বডি ডিজাইন
আমরা আসুস কোম্পানিটি কে সাধারনত তাদের ডিভাইস গুলোর বডি ডিজাইনের দিকে একটু বেশি লক্ষ্য করে থাকে। এই স্মার্ট ল্যাপটপটির ফুল বডির ওজন হল 1.75 কেজি। যা আমরা মোটামুটি ওয়েটের একটি স্মার্ট ল্যাপটপ বলতে পারি। এই ডিভাইসটির বডি চারপাশে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে এই ল্যাপটপটির লুকিং আরও একটু মনোরম হয়ে উঠেছে। তাছাড়া এই ল্যাপটপটির ডান পাশে আমরা পেয়ে যাব চার্জিং সিস্টেমের জন্য USB টাইপ A পোর্ট , আরো দুইটা ঠান্ডার পোর্ট রয়েছে । তাছাড়া এই ল্যাপটপটির বডি ডান পাশে আমরা পেয়ে যাব দুইটা এলইডি এন্টিকাটার, এইচডি MR 2.1 পোরট। তাছাড়া এই স্মার্ট ল্যাপটপটির বডির ডান কর্নার বরাবর আসুস কোম্পানিটির লোগো ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটিতে আমরা পেয়ে যাব ফুল সাইজের একটি কিবোর্ড যার সাথে ডান কর্নার বরাবর থাকে টাচ পেট। যেখানে টাচ পেট টাও থাকছে সিলিকনের। তাছাড়া এই ল্যাপটপটি কিবোর্ড এর প্রতিটা বাটনে হালকা লাইটিং গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। যার ফলে রাত হলে এই স্মার্ট ল্যাপটপটি লাইটিং গুলো প্রায় স্পষ্ট দেখা যায়। এটা একটি ভালো মানের দিক বলে আমার কাছে মনে হয়েছে।
ডিসপ্লে এবং প্রসেসর
14.5 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে পেয়ে জাবো এই স্মার্ট ল্যাপটপটিতে। যে সাইজটি আমরা প্রায় সকলেই বরাবর ব্যবহার করতে দেখে থাকি।LED Backlit টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিভাইস টিতে। যা আমরা বলতে পারি মোটামুটি উন্নতমানের ডিসপ্লে টাইপ ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে। তাছাড়া 500 নিটস ব্রাইটনেস পেয়ে যাব এই ল্যাপটপটির ডিসপ্লেতে। যার কারণে এই ল্যাপটপটি আমরা ঘরের ভিতরে কিংবা ঘরের বাইরে ব্যবহার করি তাতে আমাদের ব্রাইটনেসের কোনো ঘারটতি লক্ষ্য পরবেন।
রিফ্রেশ রেট সেকশনে আমরা পেয়ে যাব 120Hz। যার ফলে আমরা এই ডিভাইসটি দিয়ে ভিডিও দেখার সময় রেজুলেশনের কোন ঘারটি দেখতে পাবো না। তাছাড়া এই স্মার্ট ল্যাপটপটির ডিসপ্লের রেজুলেশনে আমরা পেয়ে যাব
(2880×1800) মেগাপিক্সেল। এটা খুব সহজে বলা যাচ্ছে যে এই স্মার্ট ল্যাপটপটির ডিসপ্লে মোটামুটি উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Windows 11 ভার্শন। যা আমরা লেটেস্ট মানের অপারেটিং সিস্টেম বলতে পারি।
ব্যাটারি এবং স্টোরেজ
এই ল্যাপটপের ব্যাটারির ক্যাপাসিটিতে ব্যবহার করা হয়েছে 75Wh ব্যাটারি পাওয়ার। 4 call lilon টাইপের ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে। তাছাড়া ফাস্ট চার্জিং এর জন্য এডাপ্টার পাওয়ার ব্যবহার করা হয়েছে 180W। যার মাধ্যমে আমরা খুব সহজভাবে ল্যাপটপটিকে ১২ থেকে ১৩ ঘন্টা ইউজ করতে পারবো। আর যারা একটু হাই ভাবে ব্যবহার করতে চাই তাদেরকে এই ল্যাপটপটির ব্যাটারি সর্বোচ্চ 8 থেকে 9 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। তাছাড়া এবার স্টোরেজ এর দিকে চলে যাওয়া যাক। এই ল্যাপটপটির ভিতরে আমরা রেম হিসেবে পেয়ে যাব 16 GB Ram। আর এক্সট্রা ভাবে আমরা সর্বোচ্চ 18GB Ram পর্যন্ত ইউজ করতে পারবো। তাছাড়া
512 GB Rom হিসেবে আমরা পেয়ে যাব। যা আমাদের দৈনন্দিন কাজের জন্য পারফেক্ট বলে মনে হয়েছে।
অফিসিয়াল প্রাইস
আমাদের অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে এই দুর্দান্ত পারফরমেন্সের স্মার্ট ল্যাপটপটির বর্তমান বাজারে প্রাইস কত নির্ধারণ করা হয়েছে ? তাদের জন্য বলব এই ল্যাপটপটির বর্তমান বাজারে প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,82,885 টাকা। আর আমরা যারা এই স্মার্ট ল্যাপটপটি রুপিতে কিংবা ইন্ডিয়া থেকে ক্রয় করতে চাই তাদের খরচ করতে হবে 1,16,927€। আর এই আকর্ষণীয় দুর্দান্ত পারফরমেন্সের ল্যাপটপটির বিশ্ব বাজারে দাম নির্ধারণ করা হয়েছে
1,949.99$। তবে আমার কাছে এই ল্যাপটপটির প্রাইসটা পারফেক্ট বলেই মনে হয়েছে। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আপনাদের মূল্যবান একটি কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন।
একটি মন্তব্য পোস্ট করুন