Ads

দেশের মার্কেটগুলোতে Hp কোম্পানিটি খুবই জনপ্রিয় এবং সুপরিচিত একটি ব্র্যান্ড হিসেবে ধরা যায়। এই আকর্ষণিয়  ল্যাপটপটির কোম্পানি চিনের  পণ্য হওয়ার কারণে সাধারণ মানুষের নিকট ডিভাইসটি ব্যবহার করার আগ্রহ অনেকাংশেই বেশি। Hp কোম্পানির S সিরিজের চাহিদা অনেক হারেই বেশি। তাই আপনাদের কথা মাথায় রেখে এই Hp কোম্পানিটি s সিরিজের মধ্যে দিয়ে অল্প মূল্যে ভালো মানের অনেকগুলো মডেল বর্তমান মার্কেটে রিলিজ করেছে। তাদের মধ্যে অন্যতম একটি মডেল হলো Hp 15 S du 111 5tu। দুর্দান্ত   ফিচার গুলো  নিয়ে Hp কোম্পানিটি  এই s সিরিজের জনপ্রিয়তার দিক বর্তমান মার্কেটপ্লেস একটু বেশি এগিয়ে রয়েছে। স্বল্প বাজেটের মধ্যে থাকা এই ল্যাপটপটির ইন্টারনেট  ফাসটেট  সংযোগ সুবিধা কিরকম দিতে পারে? এই ল্যাপটপ ব্যবহার করে  আপনি কি রকম সুবিধা এবং অসুবিধা ফিল  করতে পারেন? তা জানতে অবশ্যই পুরো রিভিউ জুড়ে চোখ রাখুন।

Hp 15 S du1115tu price in   Bangladesh0 | hp 15s du1115tu  বাংলা ভিডিও,


ডিসপ্লে  ডিজাইন


15.6 ইঞ্চির ডিসপ্লে দেখতে পেয়ে যাবো এই আকর্ষণীয় ল্যাপটপটিতে ।Hp
  কোম্পানিটি  এই ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করেছে আইপিএস HD  কোয়ালিটির প্যানেল । আইপিএস কোয়ালিটি ডিসপ্লেতে আমাদের কোন সমস্যা হবে না।
তবে এই আইপিএস কোয়ালিটির ডিসপ্লে চিকন টাইপের হয়ে থাকে। আর যদি আমরা   এই  ডিভাইসটি long time বা লম্বা সময় ধরে ব্যবহার করতে  চাই তাহলে অবশ্যই স্মার্টফোনটি খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে। তবে এই Hp ব্র্যান্ড টি  এই ডিভাইসটির ডিসপ্লেতে 220 নিটস এর ব্রাইটনেস ব্যবহার করেছে। যার ফলে আমরা এই ল্যাপটপটি ইনডোরে খুব সহজেই ব্যবহার করতে পারব তবে আউটডোর ব্যবহার করতে গেলে হয়তো কিছুটা রেজুলেশনের ঘাটি দেখতে পাবো। এই আকর্ষণীয় ল্যাপটপটির ডিসপ্লের রেজুলেশনের ব্যবহার করা হয়েছে 1366×768। তবে এই স্মার্ট ল্যাপটপটির একটি অপূর্ণ দিক  হলো
এই ল্যাপটপটিতে কোন প্রকার টাচ স্ক্রিন ব্যবহার করা হয়নি।



বডি ডিজাইন


 এই  কোম্পানিটি  এই  ডিভাইসটির  বডি  ডিজাইনে খুব  নিখুত  ভাবে কেয়ার দিয়েছে বললেই চলে। সর্বপ্রথম এই ডিভাইসটির বডিতে আমরা ফুল সাইজের একটি কিবোর্ড দেখতে পেয়ে যাব। যেখানে ফুল কিবোর্ড এর নাম পেট এট করা রয়েছে। এই ল্যাপটপটির বডি  ডেকোরেশনকে আর মনোরমভাবে গড়ে উঠিয়েছে। এই ল্যাপটপটি ডান পাশে আমরা ইউএসবি এ থ্রির 2 টা পুরট পেয়ে যাব। তাছাড়া আরও থাকছে এডাপটার  পোট । তার একটু সাইডে আমরা পেয়ে যাব কার্ড সলট। যেখানে আমরা বড় একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তবে এই দিকটি কিন্তু আমার কাছে  পারফেক্ট লেগেছে। এই ডিভাইসটি বাম পাশের  সাইটে পেয়ে যাব টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম এবং hd মাই পোর্ট থাকে 1 টি । আরো থাকছে কম্পো জেক একটি। যার মাধ্যমে আমরা মাইক্রোফোন বা হেডফোন খুব সহজে ব্যবহার করতে পারব।এই ডিভাইসটির
 বডির  4 সাইটে  উন্নত মানের প্লাস্টিকের আবরন  ব্যবহার করা হয়েছে। যার  ফলে আপনার এই ল্যাপটপটি ব্যবহার করে ‌ কোন সমস্যা ফিল করবেন না। এই আকর্ষণের ল্যাপটপটির বডির সামনে সাইটের মাঝখানে একটা  Hp এর লোগো দেখতে পাবো। যা এই ডিভাইসটিকে আমি একটু বেশি স্ট্যান্ডার করে তোলেছে।এই ল্যাপটপটির কিবোর্ড   কিছুটা উপরে ডুয়েল স্পিকার সেটআপ দেখে পাবো। এই আকর্ষণীয় ল্যাপটপটির টাচ পেট  কিবোর্ডের কিছুটা বাম সাইডে রয়েছে। যা হয়তো আপনারা কিছুদিন ইউজ করলে আপনাদের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন ।



ব্যাটারি এবং মেমোরির স্টোরেজ



এই আকর্ষণীয় ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি তে  ব্যবহার করা হয়েছে
41w h। যা সকলে আমরা লিলন  টাইপের ব্যাটারি হিসেবে চিনে থাকি।এই আকর্ষণীয় ডিভাইসটির ব্যাটারির ক্যাপাসিটি তে অ্যান্ড ড্রপটার ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটির ব্যবহৃত এড্রপটারটির  মডেল হল  45W AC  । যা আমরা খুব সহজেই বলতে পারি     হাই লেভেলের একটি এক এড্রপটার।
 তবে এখানে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ আমাদের কিরকম দেবে ? তাদের জন্য আমি বলব এই ল্যাপটপটির কোম্পানিটি  তাদের কথা মাথায় রেখে হয়তো এই ল্যাপটপটি রিলিজ করেছে।
আমরা যদি নরমাল ইউজার হই তাহলে এই ল্যাপটপটির ব্যাটারি থেকে নরমাল ভাবে ১০ থেকে ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব । তবে হাই লেভেলের ইউজার হলে সর্বোচ্চ সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। 
এই ল্যাপটপটিতে আমরা 4GB রেম পেয়ে  যাব। এই স্মার্ট ল্যাপটপটির রেম MHz তে পেয়ে যাব  2400 Mhz।



বর্তমান মার্কেট প্রাইস



তবে অনেকে  প্রশ্ন জাগতে পারে যে এই স্মার্ট ল্যাপটপটি ব্যবহার করতে হলে আমাদেরকে কিরকম টাকা ব্যয় করতে হবে। আমি তাদেরকে সাজেশন দেবো
Hp কোম্পানিটি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এই ল্যাপটপটি রিলিজ করেছে। এই আকর্ষণীয় ল্যাপটপটির বর্তমান মার্কেটপ্লেসে দাম রয়েছে 33,000 টাকা। তবে তার সাথে পেয়ে যাবেন দুই বছরের জন্য ওয়ারেন্টি। যা  আমাদেরকে এই কোম্পানিটি সব সময়ের জন্য সুবিধা দিয়েছে। তবে আমার কাছে এই স্মার্ট ল্যাপটপটির প্রাইস বা ফিচার গুরুর অনুযায়ী পারফেক্ট বলে মনে হয়েছে। তবে এই স্মার্ট ল্যাপটপটি আপনি চাইলে ঘরে বসেও ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে শুরুম থেকে ক্রয় করা বেটার হবে বলে আমার মনে করছি। তবে এই স্মার্ট ল্যাপটপটির প্রফেসরের কার্যকর গুলো আপনাদের কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আমাদেরকে আপনাদের একটি মূল্যবান কমেন্টের  মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads