বলা যেতে পারে যে এই ল্যাপটপটি আমরা ঘরে বসে কিংবা ঘরের বাইরে ব্যবহার করার সময় ব্রাইটনেসের তেমন কোনো ঘারটি দেখতে পাবো না। রিফ্রেশ রেটে আমরা পেয়ে যাব 90 HZ। যার মাধ্যমে আমরা এই ল্যাপটপটি দিয়ে ভিডিও দেখার সময় রেজুলেশনের তেমন কোন ঘারটি দেখতে পাবো না। আরো পেয়ে যাব আমরা ( 2880×1800 ) মেগাপিক্সেলের রেজুলেশন। তাছাড়া এই আকর্ষণীয় ল্যাপটপটির অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে Windows 11 ভার্সন। এটা খুব সহজে বলা যেতে পারে এই ডিভাইসটিতে ডিসপ্লে এবং প্রসেসর মোটামুটি মানে ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি এবং স্টোরেজ


এই ল্যাপটপটির ব্যাটারি ক্যাপাসিটি তে ব্যবহার করা হয়েছে 75 WH পাওয়ারের ব্যাটারি। যা আমরা বলতে পারি মোটামুটি মানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে। তাছাড়া ব্যাটারির এডাপ্টারে পাওয়ারে ব্যবহার করা হয়েছে 100 WAc পাওয়ার এর এডাপটার। যার মাধ্যমে এই ল্যাপটপটি আমরা যারা হাই উজার রয়েছে তাদেরকে সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ দেবে আট থেকে নয় ঘন্টা পর্যন্ত ।  নরমাল ভাবে ব্যবহার করলে আমাদের সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ল্যাপটপের ব্যাটারি পাওয়ারের সম্পর্কে আমাদের টেনশন করতে হবে না। যেখানে উন্নত মানের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বললেই চলে।
আমরা যদি একটু স্টোরেজের দিকে লক্ষ্য করছি তাহলে দেখতে পাবো ভিতরে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করতে পারব 16 GB Ram পর্যন্ত। তবে এখান একটি দুঃখজনক বিষয় হলো এই ল্যাপটপটিতে আমরা এক্সট্রা হিসেবে করো মেমোরি কার্ড ব্যবহার করতে পারব না। তবে আমরা আরো 512 GB Rom হিসেবে পেয়ে যাব।

Asus zenbook 14 oled মূল্য


আশা করি এই ল্যাপটপটির ফিচারগুলো আমাদের সকলের কাছে পারফেক্ট বলে মনে হয়েছে। তবে এবার চলে আসি প্রাইসের দিকে। বাংলাদেশ বাজারে এই ল্যাপটপটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,28,900 টাকা। আর এই ল্যাপটপটির বর্তমান ইন্ডিয়ান মার্কেটপ্লেসের দাম নির্ধারণ করা হয়েছে  €86,490। আর গ্লোবাল মার্কেটে এই ল্যাপটপটির প্রাইস নির্ধারণ করে রাখা হয়েছে 800$। তবে এই ল্যাপটপের ব্র্যান্ডটি সব সময়ের জন্য দুই বছরের ওয়ারেন্টি চালু রেখেছে তাদের গ্রাহকের কথা মাথায় রেখে। তবে আমার কাছে এই ল্যাপটপটির পারফরম্যান্স এবং প্রাইস মোটামুটি কাছাকাছি বলে মনে হয়েছে। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের অসাধারণ একটি কমেন্টের মাধ্যমে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads