Ads

realme কোম্পানি বাজারে নতুন আরেকটি স্মার্টফোন নিয়ে চলে এসেছে। স্মার্টফোনটির মডেল  হলো realme narzo 50 pro । মিডেল রেঞ্জ এর বাজেটের ভিতরে আশা করি সকলেরই এই ফোনটি ভালো লাগবে। বিশ্ববাজারে এই ফোনটি আরো কিছুদিন আগেই রিলিজ করা হয়েছে তবে বাংলাদেশে স্মার্টফোনটি  অল্প কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। realme Narzo 50 pro এই স্মার্ট ফোনটিতে আমরা মোটামুটি সব রকম গেম প্লেই করতে পারব ,আশা করি কোন সমস্যা হবে না এই ফোনটিতে। realme narzo 50 pro এই স্মার্টফোনটির সাধারণত আমরা দুটি কালারই দেখতে পেয়েছি  । Realme narzo 50 Pro এই স্মার্টফোনের ডিভাইসটিতে কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট এর প্রয়োজন ছিল এবং কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট হয়েছে নিচের রিভিউতে সবই দেওয়া হলো । স্মার্টফোনটির ফিচার হাই লেভেলের ডিভাইস দিয়েই তৈরি করা হয়েছে। আশা করি এই স্মার্টফোনটির ফিচার সকলের কাছেই ভালো লাগতে পারে। ফোনটির ফিচার সম্পর্কে নিচে ধারণা দেওয়া হলো।






Realme narzo 50 pro price | রিয়েলমি নারজো 50 বাংলাদেশ প্রাইস





Realme narzo 50 Pro : বডি ডিজাইন



এই স্মার্ট ফোনটির চার দিকে প্লাস্টিকের আবরণ দ্বারা তৈরি। স্মার্টফোনটি যেহেতু প্লাস্টিকের আবরণ দ্বারা তৈরি সেহেতু ফোনটির ওজন অতিরিক্ত বেশি হবে না।এই স্মার্টফোনটি
ওজন 181 গ্রাম। এই স্মার্ট ফোনটির আকর্ষণীয় দুটি কালার রয়েছে কালারগুলো হলো হাইপার ব্ল্যাক এবং হাইপার ব্লু । ফোনটির পিছনেরদিকে তাকালে আমরা সর্বপ্রথম ফোনটির ডিজাইনের দিকে লক্ষ্য করতে পারবো।
 তবে বামপাশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ভলিউম আপডাউন বাটন এবং আমরা পাওয়ার বাটন এর দেখা পাব ডানপাশে।

স্মার্টফোনটি নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো ইউএসবি টাইপ সি পোর্ট। পাশাপাশি আমরা একটি স্পিকার দেখতে পাব যা খুবই ভালো খবর।
তার পাশাপাশি আরও পেয়ে যাব 3.5এম এম হেডফোন জ্যাক। তবে 
সবকিছুই ভালো লেগেছে তবে এই বিষয়টা আমার সুবিধাজনক বলে মনে হলো না বিষয়টি হলো Realme narzo 50 pro স্মার্টফোনটিতে কোন এক্সট্রা মেমোরি  কার্ড স্লড ব্যবহার করা যাবে না।


Realme narzo 50 pro: ব্যাটারি ব্যাকআপ



Realme narzo 5o pro ফোনটি বেশ মোটাও না আবার বেশ চিকন ও না তাই এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আশা করি ভালো হবে। ফোনটির ব্যাটারির ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি ভালো পারফরমেন্সের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে থাকছে 5,000   মিলি এম্পিয়ার পাওয়ার যুক্ত যা মিডেলরেঞ্জের বাজেটের ভিতরে মোটামুটি হাই পাওয়ারের ব্যাটারি বলে আমার মনে হচ্ছে। Realme narzo 50 pro এই স্মার্টফোনটির আরো একটি আকর্ষণীয় বিষয় হলো এখানে থাকছে 33 ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সিস্টেম যা খুবই ভালো।33 ওয়ার্ডের ফাস্ট চার্জিং সিস্টেম থাকার কারণে প্রায় এক ঘন্টা সময় লাগতে পারে ফোনটি ফুল চার্জ হতে। তবে ফোনটিতে আরেকটি অসুবিধা জনক কথা হলো এখানে পাওয়ার ডেলিভারি সিস্টেম অপশনটা নেই। যার কারণে এই ফোন থেকে অন্য ফোনে চার্জ নেওয়াটা এখন সম্ভব। তবে আশা করি সকলের এটা প্রয়োজন হয় না।
দৈনিক যদি আমরা imo, Facebook, Twitter, WhatsApp ইত্যাদি চালাই তাহলে আমরা সহজে একদিন চালাতে পারবো।


Realme narzo 50 : ক্যামেরা ফিচার



এবার আসা যাক ফোনটির ক্যামেরার ফিচারের দিকে। আমরা যদি এই ডিভাইসটির ক্যামেরা দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে মিডিল রেঞ্জের বাজেটের  ফোন গুলোর মধ্যে এই ডিভাইসটির ক্যামেরার পারফরম্যান্স অসাধারণ। ডিভাইসটিতে 3 টি ক্যামেরা সেন্সর দেয়া হয়েছে। যার কারণে
এই ডিভাইসটির ছবিগুলো মোটামুটি ভাবে ক্লিয়ার আসে। মেইন ক্যামেরার 
সেনসোরে   48 মেগাপিক্সেল দেওয়া হয়েছে যা আমরা মোটামুটি হাই কোয়ালিটির ডিভাইস গুলোতেও দেখতে পাই। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এই ডিভাইসটিতে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। আমার কাছে এই ডিভাইসটির ক্যামেরার পারফরম্যান্সের অসাধারণ লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এছাড়াও ম্যাক্রোর  
সেন্সরের দিকে তাকালে দেখা যাবে 2 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরায় 16 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে । যার কারণে
এই ডিভাইসের সেলফির ছবিগুলো হাই কোয়ালিটি ফোনের  চেয়ে কম হবে 
সুন্দর হবে না। এই স্মার্টফোনটিকে ক্যামেরার পারফরমেন্স এর কারণে অনেকে ফোন ফোনটিকে  ক্যামেরার ফোনও বলে থাকে। ডিভাইসটির মেইন ক্যামেরার পাশাপাশি অন্যান্য সহকল সেন্সর গুলোর পারফরমেন্স খুব দুর্দান্ত ‌‌ দেখতে পেলাম । আশা করি আপনাদের কাছেও স্মার্টফোনর ক্যামেরার ফিচার ভালো লাগবে।


Realme narzo 50 pro: অপারেটিং সিস্টেম এবং প্রসেসর 



এই স্মার্টফোনটিকে অপারেটিং সিস্টেমকে রান করানো হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 12  এর মাধ্যমে। long time ব্যবহার করার পরও ফোনটিতে কোন সমস্যা চোখে পড়বে না। এই ডিভাইসটিতে মিডিয়াটেক মডেলের processor ব্যবহার করা হয়েছে। আমার কাছে এই ডিভাইসটির প্রসেসরের দিকগুলো অসাধারণ লেগেছে। মিডিয়াটেক মডেলের processor  অনেক হাই লেভেলের ফোনগুলোতেও দেখা যায়। যদিও এই ডিভাইসের প্রসেসরে মিডিয়াটেক  মডেল ব্যবহার করা হয়েছে। মিডিয়াটেক মডেলের processor ব্যবহার করার কারণে এই ফোনটিতে আপনি একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে পারবেন তাতে আপনার কোন সমস্যা হবে বলে মনে হয় না। যেকোনো অ্যাপস বন্ধ করার সময় এবং চালু করার সময় ক্লিয়ার ভাবেই কাজ করবে।



Realme narzo 50 pro: ডিসপ্লে ফিচার।




এই ডিভাইসটিতে 6.4 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।Realme কোম্পানির ফোন গুলো মোটামুটি বড় সাইজে হয়ে থাকে। তবে এই সাইজের ডিসপ্লে আমার কাছে পারফেক্ট লেগেছে। এই ডিভাইসটিতে এমোলেড এর সাথে সাধারণ ফুল এইচডি রেজুলেশন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে পিক্সেল ডেনসিটি পাওয়া যাবে 411 পি পি আই  যার সাথে থাকছে ফুল এইচডি রেজুলেশন। এই ডিভাইসটিতে প্রটেকশন রাখার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5।
যা এ মিডেল রেঞ্জের  বাজেটের ভিতরে খুব অল্প কিছু ফোনে পাওয়া যায়। এই ডিভাইসটির ব্রাইটনেস ভালোই পাবেন আশা করি। আমার কাছে এই ডিসপ্লের পারফরম্যান্স ভালোই লেগেছে।


 Realme narzo 50 pro: গেমিং সেটআপ।



বর্তমান সময়ে আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা গেম প্লে করে থাকেন।
যারা এই ডিভাইসটি দিয়ে গেমপ্লে করতে চাচ্ছেন? তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই নতুন স্মার্টফোনটি দিয়ে কি আমি গেমপ্লে করলে এই সেটটির পারফরম্যান্স কি রকম হবে? গেম প্লে করার জন্য আমার ধারণা হলো আপনি যদি লাইফ ইউজার হয়ে থাকেন যে রকম প্রতিদিন 2/3 ঘন্টা গেম প্লে করতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য। আবার যারা একটু বেশি গেম প্লে করতে চান  তাদের জন্য এই সেটটি ভালো পারফরম্যান্স দিতে পারবে  না।
হয়তো দেখা যাবে আপনার ডিভাইসটি লেক দেখা দেবে কিংবা ফোন  গরম হয়ে যেতে পারে। তবে দেখা গেছে আমাদের মাঝে অনেকেই Free fire ,pubg গেম বেশি খেলে থাকে। তাদের জন্য আশা করি কোন সমস্যা দেখা দেবে না।



Realme narzo 50 pro: মেমোরি পারফরম্যান্স



আমরা যে স্মার্টফোনটি চালাবো তার পূর্বে অবশ্যই আমাদেরকে ফোনের মেমোরির পারফরম্যান্স সম্পর্কে জানতে হবে। মেমোরি পারফরম্যান্স যদি ভালো না হয় তাহলে আমরা কিন্তু স্মার্টফোনটি ব্যবহার করে তেমন সুবিধা পাব না। আর রেগুলার যারা ফোন  ইউজ করে তাদের কাছে আশা করিবিষয়টি পরিষ্কার হয়ে গেছে । ইন্টারনাল ব্যাটারি পারফরম্যান্স 6 এবং 8এইট জিবি রেম,
এবং 128 জিবি রোম থাকছে। তবে দুঃখজনক ব্যাপার হলো এই স্মার্টফোনটিতে আপনি কোন এক্সটার্নাল রোম ব্যাবহার করতে পারবেন না।
আপনি যদি অনলাইনে কোন কাজ করে থাকেন বা হাই লেভেলের গেম প্লে করে থাকেন তাহলে আপনার জন্য থাকছে 8/128 জিবি  মডেলটি আপনি চয়েজ করতে পারেন। আমার কাছে শুধু এই জিনিসটাই খারাপ লাগলো কারণ যেকোনো ফোনেই এক্সটার্নাল  সিস্টেম 

 থাকে যেহেতু আপনি এই স্মার্টফোনটিতে এক্সেলাল সিস্টেমটা পাচ্ছেন  না এটা মন খারাপ হওয়ারই কথা।
তবে এই এক্সটার্নাল সিস্টেম টা থাকলে আশা করি সকল দিকগুলোই সম্পূর্ণ হতো।



Realme narzo 50 pro: নেটওয়ার্ক সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম।




এই ডিবাইসটির মাধ্যমে আপনারা নেটওয়ার্কিং সিস্টেম সর্বোচ্চ 4g পাবেন।
তবে ডাটা, ব্লুটুথ, ওয়াইফাই , হটস্পট, বা অন্যান্য ওয়ার লেন্স নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো আপনি খুব স্বাভাবিকভাবেই সার্ভিস  পেয়ে যাবেন। আরেকটি অসম্পূর্ণ  দিক আমার চোখে পড়ে যায় সেটি হলো এই ডিভাইসটিতে নয়েজ মাইক ব্যবহার করা হয়নি যার কারণে আশেপাশের হইচই আপনার সাথে ফোনে প্রাপকের কাছে চলে যাবে যার কারণে মাঝে মাঝে মাথা গরম হয়ে যেতে পারে।
তবে এই নয়েজ মাইক সিস্টেমটি আমরা বর্তমান কিছু কিছু স্মার্টফোন দেখতে পাই। ডিভাইসটি সিকিউরিটি দেওয়ার জন্য রয়েছে মাল্টিপল সেন্সর । তবে এখানে আরো একটি অসম্পূর্ণ কাজ দেখা যায় ডিভাইসটির সাইট ফিঙ্গারপ্রিন্ট কিংবা , পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দেওয়া হয়নি। তবে ডিভাইস টিতে  আরেকটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে যে স্মার্টফোনটির ডিসপ্লের উপরেই কিছুটা নিচে আমরা এক্সট্রা ভাবে ফিঙ্গার লক বসিয়ে নিতে পারব।
এই দিকটা আমার কাছে ভালই লেগেছে আশা করি সকলের কাছে এটা ভালো লাগবে।



Realme narzo 50 pro: মূল্য বা প্রাইস।



আমরা সকলেই একটা  বাজেটের উপর ভিত্তি করে নতুন স্মার্টফোন ব্যবহার করার পরিকল্পনায় যাই। আর যদি ওই বাজেটের ভিতরে দুর্দান্ত পারফরমেন্স এবং ফিচার ভালোর ভিতরে ফোন পেয়ে যায় তাহলে তারা ওই ফোনটা চালানোর জন্য একটু বেশি আগ্রহী হয়ে থাকে । এবার চলে আসি এই ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনায় , এই স্মার্টফোনটি আপনি যদি চালাতে যান তাহলে আপনার কি রকম বাজেট লাগতে পারে ?6/128 জিবি  এই স্মার্ট ফোনটির বাংলাদেশের  27,000 টাকা হলে আপনি মার্কেটেই পেয়ে যাবেন।
আবার কোম্পানি আরও একটি ছাড় দিয়েছে 8/128 জিবি স্মার্টফোনটিও বাংলাদেশে সেম প্রাইজে  27,000 টাকা হলে আপনি বর্তমান মার্কেটে কিংবা অনলাইনে পেয়ে যাবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads