পৃথিবীতে বর্তমান সময়ে যে বড় বড় স্মার্টফোনের কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি হলো xiaomi। Xiaomi কোম্পানিটি এবার অফিসিয়াল ভাবে আমাদের মাঝে আরো একটি স্মার্ট ফোন নিয়ে হাজির হলো। স্মার্টফোনের মডেল টি হলো xiaomi 13 lite। এই মোবাইল ফোনটি দিয়ে আমরা সর্বোচ্চ নেটওয়ার্কিং সিস্টেম পেয়ে যাব 5G পর্যন্ত এবং তার সাথে 2G,3G,4G তো থাকছেই । এই স্মার্টফোনটি বিভিন্ন কয়েকটি কালারে পেয়ে যাব বর্তমান বাজারে । Xiaomi 13 lite এই মডেলটি Xiaomi কোম্পানি মূলত lite সিরিজের মধ্য দিয়ে বের করেছে। তবে আমরা xiaomi এই lite সিরিজের মাধ্যমে কিছুদিন পরপরই এক আকর্ষণীয় ডিভাইস বাজারগুলোতে আনতে দেখে থাকি। তবে এবার দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি আমাদেরকে কিরকম পারফরম্যান্স দিতে চলেছে ? নিচের এই নতুন মোবাইল ফোনটির ভিতরে যে পারফরম্যান্স রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হলো।
এই নতুন মোবাইল ফোনটির ওজন হলো 159 গ্রাম। যা আমরা খুব সহজেই বলতে পারি যে এই মোবাইল ফোনে ব্যবহার করার সময় আমাদের কাছে ভারি ফোন বলে মনে হবে না। এই ডিভাইসটির উচ্চতা হলো 75.7 মিলিমিটার। এই মোবাইল ফোনটি আকর্ষণীয় কালার গুলো হলো কালো, সবুজ, হলুদ। তাছাড়া এই স্মার্টফোনটির বডি রাইট সাইডে আমরা পেয়ে যাব ভলিউম আপডাউন বাটন এবং পাওয়ার বাটন । যা আমরা সচরাচর ইউজ করে থাকি। তাছাড়া বডি নিজের সাইডে আমরা পেয়ে যাব USB টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম, স্পিকার ট্রে এবং 3.5mm হেডফোন জেক। তবে এই স্মার্টফোনটির বডি র লেফট সাইটে আমরা পেয়ে যাব সিম কার্ট ট্রে সলট । যেখানে আমরা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারব ইজি ভাবে। তাছাড়া এই মোবাইল ফোনটিতে পেয়ে যাব আমরা 8GB Ram যা আমরা ভিতরে হিসেবে পেয়ে যাব।
আর এক্সট্রা ভাবে ব্যবহার করলে পেয়ে যাব 12GB পর্যন্ত। তাছাড়া আমরা 128GB Rom পেয়ে যাব।
এই মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.2 ইঞ্চি । যা মূলত এমোলেট টাইপের ডিসপ্লে। এই স্মার্টফোনটির ডিসপ্লের ব্রাইটনেসের আমরা পেয়ে যাব
500 নিটস । যা আমরা খুব সহজে বলতে পারি যে এই মোবাইল ফোনটি ব্যবহার করার সময় ঘরের ভিতর তেমন কোন সমস্যা দেখা দেবে না তবে ঘরের বাইরে বাইরে ব্যবহার করার সময় ঝাপসা বলে মনে হতে পারে। তাছাড়া এই স্মার্টফোনটির ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6। যার মাধ্যমে এই স্মার্টফোনটি বড় আচার কিংবা পড়ে গেল ভেঙে যাওয়ার আশঙ্কা খুব কম থাকবে।এই আকর্ষণীয় মোবাইল ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেডি আমরা পেয়ে যাব 90Hz। যার ফলে আমরা এই মোবাইল ফোনটি দিয়ে যেকোনো ভিডিও দেখার সময় রেজুলেশনের কোন কম দেখে পাবো না। আরো এই ডিভাইস দিয়ে ডিসপ্লের ডেন্সিটিতে ব্যবহার করা হয়েছে 402ppi। তাছাড়া রেজুলেশনে আমরা আরও পেয়ে যাব 1080×2400 মেগাপিক্সেল। যা আমরা খুব সহজে বলতে পারি যে full hd রেজুলেশন ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। এই মোবাইল ফোনটিকে রান করার জন্য ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ভার্সন 12।GPRS টাইপের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই মোবাইল ফোনটিতে।
এই স্মার্টফোনটির ব্যাটারির ক্যাপাসিটি তে ব্যবহার করা হয়েছে 5,000 MAH ব্যাটারি পাওয়ার। যা মূলত Non Removable Lipo টাইপের ব্যাটার। তার সাথে ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য থাকছে 33 W এর ফাস্ট চার্জিং সিস্টেম। যার মাধ্যমে এই আকর্ষণীয় ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র
৪০ মিনিট পর্যন্ত প্রায়। আর একবার ফুল চার্জ হয়ে গেলে আমরা নরমাল ভাবেই একদিন ব্যবহার করতে পারব। তাছাড়া এই আকর্ষণীয় স্মার্টফোনটির বডির ব্যাক সাইডে আমরা পেয়ে যাব ডাবল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে
প্রাইমারি ক্যামেরায় 108 মেগাপিক্সেল। তার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। আর সেলফি তোলার জন্য আমরা পেয়ে যাব 20 মেগাপিক্সেলের। যার মাধ্যমে খুব সহজে বলা যায় এই ডিভাইসটির ক্যামেরার ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতোই হবে।
আমরা সবসময় শাওমি কোম্পানিটিকে দেখে থাকি ভালো মানের পারফরমেন্সের ফিচারগুলো এনে তাদের ডিভাইস গুলো বাজারে লঞ্চ করে দেয়। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই আকর্ষণীয় ডিভাইসটির প্রাইস এর দিকে। আমরা যদি শাওমি এই মডেলের স্মার্টফোনটি বাংলাদেশ বাজার দর নির্ধারণ করা হয়েছে 64,500 টাকা। তাছাড়া আমরা যারা এই স্মার্টফোনটি রুপি দিয়ে ক্রয় করতে চাই তাদেরকে খরচ করতে হবে 35,990€।
তাছাড়া বিশ্ববাজারে স্মার্ট ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 401.00$। স্মার্ট ফোনটির ফিচারগুলো অনুযায়ী প্রাইজটা মোটামুটি কাছাকাছি রয়েছে বলে আমি মনে করছি। তবে আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি কমেন্টের মাধ্যমে।
একটি মন্তব্য পোস্ট করুন