Ads

এই আধুনিক যুগে ল্যাপটপের ব্যাপক চাহিদা আমরা দেখতে পায় প্রায় আমারে সকলের মাঝে। নানারকম কাজে কিন্তু এখন মানুষ স্মার্ট ল্যাপটপ ব্যবহার করে থাকে। তো যাই হোক বর্তমান সময়ে তিন ভাগে ভাজ করার ল্যাপটপের জনপ্রিয়তা অনেক রয়েছে। তবে এই ল্যাপটপটি আমাদের  মাঝে নিয়ে এলো Asus কোম্পানিটি। যা মূলত Fold  সিরিজের  মধ্য দিয়ে এসেছে আমাদের মাঝে। আকর্ষণীয় ল্যাপটপটির মডেল হলো Zenbook 17 Fold oled। এই আকর্ষণীয় ডিভাইসটির চমৎকার একটি বডি ডিজাইনে আমাদের মাঝে হাজির হয়েছে। তাছাড়া বেশ কয়েকটি কালার রয়েছে এই ল্যাপটপটির। এই Asus কোম্পানিটিকে আমরা সাধারণত মার্কেটে  অন্যান্য কোম্পানি ডিভাইসগুলো থেকে একটু ইন্টেলিজেন্স ডিভাইস আমাদের মাঝে নিয়ে আনতে দেখে থাকি। তো আর কথা না বাড়িয়ে এবার চলে যাওয়া যাক এই মডেলের ল্যাপটপটির পারফরম্যান্সের সম্পর্কে।






বডি ডিজাইন 

আমরা সাধারণত Asus কোম্পানিটিকে তাদের ডিভাইস গুলোর বডি ডিজাইনের দিকে একটু বেশি লক্ষ্য করে তা দেখতে পাই। তবে এই ল্যাপটপের মডেলটির ক্ষেত্রেও ভিন্ন কিছু ঘটেনি। এই ল্যাপটপের ফুল বডির ওজন হলো 
1.50 কেজি। যেখানে আমরা এই ল্যাপটপটি যে কোন জায়গায় হাতে নিয়ে ব্যবহার করতে পারব। এই আকর্ষণীয় ল্যাপটপটি আমরা ট্যাবলেট, কিংবা পিসি হিসেবে ব্যবহার করতে পারব খুব সহজে। তাছাড়া কিবোর্ড এক্সট্রা  ভাবে ব্যবহার করতে পারব আমরা খুব সহজভাবে। এই ডিভাইসটির ডান পাশে আমরা দেখতে পাবো পাওয়ার বাটন, ব্যাটারির এলইডি নিগ্রেটর,3.5mm হেডফোন জ্যাক এছাড়াও পেয়ে যাব ঠান্ডার পোর্ট । এবং বিপরীত সাইডেই আমরা পেয়ে যাব চারটা স্পিকার ট্রেন , ইউএসবি টাইপ সি চার্জিং সিস্টেম, এবং দুর্দান্তময় বিষয় হলো এই ল্যাপটপটির বাম সাইডে ভলিউম বাটন ব্যবহার করা হয়েছে। তাছাড়া একটি ফুল সাইজের কিবোর্ড থাকছে যেখানে কিবোর্ড এর মাঝ বরাবর নিচেই থাকছে টাচপ্যাড। টাচপ্যাডটাও  সিলিকন ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে এবং প্রসেসর 


এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হচ্ছে 17.3 ইঞ্চির ডিসপ্লে। যা আমরা বলতে পারি বড়সড় সাইজে একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ল্যাপটপটিতে।FOLED টাইপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে। তাছাড়া এই ল্যাপটপটিতে ব্রাইটনে ব্যবহার করা হয়েছে 500 নিটস। যার মাধ্যমে আমরা খুব সহজে বলতে পারি যে এই ল্যাপটপটি আমরা ঘরের ভিতর কিংবা বাইরে ব্যবহার করার সময় রেজুলেশনের কোন ঘারটি দেখা পাবো না। আরো ডিসপ্লের রেজুলেশনে থাকছে 2560×1920 মেগাপিক্সেলের। তাছাড়া এই আকর্ষণীয় ডিভাইসটির ডিসপ্লের রিফ্রেশনে ব্যবহার করা হয়েছে 60Hz। যার মাধ্যমে আমরা এই ল্যাপটপে যে ভিডিও দেখার সময় রেজুলেশন এর কিছুটা ঘাটতি দেখতে পাবো । ল্যাপটপটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে Windows 11 Pro ভারষন। এটা খুব সহজে বলা যেতে পারে এখানে অপারেটিং সিস্টেমে পার্ফেক্টলি ভার্সন ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি পাওয়ার এবং স্টোরেজ


এই আকর্ষণিয় ল্যাপটপটির ব্যাটারির ক্যাপাসিটি তে ব্যবহার করা হয়েছে 75whs এর ব্যাটারি পাওয়ার। যা মূলত 4s1p টাইপের ব্যাটারি। যা আমরা  খুব সহজে বলতে পারি যে এই ল্যাপটপটির ব্যাটারির ক্যাপাসিটি পাওয়ার এ ভালো মান ব্যাটারি ব্যবহার করা হয়েছে । যার মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি যে আমরা যারা নরমাল ভাবে ল্যাপটপটি ব্যবহার করব তারা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত। আর যারা ল্যাপটপে দিয়ে হাই ইউজার ব্যবহার করতে চান তাদেরকে এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত দিয়ে দেবে। তাছাড়া ল্যাপটপটির ভিতরে আমরা 16GB  Ram হিসেবে পেয়ে যাব। 512 GB Rom হিসেবে পেয়ে যাব ল্যাপটপটির ভিতরে আমরা। তবে এখানে আমরা এক্সট্রা ভাবে কোন কার্ড  ব্যবহার করতে পারব না।

অফিসিয়াল প্রাইস 


আমরা দেখতে পেলাম এবার Asus কোম্পানিটিকে ভালো মানের একটি ল্যাপটপ আমাদের মাঝে নিয়ে চলে এসেছে। এই ল্যাপটপটির মূল্য বর্তমান বাংলাদেশ বাজারের মূল্য নির্ধারণ করা হয়েছে 399,990 টাকা। তাছাড়া এই আকর্ষণীয় ডিভাইসটির RS এর মাধ্যমে আমরা ক্রয় করতে চাইলে আমাদেরকে খরচ করতে হবে 329,990€। তাছাড়া এই আকর্ষণীয় ল্যাপটপটির বিশ্ববাজারে দাম নির্ধারণ করা হয়েছে 3499$। তবে asus কোম্পানিটি  আমাদেরকে সব সময়ের জন্য দিচ্ছে দুই বছরের ওয়ারেন্ট। যা একটি ভালো দিক বলে মনে হয়েছে আমার কাছে। তবে আমার কাছে ফিচারগুলো অনুযায়ী প্রাইজটা ফ্রেন্ডলি মনে হয়েছে। আপনাদের কাছে কি রকম লেগেছে তা আপনাদের একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads