Ads

2022 সালে এই স্মার্টফোনের কোম্পানিটি তেমন  ধামাকা দার কোন স্মার্টফোন  মার্কেটে লঞ্চ করতে পারে নি। তবে এই কোম্পানিটির নিরাপত্তার প্রশ্নে চোখ রাগান্বীত থেকে শুরু করে পদত্যাগ সব মিলিয়ে  বছরটা তেমন ভালো যাইনি বলেই মনে করা যাচ্ছে। কিন্তু নতুন বছরে  স্মার্টফোনের কোম্পানিটি আরেএ কটি চমৎকার   স্মার্টফোন নিয়ে হাজির হলো । বর্তমান স্মার্টফোনের দুনিয়ায় হইচই ফেলিয়ে দিয়েছে এই আকর্ষণীয় কোম্পানিটি। তবে যে মডেলটি নিয়ে বাজারে একটু বেশি হইচই  পড়েছে মডেলটি হলো Poco X 5 pro। এই কোম্পানির স্মার্টফোন গুলোর ভিতরে রয়েছে কোন টার ভিতরে ক্যামেরা পারফরম্যান্স চমৎকার এবং কোনটার ভিতরে ব্যাটারি ব্যাকআপ। তবে সর্বপ্রথম বার এই স্মার্টফোনের কোম্পানিটি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। যা মোটামুটি ডিএসএলআরকে হার মানাতে সক্ষম হবে। তার সাথেও সাথে সর্বোচ্চ নেটওয়ার্কিং সিস্টেম 5 জি। যা আমরা মোটামুটি বাজেটের ফোন গুলোর ভিতরে দেখতে পাই না। তবে 5 জির সাথে তো 2G ,3G 4G নেটওয়ার্কিং সিস্টেম থাকছেই। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই আকর্ষণীয় ডিভাইসটি কিরকম হতে চলেছে তা জানতে অবশ্যই চোখ রাখুন পুরো রিভিউ জোরে।


Poco x5 pro price in bangladesh | oppo x5 pro price in বাংলা রিভিউ,


বডি ডিজাইন এবং ডিসপ্লে সেটআপ


এত সুন্দর স্মার্টফোনটি চারদিকে প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়েছে। তার সাথে তো কর্নিং গোরিলা ক্লাস ফাইভ থাকছেই । যার ফলে স্মার্টফোনটি ব্যবহার করার সময় আপনার হাত থেকে ফসকে গেলে বা পড়ে গেলে  স্মার্টফোনটির ব্যাকসাইডে কোন ভেঙে যাওয়ার আশঙ্কা খুব কম। তবে এক কথায় বলা যায় স্মার্টফোনটির কোম্পানি প্রটেকশন করার জন্য যথেষ্ট পরিমাণ প্রসেসর ব্যবহার করেছে। তাই স্মার্ট ফোনটি ওজন একটু বেশি বলে মনে হতে পারে 181 গ্রাম ওজন। তবে এই স্মার্টফোনটি তিনটি কিউট কালারে লঞ্চ করা হয়েছে এই কালার  ভিতরে  আপনার  চয়েজ ফুল  কালারও  হতে  পারে  black ,blue, yellow। স্মার্টফোনটির পিছের দিকে লক্ষ্য করলে দেখা যাবে স্মার্টফোনটির আকর্ষণীয় বডি বিল্ডার ডিজাইন । যেখানে আমরা দেখতে পাবো ত্রিপল ক্যামেরা সেটআপ। এবং বডির ডান পাশে রয়েছে ভলিউম আপডাউন বাটন এবং তার কিছুটা নিচে আমরা পেয়ে যাব পাওয়ার বাটনে দেখা। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাব সিম কার্ড ট্রে সলট । টাইপ সি  চার্জিং সিস্টেম।
তার সাথে স্পিকার এবং 3.5 mm হেডফোন জেক।6.67 ইঞ্চি এবং এমন এক টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে।
যা সাপোর্ট করবে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট। ডিসপ্লে তে আরো থাকছে  900 নিটস ব্রাইটনেস।

ক্যামেরা পারফরমেন্স এবং প্রসেসর সেটআপ


আমরা যারা রেগুলার স্মার্টফোন ইউজ করি তাদের প্রায় সকলেরই ক্যামেরার পারফরম্যান্স এর দিকগুলো একটু হাই পাওয়ারের  জন্য কনফিডেবল বোধ করে থাকি। আবার অবশ্যই যারা নিউ স্মার্টফোন ক্রয় করার জন্য মার্কেটে যায় তারা যে স্মার্ট ফোনে ক্যামেরা পারফরম্যান্স একটু উন্নত মানে ওই স্মার্টফোনটির উপরে আকর্ষণ একটু বেশিই থাকে। তবে যারা স্মার্টফোনের ক্যামেরা ফিচারের প্রতি আগ্রহ বেশি তাদের উপর ভিত্তি করে এই স্মার্টফোনের কোম্পানিটি এই মডেলটি রিলিজ করেছে।Poco X 5 pro এতে রয়েছে  108
মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। যেখানে থাকছে ফুল আল্ট্রা হোয়াইট । আরো রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট লেন্স। 2  মেগাপিক্সেলের
ম্যাক্রো ক্যামেরা। যা বলা যেতে পারে প্রাইস এর দিক থেকে ক্যামেরা পারফরমেন্স যথাযথই রেখেছে স্মার্টফোনটির কোম্পানি। সব মিলিয়ে ক্যামেরার দিক দিয়ে বেশ আপ মার্ক মডেলটি। তবে এই স্মার্টফোনটি কথা না বললেই । নয় যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি  1080
@30 F p s টাইপের প্রসেসর। আবার এই মডেলটিকে রান করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্শন । তবে আপডেট আসলে এন্ড্রয়েড ভার্সন টি চলে যাবে 14 ভার্সন পর্যন্ত । 

স্টোরেজ এবং ব্যাটারি ব্যাকআপ


প্রথমেই চলে আসি এই স্মার্টফোনটি স্টোরেজের দিকে। যেখানে আমরা ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাব 6 / 8 জিবি রেম। আর এক্সটার্নাল মেমরি স্টোরেজ হিসেবে পেয়ে যাব  128 / 256 জিবি রোম। তবে এখানে দুঃখজনক বিষয় হলো দুটি ভেরিয়েন্টের  মাইক্রো S D কার্ড ব্যবহার করার সিস্টেম নেই যার ফলে স্মার্ট ফোন গুলোর স্টোরেজ বাড়াতে সক্ষম হবেন না।
Poco X 5 pro এই মডেলটিতে  5 জি সাপোর্টেড নিয়ে এলেও তাতে আরও থাকছে 2-4 জি পর্যন্ত নেটওয়ার্কিং সিস্টেম। প্রায় 802.11 mbps পর্যন্ত ওয়াইফাই স্পিড সাপোর্ট দিচ্ছে।5,000 এম এইচ ব্যাটারি পাওয়ার রয়েছে এই স্মার্ট ফোনটিতে। যা 67  ওয়ার্ডে ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্টেড রয়েছে।
এই স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র 48 মিনিট প্রায়। এই ফোনের সঙ্গে চার্জিং ওয়্যাট এবং এডাপটার পাচ্ছেন বিনামূল্যেই ক্রেতারা। যা  আমরা সচরাচর যে কোন স্মার্টফোনের সঙ্গে পেয়ে থাকি।

মূল্য বা প্রাইস

 

এবার আমরা চলে যাই এই আকর্ষণীয় স্মার্টফোনটির প্রাইস এর দিকে। এই স্মার্টফোনটি যদি আপনি আজকের বাজারে ক্রয় করতে চান তাহলে
8/256 জিবি ভেরিয়েন্টের মডেলটির প্রাইস পড়বে 39,000 টাকা। 
আর 6/128 জিবি ভেরিয়েন্টের মডেল কি প্রাইস পড়বে 35,000 টাকা। যেহেতু 
স্মার্টফোনটি প্রাইস আন অফিসিয়াল সেহেতু এই স্মার্টফোনগুলোর প্রাইস
ডে টু ডে কিছুটা আপডাউন করবে। তো যারা স্মার্ট ফোনটি দিয়ে  অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য 8/256 জিবি ভেরিয়েন্টের মডেলটি বেছে নিতে পারেন। তবে এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা ফিচার আরো রয়েছে স্পেসিফিকেশন এর পারফরম্যান্স অনুযায়ী স্মার্টফোনটি প্রাইস আমার কাছে ফ্রেন্ডলি ভাবে মনে হয়েছে। তো আপনাদের কাছে স্মার্টফোনটির পারফরম্যান্স কিরকম লেগেছে   আপনাদের মূল্যবান একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads