F সিরিজের আরো একটি চমৎকার স্মার্টফোন নিয়ে চলে এসেছে Samsung কোম্পানিটি । অল্প কিছুদিন আগেই samsung কোম্পানিটি আরো একটি মডেল নিয়ে বাজারে চলে এসেছে। নতুন স্যামসাং কোম্পানিটির মডেলটি হলো Samsung Galaxy F 23 । দুর্দান্ত পারফরম্যান্সের সাথে রয়েছে স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ডিজাইন। এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 750 চিপসে । এছাড়া ভয়েস কল ব্যবহার করার সময় আওয়াজ কমানোর জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ভয়েস ফোকাস ফিচার। Galaxy F 23 5G তে 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লেতে থাকছে স্যামসাং। সঙ্গে থাকছে 25 W এর ফাস্ট চার্জিং সাপোর্টেড। যা আমরা মোটামুটি হাই লেভেলের বাজেট রেঞ্জের স্মার্টগুলোতে দেখতে পেয়ে থাকি। এই ডিভাইসটি প্রায় হাই লেভেল স্মার্ট ফোনগুলোর সাথে টক্কর দিতে পারবে। এবার আমরা চলে যাই স্মার্টফোনটির স্পেসিফিকেশন , ক্যামেরা ফিচার, ব্যাটারি ব্যাকআপ এর পারফরমেন্সের সম্পর্কে জানতে পুরো রিভিউ জুড়ে চোখ রাখুন।
এই ডিভাইসটির বডি ডিজাইন লুকিং আমার পার্সোনালি একটু ভালো লেগেছে এবং আপনাদের কাছে ও পারফেট বলে মনে হবে আমি আশা করি। তবে এই ডিভাইসটিতে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়নি। যার কারণে স্মার্টফোনটি
ব্যবহার করার সময় ডিভাইসটি একটু উপরে থেকে পরে গেলে স্মার্টফোনটি ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকেবে। তবে স্মার্টফোনটিতে ব্যাক কভার ইউজ করলে হয়তো এই সমস্যাটা কম দেখা দেবে। তবে ডিভাইসটির পিছনে প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়েছে। যার ফলে হয়তো আপনি কিছুটা প্রোটেকশন পেতে পারে। দুটি কিউট কালারে লঞ্চ করা হয়েছে এই আকর্ষণীয় স্মার্টফোনটি। কিউট কালার গুলো হল green and blue। 198 গ্রাম ওজনের আকর্ষণীয় স্মার্টফোনটি থাকছে ফ্রেমে বন্দী। বডির ডান পাশে থাকছে ভলিউম বাটন এবং তার একটু উপরে পাবেন ভলিউম আপডাউন বাটন। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রো স্লট। স্মার্টফোনটির নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো । চার্জিং এর জন্য পেয়ে যাবেন টাইপ সি পোর্ট ।তার সাথে থাকছে প্রাইমারি মাইক্রোফোন । আরো রয়েছে 3.5mm মাইক্রোফোন অডিও জ্যাক।
আরো কর্নারে পেয়ে যাব স্পিকার ট্রে। ব্যাটারি ব্যাকআপের দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে এখানে ব্যবহার করা হয়েছে 5,ooo MAH এম্পিয়ার পাওয়ার ব্যাটারি এবং তার সাথে পাব 25 w ফাস্ট চার্জিং সিস্টেম ক্যাবল। তবে এখানে দুঃখজনক বিষয় হলো এই ডিভাইসটিতে আমরা চার্জার পাচ্ছিনা। তবে মানিয়ে নেওয়া যাবে। তবে আমার কাছে এই ডিভাইসটি চার্জার এর ঘাটতিটি না থাকলে হয়তো পার্ফেক্ট লাগতো।
6.6 ইঞ্চির ডিসপ্লের সাইজের মডেলটি তে থাকছে 120 Hz রিফ্রেস রেট।
কেবলমাত্র এতে শেষ নয় এই ডিভাইসটির ডিসপ্লে তে রয়েছে ফুল এইচডি রেজুলেশন। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হলো এই ডিবেসটির ক্যামেরা ফিচার। আকর্ষণীয় এই স্মার্টফোনটির মেইন ক্যামেরার সেন্সরের রয়েছে 50
পিক্সেল। এর পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট সেনসর এবং 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর রয়েছে। সেলফি তোলার সুবিধার জন্য সামনের ক্যামেরায় আমরা পেয়ে যাব 16 মেগাপিক্সেলের সেন্সর।
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো গুগলের android ভার্সন 12 ব্যবহার করা হয়েছে এবং প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হেলো। ত্রিপল রেয়ার ক্যামেরা ফিচার এবং পারফরমেন্সের পাশাপাশি ডিজাইনও অনেকটা নজর কাড়ার লোক দিয়েছে। এটা খুব সহজে বলা যায় ক্যামেরার পারফরম্যান্স যে কারো কাছে মিড রেঞ্জ হিসেবে পারফেক্ট বলে মনে হবে।
দুর্দান্ত পারফরম্যান্স এবং আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে অন্যতম আরো একটি ফিচার হচ্ছে এই ডিভাইসটির মেমরি স্টোরেজ। ইন্টারনাল মেমোরিতে আমরা দেখতে পেয়ে যাব দুটি ভেরিয়েন্ট। যেখানে থাকছে 4 GB রেম এবং 6 GB ram। এছাড়া এক্সটার্নাল মেমোরিতে আমরা পেয়ে যাব 128 GB পর্যন্ত স্টোরেজ। মিডিল রেঞ্জ প্রাইজের ভিতরে এই ডিভাইসটির মেমোরির পারফরমেন্স আমার কাছে ঠিক থাকি লেগেছে। ডিভাইসটির আন্ডার
ডিসপ্লে তে সেট করা হয়েছে মাল্ট্রিপল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যা আমরা এই বাজেটের স্মার্টফোনগুলোর ভিতর খুব কম দেখতে পেয়ে থাকি। এছাড়াও সিকিউরিটি সিস্টেমে আমরা বেশ কয়েকটি অপশন দেখতে পেয়েছি।
ডুয়েল সিম কার্ড চালু রেখেই আপনি এই স্মার্টফোনটির মাধ্যমে আপনি ফাইভ-জি নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। এছাড়া অন্যান্য যে কোন নেটওয়ার্কিং সিস্টেমগুলো রয়েছে সেখানেও আমরা ভালো রেজাল্ট পাবো বলে আশা করা যাচ্ছে।
যে বিষয়টি জানার জন্য আমাদের মধ্যে অনেকে অধীর আগ্রহে রয়েছে
সেটি হলো এই স্মার্টফোনটি ব্যবহার করতে হলে আমাদের কি পরিমাণ টাকা খরচ করতে হবে? আমরা সকলেই জানি মার্কেটে যখন নতুন স্মার্ট ফোন রিলিজ হয় স্বাভাবিকভাবেই কিন্তু ওই ডিভাইসটির দাম কিছুটা হাই দেখতে পাওয়া যায়। পরবর্তীতে দেখা যায় ওই ডিভাইসটির মূল্য ডে ভাই ডাউন হয়।
এই স্মার্ট ফোনটির। ক্ষেত্র আমরা অনেকটা সিম সিস্টেম দেখতে পারি।
বর্তমান বাংলাদেশ মার্কেটপ্লে যে এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে
21,500 টাকা 6/128 । তবে এই প্রাইসটি আমরা অফিসিয়াল ভাবেই পেয়ে যাব। 4/128 পেয়ে যাব 18,499 টাকায়। তবে স্মার্ট ফোনটির 4/128 মডেলটি আনঅফিসিয়াল তার জন্য প্রাইস টা একটু আপ ডাউন হতে পারে।
উপরের রিভিউতে আমরা এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন , এবং প্রাইসের সম্পর্কে জানতে পারলাম, এখন এই স্পেসশিফিকেশন এবং প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটির কম্পেয়ার কিরকম হয়েছে তা আপনার ব্যক্তিগত মতামত আমাদের ছোট্ট একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন